নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। নেপোলিয়ান নিজের দাঁড়ি নিজেই কামাতেন।
অন্য কারো হাতে দাঁড়ি কাটাতে তিনি ভয় পেতেন। তিনি বলতেন, অপরের হাতে অমন ধারালো অস্ত্রটির সামনে নিশ্চিত গাল-গলা এগিয়ে দেবো তেমন বোকা আমি নই। দাঁড়ি নিজে কামালেও তার সাহায্যকারী লোক লাগতো বেশ কয়েকজন। একজন সামনে ধরে রাখতো আয়না। আর একজন ধরতো পানির পাত্র। তিনি সারা ঘর হেঁটে হেঁটে দাড়ি কামাতেন।
দাড়ি কামানোর ব্যাপারে সাবধান থাকলেও খাবার ব্যাপারে কিন্তু এত সাবধান থাকতে পারতেন না নেপোলিয়ান। খেতে বসলে জামা কাপড়ে তরকারীর ঝোল মেখে একাকার করতেন, ছুরি-কাটা সামলাতে পারতেন না। কাপ-ডিশ, গ্লাস অনবরত ভেঙ্গে ফেলতেন। অনেক সময় ছুরি কাটা ফেলে হাত দিয়েই খাওয়া শুরু করতেন। তাঁর প্রিয় খাবার ছিলো মুরগীর রোস্ট। আর তা গরম হওয়া চাই। কিন্তু তিনি কখন খাবেন তা নির্দিষ্ট না থাকায় পাচকেরা প্রতি ১৫ মিনিট পর পর একটি করে মুরগী রোস্ট করত।
২। আমরা একটি দেশকে সবচেয়ে ভালো করে চিনি-জানি তাদের সাহিত্যের মধ্য দিয়ে। পৃথিবীর সব দেশের লেখকরা একই জাতের।
জাতিগত ভাবে রাশিয়ানরা সবচেয়ে বেশী বই পড়ে। এক হাজার জন শিক্ষিত লোকের মধ্যে ৯৯০ জনের বই পড়ার অভ্যাস আছে।
৩। বইঃ দি আলকেমিস্ট। লেখকঃ পাওলো কোয়েলহো।
কোয়েলহোর সবচেয়ে বিখ্যাত ও জনপ্রিয় উপন্যাস এটি। এএফপির হিসেবে বাংলাসহ ৫৬ টি ভাষায় অনুবাদ হয়েছে আর বই বিক্রি হয়েছে ৩ কোটিরও বেশি। জীবিত কোনো লেখকের লেখা এত বেশি ভাষায় অনুদিত হয়েছে, ফলে তার রেকর্ড রয়েছে গিনেস বুকে। এই বইয়ের অনেক ডায়লগ সিনেমাতে ব্যবহার করা হয়েছে।
৪। গরীবের জেলে যাওয়ার অনুভূতি বর্ণনা এমন, ‘শ্বশুর ঘর থেকে ফিরলুম দাদা। বেশ ছিলাম গো!’
৫। মেয়েদের ছোট করে দেখার প্রবনতা আমাদের সমাজে আছে। আমি নিশ্চিত মেয়েদের মানসিক ক্ষমতা পুরুষদের চেয়ে অনেক বেশী। তবে সেই ক্ষমতার অনেকটাই নষ্ট হয় স্বামী নামক মানুষটি এবং সন্তানকে সুখী রাখার নানান প্রক্রিয়া উদ্ভাবনে। আর নিজেকে আড়াল করে রাখার এক বিচিত্র প্রবনতা।
৬। অধিকাংশ কবি তাজমহল নিয়ে কবিতা লিখেছেন তাজমহল না দেখে। এর মধ্যে আছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তবে তার অতি বিখ্যাত কবিতা 'শা-জাহান' অবশ্য তাজমহল দেখার পর লেখা। তাজমহল নিয়ে আমিও একটা কবিতা লিখেছিলাম। কবিতার নাম দিয়েছিলাম- 'তাজমহলের গায়ে সবাই মদ ঢালো'।
১২ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:২৬
রাজীব নুর বলেছেন: বউটা কি আমাদের দেশে পাওয়া যাবে? বউ এর দাম আর কত হবে? খুব বেশী হলে দেড় হাজার টাকা।
২| ১২ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:১৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আপনি কি বলতে পারেন দেশে বালিকা বিদ্যালয় কেন থাকবে?
১২ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:২৮
রাজীব নুর বলেছেন: ছেলেরা তো বদ। লেখাপড়া বাদ দিয়ে প্রেম ভালোবাসায় ব্যস্ত হয়ে যায়। তাই বালিকা বিদ্যালয়।
৩| ১২ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:২৩
কল্পদ্রুম বলেছেন: নেপোলিয়ন শিশুদের মতো ছড়িয়ে ছিটিয়ে খেতেন। লোকটা বড় সরল সোজা ছিলো।
১২ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:২৮
রাজীব নুর বলেছেন: ঠিক। একদম ঠিক।
৪| ১২ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৪০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনি এত কথা বলেন কেন?
বেশী কথা বললে আগা মাথা
খুঁজে পাওয়া যায়না। একসময়
একটির বেশী টপিক নেবেন না।
১২ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৫৭
রাজীব নুর বলেছেন: আমার তো কোনো সমস্যা হয় না।
৫| ১২ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:০৭
চাঁদগাজী বলেছেন:
ঢাকায় করোনার অস্হা কেমন?
১২ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৫৮
রাজীব নুর বলেছেন: ঢাকায় করোনা নিয়ে কারো মাথা ব্যথা নেই।
এখন তো বেশীর ভাগ লোক মাস্কও ব্যবহার করছে না।
৬| ১২ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:১৯
নেওয়াজ আলি বলেছেন: জানলাম নেপোলিয়নের অজানা কথা । বই মানুষকে মানুষ করে
১২ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৫৯
রাজীব নুর বলেছেন: তাহলে বাবা মা কি করে? স্কুল কলেজ ইউনিভার্সিটি কি করে?
৭| ১২ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:০৭
নুরুলইসলা০৬০৪ বলেছেন: যখনি কোন তথ্য দিবেন রেফারেন্স দিতে চেষ্টা করবেন।নয়তো গালগল্পের মত মনে হয়।খুব একটা কেউ বিশ্বাস করে না।
১৩ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১:২৬
রাজীব নুর বলেছেন: ওকে।
৮| ১২ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:২৬
সাড়ে চুয়াত্তর বলেছেন: মানুষের কবর নিয়ে বাড়াবাড়ির চরম উদাহরণ হোল তাজমহল।
১৩ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১:২৭
রাজীব নুর বলেছেন: ঠিক বলেছেন।
৯| ১৩ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:৪৮
মরুভূমির জলদস্যু বলেছেন: হুমায়ূন আহমেদ তার একটি বিখ্যাত উপন্যাস লিখেছিলেন সেন্টমার্টনিনে যাওয়া নিয়ে, তিনি তখন পর্যন্ত সেন্টমার্টিনতো দূরের কথা সাগরই দেখে ছিলেন না।
আপনার কবিতাটি কৈ?
১৩ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১:২৮
রাজীব নুর বলেছেন: হুম, শুভ্র ছিলো সেই উপন্যাসে।
আছে। দিবনে।
১০| ১৩ ই সেপ্টেম্বর, ২০২০ ভোর ৪:৫৯
চাঁদগাজী বলেছেন:
ঢাকার লোকেরা বিশ্ব থেকে আলাদা; এরা ক্রমেই চীনের লোকদের মতো হয়ে যাবে, শোধবোধহীন মানুষ।
১৩ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:১২
রাজীব নুর বলেছেন: ঢাকার লোকদের মধ্যে শান্তি নেই। সবাই নিজ নিজ ধান্ধায় ব্যস্ত।
১১| ১৩ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ৮:৪৫
শোভন শামস বলেছেন: জানলাম নেপোলিয়নের অজানা কথা
১৩ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:১৩
রাজীব নুর বলেছেন: জ্বী হ্যা।
১২| ১৩ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:০৩
সাড়ে চুয়াত্তর বলেছেন: নেপোলিয়নের দাড়ি কাটার গল্প শুনে আমি চুল কাঁটা সম্পর্কে একটা কৌতুক নিজের মতো করে বলছি;
জুনিয়র বুশ তার চুল কাটার জন্য প্রায়ই এক নাপিতকে হোয়াইট হাউসে ডাকেন। একদিন নাপিত এসে তার চুল কাটা শুরু করলো শুরুতেই সে বুশকে জিজ্ঞেস করলো শুনলাম লাদেন নাকি আবার আমেরিকা আক্রমণের পরিকল্পনা করছে? কিছু জানেন নাকি? বুশ রেগে মেগে বললেন আচ্ছা তুমি সব সময় আমার চুল কাটার সময় লাদেনের কথা বল কেন বলত? নাপিত উত্তর দিল স্যার আসলে হয়েছি কি লাদেনের কথা বললে আমার চুল কাটতে সুবিধা হয়। বুশ বিস্মিত হয়ে বলল লাদেনের গল্পের সাথে তোমার চুল কাটার কি সম্পর্ক? নাপিত বলল, স্যার আসলে আমি লক্ষ্য করেছি যখনই আমি লাদেনের কথা বলি অমনি আপনার চুল সব খাড়া হয়ে যায় ফলে চুল কাটতে আমার সুবিধা হয়।
১৩ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:১৫
রাজীব নুর বলেছেন: হা হা হা----
মজার।
১৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:২৩
রামিসা রোজা বলেছেন:
সবগুলো পয়েন্টে ভালো লিখেছেন ।
৫ নং চিরন্তন সত্য কথা।
১৩ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:১৬
রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।
১৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:২৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো লেখা
১৩ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:১৬
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বোন।
১৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৩৭
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আপনি কবিতা লিখতে পারেন এখানে।
১৩ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:১৭
রাজীব নুর বলেছেন: বাহ বাহ বাহ---
দারুন কৌতুক করলেন এক লাইনে।
১৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:২৮
তারেক ফাহিম বলেছেন: ৩ নাম্বারের বইটির বাংলানুবাদের কোন লিংক থাকলে দিন।
১৩ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:১৫
রাজীব নুর বলেছেন: রকমারি ডট কম কে ফোন করে বললেই ওরা বাসায় এসে দিয়ে যাবে।
১৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৪৬
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: কৌতুক হবে কেন ভাই! কবিতা লেখার জন্য আবেগ থাকতে হয় সেটা আপনার আছে।
১৩ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:১৯
রাজীব নুর বলেছেন: আমি কবিতা লিখতে জানি না। এটা আমি সব সময় স্বীকার করি। কিন্তু আমার কবিতা লিখতে খুব ইচ্ছা করে। তাই মাঝে মাঝে কবিতার মতোন কিছু লিখতে চেষ্টা করি। এটা কি আমার অপরাধ?
১৮| ১৪ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:২৮
কিশোর মাইনু বলেছেন: ভাইয়ের তো দেখি পোস্ট দেওয়ার হার মারাত্মক হারে বেড়ে গেছে। ভাল।
এই মুহুর্তে আলকেমিস্ট বইটিই পড়ছি,পিডিএফ এ। অর্ধেকের মত শেষ করেছি মনে হয়।
১৪ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:১৫
রাজীব নুর বলেছেন: বইটা কেমন লাগছে?
১৯| ১৪ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৩১
কিশোর মাইনু বলেছেন: রহস্যময়তার অভাব নেই।
অনেকটাই ওয়েস্টার্ন সিরিজের মত। তবে বিশাল ওয়েস্টার্ন।
১৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:৪৩
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ ভালো থাকুন।
©somewhere in net ltd.
১| ১২ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:১৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আজ বই এর দোকানে গিয়েছিলাম।
একটি বই দেখলাম যার শিরোনাম অনেকটা এই রকমঃ বিদেশী রাষ্ট্রপ্রধানদের কাছে লেখা মাহাথিরের চিঠিসমূহ।
সেখানে খালেদা জিয়ার সাথে মাহাথিরের একটি ছবি দেখলাম। আর আছে খালেদা জিয়াকে লেখা তার একটি চিঠি।
বইয়ের অনেক দাম। আমার এতো বেশী টাকা নেই। তাই ইচ্ছে থাকা সত্বেও কোন বই কিনতে পারলাম না।
গিয়েছিল স্কুলের বই কিনতে । পাইনি।