নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আসুন স্পেন দেশটি সম্পর্কে জানি

১৬ ই জুলাই, ২০২০ দুপুর ২:১৮




ইউরোপের অন্যতম সমৃদ্ধ দেশ স্পেন।
স্পেন এর সাথে পৃথিবীর বেশির ভাগ দেশের সাথেই সু সম্পর্ক। এতটাই সুসম্পর্ক যে স্পেনের পাসপোর্টে ১২৩টি দেশে বিনা ভিসায় ভ্রমণ করা যায়, যা পাসপোর্ট শক্তি সূচকে ৩য় স্থানে রয়েছে। স্পেনের আয়তন ৫ লক্ষ ৫ হাজার ৯ শত বর্গকিলোমিটার। আয়তনের দিক থেকে বিশ্বের ৫১তম দেশ। স্পেনে করোনাভাইরাস সংক্রমণ সবচেযে গুরুতর চেহারা নিয়েছিল। দেশটিতে কোভিড -১৯ আক্রান্ত হয়ে ২৮ হাজার ৩০০রও বেশি মানুষ মারা গেছে এবং মৃত্যুর এই সংখ্যা ইউরোপিয়ান ইউনিয়নে তৃতীয সর্বোচ্চ। কোভিড নাইনটিনে বিশ্বে সর্বাধিক মানুষ আক্রান্ত হয়েছে আমেরিকায়। এরপরই তালিকায় দু নম্বরে আছে স্পেন। এই তথ্য এসেছে জন্স হপকিন্স ইউনিভার্সিটি থেকে। বর্তমানে স্পেনে করোনা পরিস্থিতি বেশ উন্নতি করেছে। এখন পর্যটকেরা আসতে পারেন।



১৫৮১ সালে হল্যান্ড স্পেন থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীনতা ঘোষণা করে।
সামরিক জেনারেল ফ্রানসিস ফ্রাংকো একনায়ক হিসেবে পরবর্তী ৩৬ বছর স্পেন শাসন করেন। ১৯৭৫ সালে ফ্রাংকোর মৃত্যুর পর স্পেন আধুনিক, গণতান্ত্রিক, গতিশীল একটি ইউরোপীয় জাতি হিসেবে নিজেকে প্রতিষ্ঠার প্রয়াস পায় এবং একটি ধনী, নগরায়িত, শিল্পোন্নত ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে একবিংশ শতক শুরু করে। আয়তনে স্পেন ইউরোপের ৪র্থ বৃহত্তম এবং দক্ষিণ ইউরোপের বৃহত্তম দেশ। মাদ্রিদ স্পেনের বৃহত্তম শহর ও রাজধানী। স্পেনের সরকারি নাম কিংডম অব স্পেন। দেশটির জনসংখ্যা জনসংখ্যা ৮ কোটি'র কিছু বেশি। মুদ্রার নাম ইউরো। প্রধান ধর্ম খ্রিস্টধর্ম। ভাষা: স্পেনিশ। জাতিসংঘে যোগদান: ১৪ ডিসেম্বর, ১৯৫৫। স্পেন এর জনগন ভদ্র। বর্তমান রাজনীতিবিদরা সৎ। দেশটির নাগরিকেরা দেশের সব নিয়ম এবং আইন পুরোপুরি মেনে চলেন। স্পেনের পুলিশেরা ঘুষ নেয় না। তারা জনগনের বন্ধু।



স্পেনের অধিকাংশ এলাকাজুড়ে রয়েছে গম ও আঙুরের খেত আর অলিভ গাছ। স্পেন ভ্রমনে প্রতি বছর ৫ থেকে ৭ কোটি পর্যটক আসে। স্পেন সারা বিশ্বে সবচেয়ে বেশি অলিভ অয়েল উৎপাদন করে। ফুটবল স্পেনের সবচেয়ে জনপ্রিয় খেলা। রিয়েল মাদ্রিদ এবং বার্সেলোনা দেশটির দুটি জনপ্রিয় ফুটবল ক্লাব। বর্তমানে পৃথিবীর জনসংখ্যা প্রায় ৭৫৫ কোটি যার মধ্যে মুসলমানদের সংখ্যা প্রায় ১৯০ কোটি, বিশ্বের প্রায় ৫৬ দেশ মুসলিম প্রধান। স্পেনে মুসলিম পতনের পর পাঁচশো বছর অতিবাহিত হয়েছে। এখনো স্পেনে মুসলিম পুনর্জাগরণের স্বপ্ন দেখেন স্প্যানিশ মুসলিমগণ। বর্তমানে স্পেনের ৮ কোটি জনসংখ্যার ৫.৪ ভাগ মুসলিম। প্রায় ৩২ হাজার প্রবাসী বাংলাদেশির বসবাস স্পেনে। যাদের মধ্যে সিংহভাগ থাকেন রাজধানী মাদ্রিদ এবং পর্যটন শিল্পে সমৃদ্ধ কাতালোনিয়ায়। এদের মধ্যে বেশিরভাগিই হোটেল, রেস্টুরেন্ট এবং সুপারমার্কেটে চাকরি করেন। বাংলাদেশি কিছু ব্যবসায়ীও সেখানে আছেন।



স্পেনের জাতীয় খেলা ষাড়ের লড়াই।
এই ষাড়ের লড়াইয়ে যারা জিতে যায় তাদেরকে ম্যাটাডোর বলা হয়। বড় অদ্ভুত একটা খেলা! যারা দেখেন নি ইউটিউবে দেখে নিতে পারেন। বুল ফাইট নিয়ে লিখেছিলাম। বিশ্বের অনেক দেশ থেকে এই খেলা দেখতে এবং খেলতে বহু লোক স্পেনে আসে। স্পেনে আরেকটা খেলা আছে, টোমেটো খেলা। শহরের মানুষজন সব রাস্তায় নেমে আসে। একজন আরেকজনের গায়ে টমেটো ছুড়ে মারে। ইউরোপের সব গুলো দেশই সুন্দর। প্রায় ৫০টা দেশ রয়েছে ইউরোপে। 'হিংস্র' উৎসব আর সমৃদ্ধ ঐতিহ্যের দেশ স্পেন। ইউরোপ মহাদেশের দক্ষিণ-পশ্চিমের দেশ স্পেন। প্রাচীনকালে ফিনিসীয়, কার্থেজীয় ও সবশেষে রোমানরা অঞ্চলটি শাসন করে। দেশটি দীর্ঘ মুসলিম শাসনামলে শিক্ষা, গণিত, ভূগোল, স্থাপত্য, জ্যোতির্বিজ্ঞান ও কাব্যচর্চায় ইউরোপের শীর্ষস্থানীয় পর্যায়ে পৌঁছে গিয়েছিলো। ১৫ শতকে নাবিক ক্রিস্টোফার কলম্বাসের নেতৃত্বে স্পেনের রাজার জাহাজের বহর আমেরিকা মহাদেশে পদার্পণ করে।



তাগুস, গােয়াদিয়ানা ও গােয়াদালকুইভির স্পেনের উল্লেখযােগ্য নদ-নদী।
স্পেনের প্রাচীন নগরীসমূহের একটি কর্ডোভা। এন্তাকীরা হলো স্পেনের জনপ্রিয় এক চিত্তবিনোদনের শহর। এখানে আছে অসংখ্য গগনচুম্বী হোটেল ও রেস্তোরা। সমুদ্র উপকূল উপভোগের জন্য এই জায়গাটি পুরো স্পেনজুড়ে প্রশংসিত। বিংশ শতাব্দীর শুরুতে স্পেনের সরকার কাগজেকলমে গণতান্ত্রিক হলেও আসলে একটি বিশেষ শ্রেণীর হাতে স্পেনের রাজনৈতিক ক্ষমতা কুক্ষিগত ছিল। রাজনৈতিক দলগুলির মধ্যে ক্রমে সংঘর্ষ ও নৈরাজ্য ছড়িয়ে পড়ে। ১০০২ সালে ইবনে আবি আমিরের মৃত্যুর পরপরই মুসলিম স্পেনে বিশৃঙ্খলা নেমে আসে। সমগ্র উপদ্বীপ কম-বেশি ৩৪টি ক্ষুদ্র স্বাধীন শাসকের হাতে চলে যায়। তারা একে অপরের সাথে নিজের স্বার্থ নিয়ে যুদ্ধে লিপ্ত ছিল। এর থেকে মূলত লাভবান হচ্ছিল উত্তর-পশ্চিম অংশের ক্যাথলিক রাজারা। ৭১১ খ্রিস্টাব্দে স্পেনের মাটিতে পা রাখে মুসলিম বাহিনী। মুসলিম সেনাপতি তারিক ইবনে জিয়াদের নেতৃত্বে স্পেনের অত্যাচারী রাজা রডারিককে পরাজিত করে তারা ইসলামী শাসন প্রতিষ্ঠা করে।

মন্তব্য ২৬ টি রেটিং +২/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুলাই, ২০২০ দুপুর ২:৪৩

ভুয়া মফিজ বলেছেন: আগামী সেপ্টেম্বরে স্পেন যাচ্ছি ইন শা আল্লাহ। গ্রেনাডা, কর্ডোবা আর মালাগা'তে যাবো। চাইলে সঙ্গী হতে পারেন। সিরিয়াসলি।

১৬ ই জুলাই, ২০২০ বিকাল ৩:২৫

রাজীব নুর বলেছেন: করোনাকাল দূর না হলে কোথাও যাওয়া হবে না।

২| ১৬ ই জুলাই, ২০২০ দুপুর ২:৪৫

নেওয়াজ আলি বলেছেন: যেতে পারবো না । ছবিতে দেখি মন ভরে।

১৬ ই জুলাই, ২০২০ বিকাল ৩:২৫

রাজীব নুর বলেছেন: জিন্দেগী না মিলেগা দোবারা মুভিটা দেখেন, তাহলে আপনার স্পেন দেখা হয়ে যাবে।

৩| ১৬ ই জুলাই, ২০২০ বিকাল ৩:৩৪

মরুভূমির জলদস্যু বলেছেন: যাইতে মন চায়, কিন্তু সুযোগ হবে না হয়তো কোনো দিন।

১৬ ই জুলাই, ২০২০ বিকাল ৫:০৭

রাজীব নুর বলেছেন: অসম্ভব কিছু না।

৪| ১৬ ই জুলাই, ২০২০ বিকাল ৩:৪৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আমার দেখা মতে , সব চেয়ে খারাপ পুলিশ আছে মালয়েশিয়ায় ।
তারপরে খারাপ পুলিশ আছে আমাদের নিজেদের দেশে।

১৬ ই জুলাই, ২০২০ বিকাল ৫:০৮

রাজীব নুর বলেছেন: দুনিয়ায় সবচেয়ে ভালো পুলিশ হলো আমস্টারডামের।

৫| ১৬ ই জুলাই, ২০২০ বিকাল ৩:৫১

নজসু বলেছেন:

১৬ ই জুলাই, ২০২০ বিকাল ৫:০৮

রাজীব নুর বলেছেন: !

৬| ১৬ ই জুলাই, ২০২০ বিকাল ৩:৫২

নজসু বলেছেন:


তথ্য সমৃদ্ধ পোষ্ট। ভালো লাগলো।

১৬ ই জুলাই, ২০২০ বিকাল ৫:০৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৭| ১৬ ই জুলাই, ২০২০ বিকাল ৪:৫৪

ইসিয়াক বলেছেন: জানলাম।

১৬ ই জুলাই, ২০২০ বিকাল ৫:০৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৮| ১৬ ই জুলাই, ২০২০ বিকাল ৫:১০

123456789happy বলেছেন: ইনশাআল্লাহ্ একদিন যাবো

১৬ ই জুলাই, ২০২০ রাত ৯:৪০

রাজীব নুর বলেছেন: অবশ্যই যাবেন। সাথে আমাকে নিবেন।

৯| ১৬ ই জুলাই, ২০২০ বিকাল ৫:৩৯

মোহাম্মদ গোফরান বলেছেন: তথ্যবহুল পোস্টের মাধ্যমে স্পেন সম্পর্কে অনেক কিছু জানলাম।

১৬ ই জুলাই, ২০২০ রাত ৯:৪০

রাজীব নুর বলেছেন: বাচতে হলে জানতে হবে।

১০| ১৬ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:১৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমার ইচ্ছ

আমার ইচ্ছা আছে স্প্যানিশ ভাষা শিখব।
ভাষাটা তেমন কঠিন নয়।
যারা ইংরেজি জানে তাদের জন্য এই ভাষাটা আরো সহজ

একসময় স্পেনে যাওয়ার ইচ্ছা আছে আমার।

১৬ ই জুলাই, ২০২০ রাত ৯:৪১

রাজীব নুর বলেছেন: গুড।
স্পেন যান সমস্যা নাই। তবে বসতি গড়বেন কানাডায়।

১১| ১৬ ই জুলাই, ২০২০ রাত ১১:১৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: ষাঁড়ের খেলাটা ভয়ঙ্কর।

১৭ ই জুলাই, ২০২০ রাত ১২:৪৫

রাজীব নুর বলেছেন: জ্বী।

১২| ১৭ ই জুলাই, ২০২০ রাত ১২:৫১

কল্পদ্রুম বলেছেন: টমেটো খেলাটা বেশ মজার।বুল ফাইটিং ডেঞ্জারাস।

১৭ ই জুলাই, ২০২০ রাত ১২:৫৬

রাজীব নুর বলেছেন: গুরুভাই এর কোনো খবর আছে?

১৩| ১৭ ই জুলাই, ২০২০ রাত ১:৪৭

কল্পদ্রুম বলেছেন: 'গুরুভাই' কি এই ব্লগের অন্য কেউ?তার ব্যাপারে আমি কাছে কোন খবর নেই।

১৭ ই জুলাই, ২০২০ দুপুর ১:১৩

রাজীব নুর বলেছেন: হুম!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.