নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

একটি সহজ সরল কবিতা

০৮ ই জুলাই, ২০২০ রাত ৯:৪৭



আচ্ছা, ঢাকা শহরে তেতুল গাছ কোথায় আছে?
ঘুম থেকে উঠার পর-
খুব বড় একটা তেতুল গাছ দেখতে ইচ্ছা করছে
সম্ভবত আজকের দিনটা নিশ্চয়ই একটা বিশেষ দিন
আজ কি বার? কত তারিখ? বাংলা কি মাস চলছে?
বার, তারিখ আর বাংলা মাস সবই জানা যাবে
কিন্তু তেঁতুল গাছ কোথায় পাই!
আমাদের গ্রামে একটা বিশাল তেঁতুল গাছ ছিলো
শশী স্যার তেঁতুল গাছে দোলনা লাগিয়ে দিয়েছিলেন
সেই দোলোনায় গ্রামের সমস্ত ছেলেমেয়েরা দোল খেতো
তারপর একদিন বীনা আপা তেঁতুল গাছটায় ফাঁস নিলেন
এরপর তেঁতুল গাছটার গায়ে দোষ লাগলো
গ্রামে কেউ সেই তেঁতুল গাছটার কাছে যায় না
কেউ কেউ গভীর রাতে তেঁতুল গাছটার দোলনায়
বীণা আপাকে দোল খেতে দেখতে পেয়েছিলেন
মুরুব্বীরা ঠিক করলেন, গাছটা কেটে ফেলতে হবে।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুলাই, ২০২০ রাত ৯:৫০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বিনা কারণে গাছ কাটা বিরাট বড় ধরনের অপরাধ।

এই অপরাধের শাস্তি কোন শেষ নেই।

০৮ ই জুলাই, ২০২০ রাত ৯:৫৬

রাজীব নুর বলেছেন: আমাদের দেশে গাছ কাটার শাস্তি নেই। টাকার দরকার হলেই বাড়ির সবচেয়ে পুরান গাছটা বিক্রি করে দেওয়া হয়। আমাদের গ্রামের বাড়িতে অসংখ্য গাছ ছিলো। খুব মজবুত সব বড় বড় গাছ। একদিন আমার এক চাচা গ্রামের বাড়ির সমস্ত গাছ বিক্রি করে দেয়। আব্বা রাগ করে এবং দুঃখে এক বছর গ্রামের বাড়ি যায় নি। এদিকে চাচা অপরাধ বোধ থেকেই পরে অনেক গুলয় গাছ লাগিয়েছেন।

২| ০৮ ই জুলাই, ২০২০ রাত ১০:১১

নেওয়াজ আলি বলেছেন: অতুলনীয় লেখা।  ভালো হয়েছে। 

০৮ ই জুলাই, ২০২০ রাত ১১:২৩

রাজীব নুর বলেছেন: সহজ করে লিখলে মানুষের ভালো লাগে।

৩| ০৮ ই জুলাই, ২০২০ রাত ১০:৫০

নাসরীন খান বলেছেন: ভাল লাগা রেখে গেলাম!

০৮ ই জুলাই, ২০২০ রাত ১১:২৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বোন।

৪| ০৮ ই জুলাই, ২০২০ রাত ১১:০৮

এনাম আহমেদ বলেছেন: ভাল লেগেছে। ছবিটা কার তোলা?

০৮ ই জুলাই, ২০২০ রাত ১১:২৪

রাজীব নুর বলেছেন: ছবি আমি তুলেছি। বৃক্ষ মেলা হেকে।

৫| ০৮ ই জুলাই, ২০২০ রাত ১১:৫৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
খানসাব এটাও কি কবিতা !!
অসাধারণ কবিতা!! ভাষা
হারিয়ে ফেলেছি কবিতা
পাঠে!! মুগ্ধতা ছড়িয়েছে
পাঠকের মাঝে !!

০৯ ই জুলাই, ২০২০ রাত ১২:২৮

রাজীব নুর বলেছেন: জ্বী মুরুব্বী এটা কবিতা।
ভান ভনিতা ছাড়া কবিতা।

৬| ০৯ ই জুলাই, ২০২০ দুপুর ১:৩০

মরুভূমির জলদস্যু বলেছেন: আমার এলাকায় একটা আছে। তবে এখন বলা উচিত অর্ধেত আছে। কেঁটেকুটে অর্ধেক করে ফেলেছে।
উত্তর বাড্ডা, তেঁতুল তলা। নামেই পরিচয়।

০৯ ই জুলাই, ২০২০ বিকাল ৪:২১

রাজীব নুর বলেছেন: বাড্ডা শাহবাজপুর আমি প্রায়ই যাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.