নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

টুকরো টুকরো সাদা মিথ্যা- ১৭৮

২৭ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:৪৪



১। আপনাকে যদি একটা পিস্তল আর একটা মাত্র গুলি দেয়া হয়, তবে আপনি কাকে গুলি করবেন?

২। কষ্ট পেতে শিখুন।
কষ্ট পেতে পেতে নিজেকে ঝাঁজরা বানিয়ে ফেলুন। যে যেভাবে কষ্ট দেয়, তা মেনে নিন। শুধু দেখে যান। কাউকে কিছু বলার দরকার নেই। স্বর্ণ যত পুড়ে তত খাঁটি হয়। ঠিক তেমনি, মানুষ যত কষ্ট পায়, তত খাঁটি হয়। তাই চুপ করে থাকুন। মনে রাখবেন, ''দেরী হোক যায়নি সময়।''

৩। মরা ইঁদুর পড়ে আছে এক পবিত্র স্থানে। দুর্গন্ধ ছড়াচ্ছে খুব। কয়েকজন মুরব্বি বললেন- ইঁদুরের ভাগ্য দেখছো! আহা, মরণ যদি হয় তো হোক এমন পবিত্র মরণ। কিন্তু পবিত্র মরণের পচা গন্ধ আর দশটা পচা গন্ধের মতই হয়। এই গন্ধে সবাই অতিষ্ট। সিদ্ধান্ত নেওয়া হলো, ঐ পচা ইঁদুরের জায়গাটা বেড়া দিয়ে আলাদা করা হবে। কাজ হলো না। সিদ্ধান্ত নেওয়া হলো, বালতি বালতি পানি ঢালা হবে। কাজ হলো না। এত কাহিনী দেখে একজন শিশু অবাক। সে সমাজের তৈরী করা এত পবিত্র অপবিত্র কিছু বুঝে না। সহজ করে বলল- ঐ ইঁদুরটারে বাইরে ফালাইয়া দিলেই তো হয়।

ছোটখানো অসঙ্গতিগুলো কিন্তু আমরা নিজেরাই সমাধান করে ফেলতে পারি। সমস্যা প‌্যাঁচানোর জিনিস না, ফেলে রাখার জিনিস না। সমস্যা সমাধান করতে হয়।

৪। মনে করি, A হলো একটি সফল জীবন।
A=x+y+z,
এখানে x=কাজ, y=খেলা, z=মুখ বন্ধ রাখা।

৫। স্ত্রী ছাড়া কোনো মেয়েকে বিশ্বাস করা ঠিক না। সব মেয়েই কালনাগিনী, পিশাচিনী।

৬। যুদ্ধ শেষে একজন বীর মুক্তিযোদ্ধার বাবার বুকে প্রত্যাবর্তন।

৭। আমরা যখন ছোট ছিলাম, তখন পেন্সিল ব্যবহার করতাম। কিন্তু এখন আমরা কলম ব্যবহার করি। কেন জানেন?? কারণ ছোট বেলার ভুল গুলো রাবার দিয়ে মুছে ফেলা যেত। কিন্তু বড় হওয়ার পর ভুল গুলো মুছে ফেলা যায় না!

৮। মনে রাখবেন আপনি যখন খাবার নষ্ট করছেন তখন পৃথিবীর কোনো প্রান্তে সেই খাবারে না পেয়ে কেউ মারা যাচ্ছে।

৯। লিওনার্দো দা ভিঞ্চি: বাজার থেকে বিভিন্ন জাতের পাখি কিনতেন কিন্তু পাখি গুলো তিনি না পুষে উড়িয়ে দিতেন।
রবীন্দ্রনাথ ঠাকুর: বিভিন্ন ডিজাইনের কলম সংগ্রহ করতেন কিন্তু সেগুলো তিনি কখনোই লেখার কাজে ব্যবহার করতেন না।
হিটলার: তিনি ছিলেন তার সময়ের জার্মানির অন্যতম শ্রেষ্ঠ ভায়োলিন বাদক। তার নির্দেশে সংঘটিত প্রতিটি হত্যাযজ্ঞের পর তিনি ভায়োলিন বাজিয়ে দুঃখপ্রকাশ করতেন।

১০। আমি আমার মতো করে চিন্তা করছি । কুকুর চিন্তা করছে তার মতো।

১১। গ্যালিলিও যদি কৌ্তূহলী হয়ে আকাশের দিকে দুরবিন তাক না করতেন তা হলে আমরা ১০০ বছর পিছিয়ে থাকতাম।

মন্তব্য ৩৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে আগস্ট, ২০২০ দুপুর ১:৫৩

ভুয়া মফিজ বলেছেন: ৪ নংঃ দীর্ঘদিন সমাধান না হওয়া একটা অংকের ধাধার সমাধান আজ আপনি করেছেন। আইনস্টাইনও অনেক চেষ্টা করেছিলেন, পারেন নাই। তাই মারা যাওয়ার আগে বলে গিয়েছিলেন, যে এই গাণিতিক ধাধার সমাধান করতে পারবে, তাকে যেন ..........উপাধি দেওয়া হয়!!! =p~

শুন্যস্থান পূরণ করুন!!!

২৭ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:০৫

রাজীব নুর বলেছেন: শূণ্যস্থান পূরন আপনিই করুন। না থাক করতে হবে। শূণ্যস্থান শূন্যই থাকুক।

২| ২৭ শে আগস্ট, ২০২০ দুপুর ২:২২

সাজিদ উল হক আবির বলেছেন: যেখান থেকেই কথাগুলো সংগ্রহ করেন স্যার, আপনার মনের পাতা হোক বা অন্য কারো লেখার খাতা, চিন্তার উদ্রেক ঘটিয়েছে সবগুলোই।

২৭ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:০৬

রাজীব নুর বলেছেন: শুকরিয়া জনাব।

৩| ২৭ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:১৩

নেওয়াজ আলি বলেছেন: সব কথাই জীবনের প্রতি ছবি

২৭ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:১৭

রাজীব নুর বলেছেন: জ্বী। আলি নেওয়াজ ভাই।

৪| ২৭ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো

২৭ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:৩৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বোন।

৫| ২৭ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:৪২

ৎঁৎঁৎঁ বলেছেন: ১। এই মুহুর্তে পেলে নিজেকে বা আকাশকে।
৫ নম্বর সহমত নই; ২,৩,৬,৭- এ ভালোলাগা।
৯ নম্বরে হিটলারের মিউজিকপ্রীতি সম্পর্কে কিছুটা শুনেছি, কিন্তু সে বেহালা বাদক ছিল, এইটা জানা ছিল না- এই সম্পর্কে কিছুটা রেফারেন্স দিতে পারেন?
১১ নম্বর ++

শুভকামনা।

৬| ২৭ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:৪৪

রাজীব নুর বলেছেন: ৯ নং গুগল করুন তথ্য পাবেন।

৭| ২৭ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:৫৩

ৎঁৎঁৎঁ বলেছেন: প্রাথমিক গুগল করে কিছু পাইনি, ছোটবেলায় তিনি হালকা পিয়ানো শিখেছিলেন। সেইটাও খুবই প্রাথমিক লেভেলের। জার্মানির অন্যতম সেরা ভায়োলিন বাদক হবার ধারে কাছে তার জ্ঞান ছিল না। আর তার নির্দেশে হত্যাযজ্ঞের জন্য তার মধ্যে বিন্দুমাত্র দুঃখবোধ ছিল এটাও কখনো পাই নাই, তিনি তার বিভ্রান্ত বিবেকের কাছে পরিস্কার ছিলেন। আর তার নির্দেশে ঘটানো হত্যাযজ্ঞের দুঃখ ভোলার জন্য বেহালা বাজাইতে হইলে তাকে সারাদিন বেহালা বাজাইতে হইতো- হিসাবে আরকী! আমি আপনার তথ্যকে চ্যালেঞ্জ করছি না, আমার জানা শেয়ার করে আরও জানতে চাইছি।

২৭ শে আগস্ট, ২০২০ রাত ৮:১৪

রাজীব নুর বলেছেন: ধনবাদ আপনাকে।
আমি বইতে পড়েছি। তার একজন প্রেমিকা ছিলো। তাকে বায়োলিন বাজিয়ে শুনাতেন। ঐ প্রেমিকার সাথে তার বিয়ে হয়নি। তাই তিনি ঐ প্রমিকার কথা স্মরন করে বায়োলিন বাজাতেন।

৮| ২৭ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:৫৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: I will throw the pistols in the deep sea.

২৭ শে আগস্ট, ২০২০ রাত ৮:১৫

রাজীব নুর বলেছেন: হুম।

৯| ২৭ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:২২

চাঁদগাজী বলেছেন:


৬ নং:

বাংগালীর বীরত্বের কাহিনী

২৭ শে আগস্ট, ২০২০ রাত ৮:২২

রাজীব নুর বলেছেন: সেই সময় আমি থাকলে ভালো কিছু ছবি তুলতে পারতাম।

১০| ২৭ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:২৩

ইসিয়াক বলেছেন:

১ নম্বর,আপনাকে গুলি করতাম !
২ নম্বর,কষ্ট পেতে পেতে ছাই হয়ে গেছি, আর ক’দিনবাদে মাটি হয়ে যাবো।
৫ নম্বর, সব মেয়েরা মায়াবিনী।
৬ নম্বর, দৃশ্যটা দেখে বুকটা ভরে গেলো।
৭ নম্বর, এখন কলম পেন্সিল রাবার কিছুই ব্যবহার করি না।কম্পিউটারের কিবোর্ড ব্যবহার করি দারুণ মজার জিনিস।
৮ নম্বর,বাঙালি খাবার নষ্ট করবে তবু কাউকে দেবে না। পঁচিয়ে ডাস্টবিনে ফেলবে।........

২৭ শে আগস্ট, ২০২০ রাত ৮:২৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ কবি মন্তব্য করার জন্য।

১১| ২৭ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:২৯

মোহামমদ কামরুজজামান বলেছেন: ঠিক তাই ।
এই জগতের প্রাকৃতিক নিয়মে যে যার অবস্থান এবং যোগ্যতা অনুযায়ীই চিন্তা এবং কর্ম করে।তা সে মানুষ কিংবা কুকুর যেই হোক।

২৭ শে আগস্ট, ২০২০ রাত ৮:২৪

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য।

১২| ২৭ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:১১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আমি পেশী শক্তি পছন্দ করি না তাই ।

আর তাই পিস্তল টিকে আমি সমুদ্রে ফেলে দেওয়ার পক্ষপাতী।

২৭ শে আগস্ট, ২০২০ রাত ৮:২৫

রাজীব নুর বলেছেন: পুরো পৃথিবীর সমস্ত অস্ত্র আমি সমুদ্রে ফেলে দেওয়ায়র পক্ষে।

১৩| ২৭ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৩৮

নতুন বলেছেন: হিটলার: তিনি ছিলেন তার সময়ের জার্মানির অন্যতম শ্রেষ্ঠ ভায়োলিন বাদক। তার নির্দেশে সংঘটিত প্রতিটি হত্যাযজ্ঞের পর তিনি ভায়োলিন বাজিয়ে দুঃখপ্রকাশ করতেন।

হিটলার ছোট বেলায় পিয়ানো শিখেছিলো কিন্তু ভালো করতে পারানিই্। তিনি কখনোই ভায়োলিন বাজাতো না।

গুগুলে খুজে দেখুন।

৫। স্ত্রী ছাড়া কোনো মেয়েকে বিশ্বাস করা ঠিক না। সব মেয়েই কালনাগিনী, পিশাচিনী।

মা , মেয়ে, বোনের কথা ভুলে গেলেন???

মা এবং বোন ৯৯% ছেলে এবং ভাইয়ের জন্য মন থেকে ফিল করে। এবং তারা যথাসাধ্য চেস্টা করে ।

২৭ শে আগস্ট, ২০২০ রাত ৮:২৬

রাজীব নুর বলেছেন: ৫ নং এখানে আমি মা বোনের কথা বলি নি। বউ ছাড়াও যারা অন্য নারীর সাথে প্রেম ট্রেম করে তাদের কথা বুঝিয়েছি।

১৪| ২৭ শে আগস্ট, ২০২০ রাত ৮:৫৬

নতুন বলেছেন: বউ ছাড়া যারা অন্য নারীর সাথে প্রেম করে তারা অকাট মূর্খ।

এরা শিয়ালের মতন চতুর কিন্তু এই চতুরতায় কিছুতা মজা পেলেও জীবনের সুখ নস্ট করে। চতুর মূর্খরাই এমনটা করে।

আর যেই নারী বিবাহিত জেনেও সম্পর্ক করে তারা তো ভালোবেসে করেনা করে স্বার্থের জন্য।

২৭ শে আগস্ট, ২০২০ রাত ৯:৪৬

রাজীব নুর বলেছেন: পরকীয়া। এই শব্দটাই আমি অপছন্দ করি।

১৫| ২৭ শে আগস্ট, ২০২০ রাত ৮:৫৮

নতুন বলেছেন: নতুন বলেছেন: হিটলার: তিনি ছিলেন তার সময়ের জার্মানির অন্যতম শ্রেষ্ঠ ভায়োলিন বাদক। তার নির্দেশে সংঘটিত প্রতিটি হত্যাযজ্ঞের পর তিনি ভায়োলিন বাজিয়ে দুঃখপ্রকাশ করতেন।

হিটলার ছোট বেলায় পিয়ানো শিখেছিলো কিন্তু ভালো করতে পারানিই্। তিনি কখনোই ভায়োলিন বাজাতো না।

গুগুলে খুজে দেখুন।


ভুলটা ঠিক করে নিন। অনেকেই আপনার লেখা পড়ে এটা আবার মানুষকে বলে বেড়াবে। বর্তমানে সবাই কপি পেস্ট করে সত্য খুজে দেখেনা।

২৭ শে আগস্ট, ২০২০ রাত ৯:৪৮

রাজীব নুর বলেছেন: আমি সত্য টা খুঁজে চলেছি। খুঁজে পেলে এডিট করে ঠিক করে নেব।

১৬| ২৮ শে আগস্ট, ২০২০ রাত ২:৫২

ডঃ এম এ আলী বলেছেন:

সবগুলিই ভাল ভাল কথা সম্বলিত ।
তবে ৮ নং- কোন খাবার নষ্ট হয়না ,কিছু যায় খালে বিলে কিছু যায় ডাস্টবিনে ।
খাল বিলের খাবার খেয়ে মাছ হয় বড়, তা আবার বগু গুন বড় হয়ে ফিরে
আসে আমাদের পাতে। ডাষ্টবিনের কিছু খাবার ভাগাভাগি করে খায় টুকাই
আর পশু পাখীতে । কিছু যায় ভাগারে ও সবুজসার হয়ে কৃষকের খেতে ।
ফলে ফসল ফিরে আসে আমাদের ঘরে শাক সবজি ফল মুল আর
বহুবিদ খাবার আকারে । বিত্তবানের কিছু খাবার যতই নষ্ট হোক না কেন
তা কাজে লাগে বিবিধ প্রকারে । তাইতো সঞ্চয়িতায় 'পাতা' কবি গুরু লিখেছেন
ঝর ঝর করি রক্ত-আলোক গগনে গগনে ঝরিছে; কেহ বা জাগিয়া উঠিছে কাঁপিয়া, কেহ বা স্বপনে ডরিছে।।
তোমার শ্মশানকিঙ্করদল দীর্ঘ নিশায় ভুখারি শুষ্ক অধর লেহিয়া লেহিয়া উঠিছে ফুকারি ফুকারি।।
অতিথি তারা যে আমাদের ঘরে করিছে নৃত্য প্রাঙ্গণ-’পরে, খোলো খোলো দ্বার ওগো গৃহস্থ, থেকে না থেকে না লুকায়ে যার যাহা আছে আনো বহি আনো, সব দিতে হবে চুকায়ে। ঘুমায়ো না আর কেহ রে। হৃদয়পিণ্ড ছিন্ন করিয়া ভাণ্ড ভরিয়া দেহো রে। ওরে দীনপ্রাণ, কী মোহের লাগি রেখেছিস মিছে স্নেহ রে॥
উদয়ের পথে শুনি কার বাণী, “ভয় নাই, ওরে ভয় নাই। নিঃশেষে প্রাণ যে করিবে দান ক্ষয় নাই, তার ক্ষয় নাই।” হে রুদ্র, তব সংগীত আমি কেমনে গাহিব কহি দাও স্বামী— মরণনৃত্যে ছন্দ মিলায়ে হৃদয়ডমরু বাজাব


শুভেচ্ছা রইল

১৭| ২৮ শে আগস্ট, ২০২০ রাত ৩:৩৫

রাজীব নুর বলেছেন: দারুন বলেছেন তো!

১৮| ২৮ শে আগস্ট, ২০২০ ভোর ৫:১০

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ৫, মেয়েদের অপমান করা।প্রতিবাদ জানাচ্ছি

২৮ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:৪৫

রাজীব নুর বলেছেন: সমাজে খারাপ নারীর অভাব নাই।

১৯| ২৮ শে আগস্ট, ২০২০ ভোর ৬:৫৬

সুনীল সমুদ্র বলেছেন: সুন্দর সংগ্রহ। তার মধ্যে সবচেয়ে সেরা এটি : "আমরা যখন ছোট ছিলাম, তখন পেন্সিল ব্যবহার করতাম। কিন্তু এখন আমরা কলম ব্যবহার করি। কেন জানেন?? কারণ ছোট বেলার ভুল গুলো রাবার দিয়ে মুছে ফেলা যেত। কিন্তু বড় হওয়ার পর ভুল গুলো মুছে ফেলা যায় না! "

সবগুলো উপস্থাপিত বিষয়ের মধ্যেই কোন না কোন অন্তর্নিহিত মেসেজ বা বক্তব্য লুকিয়ে আছে। শুধুমাত্র ১ নং-এর মধ্যে কোন মেসেজ খুঁজে পাইনি। ....

২৮ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:৪৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মন্তব্য করার জন্য। ভালো থাকুন।

২০| ২৮ শে আগস্ট, ২০২০ সকাল ১১:৩৬

রামিসা রোজা বলেছেন:
আপনি দার্শনিক ? যদি নাও হোন , তবুও কিছু কিছু
কথা সত্যি ।

২৮ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:৪৬

রাজীব নুর বলেছেন: আমি অতি সাধারণ মানুষ।

২১| ২৮ শে আগস্ট, ২০২০ দুপুর ২:৩৮

ক্ষুদ্র খাদেম বলেছেন: ৪ নম্বরের "Z" হচ্ছে একটা মিথ, কারণ আপনি নিজের মুখ বন্ধ রাখতে পারেন, অন্যের না B-)
৫ নিয়ে আমার নিজস্ব মতামত, আপনার স্ত্রী ও একজন মেয়ে।
২ নম্বরের বিষয়ে আপনার সাথে আমার মতের অমিল আছে। কারণ হচ্ছে, আপনি হয়ত জানেন যে আপনি কতদিন বাঁচবেন, তাই আপনি চিন্তা করছেন, আজ দুঃখ পেলেও কাল সেটা পুষিয়ে নিতে পারব, আমি জানি না, আজ দুঃখ পেলে কাল পর্যন্ত আমার সুদিন দেখার জন্যে আমি বাঁচব কিনা!!! /:)

শেষে বলি, আমারে একটা গুলি সহ পিস্তল দেয়ার লোক আপাতত দেখতে পাচ্ছি না |-)

২৮ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:৪৭

রাজীব নুর বলেছেন: সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.