নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

এই সমাজ- ৩০

২২ শে জুলাই, ২০২০ দুপুর ১:৩৭



আমাদের দেশের মানুষ দিন দিন এমন অমানবিক হয়ে যাচ্ছে কেন?
অথচ সবাইতো মুখে নীতি কথা বলছে। তাহলে সমস্যাটা কোথায়? কোনো মানুষের মধ্যে সামাজিক জ্ঞান ও নৈতিক জ্ঞান নেই কেন? পদ্মা সেতুতে মাথা লাগবে গুজব যেই হারে প্রচার হয় আর মানুষ পিটিয়ে মেরে ফেলে সন্দেহ করে! হুজুগে বাঙ্গালী গুজবে বিশ্বাসী। এক একযুগ ধরে প্রশ্ন ফাঁস জেনারেশনের কুফল জাতি পেতে শুরু করেছে! এই জেনারেশনের ছেলে মেয়েদের মাথায় কিচ্ছু নেই। সারা দিনরাত শুধু মোবাইল টেপাটিপি করে এদের সময় কাটে।

প্রশ্নপত্র ফাস জেনারেশন, ফেসবুকের স্ট্যাটাস দেওয়া জেনারেশন আর কপি পেস্ট বুদ্ধি নিয়ে চলা লোকদের কাছে ভালো কিছু আশা করা বোকামো। সব এলাকাতেই কিছু বখাটে থাকে, তারা বাজেও নিষ্ঠুর কাজের নেত্রীত্ব দেয়। এযুগের ছেলেরা সাউথ ইন্ডিয়ান মুভি দেখে তারা নিজেদের নায়ক ভাবে। এরাই মারামারি করে, ছিনতাই করে, নেশা করে, ইভটিজিং করে। সমাজে নিষ্ঠুর, অমানবিক হাজারো খুনি ঘুরে বেড়াচ্ছে সবার সাথে... এই খোঁড়া প্রজন্ম দিয়ে কতটা সমৃদ্ধির পথে যাবে দেশ?

দূর্নীতি আর চাটুকারিতা দেখলেই বুঝা যায় দেশের মানুষ কি পরিমাণ পেছনে পড়ে আছে, তা বুঝা সম্ভব হচ্ছে। উন্নত বিশ্বের সাথে আমরা তাল মিলিয়ে এগুতে পারবো না। এই প্রশ্ন ফাঁস জেনারেশনের ছায়া আগামী ৩০ বছর আমাদের তাড়িয়ে বেড়াবে। বিশ্বের সব দেশ'ই উন্নতি করছে কিন্তু আমাদের মানসিকতার অধপতন হচ্ছে দিন দিন। দেশে যেই হারে খুনীর সংখ্যা বাড়ছে সেটা খুবই ভয়ংকর। কথায় আছে বাঘ যখন মানুষের মাংসের স্বাদ পায় তখন তার অন্য কিছু ভালো লাগে না। লাখ লাখ জিপিএ ৫ দিয়ে জাতি কতদূর এগুবে বুজাই যাচ্ছে!

আমার এক শিক্ষক আমাকে বলেছেন, যারা তোমার প্রতি সদয় ছিল না, তাদের প্রতি অসন্তোষ পুষে রেখো না। কারন শুধু মাত্র তোমার মা এবং বাবা ছাড়া তোমার প্রতি সুবিচার আর কেউ করবে না। একজন মানুষ আজ তোমার সাথে ভালো- তার মানে এই নয় যে, সে সব সময়ই তোমার সাথে ভালো থাকবে। কাজেই খুব দ্রুত কাউকে বন্ধু ভেবো না।
সব সময় মাথায় রাখো- এই দুনিয়াতে বেশির ভাগ মানুষ'ই দুষ্ট।

আজকাল চাকরী এবং ব্যবসা করলে- দিন আনি দিন খাই টাইপ অবস্থা হয়।কিন্তু রাজনীতি করলে গাড়ি-বাড়ি, কোটি কোটি টাকা করা কোনো ব্যাপার না। ছাত্ররাজনীতি করলেও- চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি করে আঙ্গুল ফুলে কলা গাছ হওয়া যায়। আর একবার এইভাবে প্রচুর টাকা করতে পারলে- মানুষ ভুলে যায় যে এই টাকা অসৎ ভাবে উপার্জন করা।তখন সবাই জ্বী জ্বী করতে থাকে।

দেশে কারো জানা নেই ক্ষুধার্ত মানুষের সংখ্যা কত?
সরকারের পক্ষ থেকে দেশের ক্ষুধার্ত মানুষের ক্রমবর্ধমান সংখ্যার ব্যাপারে নির্লিপ্ত ভূমিকা পালন করা হলেও জাতিসংঘ বলছে, বাংলাদেশে তিন কোটি থেকে চার কোটি লোক প্রতিদিন পেট পুরে খেতে পায়না। বিপুল এ জনগোষ্ঠী ক্ষুধা নিয়ে দুর্বিষহ দিন কাটায়।
দারিদ্র্যের হার কমে আসছে সরকার পরিসংখ্যান দিয়েই এমন দাবি করছে। সাধারণ খেটে খাওয়া মানুষ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের উচ্চমূল্যের সাথে চলতে গিয়ে রীতিমতো হাফিয়ে উঠেছে। বাংলাদেশে প্রতি এক হাজার শিশুর মধ্যে ৫৪ জন অপুষ্টিতে মারা যায়।
একজন মানুষকে সুস্থভাবে বেঁচে থাকতে হলে দুই হাজার ২২২ ক্যালোরি খাদ্য গ্রহণ করতে হয়। কিন্তু বাংলাদেশে এর চেয়ে কম ক্যালোরি খাবার গ্রহণ করে, এমন লোকের সংখ্যা প্রায় ৮ কোটি। মন্ত্রীগণ দয়া করে ক্ষুধার্ত মানুষের সাথে আর ঠাট্টা করবে না। কথা নয় কাজের মাধ্যমে দক্ষতা দেখান। ব্যর্থ লোকদের পতন- কেউ ঠেকাতে পারবে না।

মন্তব্য ২৯ টি রেটিং +২/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ২২ শে জুলাই, ২০২০ দুপুর ১:৫১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

পোস্ট প্রকাশে সব সময় আপনি
আমার সাথেই থাকেন! হয়তো
আগে নয়তো পরে !! এটা কি
কাকতালীয় ?

দেশটা উন্নতির দিকে ধাবিত হবার
সূবর্ণ সময়ে করোনার ছোবলে আবার
পিছু হাটতে বাধ্য হচ্ছে। কাজ নাই, চাকুরী
নাই। হতাশাগ্রস্থ মানুষ। খুবই দুঃখ জনক।

২২ শে জুলাই, ২০২০ দুপুর ২:০৯

রাজীব নুর বলেছেন: পুরোপুরি কাকতালীয় না। মনের টানও আছে কিছু টা।

২২ শে জুলাই, ২০২০ দুপুর ২:১০

রাজীব নুর বলেছেন: কাজ থাকবে না কেন?
এই করোণার মধ্যে শুধু স্কুল কলেজ বন্ধ। তাছাড়া অন্য সবই তো খোলা।

২| ২২ শে জুলাই, ২০২০ দুপুর ২:৩৯

নেওয়াজ আলি বলেছেন: সবাইকে মানবিক ও সৎ হওয়া দরকার ,শুভ্রোজ্জল শ্বেত নির্মল ও স্বচ্ছ ভালোবাসাই পারে পৃথিবী বদলে

২২ শে জুলাই, ২০২০ বিকাল ৪:০০

রাজীব নুর বলেছেন: জ্বী। ঠিক বলেছেন।

৩| ২২ শে জুলাই, ২০২০ দুপুর ২:৪৪

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ঠিক বলেছেন সাউথ ইন্ডিয়ান মুভি দেখে এরা নিজেদেরকে হিরো ভাবে যদিও বাস্তবে গঞ্জিকা সেবক এদের চেহারা।

২২ শে জুলাই, ২০২০ বিকাল ৪:০১

রাজীব নুর বলেছেন: হা হা হা-----

৪| ২২ শে জুলাই, ২০২০ বিকাল ৩:৫১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অসাধারণ একটি পোস্ট।

২২ শে জুলাই, ২০২০ বিকাল ৪:০১

রাজীব নুর বলেছেন: অতি সাধারণ পোষ্ট।

৫| ২২ শে জুলাই, ২০২০ বিকাল ৪:০১

নিয়াজ সুমন বলেছেন: রাজীব ভাই, কথায় সবাই মানবিক বটে। কাজে বেশিরভাগ অমানবিক।

২২ শে জুলাই, ২০২০ বিকাল ৪:১১

রাজীব নুর বলেছেন: সমস্যাটা কোথায়? সমাধান নিশ্চয়ই আছে।

৬| ২২ শে জুলাই, ২০২০ বিকাল ৪:২৬

রুদ্র আতিক বলেছেন: আর একটা ভয়ঙ্কর তথ্য দেই আপনাকে, এদেশে চাকরীর পরীক্ষায় শুধু হাজিরা দিলেই হয় ! ৮ লাখ থেকে শুরু করে অনেক লক্ষ টাকা রেডি রাখলে চাকরি কনফার্ম ! সত্যি বলছি, ঘটনা সত্য, সাক্ষী দুর্বল !

২২ শে জুলাই, ২০২০ বিকাল ৪:৪৪

রাজীব নুর বলেছেন: এরকম আমিও শুনেছি।

৭| ২২ শে জুলাই, ২০২০ বিকাল ৫:০২

কামরুননাহার কলি বলেছেন: এমন চিত্র দেশের প্রতিটি জায়গায় আছে। দেখলে মনে বড় দুঃখ জাগে।

২২ শে জুলাই, ২০২০ রাত ৮:০৩

রাজীব নুর বলেছেন: ইয়েস।

৮| ২২ শে জুলাই, ২০২০ বিকাল ৫:৩৭

ইসিয়াক বলেছেন: আমাদের দেশের কিছু মানুষের লোভটা বেশি। আর তাদের সাথে যোগ দেয় রাজনীতিবিদ আর আমলারা এরা সবাই সুবিধাভোগী।লেখাপড়া শিখে কোন রকমে একটা সরকারি চাকরি বাগিয়ে লুটপাট শুরু করে ।তবে সবাই যে একরকম তা কিন্তু না।
এই সব লোভি মানুষদের হাত থেকে সহসা মুক্তি নেই। এগুলো চলতেই থাকবে। চলতেই থাকবে।

২২ শে জুলাই, ২০২০ রাত ৮:০৪

রাজীব নুর বলেছেন: আমার এরকম পছন্দ না।

৯| ২২ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:০৮

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা এখন আর কিছু করতে পারবেন না, মোটামুটি অকেজো হয়ে গেছেন।

২২ শে জুলাই, ২০২০ রাত ৮:০৫

রাজীব নুর বলেছেন: না না। তার দিকেই তাকিয়ে আছে সারা দেশ।

১০| ২২ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:২২

জটিল ভাই বলেছেন: ভার্চুয়াল জগতবাসী হয়ে যাচ্ছি আমরা। তাই প্রকৃতি কিভাবে চিনবো? :(

২২ শে জুলাই, ২০২০ রাত ৮:০৬

রাজীব নুর বলেছেন: করোনা গেলেই দেশ ঠিক হয়ে যাবে।

১১| ২২ শে জুলাই, ২০২০ রাত ৮:৫৫

সাইন বোর্ড বলেছেন: আপাতত পরিবর্তনের কোন লক্ষণ দেখা যাচ্ছে না ।

২২ শে জুলাই, ২০২০ রাত ১০:৩৮

রাজীব নুর বলেছেন: পরিবর্তন কোনো দিনই হবে না। এভাবেই চলছে, চলবে।

১২| ২৩ শে জুলাই, ২০২০ রাত ২:৩১

নুরুলইসলা০৬০৪ বলেছেন: আপনার শিক্ষকের কথা আপনিই বিশ্বাস করেন নাই,আপনিই বলেন সমাজে কিছু লোক দুষ্ট।

২৩ শে জুলাই, ২০২০ রাত ২:৪২

রাজীব নুর বলেছেন: আমি সবার কথা বিশ্বাস করি।

১৩| ২৩ শে জুলাই, ২০২০ সকাল ১১:০৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: দরিদ্রতার তথ্য না থাকলে সরকারের সুবিধা। যেমন করোনার সঠিক তথ্য পাওয়া সম্ভব না। ফলে এ কারণে সরকার সুবিধা পাচ্ছে।

২৩ শে জুলাই, ২০২০ দুপুর ১২:১৭

রাজীব নুর বলেছেন: সরকার জনগনের সুবিধার ধারধারে না।

১৪| ২৩ শে জুলাই, ২০২০ দুপুর ১২:৪২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
করোনায় সমাজের চিত্র আরও কঠিনভাবে ফুটে উঠছে।

২৩ শে জুলাই, ২০২০ দুপুর ১:৪৬

রাজীব নুর বলেছেন: করোনা গেলে পরিস্থিতি ঠিক হয়ে যাবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.