নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

রাস্তায় পাওয়া ডায়েরী থেকে- ১৭৭

২৫ শে আগস্ট, ২০২০ দুপুর ১:৪৩



১। এক বছর আগে 'চাঁদগাজী' বলেছিলেন-
রোহিঙ্গারা আর যাবে না ধরে নিয়ে এদের মূলধারায় কাজে লাগানোর চেষ্টা করা উচিত। অবশ্যই রিফিউজি হিসেবে। রোহিংগাদেরকে কৃষি শ্রমিক হিসাবে কাজে লাগানো উচিত। খামোখা বসিয়ে বসিয়ে খাওয়ানো ঠিক হচ্ছে না। দেশে আজকাল কৃষি শ্রমিকের ঘাটতি আছে। ওদের থেকে ৩/৪ লাখকে কাজে লাগায়ে সম্পদ সৃষ্টি করা সম্ভব।

ভুলে গেলে চলবে না- ৭১ এ আমরাও রিফিউজি ছিলাম। প্রায় আশি-নব্বই লাখ লোককে আশ্রয় দিয়েছিল ভারত। খাবার দিয়েছিল। চিকিৎসা দিয়েছিল। রোহিংগাদের ভুল পথে পরিচালিত কারা করছে? এনজিও গুলো? তবে, এনজিও গুলো এতাটাই দূর্নীতিগ্রস্ত যে সরকার সেখানে হাত দিলে সরকারের হাত পুড়ে যাবে। রোহিঙ্গাদের জন্য আমাদের ভয়ংকর সমস্যা হবার কথা নয়। থাকুক আমাদের দেশে। আমার কেন জানি মনে হয়, ওরা আমাদের দেশে আর্শীবাদ হয়ে এসেছে।

২। যে যা বলে আমি মোটামুটি মেনে নিই। তর্ক করি না, তেমন আপত্তিকর কথা হলেও আপত্তি তুলি না। চুপ করে থাকি। ফলে সকলের সঙ্গেই সুসম্পর্ক বজায় থাকে। ছোটবেলায় মা বলতো, শুধু বেঁচে থাক বাবা। তোর কাছে আমি আর কিচ্ছু চাই না। এখন, আমি শুধু কোনোভাবে বেঁচে থাকতে চাই।

৩। মানুষ জীবন পায় শুধু একবারই বাঁচার জন্য। কাজেই তাকে এমনভাবে কাজ করে যেতে হবে, যাতে জীবনের শেষ প্রান্তে এসে মনে না হয় যে, জীবনের সর্বশ্রেষ্ঠ সময় আমি নষ্ট করেছি আলস্য করে। এটা তার মনে হতে হবে যে, আমি জীবনের প্রতিটি মুহূর্ত কাজে লাগিয়েছি মানুষের মহত্তম কল্যাণের জন্য।

৪। যদি আপনি আপনার সন্তানের সাথে আবেগীয় একটি সম্পর্ক তৈরি করতে পারেন এবং আপনি যদি তাদের বুঝাতে পারেন তবে তাদের থেকে আপনি চমৎকার কিছু বের করে আনতে পারবেন।

৫। পৃথিবীটা যথেষ্ট জটিল। আট বিলিয়ন মানুষ, অগুণিত বিল্ডিং, হাজারো চ্যাঁচামেচি, অযুত-নিযুত গাড়িঘোড়া আর ফুটপাথে বেহেশতি জেওর আর সস্তা চটি বইয়ের সম্মিলিত সমাহার আমাদের মাথা বনবন করে ঘুরিয়ে দেয়ার জন্যে যথেষ্ট।

৬। রবীন্দ্রনাথ জানতেন পৃথিবীতে করোনা আসবে। সব কিছু তছনছ করে দিবে। এবং একদিন পৃথিবী থেকে করোনা বিদায় নেবে। করোনার বিদায়ে পৃথিবীবাসী যে গান গাইবে তা রবীন্দ্রনাথ লিখে গেছেন।
''আনন্দধারা বহিছে ভুবনে, আনন্দধারা বহিছে ভুবনে''.....

মন্তব্য ৩২ টি রেটিং +১/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ২৫ শে আগস্ট, ২০২০ দুপুর ২:১০

আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার স্বপ্ন কথা-----------

২৫ শে আগস্ট, ২০২০ দুপুর ২:৫১

রাজীব নুর বলেছেন: ওকে।

২| ২৫ শে আগস্ট, ২০২০ দুপুর ২:১৩

মরুভূমির জলদস্যু বলেছেন: ২ নাম্বারতো আমার কথা!!

২৫ শে আগস্ট, ২০২০ দুপুর ২:৫২

রাজীব নুর বলেছেন: জানি জানি।

৩| ২৫ শে আগস্ট, ২০২০ দুপুর ২:২৭

কল্পদ্রুম বলেছেন: রোহিংগারা নিজেরা কৃষি কাজ করতে আগ্রহী না।তাদের কিছুটা দেখেছি কাছ থেকে দেখ।আসলে কোন কাজ করতেই তারা তেমন আগ্রহী না।এদের নিজের দেশে যত দ্রুত পাঠানো যায় ততই ভালো।

২৫ শে আগস্ট, ২০২০ দুপুর ২:৫২

রাজীব নুর বলেছেন: নিজের দেশে যাবে কিভাবে? তারা তো যেতেই চায়। কিন্তু তাদের হত্যা করবে না এমন নিশ্চয়তা কি আছে?

৪| ২৫ শে আগস্ট, ২০২০ দুপুর ২:৩৩

জাহিদ অনিক বলেছেন: ২ নাম্বারটা বেশ গভীর ও বেদনাময়।

কেমন আছেন রাজীব ভাই?

২৫ শে আগস্ট, ২০২০ দুপুর ২:৫৩

রাজীব নুর বলেছেন: সত্য কথা বলতে কি আমি জানি না। আমি কেমন আছি।

৫| ২৫ শে আগস্ট, ২০২০ দুপুর ২:৫৫

চাঁদগাজী বলেছেন:


১ নং:

১২/১৩ লাখ রোহিংগাকে বসিয়ে খাওয়ানো হচ্ছে, এত বড় ইডিয়ট সরকার বিশ্বের কোথায় আছে?

২৫ শে আগস্ট, ২০২০ রাত ১০:১৫

রাজীব নুর বলেছেন: এর মধ্যে প্রতিদিন ৬০/৭০ টা বাচ্চা হচ্ছে ওদের।

৬| ২৫ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:০৭

নেওয়াজ আলি বলেছেন: প্রত্যেক বাবার উচিত সন্তানের সাথে মধুর আবেগী সম্পর্ক থাকা উচিত। যুক্তিহীন তর্ক অপছন্দ আমার। সেভ অফ চিলড্রেন বলেছেন এই বছর ৭৬ হাজার শিশু জন্ম হয়েছে রোহিঙ্গা শিবিরে (আজকের খবর)।এরা বসে খাবে চুরি ডাকাতি করবে মাদক বেচবে কাজ করবে না।

২৫ শে আগস্ট, ২০২০ রাত ১০:১৫

রাজীব নুর বলেছেন: প্রতিদিন গড়ে ৬০ টা করে বাচ্চা হচ্ছে।

৭| ২৫ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:১৬

রাশিয়া বলেছেন: রোহিংগাদেরকে সরকার বসিয়ে খাওয়াচ্ছেনা। সরকার শুধু আশ্রয় দিয়েছে। বসিয়ে খাওয়ানোর দায়িত্বে আছে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, দ্যা হাঙ্গার প্রজেক্ট এবং ইউএন এইচসিআর।

২৫ শে আগস্ট, ২০২০ রাত ১০:১৭

রাজীব নুর বলেছেন: ভালো নিয়ম হলো কাজের বিনিময় খাদ্য।

৮| ২৫ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:২৭

শেরজা তপন বলেছেন: বাকি সব ঠিক আছে ভাল লাগল তবে রোহিঙ্গাদের নিয়ে @চাঁদগাজীর সাথে সহমত! বাঙ্গালী শরণার্থী আর এর মধ্যে অনেক পার্থক্য। দুটো সম্পূর্ণ ভিন্ন উদ্দেশ্য ও প্রেক্ষাপট।
এদের সাথে আমরা বিহারীদের তুলনা করতে পারি।

শুধু বিহারীদের জন্য সারা বাংলাদেশ স্বাধীন হলে মিরপুর অনেক দেরিতে স্বাধীনতা পেয়েছিল। ইতিহাসের ভয়ঙ্কর ও ন্যাক্কারজনক হত্যাকান্ড ঘটেছিল, মিরপুরের বধ্যভুমি, মুসলিম বাজার, কালাপানি এইসব এলাকা- সম্পূর্ণ বিহারীদের প্রত্যক্ষ সহযোগিতায়।
রোহিঙ্গারাও সুযোগ পেলে একসময় আমাদের ছোবল দেবে( এটা আমার নিজস্ব মত)।
রোহিঙ্গাদের ওখানে মিল-ফ্যাক্টরি করে কাজের বিনিময়ে খাদ্যের ব্যাবস্থা করা উচিত! অলস মস্তিস্ক শয়তানের কারখানা।



২৫ শে আগস্ট, ২০২০ রাত ১০:১৮

রাজীব নুর বলেছেন: ভিহারীরা অনেক জ্বালিয়েছে আমাদের। কিন্তু এখন ওরা অসহায়।

৯| ২৫ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:০০

ঠাকুরমাহমুদ বলেছেন:




রোহিংগাদের ভুল পথে পরিচালিত কারা করছে? এনজিও গুলো? তবে, এনজিও গুলো এতাটাই দূর্নীতিগ্রস্ত যে সরকার সেখানে হাত দিলে সরকারের হাত পুড়ে যাবে। রোহিঙ্গাদের জন্য আমাদের ভয়ংকর সমস্যা হবার কথা নয়। - এই লেখা কি আমার? কারণ এই একই কথা আমি অসংখ্যবার বলেছি নানান সেমিনারে এমনকি ব্লগেও লিখেছি বলে মনে পরছে।

২৫ শে আগস্ট, ২০২০ রাত ১০:১৯

রাজীব নুর বলেছেন: আপনার কথাই আমার কথা।

১০| ২৫ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:০৫

চাঁদগাজী বলেছেন:


@রাশিয়া বলেছেন, "রোহিংগাদেরকে সরকার বসিয়ে খাওয়াচ্ছেনা। সরকার শুধু আশ্রয় দিয়েছে। বসিয়ে খাওয়ানোর দায়িত্বে আছে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, দ্যা হাঙ্গার প্রজেক্ট এবং ইউএন এইচসিআর। "

-রোহিংগাদের রিজিকের মালিক আল্লাহ, ঠিক আছে মগজহীন!

২৫ শে আগস্ট, ২০২০ রাত ১০:২০

রাজীব নুর বলেছেন: রাইট।

১১| ২৫ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:০৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
রোহিঙ্গারা এক সময় ভয়াবহ বিপদ হয়ে দাঁড়াবে ।
পার্বত্য চট্টগ্রামকে তারা অস্থিতিশীল করে তুলতে পারে।
এমনকি স্বাধীনতার দাবি ও তুলতে পারে ।
সেটা কেবল সময়ের ব্যাপার মাত্র।

২৫ শে আগস্ট, ২০২০ রাত ১০:২১

রাজীব নুর বলেছেন: মামা বাড়ির আবদার নাকি? এতটা সুযোগ তারা পাবে না।

১২| ২৫ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:৫৩

সাহাদাত উদরাজী বলেছেন: এখন সুশাসক দরকার!

২৫ শে আগস্ট, ২০২০ রাত ১০:২৫

রাজীব নুর বলেছেন: বাংলাদেশে সুশাসক নেই।

১৩| ২৫ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:১১

কল্পদ্রুম বলেছেন: রাজীব ভাই।সবাই যেতে চায় কি না।এটা নিয়েও আমি সন্দিহান।আসলে ঐ দেশে বেশিরভাগই প্রচন্ড অভাবের ভিতরে ছিলো।জায়গা জমি ছিলো না।আয় করতেও কষ্ট।সেই তুলনায় বাংলাদেশে ভালো আছে।বিভিন্ন জায়গা থেকে সাহায্য পাচ্ছে।ছেলে মেয়ে বিয়ে দিয়েছে।নিজে ঘর তুলছে।দালালদের মাধ্যমে বিভিন্ন কাজে যুক্ত হচ্ছে।যাদের ওখানে সামান্য ঘরবাড়ি ছিলো।তাদের সবকিছু তো আর্মি পুড়ায় ফেলছে।মাতৃভূমির প্রতি বাঙ্গালিদের টান যেমন।ওরা ততটা অনুভব করে বলে মনে হয় না।আমার বোঝার ভুল হইতে পারে।তবে যাই হোক।গণহত্যা চালাবে কি না।তার গ্যারান্টি না থাকলেও এদের অল্প সংখ্যায় হলেও ফেরত পাঠানো শুরু করা উচিত।না হলে,রোহিঙ্গাদের বিকল্প কোন দেশে থাকার সুযোগ দেওয়া হোক।যেখানে জমির অভাব নেই।

২৫ শে আগস্ট, ২০২০ রাত ১০:২৬

রাজীব নুর বলেছেন: ওদের ফেরত পাঠাতে সরকার আপ্রান চেষ্টা চালিয়ে যাচ্ছে।

১৪| ২৫ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৫৭

আখেনাটেন বলেছেন: ওকে বস।

২৫ শে আগস্ট, ২০২০ রাত ১০:২৮

রাজীব নুর বলেছেন: কেমন আছেন?

অনেকদিন ব্লগে দেখি না আপনাকে!!!

১৫| ২৫ শে আগস্ট, ২০২০ রাত ১০:০৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

আপনি আপনার লেখাগুলো বই আকারে প্রকাশ করুন ।

আপনার বই কিনে পড়বো।
তারপরও এই ব্লগে আর আসবো না।
সিদ্ধান্ত ফাইনাল।

২৫ শে আগস্ট, ২০২০ রাত ১০:১৬

রাজীব নুর বলেছেন: না বড় ভাই। এই কথা বলবেন না।

১৬| ২৬ শে আগস্ট, ২০২০ রাত ১২:১৩

নুরুলইসলা০৬০৪ বলেছেন: কিছু কিছু বিষয়ে দ্বিমত আছে,ঐ দিকে আর গেলাম না।

প্রথম থেকেই রোহিংগাদের নিয়ে ষড়যন্ত্র ছিল বর্মানে আছে ভবিষ্যতে প্রকাশ পাবে।তখন আর করার কিছু থাকবে না।

১৭| ২৬ শে আগস্ট, ২০২০ রাত ১২:২১

রাজীব নুর বলেছেন: আমার ধারনা ছিলো তিন মাসের মধ্যে রোহিঙ্গা সমস্যার সমাধান হবে। কিন্তু তিন বছর হয়ে গেল!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.