নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

রাস্তায় পাওয়া ডায়েরী থেকে- ১৭৬

২২ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:৩১



১। ব্লগে আপনার কি রকম পোস্ট ভালো লাগে?
আমার ভালো লাগে বই নিয়ে পোষ্ট। যে কোনো বইয়ের আলোচনা আমার ভালো লাগে। বই পড়াটা আপনার উন্নতির জন্য সবচেয়ে শর্টকাট রাস্তা। একটা টাই, একটা স্যুট, একটা ব্র্যান্ডেড শার্টের চেয়ে একটা ভাল বই আপনাকে বেশি স্মার্ট করবে। বই পড়া স্বাভাবিকভাবেই মানুষকে স্মার্ট করে, বয়স কমিয়ে দেয়। বই পড়া আপনার দুঃশ্চিন্তাকেও কমিয়ে দেয়।

বিভূতিভূষণের চাঁদের পাহাড় কিংবা হেমিংওয়ের ওল্ড ম্যান এ- দ্য সী পড়তে বসুন। দেখুন, আপনার দুশ্চিন্তা-দূর্ভাবনা কখন কোথা দিয়ে পালিয়ে গেছে আপনি টেরও পাবেন না। বিশ্বের মাদক ব্যবসায়ী ও নারী পাচারকারীর হাতে বই তুলে দিতে পারলে হয়তো পুরো চিত্রটাই পাল্টে যেতো। অনেকে বলেন, পড়ব কিভাবে, সময় পাই না! আরে ভাই, টিভি দেখার সময় থাকলে বই পড়ার সময় থাকবে না! মোবাইলে গেমস খেলার সময় আছে, ফেসবুকে পড়ে থাকার সময় আছে আর আসল বুক খুলে দেখার সময় নাই!

পড়তে পড়তে পাঠক হোন, পাঠক থেকে লেখক হোন। পড়তে পড়তে যদি এমন মনে হয় যে, পৃথিবীতে এমন বিষয়ও আছে যা নিয়ে কোন বই লেখা হয়নি, তাহলে নিজেই সেটা লিখে ফেলুন। একজন প্রকৃত জ্ঞানী মানুষের সবচেয়ে বড় অস্ত্রই হচ্ছে বই।

২। ইহুদিদের সাথে সব সময় হিসেব করে কথা বলতে হয়। ওরা কোনো প্রশ্নের সরাসরি উত্তর দেয় না। এমনকি, তুমি যদি অতি সাধারণ ভাবে জিজ্ঞেস করো, আজকের আবহাওয়াটা খুব সুন্দর না? তার উত্তরে একজন ইহুদি বলবে, কেন, তোমার মতে কি গতকালের আকাশ কম নীল ছিল?

৩। ঈশ্বর বলেনঃ আমাকে কোথায় খুঁজছো হে বান্দা, আমি তো রয়েছি তোমার পাশেই। আমি মন্দিরে-মসজিদে-কাবায়-কৈলাসে থাকিনে।

৪। গণপরিবহনে গান, নাটক, ওয়াজ, সিনেমা ইত্যাদি যাবতীয় শব্দ দূষণ কার্যক্রম বন্ধ করার দাবি জানাচ্ছি।

৫। সত্যিই আজকাল সবাই নিজেকেই সবসময় আলোচনার কেন্দ্রবিন্দুতে রাখতে পছন্দ করে। সবদিক দিয়েই যে সেরা সেটা বুঝাতে চাই। কিন্তু তারা কুয়োর ব্যাঙ হয়ে যদি কুয়োটাকেই গোটা বিশ্ব ধরে, তবে সত্যিই তারা শো অফের যোগ্য।

৬। মেয়েটির নাম এলিজা কার্সন। এলিজা কার্সন মঙ্গল গ্রহে গিয়ে পৃথিবীতে আর ফিরে আসবে না। নাসার কনিষ্ঠতম সদস্য সে।
এলিজা বড় হয় বাবার কাছে। ৭ বছর বয়সে বাবা তাকে নিয়ে গিয়েছিলেন আলবামার একটি স্পেস ক্যাম্পে। সেই ক্যাম্পের অভিজ্ঞতা তাকে এমনভাবে নাড়িয়ে দিয়েছিল যে তার ভাবনার জগতটাই অন্য শিশুদের চাইতে আলাদা হয়ে যায়।

এলিজার যখন ৯ বছর বয়স তখন তার সাথে দেখা হয় নাসা’র এক মহাকাশচারী সান্ড্রা ম্যাগনাসের সাথে। এই নারী মহাকাশচারী তাকে জানিয়েছিলেন ছোটবেলাতেই তিনি মহাকাশে যাওয়ার স্বপ্ন দেখতে শুরু করেন। এই কথা ছোট্ট এলিজার চোখে মহাকাশে যাওয়ার স্বপ্ন গাঢ় করেছিলো। এলিজার আগ্রহ, তৃষ্ণা আর ডেডিকেশন দেখে মাত্র ১১ বছর বয়সে নাসা তাকে মনোনীত করে নেয় এবং ঘোষণা করে যে, সমস্ত অবস্থা অনুকূল হলে সে হবে ২০৩৩ সালে মঙ্গলে যাওয়া পৃথিবীর প্রথম মানুষ।

এখন তার বয়স ১৭। যেহেতু সে মঙ্গলে গেলে ফিরে আসার সম্ভাবনা খুবই কম তাই নাসার কাছে সে কোন প্রকার যৌনতা, বিয়ে বা সন্তানধারণের নিষেধাজ্ঞাপত্রতে স্বাক্ষর করেছে। ভাবতে অবাক লাগে, মানুষের স্বপ্ন কত বড় হতে পারে! এলিজা জানে যে, সে আর ফিরে আসবে না এই পৃথিবীতে। আর মাত্র ১৪/১৫ বছর পরে একমাত্র নিঃসঙ্গ মানুষ হিসেবে কোটি কোটি মাইল দূরের লোহার লালচে মরিচায় ঢাকা প্রচন্ড শীতল নিষ্প্রাণ গ্রহের ক্ষীয়মাণ নীল নক্ষত্রের নিচে হারিয়ে যাবে। এলিজা বলে "Always follow your dream and don't let anyone take it from you".
‍এলিজার জন্য শুভকামনা।

মন্তব্য ৩৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ২২ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:৫৯

মরুভূমির জলদস্যু বলেছেন: ওল্ড ম্যান এ- দ্য সী (অনুবাদ) পড়েছি। যেমন কষ্ট, তেমন স্বপ্ন, হতাশায় আশার পালতুলে পথ চলা।
এ্যালিজার কথা শুনেছি আগে, ভাবতে অবাক লাগে।

২২ শে আগস্ট, ২০২০ দুপুর ১:০২

রাজীব নুর বলেছেন: মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ। এই নিন

২| ২২ শে আগস্ট, ২০২০ দুপুর ১:১৩

শেরজা তপন বলেছেন: বাহ সপ্নতো এমনই হওয়াই উচিত। এলিজার প্রতি রইল- শুভকামনা

২২ শে আগস্ট, ২০২০ দুপুর ২:৩০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৩| ২২ শে আগস্ট, ২০২০ দুপুর ২:০৪

মোহামমদ কামরুজজামান বলেছেন: ১।বই মানুষের সবচেয়ে ভাল ও বড় বন্ধু।
৩।ঈশ্বর মানুষের হৃদয়ে থাকেন।হৃদয়বৃত্তির সুকোমল পরিচর্যা ই ঈশ্বরকে পাওয়ার সর্বোত্তম পথ।
৪।আমাদের সাধারণ বোধ বরাবর ঘুমিয়ে তাকে জাগ্রত করার ব্যাতিত এসব সমস্যার সমাধান নেই
৫।আজকাল করা থেকে প্রদর্শনীর ই কদর বেশী।মানে নিজের ঢোলই মানুষ নিজে বেশী বাজাতে চায়। সেথায় তাল ,লয় ,সুর যথাযত হচছে কিনা এ নিয়ে কোন মাথা ব্যাথা নেই।
৬।প্রকৃত এবং যথাযথ স্বপ্ন এমনই।তাকে সম্পূর্ণ করার জন্য যে কোন ত্যাগই করা যায়।

২২ শে আগস্ট, ২০২০ দুপুর ২:৩০

রাজীব নুর বলেছেন: ভালো মন্তব্য করেছেন।

৪| ২২ শে আগস্ট, ২০২০ দুপুর ২:০৬

রোকসানা লেইস বলেছেন: ২ নম্বর টা ছাড়া বাকি গুলো ভালো লিখেছো।
বই পড়ার আনন্দের সাথে কিছু মিলে না। তবে বইয়ের মতন বই হতে হবে।

২২ শে আগস্ট, ২০২০ দুপুর ২:৩১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আপা।

৫| ২২ শে আগস্ট, ২০২০ দুপুর ২:১১

আলমগীর সরকার লিটন বলেছেন: অনেক শুভকামনা রইল--------

২২ শে আগস্ট, ২০২০ দুপুর ২:৩১

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।

২২ শে আগস্ট, ২০২০ দুপুর ২:৩১

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।

৬| ২২ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:২৯

নেওয়াজ আলি বলেছেন: এলিজার জন্য মন খারাপ হলো । সমস্ত ভোগ বিলাস ত্যাগ করেছে সে। আর আমরা খাই খাই করি।

২২ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:১৭

রাজীব নুর বলেছেন: খাই খাই করি, এবং খাই। খাই খাই।

৭| ২২ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:৩৫

পদাতিক চৌধুরি বলেছেন: এলিজার খবর শুনে স্তম্বিত হলাম। বাপরে কি মেয়ে! কলিজার জোর আছে।
এলিজার জন্য অফুরান শুভেচ্ছা রইল।
শুভেচ্ছা প্রিয় ছোট ভাইকেও।

২২ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:১৮

রাজীব নুর বলেছেন: এলিজা যদি একা ভয় পায়? আমি যদি বলি আমাকে কি সাথে নিবে?

৮| ২২ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:৫০

চাঁদগাজী বলেছেন:


২ নং:
কোন ইহুদীর সাথে আপনার দেখা সাক্ষাৎ হয়েছিলো? ইসরায়েলের ইহুদীদের মাঝে ৪৯% ধর্ম-নিরপেক্ষ

২২ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:১৯

রাজীব নুর বলেছেন: না কোনো ইহুদীর সাথে দেখা হয় নাই। তবে যার সাথে কথা হয়েছিলো সে ইহুদী মানসিকতার ছিলো।

৯| ২২ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:৫৮

ঠাকুরমাহমুদ বলেছেন:




১৯৭১ এ যুদ্ধে যারা গিয়েছিলেন তারা এলিসা মতো জেনে শুনে বুঝে যুদ্ধে গিয়েছিলেন। তারা জানতেন সামান্য একটি বুলেটে যে কোনো সময় মৃত্যু হতে পারে। সেই সময়টি কখনো ব্যাখ্যা করে ব্লগে বুঝানো সম্ভব নয়। এলিসার জন্য ভালোবাসা রইলো।

২২ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:০৭

রাজীব নুর বলেছেন: মন্তব্যটা আসলেই ঠাকুররের মতো করেছেন।

১০| ২২ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:১৯

ঠাকুরমাহমুদ বলেছেন:




আমিতো সত্যি সত্যি ঠাকুর - জন্মগত বাই বর্ন বাই ব্লাড। এলিসা মা মনির জন্য অনন্তকাল ভালোবাসা থাকবে।

২২ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:২৩

রাজীব নুর বলেছেন: গ্রেট।
আমি এতদিন ভেবেছিলাম এমনি শুধু 'নিক' দিয়েছেন।

১১| ২২ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:২০

ইসিয়াক বলেছেন:

#পোস্টে তো খাবারে কোন কথা নাই তবে খাবারের ছবি কেন? এতে কি পোস্টটি হালকা হয়ে যায়নি?
১ নম্বর # আহ বই!!! বই মানে অন্য জগতে মুহুর্তের মধ্যে ডুব মারা।শান্তি! শান্তি!! শান্তি!!!
৬ নম্বর এলিজা কার্সনের জন্য শুভকামনা।

২২ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:২৩

রাজীব নুর বলেছেন: খাবারের ছবিটার একটা ইতিহাস আছে।
যদি ইতিহাস জানতে চান তাহলে বলতে পারি।

১২| ২২ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:২৮

ইসিয়াক বলেছেন:


লেখক বলেছেন: খাবারের ছবিটার একটা ইতিহাস আছে।
যদি ইতিহাস জানতে চান তাহলে বলতে পারি।


তাড়াতাড়ি বলেন।

২২ শে আগস্ট, ২০২০ রাত ৮:২২

রাজীব নুর বলেছেন: আসলে অনেক বড় কাহিনী। একটা পোষ্ট দিয়ে দিব।

১৩| ২৩ শে আগস্ট, ২০২০ রাত ১:৪৮

সিদ্ধাচার্য লুইপা বলেছেন: ১ এর সাথে সহমত। বেশি পড়া উচিত কবিতার বই। ৬ নাম্বার পড়ে মেয়েটার প্রতি শ্রদ্ধা জন্মায়। বয়স ব্যাপার না, ম্যাচুরিটি বয়সের মুখাপেক্ষি না এটাও মনে হয়। আর, স্বপ্ন নিয়ে কি সুন্দর কথা বলেছে।

২৩ শে আগস্ট, ২০২০ রাত ২:৩৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

১৪| ২৩ শে আগস্ট, ২০২০ সকাল ১০:০৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: ব্লগে গল্প, কবিতা, ফান পোস্ট, ছবি ব্লগ ও বই রিভিউ ভাললাগে।

২৩ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৩৯

রাজীব নুর বলেছেন: আমারও।

১৫| ২৩ শে আগস্ট, ২০২০ সকাল ১১:৫৮

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: হেমিংওয়ের ওল্ড ম্যান এ- দ্য সী -১৯৯৫ সালে পড়েছিলাম ও পরবর্তীতে মুভি দেখেছিলাম! মুভির চেয়ে পড়াটাই অনেক আনন্দের ছিল।

এ বইয়ের একটা লাইন হুবহু মনে পড়ছে না: " যাকে ভালোবাসা যায় তাকে হত্যা করা যায়" এরকম কিছু একটা ছিল - যা তখনও এখনও মানতে পারছি না।

২৩ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৪০

রাজীব নুর বলেছেন: কথা আঘাত করে বুকে।

১৬| ২৩ শে আগস্ট, ২০২০ সকাল ১১:৫৯

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: মেয়েটার সাহসকে স্যালুট জানাই - অন্তরের অন্তস্থল থেকে।

২৩ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৪১

রাজীব নুর বলেছেন: ইয়েস।

১৭| ২৩ শে আগস্ট, ২০২০ দুপুর ২:৫৬

তারেক ফাহিম বলেছেন: মেয়েটিকে স্যালুট দিতে ইচ্ছে করছে।
স্বপ্ন সফল হওয়ার জন্য এত ত্যাগ!

২৩ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৪৩

রাজীব নুর বলেছেন: মেয়েটির সাথে আমিও যেতে চাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.