নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

টুকরো টুকরো সাদা মিথ্যা- ১৭৭

২৩ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:৩৭



১। এক সময় ঢাকা শহরের আকাশে অনেক চিল দেখা যেত। দোকান থেকে খাবার আনার সময় প্রায়'ই ছোঁ মেরে নিয়ে যেত। আজকাল আর দেখা যায় না। তার মানে চিল বসতে পারে এমন সব গাছপালা কেটে ফেলা হয়েছে। পাখি কমেছে। জীবজন্তু কমেছে। বাড়ছে শুধু বড় বড় দালান। সামনে আমাদের ভয়াবহ দুঃসময়।

২। যখন তুমি কোনো বড় জিনিস নিয়ে ভাববে, তখন তোমার মন আপনা-আপনি বড় হয়ে যাবে; আবার যখন তুমি কোনো ছোট জিনিস নিয়ে ভাববে, তখন তোমার মন আপনা-আপনি ছোট হয়ে যাবে। তাই বলি, মানুষের মন ছোট-বড় হয় না, ছোট-বড় হয় তার চিন্তা।'

৩। মানুষের জীবনে জ্ঞান বা ভালো পরামর্শ হলো মূল্যবান পাথরের মতো। এ-জিনিস যতো বেশি সম্ভব সংগ্রহ করা উচিত। জ্ঞান যত বেশি হবে, মানুষ ততো আলোকিত হবে, হবে মনের দিক দিয়ে ধনী। অবশ্য জ্ঞানের পিপাসা কখনো মেটে না। আফসোস থেকেই যায়। কিন্তু যতোটা সম্ভব জ্ঞান অর্জন করে যাওয়া উচিত। সেক্ষেত্রে দিন শেষে আফসোসের মাত্রা কম হবে।

৪। আকাশে ওড়ার সময় একটি কবুতরের সঙ্গে একটি কাকের দেখা হল। কবুতর কাককে জিজ্ঞেস করল: ‘তুমি কোথায় যাচ্ছ?’ কাক বলল: ‘আসলে আমি কোথাও যেতে চাই না। কিন্তু কেউ আমার কণ্ঠ পছন্দ করে না। তাই সবার কাছ থেকে দূরে কোথাও চলে যাচ্ছি।’ কবুতর বলল: ‘তোমার প্রচেষ্টা ব্যর্থ হবে। কারণ, তুমি যেখানেই যাও সেখানেই কেউ না কেউ থাকবে এবং তোমার কণ্ঠস্বরও পরিবর্তিত হবে না।’

৫। অস্ট্রেলিয়ায় করোনাভাইরাসের মধ্যে নর্দান টেরিটরিতে গতকাল নির্বাচন হয়ে গেছে। পর্যাপ্ত আসন পাওয়ার পরে অস্ট্রেলিয়ান লেবার পার্টি (Australian Labor Party) দ্বিতীয় মেয়াদে রাজ্য সরকারের অফিসে বসবে। অস্ট্রেলিয়ার ৬টি রাজ্য সরকার এবং ২টি টেরিটরিয়াল সরকারের মধ্যে ৫টিতে অস্ট্রেলিয়ান লেবার পার্টি ক্ষমতাসীন।

আভিনন্দন নর্দান টেরিটরির অস্ট্রেলিয়ান লেবার পার্টিকে।

৬। না চাইতেই মানুষ যখন অনেক ভালোবাসা কিংবা শ্রদ্ধা পেয়ে বসে তখন সে সেই ভালোবাসার মূল্য অনুধাবন করতে পারে না আর পারলেও তার সঠিক মূল্যায়ন করতে পারে না ।

৭। ১৯৭৮ সালের ৩ জুন রাষ্ট্রপতি রির্বাচন। জরুরি আইন বহাল। জাতীয়তাবাদী ফ্রন্টের প্রার্থী জিয়াউর রহমান। জিয়া তখন নজিরবিহীনভাবে রাষ্ট্রপতি, সেনাবাহিনী প্রধান, প্রধান সামরিক আইন প্রশাসক(সিএমএলএ) এবং জাতীয়তাবাদী ফ্রন্টের চেয়ারম্যান।

জিয়াউর রহমানকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সমর্থন জানাচ্ছিল। চলচ্চিত্র সংশ্লিষ্টরা পিছিয়ে থাকতে পারেনা নিশ্চয়ই।

মন্তব্য ২০ টি রেটিং +১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৩ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:৫৮

আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার

২৩ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:২৩

রাজীব নুর বলেছেন: কে? আমি?

২| ২৩ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:৫৯

ঢাবিয়ান বলেছেন: চিল এর কথায় মনে পড়ল যে ছোটবেলায় স্কুল এর মাঠে , টিফিন খাওয়ার সময় অনেকবার চিল এসে খাবার ছিনিয়ে নিয়ে গিয়েছিল। হাত কেটে রক্তাক্তও হয়েছিল কয়েকবার। এখন চিল আর নাই শুনে ভাল লাগলো।

২৩ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:২৪

রাজীব নুর বলেছেন: চিল দরকার আছে। তারা আমাদের বন্ধু। আমাদের উপকার।

৩| ২৩ শে আগস্ট, ২০২০ দুপুর ১:৩৪

নেওয়াজ আলি বলেছেন: ইতিহাস নিয়ে লেখা । ঢাকা শহরে না সারা বাংলাদেশে প্রচুর গাছ কেটে ফেলা হচ্ছে পাহাড়ী এলাকায় বন উজাড় কিন্তু তেমন গাছ লাগাছে না কেউ ।

২৩ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:২৫

রাজীব নুর বলেছেন: এই কথাটা আমি অনেকবার বলেছি। গাছ যে আমাদের কত বড় বন্ধু তা নিয়ে অনেক পোষ্ট করেছি। কিন্তু চারিদিকে গাছ কাটার যেন উৎসব চলছে। অথচ কেউ গাছ লাগায় না।

৪| ২৩ শে আগস্ট, ২০২০ দুপুর ১:৪৪

জুন বলেছেন: ল্যন্ড করার সময় প্লেন থেকে ঢাকা শহরকে দেখে আঁতকে উঠতে হয়। এমন দৃশ্য আর কোন দেশে দেখা যায় কি না জানি না। পুরো একটা কংক্রিটের জংগল। কাক চিল কেন কিছুরই এখানে থাকার কথা না রাজীব নুর।
আপনার প্রতিটি পয়েন্টের সাথেই একমত। অনেক ভালোলাগা রইলো।
+

২৩ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:২৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বোন সুন্দর মন্তব্য করার জন্য।
একবার অফিসের কাজে রাজশাহী গিয়েছিলাম। ফেরার পথে হেলিকাপ্টারে করে ফিরলাম। আমাদের হেলিকাপ্টার যখন ঢাকায় প্রবেশ করলো। উপর থেকে শহরটা দেখে ভয় পেয়ে গেলাম। দম বন্ধ হয়ে আসছিলো আমার।

৫| ২৩ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:৩৬

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আমার মনে আগামী ৫০ বছর পর ঢাকাতে বাস করা একেবারেই অসম্ভব হবে।

২৩ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:২৯

রাজীব নুর বলেছেন: ৫০ বছরে প্রাকিতিক নিয়মের এই শহরের মানুষ মারা পড়বে।

৬| ২৩ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো লেখা

২৩ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৩০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বোন।

৭| ২৩ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:৪৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সুন্দর পোস্ট।

২৩ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৩১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বড় ভাই।

৮| ২৩ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:০৫

চাঁদগাজী বলেছেন:


৭ নং:

বাংলাদেশের মানুষের আত্মত্যাগ যারা বুঝেনি, যারা তার মুল্য বুঝনি, তারাই জিয়াকে ভোট দিয়েছিলো; ভোটার উপস্হিতি কম ছিলো, ভোট বেশী ছিলো কাগজে কলমে।

২৩ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৩২

রাজীব নুর বলেছেন: জিয়া ইতিহাসের কালো নায়ক।

৯| ২৩ শে আগস্ট, ২০২০ রাত ৯:৪৫

নুরুলইসলা০৬০৪ বলেছেন: সব কিছুই হচ্ছে অপরিকল্পিত।এর জন্য একদিন বড় মুল্য দিতেহবে জাতীকে।
বিপদ থেকে পালিয়ে লাভ নেই।বিপদের মোকাবিলা করতে হবে।

২৩ শে আগস্ট, ২০২০ রাত ১০:৩৫

রাজীব নুর বলেছেন: বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়।

১০| ২৪ শে আগস্ট, ২০২০ রাত ১২:২৩

মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: চিল নিয়ে আতঙ্কিত থাকতাম।ছোটবেলায় ওপরের দিকে তাকাতাম না চিল চোখ নিয়ে যাবে এই ভয়ে।শুধু চিল না।অনেক পাখি হারিয়ে গেছে ঢাকার বুক থেকে।
বিপদ থেকে না পালিয়ে বিপদের মোকাবেলা করতে হবে।
ভালো পরামর্শ এখনকার দিনে খুবই দুষ্প্রাপ্য। ভালো পরামর্শের নাম করে আহেতুক পরামর্শ আজকাল বেশি দেয়া হয়।
একই সাথে একই ব্যক্তিকে রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি পদে থাকার কথা শুনে অবাক লাগলো।

সুন্দর পোস্টের জন্য ধন্যবাদ।

২৪ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:৪৩

রাজীব নুর বলেছেন: আপনি সুন্দর মন্তব্য করেছেন।

দেশের ভালোর জন্য আমাদের সারাক্ষণ বলে যেতে হবে। মানুক বা না মানুক আমরা বলে যাব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.