নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
মানুষ ঝগড়া কেন করে?
ঝগড়া করে তো শেষমেশ কিছুই পাওয়া যায় না। দুইজন মানুষ খুব কাছে অথচ চিৎকার করে কথা বলছে। ঝগড়ার সময় মানুষ আস্তে কথা বলতে পারে না। আসলে তখন তারা মনের দিক থেকে অনেক দূরে চলে যায়। তাই চিল্লাইয়া চিল্লাইয়া কথা বলে। এই শহরে প্রতিদিন কোথাও না কোথাও ঝগড়া হয়'ই। ভাই ভাই ঝগড়া করে, ভাই বোন ঝগড়া করে, ঝগড়া হয় মায়ের সাথে, বাবার সাথে। বন্ধুর সাথে। রিকশাওয়ালার সাথে, সবজি বিক্রেতার সাথে। বাসের কন্টাকটরের সাথে। চারিদিকে ঝগড়া আর ঝগড়া। মানুষ পারেও ঝগড়া করতে। ঝগড়া করে তো কোনো লাভ হয় না। শুধু দূরত্ব'ই বাড়ে। একটু 'ছাড়' দেওয়ার মানসিকতা থাকলে কিন্তু ঝগড়া হয় না। এই সমাজে কেউ 'ছাড়' টাই দিতে চায় না। শিশু বয়সে সন্তানের সবচেয়ে বড় শাস্তি বাবা মায়ের ঝগড়া দেখা।
রাস্তাঘাটে প্রচুর ঝগড়া হয়।
সেই সমস্ত ঝগড়া আমি এড়িয়ে যাই না। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি। বুঝতে চেষ্টা করি, কার দোষ বেশি। ঝগড়াটা লাগলো কেন? মাঝে মাঝে খুব সাহসী হয়ে ঝগড়া মিটমাট করার চেষ্টা করি। এজন্য সুরভির কাছ থেকে অনেক বোকা খেয়েছি। সম্পূর্ন অপরিচিত লোকদের ঝগড়া মিটমাট করতে আমার ভালো লাগে। বেশির ভাগ সময় আমি দুই পক্ষের কথা শুনি। তারপর তাদের হাত মিলিয়ে দেই- একদম নিরপেক্ষ থেকে। রাস্তাঘাটে যত ঝগড়া হয়- সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখে। কিন্তু কেউ এসে ঝগড়া থামাবার চেষ্টা করে না। বেশীর ভাগ ঝগড়া শেষমেশ মারামারির পর্যায়ে চলে যায়। কতদিন মারামারি থামাতে গিয়ে আমি দুই পক্ষের মাঝখানে পড়ে ব্যথা পেয়েছি- তার হিসাব নাই। চোখের সামনে ঝগড়াঝাটি দেখলে না গিয়ে পারি না।
আমাদের পাশের বাসায় ইদানিং খুব ঝগড়া হচ্ছে।
শুধু ঝগড়া না ঝগড়ার সাথে কুৎসিত সব গালি। রাত দুইটা বেজে যায় তবু ঝগড়া থামে না। ভদ্রমহিলা তার ছেলে এবং ছেলের বউদের কুৎসিত সব গালাগাল দেয়। ছেলের বৌ'রাও আজকাল আর চুপ থাকছে না। তারাও খারাপ গালি দেওয়া শুরু করেছে। বৌ শ্বাশুরির ঝগড়া মনে হয় অতি প্রাচীন। ঝগড়া শুনে আমি পাশের বাসায় গিয়েছিলাম- তাদের ঝগড়া থামাতে। ভদ্রমহিলা আমাকে কুৎসিত সব গালি দিয়েছেন। অথচ এই মহিলা একবার অসুস্থ হয়ে পড়েছিলেন। তখন তার বাসায় কেউ ছিলো না। আমি তাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। আমি বললাম, আন্টি নিজের ছেলেকে কেউ এমন গালি দেয়? তাছাড়া আপনার ছেলের বৌয়েরা তো খারাপ না। তারা শিক্ষিত মানুষ। ভালো মানুষ। আন্টি রেগে গিয়ে আমাকে কিছুক্ষন অভিশাপ দিলেন। ভয়াবহ সব অভিশাপ। সেদিন ছিলো আবার ঈদের দিন। পৃথিবীতে ঝগড়া না থাকলে পৃথিবীটা আরো সুন্দর হতো।
তালি কখনোই এক হাতে বাজে না।
ঝগড়াতে তারাই জোরে কথা বলে, যাদের ঝগড়াতে কোনো যুক্তি থাকে না। ফলে অবচেতন থেকে তারা জোরে কথা বলতে থাকে এবং মনে করে জোরে বললেই সম্ভবত যুক্তি প্রতিষ্ঠা করা যাবে। ঝগড়া করে জীবনের মূল্যবান সময় নষ্ট করাটা চরম বোকামী। প্রয়োজনে চোখ বন্ধ করে বিনা দ্বিধায় ক্ষমা করে দিন, তবু ঝগড়া করতে যাবেন না। আমি কারো সাথে ঝগড়া করি না। কেউ আমার সাথে ঝগড়া করলেও আমি আকাশের দিকে তাকিয়ে ক্ষমা করে দেই। কাউকে ক্ষমা করে দিলে মনে অনেক আনন্দ পাওয়া যায়। এই সমাজে শতকরা ৯০ ভাগ ডিভোর্সের কারণ হল ঝগড়া। ঝগড়াতে কেউ কখনো জয়লাভ করেনা। ঝগড়ায় অর্থ হোক, সম্মান হোক কিছু না কিছু হারাবেই। ঝগড়া করা পশুর স্বভাব কারণ পশুরা ভাল ব্যাবহার বোঝে না কিন্তু ঝগড়া, মারামারি ঠিকই করতে পারে।
আমি আমার এ ছোট্ট জীবনে একটি জিনিস শিখেছি-
আর তা হল আপনি না চাইলে কেউ আপনার সাথে ঝগড়া করার সুযোগ পাবে না। ঝগড়া করে সমস্যার সমাধান হয়না। সমাধান চাইলে আলোচনায় বসতে হবে। মনে রাখবেন, একজন সুস্থ ব্যক্তি কখনো ঝগড়া করতে পারেনা। সুতরাং যিনি ঝগড়া করছেন তিনি মানসিক বা শারিরীক ভাবে অসুস্থ। টিভিতে যখন রাজনৈতিক বচসা হয়, তখন খুব তর্কাতর্কি, চিল্লাচিল্লি হয়। বহু লোক আছেন নিজের বন্ধু, ভাই বা আত্মীয় স্বজনের সাথে ঝগড়া করে ৫/৭ বা দশ বছর ধরে কথা বলেন না। এমন কি মুখের দিকে তাকান না পর্যন্ত। জীবন অনেক ছোট। কি দরকার ভাই- ঝগড়া করার? ঝগড়ার পর কথা বন্ধ, মুখ দেখাদেখি বন্ধ। শেষমেশ তাতে লাভটা কি হয়? কোনো লাভ নাই। এড়িয়ে যান, ছাড় দিন, ক্ষমা করে দিন- তাহলেই আর ঝগড়া হবে না। সবচেয়ে বড় কথা মানুষকে ভালোবাসুন। ভালোবাসলে ঝগড়া হয় না।
৩০ শে আগস্ট, ২০২০ রাত ১১:২০
রাজীব নুর বলেছেন: আদর মাখামাখি, ভালোবাসার ঝগড়া না, এগুলো তো মামুলি ঝগড়া।
২| ৩০ শে আগস্ট, ২০২০ রাত ১১:৪৯
শোভন শামস বলেছেন: শান্তিপ্রিয় মানুষ, শান্তি চাই
৩১ শে আগস্ট, ২০২০ রাত ১২:০৫
রাজীব নুর বলেছেন: অবশ্যই।
৩| ৩০ শে আগস্ট, ২০২০ রাত ১১:৫৫
চাঁদগাজী বলেছেন:
পারিবারিক ঝগড়া মানুষের শান্তি পুরোপুরিভাবে নষ্ট করে দেয়। মনে হয়, আমি এই ব্যাপারে কাউন্সেলিং করতে পারতাম।
৩১ শে আগস্ট, ২০২০ রাত ১২:০৬
রাজীব নুর বলেছেন: কাউন্সেলিং করে কি মানুষের মনে আনন্দ সৃষ্টি করা যায়?
৪| ৩১ শে আগস্ট, ২০২০ রাত ১২:১১
জাহিদ হাসান বলেছেন: আমি বাড়িতে আগে প্রচুর ঝগড়া করতাম। এখন করি না। বছরে দুই একবারের বেশি কারো সাথে ঝগড়া হয়না।
৩১ শে আগস্ট, ২০২০ রাত ১২:৫৭
রাজীব নুর বলেছেন: দুই একবারও ঝগড়া করাটা বাদ দিয়ে দেন।
৫| ৩১ শে আগস্ট, ২০২০ রাত ১২:৪৮
মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: ঝগড়া দেখলে আমি থামাতে যাই না।খারাপ অভিজ্ঞতা আছে । আমি নিজেও ঝগড়া করি না।এড়িয়ে যাই অথবা প্রতিপক্ষকে জিতিয়ে দিয়ে চলে আসি।
৩১ শে আগস্ট, ২০২০ রাত ১২:৫৭
রাজীব নুর বলেছেন: ভেরি গুড।
৬| ৩১ শে আগস্ট, ২০২০ রাত ১২:৫৯
নেওয়াজ আলি বলেছেন: আমার চাচার ঘরে তিন পুত্রবধু মাশাল্লাহ প্রতিদিন ঝগড়া করতো । এখন আলাদা আলাদা বাসায় শান্তিতে আছে।
৩১ শে আগস্ট, ২০২০ রাত ২:৫১
রাজীব নুর বলেছেন: বিয়ের পর বেশির ভাগ পরিবার বিচ্ছিন্ন হয়ে যায়।
৭| ৩১ শে আগস্ট, ২০২০ রাত ২:৫৫
অনল চৌধুরী বলেছেন: আপনি না চাইলে কেউ আপনার সাথে ঝগড়া করার সুযোগ পাবে না[/sb সম্পূর্ণ ভুল।সৎ পথে চললে , অন্যায়ের প্রতিবাদ করলে পরিবার থেকে রাষ্ট্র- সবাই শত্রু হয়। ভদ্র লোকের সাথে মানুষ পায়ে পা দিয়ে গোলমাল করে। আপনার সাথে কি এখানে অনেকের অকারণে ঝগড়া হয়নি? লোভ-হিংসা-পরশ্রীকাতরতা আর মানসিক বিকৃতিতে অন্ধ লোকজন গোলমাল-ঝগড়া না করে থাকতে পারে না।
এই মহিলা একবার অসুস্থ হয়ে পড়েছিলেন। তখন তার বাসায় কেউ ছিলো না। আমি তাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম- বাংলাদেশের বেশীরভাগ লোক চরম অকৃতজ্ঞ।বিপদে পড়ে যার পায়ে ধরে, বিপদ কেটে গেলে তাকেই আঘাত করে।
এর গ্রামের বাড়ি কই ?
৩১ শে আগস্ট, ২০২০ রাত ৩:৩৭
রাজীব নুর বলেছেন: এই মহিলা ভয়াবহ। এরকম মহিলা আমি দেখি নাই। তার গ্রামের বাড়ি কোথায় আমি জানি না।
৮| ৩১ শে আগস্ট, ২০২০ রাত ৩:৪৮
অনল চৌধুরী বলেছেন: পাশের বাড়িতেই যখন থাকে, ২ দিন পর দেখতে পাবেন ছেলে বউদের পিটানি খেয়ে তার আবার হাসপাতালে যাওয়ার অবস্থা হয়েছে। কিন্ত কেউ নিচ্ছে না।
হৈচৈ বেশী করলে পল্টন থানায় ফোন করেন।
৩১ শে আগস্ট, ২০২০ সকাল ১১:২২
রাজীব নুর বলেছেন: ওই মহিলা (শ্বাশুরি) পুরো পরিবারটার অবস্থা কাহিল করে দিয়েছে। প্রচন্ড বেয়াদপ মহিলা।
৯| ৩১ শে আগস্ট, ২০২০ ভোর ৬:৩০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ঝগড়া করিলে বিপদ ঘটে।
৩১ শে আগস্ট, ২০২০ সকাল ১১:২৩
রাজীব নুর বলেছেন: চারিদিকে শুধু ঝগড়া আর ঝগড়া।
১০| ৩১ শে আগস্ট, ২০২০ সকাল ৭:০৮
নুরুলইসলা০৬০৪ বলেছেন: যারা ছোটবেলা থেকে ঝগড়াটে পরিবারে বা পরিবেশে বেড়ে উঠে তাদের কেউ কেউ ঝগড়াটে স্বভাবের হয়ে যায়।একবার ঝগড়াটে হয়ে গেলে আর পরিবর্তন হয় না।তার জীবন যায় ঝগড়া করতে করতে।
৩১ শে আগস্ট, ২০২০ সকাল ১১:২৩
রাজীব নুর বলেছেন: ঝগড়া করে করে কত লোক পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়!
১১| ৩১ শে আগস্ট, ২০২০ সকাল ১০:৩৭
কলাবাগান১ বলেছেন: হিপোক্রেসী কাকে বলে আপনাকে দেখেই শিখেছি...নিজের বাবা হাসপাতালে ...পা প্রায় কেটে ফেলবে ডায়াবেটিস এর জন্য...আপনাকে দেখতে চেয়েছে.....কিন্তু দেখতে যান নাই....।
আর বড় বড় তত্ত্ব কথা ছাড়েন... "সব চেয়ে বড় কথা মানুষকে ভালোবাসুন। ভালোবাসলে ঝগড়া হয় না।"
আপনার বর্ননার অর্ধেক ই মিথ্যা কথা....আপনি কোনদিন ঐ মহিলাকে যে 'ঈদের' (এটাও মিথ্যা কথা) দিন আপনাকে অভিশাপ দিয়েছে উনাকে আপনি হাসপাতালে নিয়ে যান নাই.....
৩১ শে আগস্ট, ২০২০ সকাল ১১:২৫
রাজীব নুর বলেছেন: শুনুন হাসপাতালে যাই বা না যাই, সে আমার বাপ। কলিজা কিনতি ঠিকই জ্বলে আমার।
গত পরশু রাত তিনটায় আব্বা আবার হাসপাতালে ভর্তি হয়েছেন। আমি এখনও যাই নি দেখা করতে। তার সৃতিবিভ্রম হচ্ছে।
মিথ্যা লিখি নাই। আমি মিথ্যা লিখতে পারি না।
১২| ৩১ শে আগস্ট, ২০২০ দুপুর ২:২৭
মোহামমদ কামরুজজামান বলেছেন: যে কোন অক্ষমতা থেকেই মানুষের মনে মানুষের প্রতি ক্ষোভ তৈরী হয়।আর এই ক্ষোভ,না পাওয়ার বেদনা এবং নিজের জীবনের নানা অপ্রাপতি থেকেই ঝগড়ার সূচনা বা শুরু।আর এই ঝগড়ার ফলেই অনেক বেদনাদায়ক ঘটনার সূত্রপাত হয়।আর এর ফলে অনেক মানুষের জীবন-সংসার তছনছ হয়ে যায়।
আমাদের প্রত্যেকেরই ব্যক্তিগত, পারিবারিক এবং সামাজিক জীবনে ঝগড়া এড়িয়ে চলার চেষ্টা করা উচিত,আর প্রত্যেকেরই উচিত মানুষকে ভালবাসা চেষ্টা করা।
০১ লা সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:০১
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর বলেছেন। সত্য বলেছেন।
১৩| ৩১ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:১১
আমি সাজিদ বলেছেন: কলাবাগানের কমেন্ট যদি সত্য হয় তবে আপনার হাসপাতালে যাওয়া উচিত।
০১ লা সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:০২
রাজীব নুর বলেছেন: উনি রসিকে সাপ মনে করেন।
১৪| ৩১ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:১৫
ইসিয়াক বলেছেন:
আপনার আব্বার জন্য দোয়া রইলো।
০১ লা সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:০২
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
১৫| ৩১ শে আগস্ট, ২০২০ রাত ১১:১০
আখেনাটেন বলেছেন: অনেক ভালো ভালো কথা লিখেছেন........কিন্তু সমস্যা হচ্ছে আমরা নিজেরাই তো তা মেনে চলি না......এমনকি এই ব্লগেও....যেমন ১১ নম্বর মন্তব্য ও প্রতিমন্তব্যে ঝগড়ার কালো মেঘ ইশান কোণে দেখা যাচ্ছে.......
০১ লা সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:০৬
রাজীব নুর বলেছেন: সব ঠিক হয়ে যাবে। সময়ের ব্যাপার মাত্র।
১৬| ০১ লা সেপ্টেম্বর, ২০২০ রাত ২:৫১
অনল চৌধুরী বলেছেন: এক লোক সবসময় আপনাকে নিশ্চিতভাবে মিথ্যা বর্ণানাকারী বলে।
এর কারণ কি?
সে কি আপনার বাড়িতে গোপন ক্যামেরা লাগিয়ে দিন-রাত আপনার উপর নজরদারী করছে!!!
০১ লা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৫৬
রাজীব নুর বলেছেন: আরে ভাই মিথ্যা বলে লাভ কি? এই সামুতে আমার মতো সত্য কথা আর কেউ বলে না।
লোকটার সমস্যা আছে।
১৭| ০১ লা সেপ্টেম্বর, ২০২০ রাত ৩:২৭
কলাবাগান১ বলেছেন: আমার সাথে লেখকের 'গোলমাল' থাকতে পারে, তাই বলে অন্যরা এসে সেটা উসকে দিবে কেননা তারা অন্য ঘরে আগুন লাগলে আলু পোড়া খেতে দৌড়ে আসে...
আমি উনার ভাল মানুষের 'ভান' টা কে প্রচন্ড অপছন্দ করি...সকালে এক কথা আবার বিকালে এর বিরূধে আরেক কথা বলাতে উনি পারদর্শী.... অন্যান্য লেখক এর কথা উনি কখনই রেফারেন্স দিয়ে বলেন না বা কোটেশন মার্কের মাঝে না রেখে এমন ভাবে বলেন যেন উটা উনার কথা...। কয়েকবার বলার পর বলে যে ওকে আর এটা হবে না....
০১ লা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৫৭
রাজীব নুর বলেছেন: ভাইজান আমাকে ভালোবাসুন। ভালোবাসলে এবং ভালোবাসতে পারলেই তবেই আমার সব কিছু আপনার ভালো লাগবে।
১৮| ০১ লা সেপ্টেম্বর, ২০২০ ভোর ৪:০৬
এস এম মামুন অর রশীদ বলেছেন: একজন পরিশ্রমী লেখককে কি মিথ্যাবাদী বলা যেতে পারে, যদিও এরূপ লেখক প্রচুর মিথ্যা লিখে থাকেন অর্থাৎ প্রচুর কল্পনা করে থাকেন!
pathological-liar
১৯| ০১ লা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৫৮
রাজীব নুর বলেছেন: আসসালামু আলাইকুম।
©somewhere in net ltd.
১| ৩০ শে আগস্ট, ২০২০ রাত ১১:১৮
কবিতা পড়ার প্রহর বলেছেন: আপনি কখনও ঝগড়া করেননি? তাহলে আপনি নিরামিষ মানুষ। ঝগড়ায় কত মজা আছে জানলেনই না।