নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

তিনটা ভৌতিক বা অলৌকিক ঘটনা

২৬ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:১০



১। দশ বছর আগের কথা।
একদিন রাস্তায় একটা মোবাইল পাই। ঠিক রাস্তায় না। রমনা পার্কে। আমি রমনা পার্কে গেলে যে বেঞ্চে বসি। সেই বেঞ্চে একটা পুরোনো কমদামী মোবাইল পড়ে থাকতে দেখি। মোবাইলের রঙ টং সব নষ্ট হয়ে গেছে। আশেপাশে খোঁজ নিয়ে মোবাইলের মালিককে খুঁজে পেলাম না। প্রায় দেড় ঘন্টা পার্কে বসে থাকলাম। কিন্তু মোবাইলের মালিক আর ফিরে এলো না। অগত্যা আমি মোবাইলটা নিয়ে বাসায় ফিরে এলাম। মোবাইলটা ড্রয়ারে রেখে দিলাম। আমি যদি ব্যোমকেশ বা মিসির আলি হতাম তাহলে বলে দিতে পারতাম মোবাইলটা কার। দেখতে দেখতে বেশ কয়েকদিন পার হয়ে গেল। মোবাইলটা কুড়িয়ে এনে ভুল করেছি।

অনেক রাত হয়ে গেছে। ঘুম আসছিলো না।
মোবাইলটা ড্রয়ার থেকে বের করলাম। মোবাইলের ভেতর কোনো সিম কার্ড নেই। মোবাইলটা নেড়েচেড়ে দেখলাম-যদি কিছু উদ্দার করতে পারি। কোনো কিছুই উদ্দার করতে পারলাম না। মোবাইলটা বালিশের কাছে রেখে আমি বই পড়তে থাকলাম এবং কখন যেন ঘুমিয়ে পড়লাম। গভীর ঘুম। একসময় ঘুম ভেঙ্গে গেলো। দেখি মোবাইল বাজছে। না আমার মোবাইল না। যে মোবাইলটা পার্কে পেয়েছি। আজিব ব্যাপার! সিম নেই কিন্তু মোবাইলে ফোন আসছে। মোবাইলটা বেজেই চলেছে। আমি প্রচন্ড ভয় পেলাম। মোবাইলটা ছুড়ে রাস্তায় ফেলে দিলাম। আমি জানি কেউ এই ঘটনা বিশ্বাস করবেন না। কিন্তু মাঝে মাঝে ব্যাখ্যা করা যায় না এমন ঘটনা ঘটে।



২। একদিন মধ্যদুপুর বেলা।
আমি একা ফুলার রোড দিয়ে হাঁটছি। বেশ ক্ষুধা পেয়েছে। পকেটে টাকা নেই। চারিদিকে কড়া রোদ। স্বচ্ছ রোদ। তবে বাতাস আছে। রোদটা তেমন গায়ে লাগছে না। দুপুর বলেই রাস্তায় লোকজন একেবারেই নেই। আমার কোথাও যাবার নেই। আমার কোনো তাড়া নেই। অথচ কি করবো? কই যাবো কিছুই বুঝতে পারছিলাম না। এদিকে প্রচন্ড ক্ষুধা লেগেছে। অবশ্য নীলক্ষেত গেলে খাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। সেখানে ভাই ভাই নামে একটা রেস্টুরেন্ট আছে। এই রেস্টুরেন্ট আমাকে বাকিতে খাবার দেয়। ওদের খাবারও বেশ স্বাদ। যাবো নাকি ভাই ভাই রেস্টুরেন্টে? সমস্যা হলো রেস্টুরেন্টে আগের অনেক টাকা বকেয়া পরে আছে। নিজের কাছেই লজ্জা লাগে। না যাবো না। চক্ষু লজ্জা বলে একটা কথা আছে।

হঠাত দেখি একটা মেয়ে দাঁড়িয়ে আছে।
ফুলার রোডের সবচেয়ে বড় গাছটার সামনে। সাদা অফ হ্যোয়াইট শাড়ি পরা। পুরো শাড়িতে সাদা সুতার কাজ করা। আমি এত সুন্দর মেয়ে আমার জীবনে দেখি নাই। যেনে একটা সাদা পরী। কি সুন্দর করে চোখে কাজল দিয়েছে। মেয়েটা আমাকে বলল, আপনি কি ক্ষুধার্থ? আমি বললাম, হ্যা। চলুন আমার সাথে। মেয়েটাকে আমাকে ধানমন্ডি স্টার কাবাবে নিয়ে গেলো। কাচ্চি খাওয়ালো। আমি বেশ আরাম করে খেলাম। মেয়েটা বলল, পেপসি খাবেন? আমি বললাম, খুব ঠান্ডা যেন হয়। আরাম করে পেপসি খেলাম। রাস্তায় বের হয়ে একটা বেনসন ধরালাম। নিজেকে বেশ সুখী মানুষ বলে মনে হচ্ছে। সিগারেট শেষ করার আগেই দেখলাম মেয়েটি নেই। আশেপাশে খুব খুজলাম সাদা পরীকে আর পেলাম না। আমি জানি আমার এই ঘটনাও কেউ বিশ্বাস করবে না। এরকম ঘটনা বহু মানুষের জীবনে ঘটে যার ব্যাখ্যা পাওয়া যায় না।



৩। সিলেট যাচ্ছি ট্রেনে করে।
শীতের রাত। খুব শীত। এত শীত যে ঠান্ডা বাতাস তীরের মতো এসে গায়ে বিধে যেন। আখাউড়া স্টেশনে ট্রেন থামলো। তখন অনেক রাত। আনুমানিক রাত দুইটা তিনটা হবে। ভাবলাম ট্রেন চলতে শুরু করার আগে এক কাপ গরম চা খেয়ে নিই। বেশির ভাগ চায়ের দোকানই বন্ধ। দরিদ্র লোকজন ছেঁড়া কাঁথা, কম্বল গায়ে দিয়ে এখানে-ওখানে শুয়ে আছে। তাদের পাশ দিয়ে একটা চায়ের দোকানে গেলাম। চায়ের দোকানদারেরও চোখে ঘুম। আমাকে দেখে বললেন, চা খাবেন স্যার? আমি বললাম, তাড়াতাড়ি চা দাও। ট্রেন ছেড়ে দিবে। দোকানদার বলল, ট্রেন ছাড়তে দেরী আছে। এতক্ষনে আপনি দশ কাপ চা খেয়ে নিতে পারবেন। আমি বললাম, তাহলে আমি একই জলবিয়োগ করে আসি। দোকানদার বলল, যান। ডান দিক দিয়ে সামনে যান।

জন বিয়োগ করে এসে দেখি ট্রেন চলে গেছে।
মন খারাপ করে আখাউড়া স্টেশনে বসে আছি। পরের ট্রেন আসবে ভোর ছয়টায়। খুব শীত। চারিদিকে অনেক কুয়াশা। এমন সময় কোথা থেকে একটা মেয়ে এসে আমার পাশে বসলো। মেয়েটা দারুন সুন্দরী। নীল রঙের একটা শাড়ি পরা। গায়ে পাতলা একটা শাল। মাথা ভর্তি চুল। চোখে কাজল আছে। মেয়েটা বলল, আপনিও কি আমার মতো ট্রেন মিস করেছেন? আমি হেসে ফেললাম। মেয়েটা বলল, বাহ আপনার হাসি তো খুব সুন্দর! মেয়েটার সাথে নানান বিষয় নিয়ে গল্প বলতে থাকলাম। মেয়েটা মন দিয়ে আমার গল্প শুনে যাচ্ছে। কখনও হাসছে। মেয়েটা ভিষন সুন্দর করে হাসে। হাসিটা এসে একদম বুকে লাগে। ভোর হতেই মেয়েটা অদৃশ্য হয়ে গেল। আমার চোখের সামনেই হাওয়ায় মিলিয়ে গেল। আমি জানি আমার এঘটনাও আপনারা বিশ্বাস করবেন না। এমন কি কেউ আমাকে এরকম ঘটনা বললে আমি নিজেও বিশ্বাস করতাম না। এজন্যই বলি জগতে অনেক কিছু ঘটে যা ব্যখ্যা করা যায় না।

মন্তব্য ২৪ টি রেটিং +১/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:২৮

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: ফ্যান্টাসি!

২৬ শে আগস্ট, ২০২০ রাত ১০:৩২

রাজীব নুর বলেছেন: ফ্যান্টাসি বাস্তব জীবনেও ঘটে যায়।

২| ২৬ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:২৯

চাঁদগাজী বলেছেন:


মোবাইলেরটা আপনি আরেকটু জমাতে পারতেন।

২৬ শে আগস্ট, ২০২০ রাত ১০:৩৩

রাজীব নুর বলেছেন: জমাতে অবশ্যই পারতাম। কিন্তু পোষ্ট বড় হয়ে যায়। তাই আর সামনে এগুই নি।

৩| ২৬ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:৫৪

কল্পদ্রুম বলেছেন: সাদা শাড়িব আর নীল শাড়ির কোনদিন একসাথে দেখা হলে ভালো হবে।

২৬ শে আগস্ট, ২০২০ রাত ১০:৩৫

রাজীব নুর বলেছেন: আমি আশাবাদী। দেখা হবে।

৪| ২৬ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:৫৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অসাধারণ সুন্দর একটা পোস্ট।

২৬ শে আগস্ট, ২০২০ রাত ১০:৩৬

রাজীব নুর বলেছেন: বড় ভাই আপনি আমাকে অনেক ভালোবাসেন।

৫| ২৬ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:৫৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: হ্যালুসিনেশন।

২৬ শে আগস্ট, ২০২০ রাত ১০:৩৬

রাজীব নুর বলেছেন: না।
হ্যালুসিনেশন সাধারণ যারা মদ খায় তাদের হয়। আমি তো মদ খাই না।

৬| ২৬ শে আগস্ট, ২০২০ রাত ৮:২২

শেরজা তপন বলেছেন: দারুন সব গল্প! বিশ্বাস করতে মন চায়- কিন্তু বিশ্বাস হয় না

সব সাদা-আর নীল শাড়ির সুন্দরীরা আপনার আশপাশ দিয়ে ঘোরাফেরা করে কেন? লক্ষন ভাল না

২৬ শে আগস্ট, ২০২০ রাত ১০:৩৭

রাজীব নুর বলেছেন: আমার আশে পাশে ঘুরলে সমস্যা কি? আমি তো তাদের ধর্ষন করবো না। আমি ভালো মানুষ।

৭| ২৬ শে আগস্ট, ২০২০ রাত ৮:২৯

নুরুলইসলা০৬০৪ বলেছেন: তিনটি ঘটনাই সাধারন এবং তিনটির ব্যখ্যাই আছে।
১, যান্ত্রিক কারন

২, আপনি না চিনলেও অনেক মেয়ে আপনাকে চিনে।ঐ মেয়েটি আপনাকে চিনে অন্য ভাবে অন্য কারনে———।আপনাকে দেখে আপনি যে ক্ষুধার্ত এটা সে বুঝতে পেরেছে।আর নাই হয়ে যাওয়াটা একদম সাধারন।আমরা যখন অন্যমনস্ক হই কতটা সময় পার হয়ে গেছে টের পাই না।ময়েটি হয়তো এর থেকে বেশি ঘনিষ্ট হতে চায়নি।

৩, আখাউড়া স্টেশনে অনেক মেয়ে অনেক কারনে ঘুরা ঘুরি করে।কেযে কখন আসে কখন যায় টের পাওয়া যায় না। দুই এক কাপ চা খাইয়ে থাকলে সেটাই তার লাভ।
ঠিক এমন নাও হতে পারে,তবে কারন একটা আছেই।

২৬ শে আগস্ট, ২০২০ রাত ১০:৩৮

রাজীব নুর বলেছেন: ২ নং টা সঠিক বলেছেন।

৮| ২৬ শে আগস্ট, ২০২০ রাত ৯:৩৪

নেওয়াজ আলি বলেছেন: মোবাইলটা আরো কিছু দিন কাছে রাখার দরকার ছিল। একবার আমার আম্মা ও ছোট ভাই লাকসাম হতে ফেনীতে আসার জন্য ভুলে চাঁদপুরের ট্রেনে উঠে বসে। চাঁদপুর গিয়ে দেখে এটাতো ফেনী না । রাতের কাল ছিল আবার।

২৬ শে আগস্ট, ২০২০ রাত ১০:৩৯

রাজীব নুর বলেছেন: হায় হায়----

৯| ২৬ শে আগস্ট, ২০২০ রাত ৯:৫৯

সোহানাজোহা বলেছেন: সেলফোনে সিম ছাড়াও সেলফোন মধ্যরাতে বেজে উঠতে পারে যদি সেলফোনে এলার্ম দেয়া থাকে।

২৬ শে আগস্ট, ২০২০ রাত ১০:৪০

রাজীব নুর বলেছেন: এই তো মিমাংসা হয়ে গেল। ব্যাখ্যা পাওয়া গেল । ধন্যবাদ আপনাকে।

১০| ২৬ শে আগস্ট, ২০২০ রাত ১০:১৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আজকে কয় পুরিয়া !!
ভালো্ই পারেন, চালিয়ে যান
আপনাকে দিয়ে হবে !!

২৬ শে আগস্ট, ২০২০ রাত ১০:৪০

রাজীব নুর বলেছেন: কি হিংসে হয়?

১১| ২৬ শে আগস্ট, ২০২০ রাত ১০:৩৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


পৃথিবীতে অলৌকিক কিছু ঘটনা যেগুলো আপনার কিংবা আমার কাছে অলৌকিক মনে হয় সেগুলো হচ্ছে জানার অভাবে।

যারা সংশ্লিষ্ট বিষয়ে প্রচুর পরিমাণে জানেন তাঁরা কারণ ব্যাখ্যা দিতে পারবেন ।

আর বর্তমান সমাজের প্রেক্ষাপটে বাংলাদেশের মানুষ বিজ্ঞান থেকে অনেকটাই দূরে সরে গেছে ।
এই কারণে নানান ধরনের ভূত পেত্নীর উপদ্রব বেড়ে গেছে।

আফসোস।

২৬ শে আগস্ট, ২০২০ রাত ১০:৪১

রাজীব নুর বলেছেন: আপনার সাথে আমি একমত।

১২| ২৭ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:১৪

খায়রুল আহসান বলেছেন: গত কয়েকদিন থেকে এ ব্লগে ভৌতিক কায় কারবার নিয়ে অনেক পোস্ট আসছে।
আপনার তিনটে ঘটনার মধ্যে একটার অন্ততঃ একটা যৌক্তিক ব্যাখ্যা পাওয়া গেল। মনোবিজ্ঞানীরা হয়তো বাকি দুটোরও ব্যাখ্যা দিতে পারবেন।

২৭ শে আগস্ট, ২০২০ রাত ৮:১৫

রাজীব নুর বলেছেন: আপনি আমার পোষ্টে এসেছেন। মন্তব্য করেছেন আমি অনেক খুশি।

ভালো থাকুন। করোনা ভাইরাস থেকে সাবধান থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.