নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
আমার বাসায় ঘর ভরতি গাছ আর গাছ-
গাছপালা আমি ভালোবাসি
কিন্তু সুরভি'র কারনে গাছপালার উপর আজ আমি চরম বিরক্ত
ফ্রিজের উপর চারা গাছ, ওয়াড্রোব এর উপরে গাছ,
রান্না ঘরে গাছ, বাথরুমে গাছ, সিঁড়িতে গাছ, ঘরের জানালাতে গাছ
দুই রুমের ছোট্র বাসাতে ছোট-বড় আর মাঝারি গাছগাছালিতে ভরতি
ছাদের উপরও আছে বড়-বড় ড্রাম,
সেই ড্রামে আম, পেয়ারা আর লেবু গাছ
ভাঙ্গা গ্লাস-ভাঙ্গা মগে গাছ, ডিমের খোসাতে গাছ,
টুকরো করে কাটা বাঁশে গাছ, টবে গাছ,
কাঁচের জারে গাছ, প্লাস্টিকের বোতলে গাছ, কাঁচের বোতলে গাছ,
শামুকের ভেতরে গাছ, নারকেলের মালার ভেতরে গাছ,
কাঁচের বাটিতে গাছ, মাটির পেয়ালাতে গাছ-
এরকম আরও অনেক কিছুতে গাছ
আমার সহ্যের বাঁধ ভেঙ্গে গেছে
আমার সবচেয়ে অপছন্দের গাছ ক্যাকটাসও আছে অনেকগুলো
গাছ আর গাছ !! ফাজলামোর একটা সীমা থাকা উচিত।
২৭ শে আগস্ট, ২০২০ রাত ১:১৭
রাজীব নুর বলেছেন: এইসব গাছ কোনো কাজে আসে না। ঘরের সস্তা শোপিসের মতো।
২| ২৬ শে আগস্ট, ২০২০ রাত ১০:৫৮
সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: হেহেহে...... ডিমের খোসাতে গাছ সত্যিই বিচ্ছিরি লাগে। এত কিছু থাকতে ডিমের খোসায় কেন গাছ লাগাতে হবে??
২৭ শে আগস্ট, ২০২০ রাত ১:১৮
রাজীব নুর বলেছেন: সেটাই।
৩| ২৬ শে আগস্ট, ২০২০ রাত ১১:০৫
কবিতা পড়ার প্রহর বলেছেন: কিছু গাছের ছবি দিন রাজীবভাই।
২৭ শে আগস্ট, ২০২০ রাত ১:১৯
রাজীব নুর বলেছেন: হুম দিব। এসব ছবি দিয়েই একটা পোস্ট দিব।
৪| ২৭ শে আগস্ট, ২০২০ রাত ১২:০০
চাঁদগাজী বলেছেন:
আপনার ছাদে টমেটো, পুঁইশাক, ইত্যাদি করুন।
২৭ শে আগস্ট, ২০২০ রাত ১:২০
রাজীব নুর বলেছেন: ছোট ছাদ। খুব ছোট।
তবে পুঁই শাক আছে।
৫| ২৭ শে আগস্ট, ২০২০ রাত ১২:১৮
নুরুলইসলা০৬০৪ বলেছেন: একদিন শাইক সিরাজ সাহেবকে ডেকে দেখান।উনিও বিক্রমপুরের লোক।
২৭ শে আগস্ট, ২০২০ রাত ১:২১
রাজীব নুর বলেছেন: আমিও বিক্রমপুরের। হে হে
একদিন তার অফিসে গিয়ে তার সাথে দেখা করেছিলাম।
৬| ২৭ শে আগস্ট, ২০২০ রাত ১২:১৯
জাহিদ অনিক বলেছেন: কার উপরে ক্ষেপেছেন রাজীব ভাই ঠিক বোঝা যাচ্ছে না!
গাছের উপর, সুরভী ভাবীর উপর নাকি কবিতার উপর! ?
২৭ শে আগস্ট, ২০২০ রাত ১:২২
রাজীব নুর বলেছেন: আমি সবার উপর ক্ষেপেছি।
৭| ২৭ শে আগস্ট, ২০২০ রাত ১২:৪৪
নেওয়াজ আলি বলেছেন: সিস্টার সুরভী এবার একটা বট গাছ লাগাতে হবে।
২৭ শে আগস্ট, ২০২০ রাত ১:২৪
রাজীব নুর বলেছেন: অনেক জায়গা থাকলে বট গাছও লাগাতো।
৮| ২৭ শে আগস্ট, ২০২০ রাত ৩:১৯
এস এম মামুন অর রশীদ বলেছেন: ঘরের সমস্যা নিজেরাই আলোচনা করে সমাধান করুন, লোক ডেকে বউয়ের ব্যাপারে নালিশ করা সুরুচির পরিচয় নয়।
২৭ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:৪৬
রাজীব নুর বলেছেন: যার যে রকম বুদ্ধি সে সেরকম বুঝবে।
৯| ২৭ শে আগস্ট, ২০২০ ভোর ৫:১৫
অনল চৌধুরী বলেছেন: এস এম মামুন অর রশীদ বলেছেন: ঘরের সমস্যা নিজেরাই আলোচনা করে সমাধান করুন, লোক ডেকে নালিশ করা সুরুচির পরিচয় নয়- লোক ডেকে বলেননি, এখানকার সবাইকে পরিবারের সদস্যর মনে করেই বলেছেন।
গাছ লাগানো ভালো। কিন্ত ঘরের ভিতরে রাখলে মশা আর পোকা-মাকড়ের সমস্যা হয়। সামনে ডেঙ্গু আসছে।তাকে বুঝিয়ে বললেই সমস্যা থাকবে না।
২৭ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:৪৭
রাজীব নুর বলেছেন: সুন্দর মন্তব্য করেছেন।
ভালো থাকুন। সুস্থ থাকুন। করোনা ভাইরাস থেকে সাবধান থাকুন।
১০| ২৭ শে আগস্ট, ২০২০ ভোর ৬:২২
ইসিয়াক বলেছেন:
গাছ আমাদের জীবন বাঁচায়, খাদ্য দেয়, অক্সিজেন জোগায় আরো কত কি........সেই গাছকে আপনার ভালো লাগছে না। মাথা ঠিক আছে?
২৭ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:৪৭
রাজীব নুর বলেছেন: এগুলো কোনো উপকারী গাছ না।
১১| ২৭ শে আগস্ট, ২০২০ সকাল ৮:৩২
শেরজা তপন বলেছেন: বৃক্ষ প্রেমিক এমন একজন মানুষকে জীবনসঙ্গী হিসেবে পাওয়াতো ভাগের ! সারাক্ষন কানের কাছে ঘ্যান ঘ্যান আর কুটনামির থেকেতো ভাল
আপনার সৌভাগ্য যে তার এই ব্যাস্ততার ফাঁকে লেখালেখি নিয়ে ব্যাস্ত থাকতে পারেন।
২৭ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:৪৮
রাজীব নুর বলেছেন: আমি বলে দিয়েছি, আমি যতক্ষন ব্লগে থাকবো ততক্ষন আমাকে বিরক্ত করবে না।
১২| ২৭ শে আগস্ট, ২০২০ সকাল ৮:৪০
এস এম মামুন অর রশীদ বলেছেন: অনল চৌধুরী, বোঝা গেল কিংবা বা ধরা যাক, আপনি লেখকের পরিবারের সদস্যের মতো। কিন্তু নিজের ভাইয়ের কাছেও বউয়ের শখকে সীমাহীন ফাজলামো বলা সুরুচির পরিচায়ক নয়।
২৭ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:৫০
রাজীব নুর বলেছেন: আমি এখানে কোনো সমস্যার কথা বলি নাই। ছোট ছোট চারা গাছ কোনো সমস্যা না। এগুলো বিষাক্ত কিছু নয়। তাছাড়া ঘরের গাছের কথা ব্লগে কেন লেখা যাবে না। আমি কোনো সমস্যা দেখছি না। আপনার যদি সমস্যা থাকে আপনি আপনার ঘরের কথা লিখবেন না। ব্যস। ফুরিয়ে গেলো।
আমি সব কিছু সহজ ভাবে দেখি। লিখি। চুরী ডাকাতি, ছিনতাই বা দুর্নীতি তো করছি না, যে লুকিয়ে রাখিতে হবে।
১৩| ২৭ শে আগস্ট, ২০২০ সকাল ১০:১৭
আলমগীর সরকার লিটন বলেছেন: বৃক্ষের প্রেমময় নিশ্বাস নেয়া অনেক ভাল
২৭ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:৫১
রাজীব নুর বলেছেন: আপনি তো কবি মানুষ। এই কথা তো বলবেনই।
১৪| ২৭ শে আগস্ট, ২০২০ সকাল ১১:০৭
নীল আকাশ বলেছেন: এস এম মামুন অর রশীদ বলেছেন: ঘরের সমস্যা নিজেরাই আলোচনা করে সমাধান করুন, লোক ডেকে বউয়ের ব্যাপারে নালিশ করা সুরুচির পরিচয় নয়।
পারিবারিক বিষয় নিয়ে ব্লগে আলোচনার করা ঠিক না। ভাবীর সাথে সময় নিয়ে আলোচনা করুন।
২৭ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:৫২
রাজীব নুর বলেছেন: ব্লগে আমার যা ভালো লাগে লিখব। আমি তো অশালীন কিছু লিখছি না।
অথবা ধরে নিন পুরো লেখাটা বানোয়াট। অথবা পোস্ট যদি ভালো না লাগে এড়িয়ে যান।
আমি নিশ্চয়ই এমন কিছু করবো না, যা তে আমার পরিবার ক্ষতিগ্রস্থ হয়।
১৫| ২৭ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:৫৯
শেরজা তপন বলেছেন: আমিও বলে ধমক খেয়েছি!
বলে, ঠিক আছে থাকো তোমার লেখালেখি নিয়ে আমি চললাম বাচ্চা-কাচ্চা নিয়ে বাপের বাড়ি।
২৭ শে আগস্ট, ২০২০ দুপুর ১:২৪
রাজীব নুর বলেছেন: ভয় দেখায়?
গেলে যাক।
আমি উবার ঠিক করে দিবেন।
১৬| ২৭ শে আগস্ট, ২০২০ দুপুর ২:৫৮
মোহামমদ কামরুজজামান বলেছেন: রাজীব গাছ গাছই ,একটু সহ্য করে নেন।আখেরে মংগল।
বিবাহীত মানুষ আপনি। কত কিছু সহ্য করেছেন। সুরভী ভাবীকে (বউয়ের মত প্যারা) সহ্য করেছেন এত বছর যাবত আর এট সামান্য গাছ। সংসারের শান্তির জন্য প্রকৃতির বন্ধু গাছকে মাইনা লন।তাতে সংসারের শান্তির পাশাপাশি প্রকৃতির শান্তিও বজায় থাকবে।
২৭ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:০৫
রাজীব নুর বলেছেন: জ্বী অবশেষে মেনে নিলাম। কত কিছুই তো মেনে নিতে হয়েছে।
১৭| ২৭ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:৩৮
কামরুননাহার কলি বলেছেন: সুরভী ভাবি কি জানে যে ব্লগে লেখেছেন? হুম আমিও কিন্তু সুরভী ভাবির মতো আমার বাসায় গাছ আর গাছ। শুনবেন আমার গাছের নাম, বট গাছ, কাঠাল গাছ, আরো কত কি গাছ নাম জানি না এরকম গাছ ও আছে। তবে আপনার পোষ্ট আমাক একটা উপকার করে দিয়েছে। সেটা হলো, ডিমের খোসায় গাছ? তাই আমিও ভাবিরটা কপি রাইট করবো।
আর শুনেন গাছ কখনো অপছন্দ করবেন না। সুরভী ভাবি আপনাকে এখন পর্যন্ত ঘরে রেখেছে ! আমি হলে না ঘর থেকে বের করে দিতাম, হুম। গাছ অপছন্দ তাই না! আহা ভাবি কি সুন্দার গাছ প্রেমিকা।
১৮| ২৭ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:৪২
রাজীব নুর বলেছেন: না গাছ অপছন্দ না। কিন্তু এত এত ছোট চোট গাছের কারনে ঘরে পিপড়া হয়। কেচো হয়।
১৯| ২৭ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:১৮
শোভন শামস বলেছেন: সবাই গাছ ভালোবাসুক।বৃক্ষের প্রেমময় নিশ্বাস নেয়া অনেক ভাল
২৭ শে আগস্ট, ২০২০ রাত ৮:১৪
রাজীব নুর বলেছেন: অবশ্যই।
২০| ২৭ শে আগস্ট, ২০২০ রাত ৯:৫৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
তবু গাছ লাগান ।
গাছের যত্ন নিন ।
গাছ মানুষের অকৃত্রিম বন্ধু।
২৮ শে আগস্ট, ২০২০ রাত ১২:৩৯
রাজীব নুর বলেছেন: তা ঠিক।
©somewhere in net ltd.
১| ২৬ শে আগস্ট, ২০২০ রাত ১০:৫৬
মরুভূমির জলদস্যু বলেছেন: এইতো চাই, সবাই গাছ ভালোবাসুক।