নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

রাস্তায় পাওয়া ডায়েরী থেকে- ১৬৩

০৯ ই জুলাই, ২০২০ রাত ১১:২৫



১। একটা 'কবি' নাই ঢাকা শহরে। কিন্তু সব শালা হতে চেয়েছিল কবি।প্রথম বই অথবা প্রথম বইয়ের কয়েকটি কবিতা লেখার চেষ্টা এই তাদের দৌ্রাত্ম্য। কবিতার রাজনীতি কইরা কবি হউন যায় না। তাই ছড়াকাররাই আজ দেশের কবিতা জগত শাসন করে।

২। আপনার যদি খুব মন খারাপ হয় অথবা নিজেকে খুব অসহায় মনে হয়- তাহলে রবীন্দ্রনাথের 'শেষের কবিতা' পড়ুন অথবা চার্লি চ্যাপলিনের মুভি গুলো দেখুন।

৩। আপনার বাচ্চাকে হার্ডকোর মুমিন না বানিয়ে একজন ভালো বিবেকবান মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করুন। যদি বিবেক তৈরি হয়, তখন সে এমনিতেই সঠিক বেঠিক যাচাই করতে পারবে, নিজ ধর্ম সম্পর্কে শুদ্ধ জ্ঞ্যান অর্জনে অর্জিত করতে পারবে।

৪। ক্ষমতাসীনেরা কখনো বিপদে পড়ে না, বিপদ হয় দেশের।
আমরা শান্তিময় একটা দেশ চাই, যেখানে হাজারো দুঃখ-কষ্ট মেনে নিয়ে হাসি মুখে ঘুমাতে যেতে পারি। এতটুকুই আমাদের চাওয়া সরকারের কাছে।

৫। পৃথিবীতে নৈঃশব্দ বলে কিছু নেই।
ধরুন, খালি চায়ের কাপ পাথরের টেবিলে রাখলে কেমন শব্দ হবে আর চা ভর্তি কাপ রাখার শব্দ কেমন হবে?
একদিন সকালে আপনি ঘুম থেকে উঠে যদি দেখেন, বাস বা গাড়ির হর্ন, ঘড়ির টিক টিক শব্দ, অ্যালার্ম, চায়ের কাপে চা ঢালা, চামচ নাড়ার শব্দ, পদধ্বনি ইত্যাদি সবকিছুই শুনতে পাচ্ছেন, কিন্তু মানুষের কথা খুব একটা শুনতে পাচ্ছেন না।
শোনার মতো কথা আর বলার মতো কথা ক’জন বলছি অ্যাকচুয়ালি? ফ্যাশন, গসিপ, ফ্রি মার্কেট, গাড়ি, জমি, টাকাপয়সা, ফ্লাট, চাকরি, ব্যবসা, রিয়েল এস্টেট, প্রপার্টি– এসবই কি জীবন? আর কিছু কি নেই?
আমরা প্রয়োজনের তুলনায় অপ্রয়োজনীয় কথা বেশি বলি। অথচ, আমরা যে ভার্চুয়াল জগতে, সোশ্যাল মিডিয়ায় অর্থহীন শব্দ ব্যবহার করছি তা কতটাই বা আমাদের জন্য অর্থপূর্ণ!

৬। দেশটা কেমন যেন হয়ে গেলো! রাজনীতিতে কোনভাবে যুক্ত হতে পারলেই কেল্লাফতে। আর পিছে ফিরে তাকাতে হবে না। ক্ষমতা, টাকা, বাড়ী-গাড়ি, নারী সবই যেন হাতের মুঠোয়। যা মন চাইবে তাই হবে।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুলাই, ২০২০ রাত ১১:৩৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: ১ নং মন্তব্যটা একটু আক্রমণাত্মক হয়ে গেল। আপনি ইদানীং বিশেষ বিশেষ শ্রেণী নিয়ে কড়া কড়া কথা বলছেন।

০৯ ই জুলাই, ২০২০ রাত ১১:৫৩

রাজীব নুর বলেছেন: দেয়ালে পিঠ ঠেকে গেছে।

২| ০৯ ই জুলাই, ২০২০ রাত ১১:৪০

মরুভূমির জলদস্যু বলেছেন: শেষটার সুযোগ আমার ছিলো, কিন্তু মন টানলো না বলে অতিসাধারণ আমজনতা হয়েই রয়ে গেলাম।

০৯ ই জুলাই, ২০২০ রাত ১১:৫৪

রাজীব নুর বলেছেন: আমজনতা থাকাই ভালো।

৩| ১০ ই জুলাই, ২০২০ রাত ১২:০০

অবলাল রশ্নি বলেছেন: পৃথিবীতে নৈঃশব্দ বলে কিছু নেই! আসলেই নেই

১০ ই জুলাই, ২০২০ রাত ১২:৩৯

রাজীব নুর বলেছেন: এটা অনেকেই মানবে না। অথচ এটাই সত্য।

৪| ১০ ই জুলাই, ২০২০ রাত ১২:৫০

চাঁদগাজী বলেছেন:



৬ নং:

মাওলানাও নেই

১০ ই জুলাই, ২০২০ রাত ১:৪৫

রাজীব নুর বলেছেন: আছে আছে।

৫| ১০ ই জুলাই, ২০২০ রাত ১২:৫৬

ডার্ক ম্যান বলেছেন: আমি রাজনীতি করে ভাগ্য পরিবর্তন করতে চেয়েছিলাম। কিন্তু আপাতত বাদ।
বাংলাদেশে ভয়াবহ রাজনৈতিক বিপর্যয় আসন্ন বলে মনে হয়।

১০ ই জুলাই, ২০২০ রাত ১:৪৬

রাজীব নুর বলেছেন: বিপর্যয় হবে না, যেমন চলছে তেমনই চলবে।

৬| ১০ ই জুলাই, ২০২০ রাত ১:০৫

নেওয়াজ আলি বলেছেন: আপনি ছড়া লিখতে পারলে । একটা ছড়া পোষ্ট দিবেন।
আমরা সবাই দেশকে ভালোবাসি এতে কোন সন্দেহ নেই । তাই দেশ নিয়ে চিন্তিত কিন্তু সাবধান । ডিজিটাল আইন খব মারাত্মক ।

১০ ই জুলাই, ২০২০ রাত ১:৪৯

রাজীব নুর বলেছেন: ইয়েস।

৭| ১০ ই জুলাই, ২০২০ সকাল ৭:৪৭

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ১,আপনার কবিতা পড়েছি।
২,পড়ে দেখেছি মন আরো খারাপ হয়ে যায়।সর্বরোগের এক ঔষধ না।
৩,বাচ্চাকে কোন কিছুই বানানো দরকার নেই।ওঁকে ওর মতো হতে দিন।খেয়াল রাখতে হবে খারাপ যেন না হয়।(খারাপ ভালোর জ্ঞান যদি পিতা মাতার থাকে)
৪,আর কতো বিপদে পড়বে।বিপদ কত প্রকার ও কি কি যারা বিপদে পড়েছে তাদের বলে দেখেন।
৫,কোন কিছুই বিচ্ছিন্ন না সব একসূত্রে গাঁথা।
৬,পিছে ফিরে দেখবেন কেউ নেই সাথে।

১০ ই জুলাই, ২০২০ দুপুর ১২:৪৩

রাজীব নুর বলেছেন: আপনাকে আন্তরিক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.