নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

শুভ জন্মদিন

২৫ শে আগস্ট, ২০২০ রাত ৩:৩৮



একজন মানুষ লিখবে এটা তার স্বাধীনতা।
একজন পাঠক পড়বে। কতটুকু গ্রহণ করবে আর কতটুকু বর্জন করবে সেটা পাঠকের স্বাধীনতা। কিন্তু একজন মানুষকে তার নিজ দেশ থেকে জোর করে বের করে দেয়া আর ফিরতে না দেয়া এটা অবশ্যই শুধু অন্যায় না, বড় ধরণের অন্যায়।

যারা তসলিমা নাসরিনকে দেশে ফেরার বিপক্ষে কথা বলে তাদেরকে ঠেকানোর দায়িত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার। কারন ঘুড়ির নাটাই তার হাতে। আসল সিদ্ধান্ত নেবার মালিক তিনি। বাংলাদেশের বকধার্মিকদের বিচারবুদ্ধি অতি নীচু মানের, এদের মধ্যে মোল্লারা ও জামাতীরা আরেকটু বেশি নীচু মানের, কাজেই তসলিমা নাসরিনের নাগরিক অধিকার রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ খুব প্রয়োজন। উনি একবার আঙ্গুল তুললে হেফাজত চুপ হয়ে যাব।

এই দেশে চোর, ডাকাত, দূর্নীতিবাজ, ধর্ষক, বদমাশ থাকতে পারবে কিন্তু একজন লেখিকা থাকতে পারবে না? কেন থাকতে পারবে না? এই দেশ শুধু কি মোল্লাদের? এরকম সাহসী নারী বাংলার ঘরে ঘরে থাকলে দেশ অনেক দূর এগিয়ে যেত। আমি মনে প্রানে চাই তাকে লাল গালিচা সংবর্ধনা দিয়ে দেশে ফিরিয়ে আনা হোক।

হুমায়ূন আহমেদ ছাড়া আর কোনো কবি সাহিত্যিককে তাকে দেশে ফিরিয়ে আনার কথা বলতে শুনি নি। লিখতে দেখি নি। এই যে নদী ভাঙ্গনের কারনে দেশের সমস্ত কবি সাহিত্যিকেরা একজোট হয়ে বন্যাকবলিত অসহায় মানুষদের সাহায্য করলো। খুব ভালো এবং মানবিক কাজ করলো- কিন্তু তারা কেন একজোট হয়ে বলছে না, লিখছে না- হুকুম এবং দাবী একটাই তসলিমা নাসরিনকে দেশে ফিরিয়ে আনতে হবে। কেন প্রধানমন্ত্রীর কাছে তারা স্মারকলিপি দিচ্ছে না? বাংলাদেশের কবি সাহিত্যিকেরা কি চান না তিনি দেশে ফিরে আসুক?

কত বছর হয়ে গেলো! দেশের মেয়ে কেন দেশে ফিরে আসবে না? তসলিমার সাথে অন্যায় করা হয়েছে, অবিচার করা হয়েছে। তাকে বড্ড অসহায় করে দেওয়া হয়েছে। এটা ঠিক না। এটা অন্যায়। আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অথচ এই অন্যায়ের প্রতিবাদ করতে কোনো কবি সাহিত্যিককে দেখছি না। এটা দুঃখজনক।

শুভ জন্মদিন বোন। আপনি ভালো থাকুন। সুস্থ থাকুন। করোনা ভাইরাস থেকে সাবধান থাকুন। এ দেশের মানুষ ভালো না। এদেশের কবি সাহিত্যিকেরা ভালো না। এরা স্বচ্ছ নয়। এরা ধান্দাবাজ। অবশ্য বর্তমানে আমাদের দেশে সত্যিকার কবি সাহিত্যিক খুব কম। যা আছে তারা তথাকথিত কবি সাহিত্যিক। দেশে ভরে গেছে দুষ্টলোকে। দরকার নেই আপনার এই দুষ্টলোকে ভরা দেশে আসা। আপনাকে ভালোবাসি বোন।

মন্তব্য ৪৭ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪৭) মন্তব্য লিখুন

১| ২৫ শে আগস্ট, ২০২০ রাত ৩:৫১

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনার উচিত ছিলো খুবই শক্ত একটা সিকিউরিটি গ্রুপের মাধ্যমে নিশব্দে তসলিমা নাসরিনকে দেশে নিয়ে আসা; উনি তসলিমাকে দেশে না আনাতে হেফাজত ও জামাত-শিবির একটা বিজয় মুডে আছে; ইহা এই জাতির জন্য ভয়ংকর বিষয়।

২৫ শে আগস্ট, ২০২০ দুপুর ১:৪৫

রাজীব নুর বলেছেন: একদম খাটি কথা বলেছেন।

২| ২৫ শে আগস্ট, ২০২০ রাত ৩:৫৮

অনল চৌধুরী বলেছেন: তসলিমাকে লেখক বলা মানে লেখক শব্দটারই অসন্মান করা।
সে একটা রাজনৈতিক গুপ্তচর, মিথ্যাবাদী।
টাকার লোভে সারা পৃথিবীর কাছে বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্র আর ভারতকে মহান বলে প্রচার করেছে।
যার জীবনে নীতি-আদর্শ বলে কিছুই নাই, সেই নারীবাদীর স্বাধীনতার ছদ্মবেশ ধারণ করেছিরো টাকা আর খ্যাতির জন্য।

২৫ শে আগস্ট, ২০২০ দুপুর ১:৪৭

রাজীব নুর বলেছেন: আপনি আছেন ভুলের মধ্যে।
শুধু এইটুকু বলি- উনি একজন গ্রেট লেডি।

৩| ২৫ শে আগস্ট, ২০২০ ভোর ৪:২০

চাঁদগাজী বলেছেন:



@অনল চৌধুরী,

ধরলাম তসলিমা আপনার মতো বড় লেখক নন, দার্শনিক নন, ব্লগার নন; কিন্তু সে বাংগালী। উনাকে ৩০ কোটী বাংগালী চেনেন।

২৫ শে আগস্ট, ২০২০ দুপুর ১:৪৮

রাজীব নুর বলেছেন: এই কথার জবাব উনি বা উনার মতো লোকজন দিতে পারবে না।

৪| ২৫ শে আগস্ট, ২০২০ ভোর ৫:৫৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
শুভ জন্মদিন, বড় আপু।

২৫ শে আগস্ট, ২০২০ দুপুর ১:৪৯

রাজীব নুর বলেছেন: ফুল, কেক কই?

৫| ২৫ শে আগস্ট, ২০২০ সকাল ৭:৫৬

মিরোরডডল বলেছেন:



রাজীব পোষ্টটা শুরু করেছে আমার লেখা তিনটি লাইন দিয়ে যেটা আমি লিখেছিলাম তসলিমাকে নিয়ে একটি পোষ্টে । থ্যাংকস রাজীব । এখনও তাই বলবো , লেখক পাঠক দুজনেরই স্বাধীনতা আছে কি লিখবে আর কি পড়বে । কিন্তু তার সাথে যা হয়েছে এটা অন্যায় । আমি তার অনেক লেখাই পড়েছি । সব গ্রহণযোগ্য না হলেও কিছু লেখা ভালো লেগেছে আর সেই অল্প কিছু লেখা সত্যি এপ্রিশিয়েট করার মতো । সমাজের অনেক নেগেটিভ দিক তুলে ধরেছিলেন যেভাবে হয়তো অনেকেই তার আগে ভাবেনি বা লেখেনি । শুভ জন্মদিন এই সাহসি মানুষটাকে । যেখানেই আছে ভালো থাকুক ।

২৫ শে আগস্ট, ২০২০ দুপুর ১:৫০

রাজীব নুর বলেছেন: সুন্দর মন্তব্য করেছেন। আন্তরিক ধন্যবাদ।

৬| ২৫ শে আগস্ট, ২০২০ সকাল ৮:১৩

মুজিব রহমান বলেছেন: কোন মায়ের তাঁর সুস্থতম সন্তানকে অস্বীকার করার মতো। তসলিমা দেশে থাকলে নারী জাগরণ ঘটতো। তাঁর লেখায় উঠে আসতো নারীদের পেছনে ঠেলে দেয়ার বিষয়গুলো। তিনি দূরে থাকায় আমাদের ক্ষতি কম হয়নি। তাই দাবি করি এখনি ফিরিয়ে আনা হোক।

২৫ শে আগস্ট, ২০২০ দুপুর ১:৫১

রাজীব নুর বলেছেন: একদম সঠিক কথা বলেছেন।

৭| ২৫ শে আগস্ট, ২০২০ সকাল ৮:৫৪

রাশিয়া বলেছেন: যে বেশ্যা টাইপ মহিলা আমাদের প্রাণের দেশকে "শালা শুয়োরের বাচ্চা বাংলাদেশ" বলে গালিগালাজ করতে পারে, তার পক্ষে যারা লিখবে, তারাও পুরুষ বেশ্যা অথবা শুয়োরের জন্ম বলে আমি আমি মনে করি। লেখার অধিকার সবারই আছে। কিন্তু লেখনী হাতে নিয়ে মানুষের আবেগের জায়গাতে আঘাত দেবার অধিকার কারো নেই।

তবে আমি এটাও মনে করি, তসলিমা নাসরীনের প্রতি অন্যায় করা হয়েছে। অনেক পুরুষ লেখকও তার চেয়ে বাজে ভাষায় ইসলাম ও দেশ মাতৃকাকে আঘাত করেছে। তারা অবাধে ঘুড়ে বেড়াচ্ছে, আর মোল্লাদের সমস্ত রাগ কেবল অবলা তাসলিমার উপর।

এরকম একটা বেশ্যা টাইপ মহিলার প্রতি সামুর দুই পণ্ডিতের এত আবেগ ঢেলে দেবার সুনির্দিষ্ট কোন কারণ খুঁজে পাচ্ছিনা।

২৫ শে আগস্ট, ২০২০ দুপুর ১:৫৩

রাজীব নুর বলেছেন: আপনি একটা কচু।
জ্ঞানের পরিধি আপনার সীমাবদ্ধ।

৮| ২৫ শে আগস্ট, ২০২০ সকাল ৯:২২

দেবদাস বাবু বলেছেন: তিনি একজন মুক্ত মানুষ, তাকে আমি পছন্দ ও ভালোবাসি

২৫ শে আগস্ট, ২০২০ দুপুর ১:৫৩

রাজীব নুর বলেছেন: সহজ সরল কথা বলেছেন।

৯| ২৫ শে আগস্ট, ২০২০ সকাল ৯:২৯

নুরুলইসলা০৬০৪ বলেছেন: তসলিমা নিজেও আর আসতে চাইবে না।অনেক লোককেই সে তার ব্যক্তিগত শত্রু বানিয়ে ফেলেছে তার উপর আছে মৌলবাদীরা ।সরকারেরই বা কি লাভ।

বরং তসলিমাকে আনলে সরকারের বন্ধু যতনা বাড়বে শত্রু বাড়বে বহুগুণ।তবে আসার উপর যদি নিষেধাজ্ঞা থাকে সেটা তুলে নিতে পারে।

২৫ শে আগস্ট, ২০২০ দুপুর ১:৫৪

রাজীব নুর বলেছেন: এটাও ঠিক। তবে সরকারের উপর কেউ নাই।

১০| ২৫ শে আগস্ট, ২০২০ সকাল ১০:২১

আলমগীর সরকার লিটন বলেছেন: শুভ জন্মদিন--------------

২৫ শে আগস্ট, ২০২০ দুপুর ১:৫৪

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।

১১| ২৫ শে আগস্ট, ২০২০ সকাল ১০:৫২

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: বলার স্বাধীনত আছে, লেখার স্বাধীনত আছে তাই বলে কেউই পারেনা কারো অনুভুতিতে আঘাত করতে।






পশ্চিমা দেশে যাবার রাস্তা ধীরে ধীরে প্রশস্ত হচ্ছে যেমন ভাবে গেছে আসিফরা।

২৫ শে আগস্ট, ২০২০ দুপুর ১:৫৫

রাজীব নুর বলেছেন: অনুভূতিতে আঘাত লাগে? এত সস্তা অনুভূতি!!

১২| ২৫ শে আগস্ট, ২০২০ সকাল ১০:৫৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন:

২৫ শে আগস্ট, ২০২০ রাত ১০:১৮

রাজীব নুর বলেছেন: ছবিটা আসে নি।

১৩| ২৫ শে আগস্ট, ২০২০ সকাল ১১:১৯

শেরজা তপন বলেছেন: তাকে ব্যাক্তিগতভাবে অপছন্দ করলেও তার বিরুদ্ধে যা হয়েছে সেটাকে ভীষণ অন্যায় বলতে আমার দ্বীধা নেই!

২৫ শে আগস্ট, ২০২০ দুপুর ১:৫৬

রাজীব নুর বলেছেন: এই অন্যায় যারা করেছে তাদের শাস্তি হওয়া দরকার।

১৪| ২৫ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:২৪

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই এই পোস্টের জন্য!
শুভ জন্মদিন প্রিয় তসলিমা, এই ভুখন্ড তোমাকে ধারণ করতে পারলো না...

২৫ শে আগস্ট, ২০২০ দুপুর ১:৫৬

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।

১৫| ২৫ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:৪৭

নেওয়াজ আলি বলেছেন:
বিনম্র শ্রদ্ধা কলকাতার মানুষ বেশী পছন্দ করে ।


২৫ শে আগস্ট, ২০২০ দুপুর ১:৫৬

রাজীব নুর বলেছেন: কলকাতার মানুষ আমাদের চেয়ে বেশি কুসংস্কার মুক্ত।

১৬| ২৫ শে আগস্ট, ২০২০ দুপুর ১:০৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

ধীরে ধীর ভণ্ডদের মুখোশ খুলতে শুরু করেছে।
একটা অভদ্র, শালীনতা বর্জিতা কুলট, স্বঘোষিত
বহুগামী নারীর জন্য প্রগতিশীলরা একাট্টা হচ্ছে।
যে নারী পুরুষের মতো উন্মুক্ত বক্ষে চলার দাবী
জানায় তার জন্য কিছু মানুষ প্রলুব্ধ হবে তা বুঝবার
সময় এসেছে। ধর্ম এমনই একটা মাধ্যম হয়ে উঠছে
দুরাত্মাদের কাছে যারা মনে করে এর বিরুদ্ধাচারণ করলেই
আলোচনায় আসা যায়। ধিক ওই সব মানসিক রোগীদের
যারা অশ্লীলতা, আদিমতার খায়েশকে নির্লজ্জভাবে প্রকাশ করে।

২৫ শে আগস্ট, ২০২০ দুপুর ১:৫৭

রাজীব নুর বলেছেন: আপনি আছেন অন্ধকারে। আপনি মোটেও এতদিন ব্লগ ব্যবহার করে মোটেও আধুনিক হতে পাড়েন নি। অবশ্য দোষ আপনার না। দোষ এই সমাজের।

১৭| ২৫ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:২১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

লেখক বলেছেন: আপনি আছেন অন্ধকারে। আপনি মোটেও এতদিন ব্লগ ব্যবহার করে মোটেও আধুনিক হতে পাড়েন নি। [/sb


আমি তথা কথিত আধুনিক হতে চাইনা
যা সমাজের পংকিলতা ও ধর্মীয় অনুশাসনের
বাইরে যাবার হাতছানি দেয়। কিছু লোকের অতৃপ্ত
মনোবাসনা পূর্ণ হবে তসলিমারা ফিরে এলে!!

২৫ শে আগস্ট, ২০২০ রাত ১০:১৭

রাজীব নুর বলেছেন: এই অন্ধবিশ্বাস নিয়েই একদিন মরে যাবেন।

আফসোস হয় আমার।

১৮| ২৫ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৫০

অজানা তীর্থ বলেছেন: ব্যাক্তিগতভাবে আমার তার কিছু ব্যাপার অনেক ভালো লাগে। জন্মদিন শুভ হোক।

২৫ শে আগস্ট, ২০২০ রাত ১০:২০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১৯| ২৫ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৫২

অনল চৌধুরী বলেছেন: লেখক বলেছেন: আপনি আছেন ভুলের মধ্যে।শুধু এইটুকু বলি- উনি একজন গ্রেট লেডি। অঅফসার মতো একজন বিজ্ঞ ব্যাক্তি একোট প্রতারকের ধাপ্পাবাজির শিকার হবেনমভাবিনি।তার সম্ত কার্যকলাপ বিশ্লেষণ করে দেখেন।নিজেই বুঝবেন,সে আসলে কি । তার স্বভাবের কারণে তার গডফাদার নাইম,শামসুল হক আর রহমানও তার উপর ক্ষুদ্ধ হয়েছিলো।

চাঁদগাজী বলেছেন:@অনল চৌধুরী,ধরলাম তসলিমা আপনার মতো বড় লেখক নন, দার্শনিক নন, ব্লগার নন; কিন্তু সে বাংগালী। উনাকে ৩০ কোটী বাংগালী চেনেন- ট্রুম্যান, ক্লিসটন-ওবামা-ট্রাম্প লম্পট-ধর্ষক এ্যামেরিকার সব খুনী রাষ্ট্রপতিকেও পৃথিবীর ৮০০ কোটি মানুষ চেনে এজন্য কি তাদের মহান বলতে হবে? সব বিকৃত-অপরাধীকে সমর্থন করাই আপনার দায়িত্ব?

তসলিমার ব্যাক্তিগত জীবন নিয়ে কারো কিছু বলার নাই। কারণ কেইউ সাধু না।
কিন্ত কেউ যদি বিজেপির লোককে বিয়ে করে আর নিজের সন্তানকে অম্বীকার করে,তাহলে এর মতো জঘণ্য আর কিছু হতে পারে না।
বিজেপি সাংসদ-তসলিমা ‘অবৈধ’ সম্পর্ক ফাঁস করল মেয়ে

২৫ শে আগস্ট, ২০২০ রাত ১০:২২

রাজীব নুর বলেছেন: একটা মানুষকে এক দিক থেকে না দেখে চার দিক থেকে নিরপেক্ষ হয়ে দেখুন। আপনার মত বদলে যাবে।

২০| ২৫ শে আগস্ট, ২০২০ রাত ৮:০২

অনল চৌধুরী বলেছেন: লেখক বলেছেন: আপনি আছেন ভুলের মধ্যে।শুধু এইটুকু বলি- উনি একজন গ্রেট লেডি। আপনার মতো একজন বিজ্ঞ ব্যাক্তি একটা প্রতারকের ধাপ্পাবাজির শিকার হবেন, ভাবিনি।তার সমস্ত কার্যকলাপ বিশ্লেষণ করে দেখেন। নিজেই বুঝবেন,সে আসলে কি । তার স্বভাবের কারণে তার গডফাদার নাইম,শামসুল হক আর রহমানও তার উপর ক্ষুদ্ধ হয়েছিলো। কোনো নারী অধিকোরর সমর্থক শিক্ষিত-সভ্য-ভদ্র নারীও তাকে সমর্থন করে না।

চাঁদগাজী বলেছেন:@অনল চৌধুরী,ধরলাম তসলিমা আপনার মতো বড় লেখক নন, দার্শনিক নন, ব্লগার নন; কিন্তু সে বাংগালী। উনাকে ৩০ কোটী বাংগালী চেনেন- ট্রুম্যান, ক্লিনটন-ওবামা-ট্রাম্প লম্পট-ধর্ষক এ্যামেরিকার সব খুনী রাষ্ট্রপতিকেও পৃথিবীর ৮০০ কোটি মানুষ চেনে এজন্য কি তাদের মহান বলতে হবে? সব বিকৃত-অপরাধীকে সমর্থন করাই আপনার দায়িত্ব?

তসলিমার ব্যাক্তিগত জীবন নিয়ে কারো কিছু বলার নাই। কারণ কেইউ সাধু না।


কিন্ত কেউ যদি বিজেপির লোককে বিয়ে করে আর নিজের সন্তানকে অম্বীকার করে,তাহলে এর মতো জঘণ্য আর কিছু হতে পারে না।
লেখক বলেছেন: আপনি আছেন ভুলের মধ্যে।শুধু এইটুকু বলি- উনি একজন গ্রেট লেডি। আপনার মতো একজন বিজ্ঞ ব্যাক্তি একটা প্রতারকের ধাপ্পাবাজির শিকার হবেন, ভাবিনি।তার সমস্ত কার্যকলাপ বিশ্লেষণ করে দেখেন।নিজেই বুঝবেন,সে আসলে কি । তার স্বভাবের কারণে তার গডফাদার নাইম,শামসুল হক আর রহমানও তার উপর ক্ষুদ্ধ হয়েছিলো।

চাঁদগাজী বলেছেন:@অনল চৌধুরী,ধরলাম তসলিমা আপনার মতো বড় লেখক নন, দার্শনিক নন, ব্লগার নন; কিন্তু সে বাংগালী। উনাকে ৩০ কোটী বাংগালী চেনেন- ট্রুম্যান, ক্লিসটন-ওবামা-ট্রাম্প লম্পট-ধর্ষক এ্যামেরিকার সব খুনী রাষ্ট্রপতিকেও পৃথিবীর ৮০০ কোটি মানুষ চেনে এজন্য কি তাদের মহান বলতে হবে? সব বিকৃত-অপরাধীকে সমর্থন করাই আপনার দায়িত্ব?

তসলিমার ব্যাক্তিগত জীবন নিয়ে কারো কিছু বলার নাই। কারণ কেইউ সাধু না।
কিন্ত কেউ যদি বিজেপির লোককে বিয়ে করে আর নিজের সন্তানকে অস্বীকার করে,তাহলে এর মতো জঘণ্য আর কিছু হতে পারে না। কলকাতার পত্রিকাই ছবিসহ এসব লিখেছে।
তসলিমাও এর কোোন প্রনতিবাদ করেনি। কারণ জলজ্যান্ত মেয়েকে নিয়ে তো আর মিথ্যা বলা যায় না !!!! তার উপর এখন আবার আছে ডিএনএ পরীক্ষা।
বিজেপি সাংসদ-তসলিমা ‘অবৈধ’ সম্পর্ক ফাঁস করল মেয়ে
* প্রথমটা বাদ দেবেনে।

২১| ২৫ শে আগস্ট, ২০২০ রাত ১০:২৫

রাজীব নুর বলেছেন: ওকে।

২২| ২৫ শে আগস্ট, ২০২০ রাত ১১:৪৩

বন্ধু শুভ বলেছেন: ব্যক্তিগত জীবন নিয়ে কারো কিছু বলার সুযোগ নেই, সবার বেলায়ই এই কথা প্রযোজ্য। লেখক হিশেবে তার আলোচনা সমালোচনা থাকতেই পারে। নির্বাসন কোনো সমাধান নয়।

২৩| ২৬ শে আগস্ট, ২০২০ রাত ১২:০১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

২৪| ২৬ শে আগস্ট, ২০২০ সকাল ১০:৫১

অক্পটে বলেছেন: রাজিব নূরের শেষ প্যারাগ্রাফটা সবগুলো সত্য এই বাংলাদেশের জন্য। ধর্ষণকারী, চোর, ধর্মব্যসায়ী, নরপিচাশ, লোভী, কামাতুর, ভক্ষক, সুদক্ষোড়-ঘুষখোড়, হামলাবাজ-মামলাবাজ, মিথ্যা চেতনাবাজ, ব্যাংক লুটেরা, মুখোশধারী বেশ্যা, সবাইর জন্য এই দেশ অভয়ারণ্য সবাই বুক ফুলিয়ে যে যার মত কুকর্ম করে যাচ্ছে। আর এই ১৮কোটি মানুষের ভীড়ে দোষী শুধুই তসলিমা নাসরিন। আমরা আসলে এতই লজ্জাহীন জাতি দেশ এবং প্রসাশন চালানোর জ্ঞান এবং ক্ষমতা আমাদের নেই কিন্তু পন্ডিতের মতো যত্বসব অযোগ্যরা চেয়ারে বসে আছে।

তসলিমার লেখায় সমাজের অযোগ্য আর মুখোশপড়া ভদ্র নোকের চেহারা উম্মেচনের বিষয়গুলো উঠে এসেছিল। এক এক করে সমাজের নামধারী ভদ্র নীচ ঘৃণ্য চেহারাগুলো প্রকাশ পাচ্ছিল আর তাতেই ক্ষেপে গেল সব। এই সমাজে অসৎ কোন কিছু পেতে হলে সর্ব প্রথম ধের্মের লেবাসধারীদের চটিয়ে দিলেই চলে। তসলিমার ক্ষেত্রেও তাই হয়েছে। ধর্ম ব্যবসায়িরা যখন রাস্তায় তখন সুশীল সমাজ কোথায় ছিল। চেতনাধারীরা কোথায় ছিল। সবই মুখোশপড়া। সত্য উম্মেচন করতে গিয়ে ফেসে গেল তসলিমা। আমার হাতে ক্ষমতা থাকলে এক একটা কালপ্রিটকে আমি কালাপানিতে ছেড়ে দিয়ে আসতাম, দেখ একাকী জীবন কেমন লাগে।

২৬ শে আগস্ট, ২০২০ দুপুর ১:০৬

রাজীব নুর বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

২৬ শে আগস্ট, ২০২০ দুপুর ১:০৬

রাজীব নুর বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

২৫| ২৬ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:২৮

রাশিয়া বলেছেন: মানুষের আবেগ অনুভূতির কোন দাম নেই? কেউ আপনার পরম শ্রদ্ধেয় পিতাকে *** বাচ্চা বলে গালি দিক তো, দেখি আপনার আবেগ অনুভূতি কত দামে বিকায়?

২৬ শে আগস্ট, ২০২০ দুপুর ১:০৭

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.