নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

রাজকুমারী সুবর্নলতা

১৮ ই জুলাই, ২০২০ দুপুর ১২:৫৭



সে অনেক, অনেক দিন আগের কথা
একরাজ্যে ছিল এক রাজকুমারী
রাজকুমারী ছিলো ভীষন সুন্দরী
যেন রুপকথার পরী!
তার ছিল খুব গল্প, কবিতা আর গানের শখ
পাশেই বনে রোজ বসতো,
পাখিদের কবিতা, গান, গল্পের আসর
হাজার রকমের পাখি আসতো সেখানে
লাল পাখি, হলুদ পাখি, কমলা পাখি ,সবুজ পাখি
সারা পৃথিবীর সুকন্ঠি সব পাখি
রাজকুমারী মুগ্ধ হয়ে শুনত-
পাখিদের গল্প, কবিতা আর গান।
সেও মাঝে মাঝে পাখিদের সাথে গান ধরত,
মিহি কন্ঠে আবৃত করে যেতো কবিতা,
সবাইকে সুন্দর সুন্দর গল্প শুনাততো।
এক দিন কি হল-
রাজকুমারী পাখিদের সাথে গান গাইছে,
এমন সময় দেখে চিহি চিহি করে
তাকে দূর থেকে ভেঙাচ্ছে এক বাঁদর
রাজকুমারী বাঁদরের দুষ্টমি দেখে হেসেই খুন
আর বাদরটিও দেখতে ছিল খুব কিউট
অন্য সব বাঁদরদের থেকে দেখতে অনেকটাই আলাদা
মাঝে মাঝে সে মানুষের মত দু পায়ে দাঁড়াতে পারে,
কুস্তি করতে পারে, ভিন্দেশী ভাষায়
কুটকুট করে কথা বলতে পারে
রাজকুমারী বাঁদরকে দেখে তো অবাক!

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুলাই, ২০২০ দুপুর ১:০৬

আলমগীর সরকার লিটন বলেছেন: এই তো চমৎকার লেখেছেন
কবিতা লেখতে পারেন না--------আমার লেখা হয় না বলে কবিতা লেখতে জানেন না

১৮ ই জুলাই, ২০২০ দুপুর ১:১৭

রাজীব নুর বলেছেন: হে হে হা হা হো হো...

২| ১৮ ই জুলাই, ২০২০ দুপুর ১:১৫

মরুভূমির জলদস্যু বলেছেন: একি কবিতা !!!!!

১৮ ই জুলাই, ২০২০ দুপুর ১:১৭

রাজীব নুর বলেছেন: আধুনিক কবিতা বলতে সমস্যা কি?

৩| ১৮ ই জুলাই, ২০২০ দুপুর ১:২২

সাড়ে চুয়াত্তর বলেছেন: এর পর বাঁদরটা রাজকন্যাকে আকৃষ্ট করার জন্য কিছুক্ষন লাফালাফি করল ও শেষে রাজকন্যাকে প্রেমের প্রস্তাব দিল। রাজকন্যা বানরকে আপন করে নিল। তাদের বিয়ে হয়ে গেল ও তারা সুখে শান্তিতে বাকি জীবন পার করলো। :)

১৮ ই জুলাই, ২০২০ দুপুর ২:১৭

রাজীব নুর বলেছেন: ঠিক বলেছেন। দশে দশ পেলেন।

৪| ১৮ ই জুলাই, ২০২০ দুপুর ১:২৮

নেওয়াজ আলি বলেছেন: অতুলনীয় লেখনি।

১৮ ই জুলাই, ২০২০ দুপুর ২:১৭

রাজীব নুর বলেছেন: দূর কি যে বলেন!

৫| ১৮ ই জুলাই, ২০২০ বিকাল ৩:৩২

সাইন বোর্ড বলেছেন: রাজকুমারীর এখন বাড়তি নিরাপত্তা দরকার হবে ।

১৮ ই জুলাই, ২০২০ বিকাল ৪:০৪

রাজীব নুর বলেছেন: আমি আছি।

৬| ১৮ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৩১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কানা ছেলের নাম পদ্ম লোচন।
এর নাম কবিতা !!

১৮ ই জুলাই, ২০২০ রাত ৯:০৮

রাজীব নুর বলেছেন: জ্বী। অবশ্যই কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.