নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

টুকরো টুকরো সাদা মিথ্যা- ১৭৩

১১ ই আগস্ট, ২০২০ সকাল ১১:৫৪



১। সহসা মহাশয় বলিলেন, হাঁটিতে হাঁটিতে বড়ই ক্ষুধা পাইয়াছে, দেখ তো কিছু কিনিতে পার কিনা এই নাও টাকা, আমি ব্যাতিব্যাস্ত হইয়া বলিলাম মহাশয় টাকা লাগিবে না, আমার নিকট আছে।
খুজিয়া এক কেজি আপেল কিনিয়া তাহার হাতে দিতেই তিনি বলিলেন "তুমি কি আমাকে অধিক দিন বাঁচিয়া থাকিতে দিতে চাও না"?

২। ঘটনা একঃ
তুই পাগল?
হ আমি পাগল।
ধর শালারে। নিজেরে নিজে পাগল কইছে। পাবনা ফোন লাগা।

ঘটনা দুইঃ
তুই পাগল?
না। আমি পাগল না।
আইজ পর্যন্ত কোন পাগল নিজেরে পাগল কয় নাই। ধর শালারে। পাবনায় ফোন লাগা।

৩। ছোটবেলায় একজন শিক্ষক আমাকে বাসায় এসে পড়াতেন। তিনি প্রায়ই বলতেন-
সব সময় পরিবারকে সময় দেবে, বাবা-মায়ের যত্ন নেবে, নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবে, লেখাপড়া করবে। তারপর গাড়ি- বাড়ি, কম্পিউটার- টেলিফোন এসবের দিকে নজর দেবে।

৪। কাউকে কষ্টে ফেলে যদি মনে করেন যে, আপনি বিশ্বকে হারিয়ে দিয়েছেন তাহলে মনে রাখবেন- বিশ্বের স্রষ্টা আপনাকে ভয়াবহ অসম্মানের পুরস্কারে ভূষিত করবেন!

৫। যখন রাস্তা দিয়ে হেটে যাই, সুন্দর একটা গাড়ি দেখলেই আমি থেমে যাই। মুগ্ধ হয়ে গাড়িটার দিকে তাকিয়ে থাকি। চারপাশ থেকে গাড়িটা দেখি। আশে পাশে কেউ না থাকলে হাত দিয়ে ছুঁয়ে দেখি। বুকের মধ্যে যেন কেমন করে? মনে মনে ভাবি এরকম একটা গাড়ি কি আমি কোনো দিনও কিনতে পারবো? মনে হয় না এ জীবনে সম্ভব হবে। গাড়ি কিনতে না পারার কষ্ট বুকের মধ্যে হাহাকার করে ওঠে।

রাস্তা দিয়ে চলা ফেরা করার সময় কিছু কিছু গাড়ি এত সুন্দর যে দেখে মাথা নষ্ট হয়ে যায়। শুধু ভাবি আমার যদি এরকম একটা গাড়ি থাকতো! ক্লান্ত বিধ্বস্ত হয়ে হাঁটছি, সারা শরীর ঘামে ভেজা। অনেকক্ষন দাঁড়িয়ে থেকেও বাসে উঠতে পারছি না। তখন আমার সামনে দিয়ে আমার'ই বয়সী একটা ছেলে গাড়িতে করে যাচ্ছে- তখন আমার খুব কষ্ট হয়, রাগ হয়। ইচ্ছা করে ছেলেটাকে গাড়ি থেকে নামিয়ে বলি, আমি কষ্ট করে হেটে যাচ্ছি আর তুমি নবাবজাদা মতো আরামে যাচ্ছো। কেন? এখন তুমি হেটে যাও। আমি গাড়িতে এসি ছেড়ে আরামে বাড়ি ফিরবো।

মন্তব্য ৫০ টি রেটিং +১/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ১১ ই আগস্ট, ২০২০ সকাল ১১:৫৮

মরুভূমির জলদস্যু বলেছেন: আমারও যদি একটা গাড়ি থাকতো!!

১১ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:২২

রাজীব নুর বলেছেন: গাড়ি হবে।

২| ১১ ই আগস্ট, ২০২০ দুপুর ১২:৫৫

শোভন শামস বলেছেন: কেউ অর্জন করে, কেউ উত্তরাধিকারে, কেউবা কখনোই নয়। এ এক বিচিত্র জীবন। সুন্দর জীবন কথা।

১১ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:২৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

৩| ১১ ই আগস্ট, ২০২০ দুপুর ১:০৭

নেওয়াজ আলি বলেছেন: ধর শালারে টেকনাফ প্রদীপের কাছে পাঠা । শ্রদ্ধেয় শিক্ষক ঠিক বলেছেন । দোয়া করি একটা দামি গাড়ির মালিক হোন । আসুন সাধারণকে সম্মান করি

১১ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:২৪

রাজীব নুর বলেছেন: ধনবাদ মন্তব্যের জন্য।

৪| ১১ ই আগস্ট, ২০২০ দুপুর ১:১৩

ঢুকিচেপা বলেছেন: ৩ এবং ৪ যথার্থ।
হিমুদের গাড়ী থাকতে নেই।

১১ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:২৫

রাজীব নুর বলেছেন: নিজের জন্য না।

৫| ১১ ই আগস্ট, ২০২০ দুপুর ১:১৫

বিএম বরকতউল্লাহ বলেছেন: ফোন লাগারে ফোন লাগা
সামনে তুই যাকে পাকি
তাকেই তুই ভাগা।

১১ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:২৫

রাজীব নুর বলেছেন: হা হা হা----

৬| ১১ ই আগস্ট, ২০২০ দুপুর ২:২৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: ১। আপেল কি ক্ষতিকর?

১১ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:২৫

রাজীব নুর বলেছেন: না ক্ষতিকর না।

৭| ১১ ই আগস্ট, ২০২০ দুপুর ২:৩৬

দয়িতা সরকার বলেছেন: ধর শালারে। নিজেরে নিজে পাগল কইছে।
আইজ পর্যন্ত কোন পাগল নিজেরে পাগল কয় নাই। পাবনায় ফোন লাগা।
ভাইয়া, আপনার আশেপাশে পাগল ঘুরঘুর করছে? আপনি ঠিক আছেন তো

১১ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:২৬

রাজীব নুর বলেছেন: বুঝতে পারছি না।

৮| ১১ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:১৯

দেবদাস বাবু বলেছেন: ভালো লিখেছেন

১১ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:২৬

রাজীব নুর বলেছেন: ওকে বাবু ভাই।

৯| ১১ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:৩৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ঠিক আছে।

১১ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:৫৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বড় ভাই।

১০| ১১ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:৩৭

অন্তরা রহমান বলেছেন: গাড়ি নিয়ে আমারও মারাত্মক ফ্যাসিনেশন আছে, কিনবোই কোনো একদিন।

১১ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৩২

রাজীব নুর বলেছেন: আমি কিনতে পড়বো না।

১১| ১১ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:৫০

চাঁদগাজী বলেছেন:


গাড়ীর গ্যাসে ক্যান্সার এত বেশী বেড়েছে যে, মানুষ বুঝতে পারলে ইহার ব্যবহার কমে যেতো।

১১ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৩৩

রাজীব নুর বলেছেন: গ্যাসে খরচ কম।

১২| ১১ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:২৪

ঠাকুরমাহমুদ বলেছেন: পাগলের গল্পটা ভালো লেগেছে। সত্যি সত্যি এমনই হয়।

১১ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৩৪

রাজীব নুর বলেছেন: হা হা হা, হে হে হে---

১৩| ১১ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:২৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

মনে এত হিংসা থাকা ভালো না!!
আপনি আনন্দিত হবেন এই ভে্বে যে
আপনি অন্তত হেটে যেতে পারছেন কিন্তু
যার দুটি পা নাই তার কষ্ট অনুভব করেন।
আপনি সপ্তাহে একবার পঙ্গু হাসপাতাল
ঘুরে আসবেন। হিংসা ভাব কমে যাবে!!

১১ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৩৫

রাজীব নুর বলেছেন: আমি মুরুব্বী উপরের দিকে তাকাই। নিচের দিকে নয়।

১৪| ১১ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:৫০

ইসিয়াক বলেছেন:



আমি পরে এসে আপনার সবগুলো পোস্ট পড়বো।অনেকবেশি ব্যস্ততা।শুভকামনা রইলো।

১১ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৩৬

রাজীব নুর বলেছেন: আমার কোনো ব্যস্ততা নেই।

১৫| ১১ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:১৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আমার কাছে গাড়ি কোন বিলাসিতা নয় ।
গাড়ি একটা প্রয়োজন ।
চলাচলের জন্য অবশ্যই একটা গাড়ি দরকার।
আগের দিনের মানুষ ঘোড়ায় চলাফেরা করত ।
এখন ঘোড়ায় চলাফেরা করাটাই বিলাসিতা।

১১ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৩৭

রাজীব নুর বলেছেন: আপনার গাড়ির মডেল কি?

১৬| ১১ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৫৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

লেখক বলেছেন: আমি মুরুব্বী উপরের দিকে তাকাই। নিচের দিকে নয়।

উর্ধমূখী হইয়া পথ চলা বিপদজনক!!! হোচট খেতে হয় বারে বারে

১১ ই আগস্ট, ২০২০ রাত ৯:২৭

রাজীব নুর বলেছেন: হোচট তো খাই। কিন্তু আবার উঠে দাড়াতে জানি।

১৭| ১১ ই আগস্ট, ২০২০ রাত ৮:৫৯

শেরজা তপন বলেছেন: আপনার এই সাদা মিথ্যার প্যচাল ভাল লাগে- তাই চোখ বুলিয়ে যাই!

১১ ই আগস্ট, ২০২০ রাত ৯:২৭

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

১৮| ১১ ই আগস্ট, ২০২০ রাত ১০:৫০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আমি গরিব মানুষ ।
আমার আবার মডেল কি।
চলাচল করার জন্য ভাঙ্গাচুরা একটি গাড়ি কোন রকমে চালাই।

তবে আমি চালক হিসেবে খুব একটা খারাপ না।

১১ ই আগস্ট, ২০২০ রাত ১১:৪৭

রাজীব নুর বলেছেন: নিজের গাড়ি নিজে চালানো ভালো।

১৯| ১২ ই আগস্ট, ২০২০ রাত ১২:৩৮

শায়মা বলেছেন: হা হা ভাইয়া আসলেই পাবনা যাবার সময় হয়েছে মনে হয়। মানে লিখতে লিখতে যেন ভুলেও সত্যিকারে কাউকে গাড়ি থেকে নামাতে যেও না!! তাইলেই আর কেউ দেরী করবেনা পাবনা পাঠাতে........

১২ ই আগস্ট, ২০২০ রাত ১২:৫৫

রাজীব নুর বলেছেন: হে হে---

২০| ১২ ই আগস্ট, ২০২০ রাত ২:১৩

নুরুলইসলা০৬০৪ বলেছেন: পাগলের গল্পটা অসাধারন,কারন আমিও আধা পাগল ,গিন্নি বলেন পুরা পাগল।

১২ ই আগস্ট, ২০২০ ভোর ৪:১০

রাজীব নুর বলেছেন: আপনি বুদ্ধিমাণ।

২১| ১২ ই আগস্ট, ২০২০ সকাল ৮:৫১

নজসু বলেছেন:



২২| ১২ ই আগস্ট, ২০২০ সকাল ৮:৫২

নজসু বলেছেন:



ভালো লাগা।

১২ ই আগস্ট, ২০২০ দুপুর ১:০৩

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

২৩| ১২ ই আগস্ট, ২০২০ দুপুর ১২:১০

অরণি বলেছেন: আপনি লেখার এতো সময় পান কি করে?

১২ ই আগস্ট, ২০২০ দুপুর ১:০৩

রাজীব নুর বলেছেন: আমি তো বেকার। তাই হাতে অনেক সময়।

২৪| ১২ ই আগস্ট, ২০২০ দুপুর ২:৪০

মোহামমদ কামরুজজামান বলেছেন: যা আপনার নেই তা নিয়ে মন খারাপ করার দরকার নেই।এই দুনিয়াতে বহু মানুষের গাড়ি ত দূর মাথা গোজার ঠাই ই নেই।
আপনার ত ঢাকা শহরে ভালভাবে থাকার জন্য একটি বাড়ি আছে।আপনার চমতকার একজন অর্ধাঙ্গীনি সুরুভি আছে ,পরির মত সুন্দর একটা মেয়ে পরি আছে , মা আছে,পকেটে টাকা আছে ,ঢাকায় হেটে বেড়ানোর জন্য সুন্দর স্বাস্থ্যের সাথে চমৎকার দুটি পা আছে ।আছে আরো অনেক কিছুই।

কাজেই শুধু একটা গাড়ি নেই তার জন্য মন খারাপ করার দরকার নেই

আর এ দুনিয়ায় আমরা সবাই পাগল ।কেউ ভবের পাগল আর কেউ প্রমের পাগল, কেউ কেউ প্রকৃত পাগল - এই যা ।
কিন্তু সত্য এই যে , সব ধরনের পাগলেরা কেউই নিজেকে পাগল বলে মনে করেনা।

১২ ই আগস্ট, ২০২০ রাত ১১:৫০

রাজীব নুর বলেছেন: আপনার মন্তব্যে সাহস এবং ভরসা পেলাম।

১২ ই আগস্ট, ২০২০ রাত ১১:৫২

রাজীব নুর বলেছেন: আমার মাথা যে সামান্য খারাপ সেটা কেউ না বুঝলেও আমি ঠিকই বুঝি।

২৫| ১৩ ই আগস্ট, ২০২০ দুপুর ১২:৪৮

ইসিয়াক বলেছেন:



আমার কোন বিলাসিতার শখ নাই।এমনকি আমার নিজের পোষাক দুই সেট। কি হবে বাড়তি জিনিসের।

১৩ ই আগস্ট, ২০২০ দুপুর ১২:৫৯

রাজীব নুর বলেছেন: এটাই ভালো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.