নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

ঢাকার পথে পথে- ৩০ (ছবি ব্লগ)

২৬ শে জুলাই, ২০২০ দুপুর ১:৫৬




একলোক পোস্টঅফিসে গিয়ে বলতে লাগলো, "ভাই আমার বউ হারিয়ে গিয়েছে... "
পোস্টমাস্টারঃ পুলিশ ষ্টেশনে গিয়ে রিপোর্ট করেন, এখানে কি??"
লোকঃ "সরি ভাই...আসলে আনন্দে মাথা ঠিক নাই তো... তাই কোথায় যাব বুঝতে পারছি না !

এই বর্ষায় আপনি কি কোন গাছ লাগিয়েছেন?
এখনো সময় আছে নিজের দেশকে সবুজে ভরিয়ে দিতে আপনার লাগানো একটি গাছই বদলে দিতে পারে আমাদের প্রকৃতি। যাই হোক, এখন ছবি দেখুন।

১। একদিন ভর সন্ধ্যাবেলা বেইলী রোডে দাড়িয়ে ভাবছি, চিকেন ফ্রাই কোথা থেকে খাবো? KFC না BFC?

২। বাসাবো। কার্লভাট এর অবস্থা দেখুন ময়লা আবর্জনা ফেলে কি অবস্থা!

৩। যাদের পানির সমস্যা আছে। তারা এখান থেকে পানি কিনে নেয়।

৪। ঢাকা শহরের প্রতিটা এলাকায় কুকুরের অভাব নেই।

৫। একদিন পড়ন্ত বিকেলে।

৬। কোথাও কেউ নেই!

৭। এই ছেলেটাকে আমি নানান জায়গায় দেখি বেলুন বিক্রি করতে।

৮। বিকেলে যখন হাটতে বের হই।

৯। উত্তরা মেডিকেল।

১০। উত্তরার একটি নিরিবিলি রাস্তা।

১১।
কাজ নাই। মেশিন বন্ধ।

১২। যার এটা লাগবে বেছে নিন।

১৩। দেশী ফল। লটকন। ৮০ টাকা কেজি।

১৪।
একদিন সন্ধ্যা বেলায়। বাসাবো।

১৫। নাগরিক ব্যস্ততা দেখতে ভালো লাগে।

মন্তব্য ২৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুলাই, ২০২০ দুপুর ২:০৯

আলমগীর সরকার লিটন বলেছেন: খুব লাগল রাজীব দা

২৬ শে জুলাই, ২০২০ দুপুর ২:১৫

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

২| ২৬ শে জুলাই, ২০২০ দুপুর ২:১৫

মরুভূমির জলদস্যু বলেছেন: ২ ও ৩ নাম্বার আমাদে শহরের বাস্তব মৃত্যুদশার রূপত।
আমাদের এলাকায় (ঢাকা, উত্তর বাড্ডা, তেঁতুল তলা) গরমের সময় চরম পানির সমস্যা দেখা দেয়। পানির জন্য মানুস হাজার হাজার টাকা খরচ করে অন্য এলাকা থেকে লাইন টেনে আনে। আমার বাড়িতে প্রায় সব সময়ই পানি থাকতো। এখন সেখান থেকে ১০টা লাইন নেয়া হয়েছে। ফলে রাতে ২/৩ টার আগে পানি পাই না।
এরাকায় একটা পানির পাম্প স্থাপনের জন্য নানান চেষ্টার পরে যায়গা দিয়েছেন একজন। আশা করি আগামী বছর আর কষ্ট থাকবে না এলায় পানির।

২৬ শে জুলাই, ২০২০ দুপুর ২:২৫

রাজীব নুর বলেছেন: আল্লাহর রহমতে আমাদের বাসায় কোনো দিন পানির সমস্যা দেখি নাই।

৩| ২৬ শে জুলাই, ২০২০ দুপুর ২:১৮

চাঁদগাজী বলেছেন:


আপনার মাস্কপরা ছবি দেননি তো

২৬ শে জুলাই, ২০২০ দুপুর ২:২৩

রাজীব নুর বলেছেন:

এই নিন। দেখুন।

২৬ শে জুলাই, ২০২০ দুপুর ২:২৪

রাজীব নুর বলেছেন:

দেখুন।

৪| ২৬ শে জুলাই, ২০২০ বিকাল ৩:৪৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: আমাদের দেশে বৃক্ষ কর্তনের উপর আইন থাকা উচিত।

২৬ শে জুলাই, ২০২০ রাত ১০:১৮

রাজীব নুর বলেছেন: আইন থাকলেও লাভ নাই। আমাদের দেশের মানুষ আইন মানে না।

৫| ২৬ শে জুলাই, ২০২০ বিকাল ৪:০০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনার ছবি ব্লগ ভালোবাসি

২৬ শে জুলাই, ২০২০ রাত ১০:১৮

রাজীব নুর বলেছেন: শুকরিয়া বোন।

৬| ২৬ শে জুলাই, ২০২০ বিকাল ৪:১১

নেওয়াজ আলি বলেছেন:

২৬ শে জুলাই, ২০২০ রাত ১০:১৯

রাজীব নুর বলেছেন: হুম।

৭| ২৬ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৫৩

Subdeb ghosh বলেছেন: এই বর্ষা মৌসুমে প্রত্যেকের গাছ লাগানো উচিত,
অথচ আমি ফুল গাছ ছাড়া এই বর্ষায় কোন গাছ লাগাইনি,

২৬ শে জুলাই, ২০২০ রাত ১০:২০

রাজীব নুর বলেছেন: গ্রামের বাড়ি যান। গাছ লাগান।

৮| ২৬ শে জুলাই, ২০২০ রাত ৮:৫৮

বিপ্লব06 বলেছেন: ছবি ব্লগ ভাল্লাগছে!

২৬ শে জুলাই, ২০২০ রাত ১০:২০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৯| ২৬ শে জুলাই, ২০২০ রাত ১১:০৬

নুরুলইসলা০৬০৪ বলেছেন: বাসার পেছনে কয়েকটি ফুল গাছ লাগিয়েছি।জনগনকে এখানে গাছ লাগাতে দেখিনি।সরকারী লোকজনই প্রয়োজনীয় যায়গায় গাছ লাগিয়ে দেয়।

২৭ শে জুলাই, ২০২০ রাত ১:৪৯

রাজীব নুর বলেছেন: খুব ভালো।

১০| ২৬ শে জুলাই, ২০২০ রাত ১১:৫৩

এইচ তালুকদার বলেছেন: ৮/১০ বছর বয়স থেকে গাছ লাগাচ্ছি,আলহামদুলিল্লাহ নিজের হাতে লাগানো গাছের আম,কাঠাল,পেয়ারা,কলা,বিলোম্বু,লেবু খেয়েছি। লিচু,লটকন গাব গাছ ইনশাল্লাহ শীঘ্রই ফল পাব,তবে প্রায় দশ বছর আগে লাগানো দুটো নারিকেল গাছ এখনো বড় হয়নি।

২৭ শে জুলাই, ২০২০ রাত ১:৫১

রাজীব নুর বলেছেন: গ্রেট।

১১| ২৭ শে জুলাই, ২০২০ দুপুর ১২:১৭

ভুয়া মফিজ বলেছেন: ১০ নং ছবি। এই যে, প্রধান সড়কের মতো মার্কিং করা ঢাকার অলিতে, গলিতে......এ'ব্যাপারে আপনার অভিমত কি?

১২| ২৭ শে জুলাই, ২০২০ দুপুর ১:০০

রাজীব নুর বলেছেন: এটার দরকার আছে। এই চিপা গলিতে নিয়মিত প্রতিদিন গাড়ি রিকশা চলে। মার্কিং করলে রাস্তাটা দেখতে ভালো লাগে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.