নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

দ্যাট ইজ এনাফ!

১১ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:০৬




বুদ্ধি হওয়ার আগে বহু লোক বিয়ে করে ফেলে
পুরুষ মানুষকে ঠকাতে অধিক বুদ্ধির দরকার হয় না
পরস্পর পরস্পরের জুলুম ঘাড় পেতে বহন করবে,
এই জন্যেই তো বিবাহ।

লোকে ভুলে যায়, দাম্পত্যটা একটা আর্ট,
প্রতিদিন একে নতুন করে সৃষ্টি করা চাই
সমাজ, বন্ধু বান্ধব, আত্মীয়স্বজন, সহকর্মী, প্রতিবেশী
অথবা চেনা পরিচিতদের মধ্যে অধিকাংশই শকুনেরই মতো।

থ্রি কমরেডস এর মতন বন্ধু আমার একজনও নেই
নেতারা ক্ষমতায় গেলেই দেশটাকে নিজের সম্পত্তি ভাবে
কলায় প্রাকৃতিক এন্টাসিড থাকে, বুক জ্বললে কলা খান।

মুসলিম বিদ্বেষ এবং ঘৃণা বঙ্কিমের লেখার মূল চারিত্র্য
আমের মাঝখানটাতে থাকে আঁটি,
সেটা মিষ্টিও নয়, নরমও নয় আবার খাদ্যও নয়,
ঐ শক্তটাই সমস্ত আমের আশ্রয়, ঐটাতেই সে আকার পায়।


মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১১ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:১৬

Ahamed বলেছেন: কবিতাটি পড়ে ভালো লাগলো। শুক্রবার: জুমার গুরুত্ব এটি আমার একটি আর্টিকেল, যদি কেউ পড়তে চান তাহলে আর্টিকেলটিতে প্রবেশ করে পড়তে পারেন।

১১ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:২২

রাজীব নুর বলেছেন: সপ্তাহের একটা দিন। এটার পবিত্র বা অপবিত্রের কিছু নাই। এ দিনে কি সরকার সবাইকে ফ্রি খাবার দেয়? না বাজারে জিনিসপত্রের দাম কম থাকে? নাকি এদিনে আল্লাহ সবার গুনাহ মাফ করে দেন? নাকি এদিনে দরিদ্র লোকেরা ভালো খারাপ পায়?

২| ১১ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৪২

এ.এস বাশার বলেছেন: Taht Is Enough ................. ;) ;) ;)

১১ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৫০

রাজীব নুর বলেছেন: হুম।

৩| ১১ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:১৩

রামিসা রোজা বলেছেন:
এটা কি গদ্য না পদ্য লিখেছেন ? আমি আসলে কিছুই
বুঝতে পারছিনা ।

৪| ১১ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৩১

রাজীব নুর বলেছেন: পদ্য লিখেছি।
আধুনিক পদ্য।

৫| ১১ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:১০

বিএম বরকতউল্লাহ বলেছেন: কবিতায় প্লাস।

১১ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:২২

রাজীব নুর বলেছেন: এটাই আশা করেছিলাম।

৬| ১১ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৪৪

মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: বঙ্কিমের রচনার ব্যাপারটার সাথে একমত। যদিও তার এই বিদ্বেষ কে ছদ্মবেশে ইংরেজদের বিরুদ্ধে বিদ্বেষের প্রকাশ বলে ধামাচাপা দেয়া হয়। বঙ্কিমের লেখকসত্তার চেয়ে ঋষিসত্তা বেশি প্রকট ছিলো।

কবিতা ভালো লেগেছে।

১১ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:১১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

৭| ১১ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৫০

নুরুলইসলা০৬০৪ বলেছেন: বঙ্কিম প্রথম দেখায় ,এখান থেকে শুরু করতে হবে।গদ্য কিভাবে লিখতে হয়।
পাঁচ জন লোক হেঁটে যেতে দেখলে বলা হত তিন জন বাঙালি দুই জন মুসলমান।সেই সময়কার লেখক।

১১ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:১১

রাজীব নুর বলেছেন: সঠিক বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.