নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

সুমি, চন্দনা এবং ঝুমকি\'র গল্প

০৭ ই আগস্ট, ২০২০ রাত ১১:২০



সুমি
সুমি আর আমি একই স্কুলে পড়তাম।
সুমি খুব সুন্দর ছিলো। সুমির সবচেয়ে সুন্দর ছিলো চোখ আর মাথা ভরতি চুল। এত লম্বা চুল যে কোমর ছাড়িয়ে গেছে। মেয়েটার বাবা পুলিশ ছিলো। চিটাগাং থেকে বদলি হয়ে ঢাকা এসেছে। আমাদের এলাকাতেই ভাড়া থাকতো। সুমি প্রচুর বই পড়তো। সুমিদের বাসায় আমার অবাধ যাতায়াত ছিলো। আমি কোনো ভালো বই পড়লে সুমিকে দিতাম। সুমিও কোনো ভালো বই পড়লে আমাকে পড়তে দিত। একদিন সুমিদের বাসায় গিয়েছি। বাসায় সুমি একা। আমরা সবে মাত্র স্কুলে পড়ি। প্রেম, ভালোবাসা আর যৌনতা সম্পর্কে খুব একটা ধারনা ছিলো না। যাই হোক, সেদিন সুমি সাদা একটা জামা পড়েছিলো- আমার আজও মনে আছে। সুমিকে দেবী প্রতিমার মতো লাগছিলো। সুমির সাথে অনেক গল্প করলাম।

একসময় সুমি বলল, নুডূলস খাবে?
আমি বললাম, হুম খাবো। সুমি নুডুলস রান্না করছে। আমি তার পাশে দাঁড়িয়ে আছি। হঠাত সুমি বলল, তুমি কখনও কাউকে চুমু খেয়েছো? আমি বললাম, না। সুমি বলল, আমিও খাই নি। চুমুর স্বাদ কেমন জানি না। আমি বললাম, আমিও জানি না। সুমি বলল, আসো আমরা দুজন দুজনকে চুমু খাই। কেউ দেখবে, কেউ জানবে না। সুমি আরো বলল, যেহেতু আমরা কেউ কাউকে জোর করবো না, তাই এটা পাপ বলেও গন্য হবে না। সুমির কথা শুনে আমার ভীষন লজ্জা লাগলো। লজ্জায় আমি লাল হয়ে গেলাম। আমি জানি না সুমি আজ কোথায় আছে! কেমন আছে? সুমিকে খুব দেখতে ইচ্ছা করে। সুমির কথা মাঝে মাঝে খুব বেশি মনে পড়ে। ফেসবুকে তো কত পুরোনো বন্ধুদের পাওয়া যায় বলে শুনেছি। আমি তো সুমিকে পেলাম না। সুমি যেখানেই থাক ভালো থাকুক, সুস্থ থাকুক। একদিন হয়তো হুট করে কোথাও দেখা হয়ে যাবে আমাদের। তখন সুমি কি আমাকে চিনতে পারবে?

চন্দনা
চন্দনা ছিলো হিন্দু।
চন্দনার বাবা আমাদের কলেজের ইংরেজির শিক্ষক ছিলেন। চন্দনার বাবার নাম ছিলো নরোত্তম গাঙ্গুলী। গাঙ্গুলী স্যার ছিলেন খুব সহজ এবং শান্ত মানুষ। ছাত্রছাত্রীদের ভীষন ভালোবাসতেন। চন্দনাদের বাসায় আমি প্রায়ই যেতাম। আমাদের এলাকার পরের এলাকায় চন্দনা'রা থাকতো। রামায়ন পড়ে আমাদের মাঝে মাঝে শুনাতেন গাঙ্গুলী স্যার। স্যার বলেছিলেন- তোমার মধ্যে সাহসীকতা, কাপুরুষতা কিংবা দুশ্চরিত্র মনোভাব যদি থেকে থাকে, তাহলে সেটা তোমার চরিত্রের মাধ্যমেই স্পষ্ট বোঝা যাবে। যতবার চন্দনাদের বাসায় গিয়েছি স্যারের হাতে বই দেখেছি। উনি প্রচুর পড়তেন। উনি বলতেন মরার পর তো আর পড়ার সুযোগ নেই। আমাকে আগুনে পুড়িয়ে দিবে। তাই ইচ্ছে মতো পড়ে নিচ্ছি। আফসোস একটাই ভালো ভালো বই গুলো জীবনে কিছুই পড়তে পারলাম না।

একদিন চন্দনাদের বাসায় গিয়ে দেখি-
বাসায় শুধু চন্দনা একা। সে বিছানায় আধশোয়া হয়ে বই পড়ছে। বইটার নাম আমার মনে আছে, রবীন্দ্রনাথের 'শেষের কবিতা'। তখন আমি বইটই পড়টাম। কিন্তু শেষের কবিতাটা পড়া হয়নি। কারন সাধু ভাষার বই আমার ভালো লাগতো না। আমি চন্দনার পায়ের কাছে বসলাম। কি সুন্দর পা! মনে মনে ভাবছি মানুষের পা এত সুন্দর হয় কি করে! এক পায়ে আবার রুপার নূপুর পড়েছে চন্দনা। মিথ্যা বলব না, তখন আমার মনে একটা গোপন ইচ্ছা জন্মেছিলো। চন্দনার পায়ে চুমু দিতে। চন্দনা বলল, এই বইটা পড়েছিস? আমি বললাম না। আমি চন্দনার দিকে তাকিয়ে আছি মুগ্ধ হয়ে! কারন এই প্রথম চন্দনাকে ওড়না ছাড়া দেখছি। বারবার আমার চোখ চন্দনার বুকের দিকে চলে যাচ্ছে। কি সুন্দর লাগছে দেখতে! হাত দিয়ে ছুঁয়ে দেখতে ইচ্ছা করছে। বুঝতে পারছি এটা ভীষন অন্যায়। একবার ইচ্ছা হলো চন্দনাকে বলি, চন্দনা তোমার বুকে হাত রাখি? একটা চুমু দেই?

ঝুমকি
ঝুমকি মেয়েটা অদ্ভুত। ঝুমকি খুব সিগারেট খেত। মুখ ভরতি করে ধোঁয়া ছাড়তো। এমন কি ধোয়া দিয়ে গোল গোল বলও বানাতে পারতো। আমি মুগ্ধ হয়ে দেখতাম। ঝুমকির মধ্যে কোনো রাখঢাক ছিলো না। মুখে যা আসতো গড়গড় করে বলে দিত। মেয়েদের পিরিয়ড বা ঋতুস্রাব কি ঝুমকি'ই আমাকে সুন্দর করে বুঝিয়ে দিয়েছে। পড়াশোনায় তূখোড় ছিলো ঝুমকি। ঝুমকি আমাকে শিখিয়েছে, Liabilities, Capital, Revenue, Expense, Asset আর Drawings। পানির মতো সহজ করে সব বুঝিয়ে দিত। জোর করে আমাকে পড়তে বসাতো। কথার মাঝখানে একটু পরপর ফস করে সিগারেট ধরাতো। আমি সিগারেট খেতাম না বলে আমাকে উপহাস করতো। আমাকে 'মেন্দা' বলে গাল দিত। 'মেন্দা' মানে কি কে জানে!

একদিন আমি আর ঝুমকি রিকশা করে যাচ্ছি।
ঝুমকি হেসে হেসে বলল, আমার কোমরে কি তোমার হাত রাখতে ইচ্ছা করছে? আমি বললাম, মানে? ঝুমকি বলল, ছেলেরা রিকশায় উঠেই মেয়েদের কোমরে হাত রাখতে পছন্দ করে। তুমি চাইলে হাত রাখতে পারো আমার কোনো সমস্যা নাই। আমি বললাম, অনেক ছেলে তো রিকশাতে চুমুও খায়। ঝুমকি বলল, তোমার ইচ্ছা হলে চুমু খাও। আমার কোনো সমস্যা নাই। তুমি চুমু খেলে আমার শরীর পচে যাবে না। নষ্ট হয়ে যাবে না। মানুষের শরীর কখনও নোংরা হয় না। নোংরা হয় মানুষের মন। মিথ্যা বলব না, আমার ঝুমকির কোমরে হাত রাখতে ইচ্ছা করছিলো। এমনকি তাকে চুমু দিতেও খুব ইচ্ছা করছিলো। অবাধ সুযোগ। এই সুযোগ কি সব সময় পাওয়া যাবে। ঝুমকির ঠোঁটে বা গলায় একটা চুমু দিলে তো আর বাজারে চালের দাম বেড়ে যাবে না। হরতাল কার্ফু কিছুই হবে না।

মন্তব্য ৩৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই আগস্ট, ২০২০ রাত ১২:২৬

চাঁদগাজী বলেছেন:


আপনার শৈশব ভালো কেটেছে।

০৮ ই আগস্ট, ২০২০ রাত ১:২৪

রাজীব নুর বলেছেন: তা কেটেছে।

২| ০৮ ই আগস্ট, ২০২০ রাত ১:০১

আমি সাজিদ বলেছেন: ভাজা মাছটা উল্টে খেতে জানেন না ভেবেছিলাম।

০৮ ই আগস্ট, ২০২০ রাত ১:২৪

রাজীব নুর বলেছেন: হে হে---

৩| ০৮ ই আগস্ট, ২০২০ রাত ২:৪২

নুরুলইসলা০৬০৪ বলেছেন: গল্প গুলো ভালই হয়েছে,তবে গল্পের বিষয়বস্তু হিসেবে বয়সটা একটু কম।

০৮ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:০৮

রাজীব নুর বলেছেন: ছেলেমেয়রা অল্প বয়সেই পেকে যায়।

৪| ০৮ ই আগস্ট, ২০২০ ভোর ৪:৪৯

অনল চৌধুরী বলেছেন: এসব লেখা পড়ে পাঠকরা কি শিখবে?

০৮ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:০৯

রাজীব নুর বলেছেন: কিছু শিখবে না। তবে নিজের অতীতে হয়তো ফিরে যাবে।

৫| ০৮ ই আগস্ট, ২০২০ ভোর ৬:০০

আনমোনা বলেছেন: হলেও হতে পারতো প্রেমের গল্প। প্রতিটার পরের প্যারা লিখবেননা?

০৮ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:১০

রাজীব নুর বলেছেন: সব কথা লিখতে হয় না।

৬| ০৮ ই আগস্ট, ২০২০ ভোর ৬:৫৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অসাধারণ।

০৮ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:১০

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

৭| ০৮ ই আগস্ট, ২০২০ সকাল ১০:৩০

খায়রুল আহসান বলেছেন: তিনটি গল্পেই না বলা অনেক কিছু থেকে গেছে। সেটাই ভাল, পাঠকেরা বুঝে নিক এই অল্প কথাতেই।

০৮ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:০৭

রাজীব নুর বলেছেন: আপনি অভিজ্ঞ মানুষ।

৮| ০৮ ই আগস্ট, ২০২০ দুপুর ১:১০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

কিছুক্ষন আগে মা হাসান আমার পোস্ট রবী ঠাকুরের জন্মবার্ষিকীতে বলেছেঃ
মা.হাসান বলেছেন: রাজীব নুরের দুধে আসক্তি আছে এই কথার তীব্র প্রতিবাদ জানাই। উনি নির্লোভ-নির্মোহ মানুষ। জগৎ সংসারের কোন কিছুতে ওনার আসক্তি নাই।

খানসাবের চরিত্র ফুলের মতো পবিত্র।
ছোট বেলার সেই আগুনেনর গোলা
এত সহজে কি যায় ভোলা

০৮ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:১২

রাজীব নুর বলেছেন: লোকে আমারে মন্দ বলে, মন্দ বলেরে--

৯| ০৮ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:০৮

ইসিয়াক বলেছেন: সুমি! আরো কত নায়িকা আছে আপনার প্রেমের রাজ্যে?

০৮ ই আগস্ট, ২০২০ রাত ৮:০৭

রাজীব নুর বলেছেন: আছে, আরো আছে।

১০| ০৮ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:১২

ইসিয়াক বলেছেন:

#চন্দনা
আপনি এমন তাতো জানা ছিলো না।শুধু বাজে ইচ্ছা ;)

০৮ ই আগস্ট, ২০২০ রাত ৮:০৮

রাজীব নুর বলেছেন: হে হে

১১| ০৮ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:০৭

ইসিয়াক বলেছেন:

#ঝুমকি

উফ! আমার মাথা ঘুরছে। আপনি তো দেখছি বিশ্বপ্রেমিক।

০৮ ই আগস্ট, ২০২০ রাত ৮:০৮

রাজীব নুর বলেছেন: না। তা না।

১২| ০৮ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:৩১

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: বাইল্য প্রেমের গল্প,ভালো লাগলো।

০৮ ই আগস্ট, ২০২০ রাত ৮:০৯

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

১৩| ০৮ ই আগস্ট, ২০২০ রাত ৮:৪৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন: লেখক বলেছেন: লোকে আমারে মন্দ বলে, মন্দ বলেরে--

লোকে যদি মন্দ কয়
সে তো নহে পরাজয়
প্রেমের সাগর তলে
কলঙ্ক মুক্ত হয়ে রয়।

কলঙ্ক তো গলার মালা
হোক না তাতে যত জ্বালা
কাঁটার মাঝে ফুলের বুকে
মধু জমে রয়।।

০৮ ই আগস্ট, ২০২০ রাত ৯:১৯

রাজীব নুর বলেছেন: আপনি অভিজ্ঞ মানুষ।

১৪| ০৮ ই আগস্ট, ২০২০ রাত ১০:০০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

লেখক বলেছেন: আপনি অভিজ্ঞ মানুষ।

সেই জন্যই কু কু করলেই বুঝি আপনি কুয়াকাটা যেতে চান !!

০৮ ই আগস্ট, ২০২০ রাত ১০:২৯

রাজীব নুর বলেছেন: হা হা হা----
সেটা আমি মানি।

১৫| ০৮ ই আগস্ট, ২০২০ রাত ১০:১৮

আকন বিডি বলেছেন: সেই দিন পোস্ট দিলেন নিজেরে নায়ক ভাবেন বইলা। ঐ দিকে কাম করেন প্লেবয় টাইপ। কোথায় নায়িকাদের নিয়া কোমর দুলাইয়া নাচবেন তা না খালি এই সেই........।

০৮ ই আগস্ট, ২০২০ রাত ১০:৩০

রাজীব নুর বলেছেন: অতীতের ঘটনা হুটহাট মনে পড়ে যায়।

১৬| ০৮ ই আগস্ট, ২০২০ রাত ১০:৩৭

আকন বিডি বলেছেন: ঝুমকো জবা বনের দুল
উঠল ফুটে বনের ফুল।
সবুজ পাতা ঘোমটা খোলে,
ঝুমকো জবা হাওয়ায় দোলে।
সেই দুলুনির তালে তালে,
মন উড়ে যায় ডালে ডালে।
......................................ফররুখ আহমদ

০৯ ই আগস্ট, ২০২০ রাত ২:২৭

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

১৭| ০৯ ই আগস্ট, ২০২০ রাত ৯:৫৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: সব দোষ মেয়েগুলির আপনি খুব ভালো।

রাজিব নূর ভাইয়ের চরিত্র
ফুলের মত পবিত্র

০৯ ই আগস্ট, ২০২০ রাত ১০:১২

রাজীব নুর বলেছেন: আমি তো ভালোই। আমি তো মেয়েদের চুমু খাই নি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.