নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

নিমন্ত্রন

৩১ শে জুলাই, ২০২০ বিকাল ৫:০১



ঘুম থেকে উঠে দেখি-
আজ খুব কড়া রোদ উঠেছে!
চামড়া যেন পুড়ে যায়
কাঁচের মতো স্বচ্ছ রোদ! আহ !
রোদ নিয়ে একটা ছড়া আছে-
'চাঁদ মুখেতে রোদ লেগেছে, ডালিম ফেটে পড়ে।'

এখন বিকেল, আকাশ ভরা মেঘ
মনে হচ্ছে প্রচন্ড বৃষ্টি হবে
রোদের চেয়ে বৃষ্টি ভালো
এই কথাটাও বলতে পারি না
রোদেও সমস্যা, বৃষ্টিতেও সমস্যা।

দুজন সুস্থ তরুন তরুনী স্বেচ্ছায়
লিভ টুগেদার করলে, মন্দ কি?
বাঙ্গালী মধ্যবিত্ত জীবনে তো
মাসের শেষ বলে নিদারূন এক সময় আছে!
God gives us relatives;
thank God we can choose our friends.

মন্তব্য ২৪ টি রেটিং +০/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ৩১ শে জুলাই, ২০২০ বিকাল ৫:১৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

খানসাবের মাথা আউলা হয়ে গেছে
করোনার এই মহামারী কালে!!
যে কোন কায়দায় কব্জা করতে চায় ইপ্সিত
তার ললনাকে । জানিনা কি আছে তার ভালে!

লিভ টুগেদার বা স্বপনের খায়েশ যে করে হোক
দিতে হবে চুম্বন তার ওষ্ঠে!! কেন তার এ হাহাকার।
ভদ্র অতিশয় সবাই জানি তবু কেন লিলুয়া বাতাসে
ভাদ্র মাসের মতো ওঠে তার এমন বিকার !!



৩১ শে জুলাই, ২০২০ রাত ৮:৫২

রাজীব নুর বলেছেন: আপনি এসব বুঝবেন না মুরুব্বী।

২| ৩১ শে জুলাই, ২০২০ বিকাল ৫:২৪

চাঁদগাজী বলেছেন:




বৃষ্টিতে আপনাদের এলাকা ডুবে যায়?

৩১ শে জুলাই, ২০২০ রাত ৮:৫৩

রাজীব নুর বলেছেন: সারা শহর ডুবে যায়।

৩| ৩১ শে জুলাই, ২০২০ বিকাল ৫:২৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আপনাদের গরু কেনা কি হলো?
শুনলাম ঢাকার বাজারে হঠাৎ করে গরুর দাম বেড়ে গেছে।

৩১ শে জুলাই, ২০২০ রাত ৮:৫৪

রাজীব নুর বলেছেন: আমাদের গরু কেনা হয়েছে। দাম বাড়ে কমে এটা এক ধরনের খেলা।

৪| ৩১ শে জুলাই, ২০২০ রাত ৮:৪৩

বিজন রয় বলেছেন: .....
মে মাসে পোস্ট দিয়েছিলেন ১০৮টি!
জুন মাসে পোস্ট দিয়েছিলেন ১০৬ টি
এ মাসে এই পোস্টি নিয়ে পোস্ট দিলেন ৭৬ টি!!

এত পোস্ট দেওয়া, তাতে প্রাপ্ত মন্তব্যের উত্তর দেওয়া, অন্যের পোস্টে মন্তব্য করা। এত সময় পান কিভাবে?
২৪ ঘন্টা ব্লগে থাকলেও অনেকের পক্ষে সম্ভব কি না, জানিনা।
আপনার কি আর কোন কাজ নেই? নাকি এই ব্লগেই চাকরি করেন??

৩১ শে জুলাই, ২০২০ রাত ১০:৫৩

রাজীব নুর বলেছেন: আমি বেকার। হাতে অনেক সময়।

আমার ইচ্ছা করে প্রতিদিন দশটা করে লেখা দেই।

৫| ৩১ শে জুলাই, ২০২০ রাত ৯:৫৩

খায়রুল আহসান বলেছেন: কবিতার শুরুটা ভালই হয়েছিল, কিন্তু তীরে এসে যেন তরী ডুবলো!

৩১ শে জুলাই, ২০২০ রাত ১০:৫৪

রাজীব নুর বলেছেন: এটাই তো আমার দোষ।

৬| ৩১ শে জুলাই, ২০২০ রাত ১০:০৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন: আপনি এসব বুঝবেন না মুরুব্বী।

আপনার এই দুষ্ট খায়েশ যেন বুঝতে না হয়!!!

৩১ শে জুলাই, ২০২০ রাত ১০:৫৪

রাজীব নুর বলেছেন: খায়েশ না।
আমি বলেছি আধুনিক কবিতা আপনি বুঝবেন না।

৭| ৩১ শে জুলাই, ২০২০ রাত ১০:১৪

সাইন বোর্ড বলেছেন: একই লিঙ্গের মানুষ লিভ টুগেদার করলে বাংলাদেশে অন্তত জনসংখ্যা কিছু কমবো, এইটা একটা উপকারী দিক ।

৩১ শে জুলাই, ২০২০ রাত ১০:৫৫

রাজীব নুর বলেছেন: এছাড়াও আরো কিছু উপকার আছে।

৮| ৩১ শে জুলাই, ২০২০ রাত ১০:৫৫

নুরুলইসলা০৬০৪ বলেছেন: লিভ টুগেদার আর চাকুরীজীবী মহিলাদের হস্টেল এর মধ্যে পার্থক্য কি।

০১ লা আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:০৭

রাজীব নুর বলেছেন: আপনিই বলুন।

৯| ০১ লা আগস্ট, ২০২০ বিকাল ৪:৩৮

ইসিয়াক বলেছেন: কবিতাটি আবার পড়ুন। বিশেষকরে প্রথম তিন লাইন।

০১ লা আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:০৮

রাজীব নুর বলেছেন: না পড়ব না।

১০| ০২ রা আগস্ট, ২০২০ সকাল ৮:০১

ইসিয়াক বলেছেন: দুষ্টু ছেলে।একটুও কথা শোনে না।

০২ রা আগস্ট, ২০২০ দুপুর ১:৪৫

রাজীব নুর বলেছেন: স্যরি।
আমার ঘুম পাচ্ছে।

১১| ০৫ ই আগস্ট, ২০২০ দুপুর ২:০৮

ইসিয়াক বলেছেন: ইন বক্স এ আসুন......

০৫ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:২৪

রাজীব নুর বলেছেন: আমি তো বাইরে।

১২| ০৫ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:৩৮

ইসিয়াক বলেছেন: এখন তো ডাকিনি।

০৫ ই আগস্ট, ২০২০ রাত ৯:১১

রাজীব নুর বলেছেন: মাথা গেছে আউলায়ে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.