নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
রোহিঙ্গারা আমাদের গলার কাঁটা হয়েই থাকবে?
তিন বছর তো হয়ে গেলো! প্রতিদিন ৬০/৭০ জন করে রোহিংগাদের শিশু জন্ম নিচ্ছে। রোহিংগাদের বর্তমান অবস্থা দেখে ভয় হচ্ছে। মনে হচ্ছে ভবিষ্যতে এরা ভয়াবহ সমস্যা সৃষ্টি করবে। বড় ধরণের সমস্যা অপেক্ষা করছে আমাদের জন্য। এনজিও গুলোর মুল কাজই বাংলাদেশকে বিপদে ফেলা। আমেরিকা ও ইউরোপের আশ্রয়প্রার্থিদের মত রোহিঙ্গাদেরও পুরুষ-মহিলা ও শিশুদের আলাদা আলাদা ক্যাম্পে রাখা দরকার ছিলো। প্রতিটা রোহিঙ্গাদের কাছ থেকে স্মার্ট ফোন এবং দেশিও অস্ত্রসস্ত্র বাজেয়াপ্ত করা দরকার। মায়ানমারের ভাব-ভঙ্গি দেখে মনে হচ্ছে, মায়ানমার এদের আর কোনদিনই ফেরত নেবে না। তাদেরকে মিয়ানমারে ফেরত পাঠানোর ব্যাপারে ভারত ও চীনের ভুমিকা সম্পূর্ণ নেতিবাচক। এখন, তাদের কাছ থেকে কিছু আশা করা ভুল হবে। তারা চায় রোহিঙ্গারা এ দেশের মূল জনস্রোতের সাথে মিশে গিয়ে এ দেশে থেকে যাক। অথচ আমরা তো ধনী দেশ নই। এটাও সত্য ২০১৭ সালে শিশু ও মহিলারা যেভাবে সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছিলো, বাধা দেয়া অসম্ভব ছিলো। এবং সীমান্ত থেকে ওদের পেছনে যাবার পথ ছিলো না।
আগামী দুই বছরে রোহিংগাদের সংখ্যা ১৭ লাখ ছাড়িয়ে যাবে।
এইভাবে চলতে থাকলে কোটিতে গড়াতে বেশী সময় লাগবে না। আসলে আপনি বা আমি যতই আলোচনা করি না কেন কিছুই হবে না, কারণ যাদের এসব নিয়ে কিছু করার ক্ষমতা আছে তারাই তো অদক্ষ, অযোগ্য এবং অপরিণামদর্শী। বিনা দ্বিধায় বলা যায়- বিভিন্ন রকমের সামাজিক, রাষ্ট্রীয় এবং নিরাপত্তার ঝুঁকি নিয়তই তৈরি হতে থাকবে এদেরকে ঘিরে। চীন নিজের স্বার্থ ছাড়া কখনো কারো বন্ধু রাষ্ট্র হয় না। চীনারা যেদেশে বিনিয়োগ করে সেই দেশ আর চীনা বলয় থেকে বের হতে পারে না। আন্তর্জাতিক কূটনৈতিক ময়দানে রোহিঙ্গা সমস্যার মতো যেকোনো সমস্যাতেই বাংলাদেশের একটি পাশে দাঁড়ানোর মতো কোনো প্রকৃত বন্ধু রাষ্ট্র আছে কি? ভারত আছে নিজেদের সমস্যা নিয়ে। আমাদের সমস্যা নিয়ে তাদের ভাবার সময় নাই। আমরা আসলে গর্তে পড়ে গেছি। এদিকে করোনা তো আছেই। তাছাড়া আমাদের সরকার বুদ্ধিমান নয়।
মায়ানমার হারামি দেশ।
মায়ানমার আমাদের চেয়ে আয়তনে সাড়ে তিন গুণ বড়, লোক সংখ্যা ৩ গুণ কম। ওদের প্রাকৃতিক সম্পদ আমাদের থেকে বহু গুন বেশী, মাথাপিছু আয় অর্ধেকের কম। চীন সুযোগ মত তেল, গ্যাস ও ভুমি নিয়ে ব্যবসা করছে। আমরা কি কাউকে এই সুযোগ দিয়ে নিজের পক্ষে আনতে পারবো? আমাদের পররাষ্ট্রনীতি বরাবরই নতজানু টাইপের। নিজের ঘর নিজেরা ঠিকমতো সামলাতে না পারলে তো পাড়া প্রতিবেশীর টাউট মাস্তান এসে নাক গলাবেই, প্রভাব খাটাবেই। আন্তর্জাতিক ক্ষেত্রেও নিজেদের শক্তিশালী অবস্থান এজন্যই জরুরী। এবং নিজদের ভারসাম্যপূর্ণ বৈদেশিক নীতি, বিদেশী বিনিয়োগ এবং নিজেদের সুনির্দিষ্ট পরিকল্পনা ঠিক থাকা প্রয়োজন যেটা আমাদের নেই। কারন সরকার দক্ষ, যোগ্য ও পরিশ্রমী লোক নেই। সত্য কথা হলো- রোহিংগা সমস্যার সমাধানে এই করণাকালে কেউ আজ আমাদের পাশে নেই। আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের কূটনীতি কতটা অসহায় সেটা আবারো প্রকটভাবে ফুটে উঠছে। এদিকে রোহিংগাদের আশ্রয় দিয়ে আমাদের প্রধানমন্ত্রী শান্তিতে নোবেলও পেলেন না। তিনি নোবেল পেলে তবু মনকে শ্বান্ত্বনা দিতে পারতাম।
রোহিঙ্গা ইস্যুটি বিলিয়ন ডলারের ব্যবসা।
রোহিঙ্গা ক্যাম্পে স্কুলের সংখ্যা দুইটি, মাদ্রাসা, মক্তব এর সংখ্যা উনচল্লিশটি। রোহিঙ্গারা জন্মনিয়ন্ত্রণকারী ঔষধ ও কনডম ব্যবহার করতে চায় না (সম্ভবত ধর্মীয় কারনে)। এদেরকে পিল বা কনডম দেওয়া হলে তারা সেগুলি ফেলে দেয়। আমাদের জন্য সবচেয়ে দুঃখজনক হলো- রোহিঙ্গা সমস্যা নিয়ে আন্তরিকভাবে এখন পর্যন্ত কোন রাষ্ট্র এগিয়ে আসেনি। সেই সময় ভেবেছিলাম ওদের আশ্রয় দেওয়া দরকার। ওরা মানুষ। ওদের বাঁচাতে হবে। কিন্তু আশ্রয় যে এত লম্বা সময়ের জন্য সেটা বুঝি নি। কেউ ভাছছে না- দরিদ্র একটা দেশ। এত মানুষকে খাওয়াবে কি করে? এত মানুষকে আশ্রয় দিবে কি করে? ভীষণ ক্ষতি গ্রস্থ হচ্ছে প্রকৃতি। ওদের আশ্রয় দিয়ে কি আমরা নিজের পায়ে নিজেই কুড়াম মারলাম? অবশ্য হঠাত করে করোনা না চলে এলে, হয়তো রোহিংগাদের ফেতর যাওয়া নিয়ে কিছু একটা ব্যবস্থা হতো। আল্লাহর রহমতে একজন রোহিংগাও করোনা'তে মারা যায় নি।
২৮ শে আগস্ট, ২০২০ রাত ১০:১৫
রাজীব নুর বলেছেন: হা হা হা---------
যা বলেছেন মশাই। আমি হাসতে হাসতে শেষ।
২| ২৮ শে আগস্ট, ২০২০ রাত ৯:৫২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আজ থেকে 50 বছর পর যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন তিনি বুঝবেন রোহিঙ্গা সমস্যা কতটা জটিল।
২৮ শে আগস্ট, ২০২০ রাত ১০:১৭
রাজীব নুর বলেছেন: ৫০ বছর লাগবে না। যদি এর মধ্যে এরা না যায় তাহলে ৫ বছর পর দেখিবেন কি কঠিন পরিস্তিতি হয়।
৩| ২৮ শে আগস্ট, ২০২০ রাত ১০:২০
চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশে মুসলিম জাতিগুলোর সন্মেলন করে, প্রত্যেককে ৫০ হাজার করে নিয়ে যেতে বললে, সমস্যার প্রাথমিক সমাধান হবে।
২৮ শে আগস্ট, ২০২০ রাত ১০:২৩
রাজীব নুর বলেছেন: কেউ নিবে না।
নেওয়ার কথা বললে বলবে কিছু টাকা রাখুন। তাও ভালো।
৪| ২৮ শে আগস্ট, ২০২০ রাত ১০:৩৬
চাঁদগাজী বলেছেন:
পাকিস্তান ২/৩ লাখ নিবে সহজেই; আলজিরিয়ায় মানুষের দরকার, ইরানে দরকার, কাতারে দরকার, সৌদীতে দরকার, অনেক দেশে মানুষ দরকার।
২৮ শে আগস্ট, ২০২০ রাত ১১:৫৫
রাজীব নুর বলেছেন: পাকিস্তানে দরিদ্র লোকের অভাব নেই। এরা খেয়ে না খেয়ে আছে।
ইরান এরকম অসহায় লোক নিবে। এই রোহিংগাদের যারাই নিবে তারাই বিপদে পড়বে।
সৌদি নিবে না। বহু বাংলাদেশী কাজহীন হয়ে বসে আছে। প্লেন চলাচল হলে তারা দেশে ফিরবে।
৫| ২৮ শে আগস্ট, ২০২০ রাত ১০:৩৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: রোহিঙ্গারা শিক্ষা-দীক্ষায় আগ্রহী নয় ।
তারা চায় পরের বোঝা হয়ে বেঁচে থাকতে।
মালয়েশিয়াতে যে সব রোহিঙ্গারা আছে তাদের আচার-আচরণ ও ব্যবহার খুবই খারাপ ।
এর আগে তারা একজন বাংলাদেশীকে পিটিয়ে মেরে ফেলেছে।
২৮ শে আগস্ট, ২০২০ রাত ১১:৫৬
রাজীব নুর বলেছেন: রোহিংগারা নিজ থেকে বিতাড়িত হয়ে হিংস্র হয়ে গেছে।
৬| ২৮ শে আগস্ট, ২০২০ রাত ১০:৩৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
অনেক দেশেই খালি জায়গা আছে।
কিন্তু বাংলাদেশের মতো এমন জামাই আদরে কোন দেশে তারা ঠাঁই পাবে না।
২৮ শে আগস্ট, ২০২০ রাত ১১:৫৭
রাজীব নুর বলেছেন: কোনো দেশ এই ভাতে মরাদের নিবে না।
৭| ২৮ শে আগস্ট, ২০২০ রাত ১০:৪৫
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: নেওয়াজ আলি বলেছেন: রোহিঙ্গা একসময় আমাদের এমপি হলেও অবাক হবো না।
___জনাব বদির নাম শুনেছেন নিশ্চয়! উনি রোহিঙ্গা জন্মগতভাবে।
--মন্ত্রী হওয়া বাকি এ জনগোষ্ঠী থেকে!!
২৮ শে আগস্ট, ২০২০ রাত ১১:৫৮
রাজীব নুর বলেছেন: বদি দুষ্টলোক। উনি এমপি হলে কোনো লাভ নেই। উনি উন্নয়ন কিভাবে করতে হয় জানেন না।
৮| ২৮ শে আগস্ট, ২০২০ রাত ১০:৪৭
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: নেওয়াজ আলি বলেছেন: রোহিঙ্গা একসময় আমাদের এমপি হলেও অবাক হবো না।
___জনাব বদির নাম শুনেছেন নিশ্চয়! উনি রোহিঙ্গা জন্মগতভাবে।
--মন্ত্রী হওয়া বাকি এ জনগোষ্ঠী থেকে!!
৯| ২৮ শে আগস্ট, ২০২০ রাত ১০:৪৭
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: নেওয়াজ আলি বলেছেন: রোহিঙ্গা একসময় আমাদের এমপি হলেও অবাক হবো না।
___জনাব বদির নাম শুনেছেন নিশ্চয়! উনি রোহিঙ্গা জন্মগতভাবে।
--মন্ত্রী হওয়া বাকি এ জনগোষ্ঠী থেকে!!
১০| ২৮ শে আগস্ট, ২০২০ রাত ১০:৪৭
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: নেওয়াজ আলি বলেছেন: রোহিঙ্গা একসময় আমাদের এমপি হলেও অবাক হবো না।
___জনাব বদির নাম শুনেছেন নিশ্চয়! উনি রোহিঙ্গা জন্মগতভাবে।
--মন্ত্রী হওয়া বাকি এ জনগোষ্ঠী থেকে!!
১১| ২৮ শে আগস্ট, ২০২০ রাত ১০:৫২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমাদের এলাকার এক প্রবাদ "হুজুরের পালকি বইলে ছোয়াব,কিন্তু কাঁধেও মানাতে হবে।" রোহিঙ্গাদের মানবিক কারণে আশ্রয় দেয়া হয়েছে, তাঁদের নিয়ে এখন আমরাই অমানবিক অবস্থায় পড়েছি, আমাদের কাঁধে মানাচ্ছেনা।
২৮ শে আগস্ট, ২০২০ রাত ১১:৫৯
রাজীব নুর বলেছেন: সহজ সরল সত্য কথা হলো এই বোঝা বহন করার মতো অবস্থা আমাদের নেই।
১২| ২৮ শে আগস্ট, ২০২০ রাত ১১:০৩
মরুভূমির জলদস্যু বলেছেন: ওদের ফেরত যাওয়া নিয়ে কিছুই হবে না। খুব বেশি হলে ২০/৫০ হাজার যাবে যদি কোনো সুরাহা হয়। বাকিরা আমাদের ঘারেই থাকবে।
২৯ শে আগস্ট, ২০২০ রাত ১২:০০
রাজীব নুর বলেছেন: রোহিঙ্গা সমাধান খুব দ্রুত হওয়া দরকার।
১৩| ২৯ শে আগস্ট, ২০২০ রাত ১২:৪৬
ওমেরা বলেছেন: অত চিন্তা করিয়েন না ভবিষ্যতে পৃথিবীর সব দেশেই মানুষের সংকট হবে তখন এরা কাজে লাগবে।
২৯ শে আগস্ট, ২০২০ রাত ১:০৫
রাজীব নুর বলেছেন: ভবিষ্যতের আশায় এখন তাদের পালতে হবে?
১৪| ২৯ শে আগস্ট, ২০২০ রাত ১২:৫২
নিমো বলেছেন: চিন্তার কিছুই নেই। হালের বখতিয়ার "এরদোয়ান" এর ঘোড়া বাংলা মূলুকে পা রাখলেই সব মুশকিল আসান হয়ে যাবে। উনার স্ত্রীতো রেকি করেই গিয়েছেন। বিশাল জাহাজও আসার কথা ছিল, বোধহয় পশ্চিমা ষড়যন্ত্রে তা এখনও এসে পৌঁছাতে পারে নি। আয়া সোফিয়াতেই বোধহয় তাদের থাকার বন্দোবস্ত করা হবে। আপাতত আপদকালীন সমাধান হিসাবে ব্লগের রোহিঙ্গা নিয়ে কুমীরের কান্না করা কিছু ব্লগারের বাসায় রোহিঙ্গা পরিবারগুলোর থাকার ব্যবস্থা করা যেতে পারে।
২৯ শে আগস্ট, ২০২০ রাত ১:২০
রাজীব নুর বলেছেন: চিন্তা করে কোনো পথ পাচ্ছি না। কিভাবে রোহিংগাদের একটা গতি করা যায়।
১৫| ২৯ শে আগস্ট, ২০২০ রাত ১:০৫
নেওয়াজ আলি বলেছেন: অনেক আগে একটা প্রতিবেদন পড়ে ছিলাম । রাঙ্গামাটি এবং কক্সবাজার জেলায় বেশ কয়েকজন স্হানীয় প্রতিনিধি আছে যারা রোহিঙ্গা । এবং রাজনৈতিক দলে শক্ত অবস্থানে আছে। মালয়শিয়া এবং সৌদিতে এরা খারাপ কাজ করে নাম হয় বাংলাদেশীর কারণ তারা বাংলাদেশের পাসপোর্ট ব্যবহার করে।
২৯ শে আগস্ট, ২০২০ রাত ১:২৫
রাজীব নুর বলেছেন: ভয়াবহ অবস্থা।
১৬| ২৯ শে আগস্ট, ২০২০ সকাল ৯:৫৭
সাজিদ উল হক আবির বলেছেন: রোহিঙ্গা ইস্যু গ্লোবাল পলিটিক্সে বাংলাদেশের রাজনৈতিক অবস্থান যে কত শক্তিশালী - তাঁর পরিচায়ক বইলা আমি মনে করি। আপনার মতামত কি , স্যার?
২৯ শে আগস্ট, ২০২০ দুপুর ২:০১
রাজীব নুর বলেছেন: আসলে হুট করে কিছু বলা ঠিক হবে না।
১৭| ২৯ শে আগস্ট, ২০২০ সকাল ১০:১৭
রাশিয়া বলেছেন: রোহিঙ্গারা একদিন আমাদের নিরাপত্তার প্রতি হুমকী সৃষ্টি করবেই করবে। সেদিন এই অপদার্থ সরকারকে সবাই দুষবে। সরকার কেন বুঝতে পারছেনা, জাতিসংঘ আর তাদের চামচারা রোহিঙ্গাদেরকে জামাই আদরে এমনি এমনি পালছেনা। নিশ্চয়ই তাদের মুরুব্বীদের কোন সুদূরপ্রসারী প্ল্যান আছে। শান্তিপূর্ণ এই দেশে গোলযোগ না দেখে যাদের ঘুম আসেনা, তাদের খায়েশও সেই দিন পূরণ হবে।
২৯ শে আগস্ট, ২০২০ দুপুর ২:০২
রাজীব নুর বলেছেন: আসলে হুট করে করোনা না এলে এতদিনে কিছু একটা ব্যবস্থা হয়ে যেত।
১৮| ২৯ শে আগস্ট, ২০২০ সকাল ১১:২০
মোঃ মাইদুল সরকার বলেছেন: সহজে সমাধান হবে বলে মনে হয়না।
২৯ শে আগস্ট, ২০২০ দুপুর ২:০৩
রাজীব নুর বলেছেন: সহজ সমাধানের জন্য ব্যবস্থা নিতে হবে। শূধু বৈঠক করলে হবে না।
১৯| ২৯ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:২৯
ইসিয়াক বলেছেন: রোহিঙ্গারা হিংস্র জাতি।
৩০ শে আগস্ট, ২০২০ রাত ১২:০৪
রাজীব নুর বলেছেন: ওদের সবচেয়ে বড় পরিচয় ওরা মানুষ।
২০| ২৯ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:২৩
অজ্ঞ বালক বলেছেন: খুব সম্ভবত এই সরকারের নেয়া সবচাইতে জঘন্য সিদ্ধান্ত, এর ভর্তুকি অনাগতকাল পর্যন্ত দিয়া যাইতে হইবো।
৩০ শে আগস্ট, ২০২০ রাত ১২:০৫
রাজীব নুর বলেছেন: এত আশাহত হবেন না।
২১| ৩০ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:৪১
অনল চৌধুরী বলেছেন: এরপর হয়তো তারা উপজাতিদের মতো নিজেদের আদিবাসী দাবী করে ঝামেলা করবে !
থবে তারা সবাই খারাপ না। আমি ২০০ এ বার্মার মন্ডু শহরে গিয়ে দেখেছি, তারা কতোটা ভদ্র।
বর্মী জানোয়ারদের কারণেই তাদের এই দুর্দশা।
৩০ শে আগস্ট, ২০২০ রাত ১১:১৮
রাজীব নুর বলেছেন: আসলে সব মানুষই ভালো। পরিবেশের কারনে মানুষ ভালো হয়, খারাপ হয়।
©somewhere in net ltd.
১| ২৮ শে আগস্ট, ২০২০ রাত ৯:৪৬
নেওয়াজ আলি বলেছেন: রোহিঙ্গা একসময় আমাদের এমপি হলেও অবাক হবো না।