নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আমার প্রিয়

১৪ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৩:০৫



১। আগাথা ক্রিস্টি আমার সবচেয়ে পছন্দের লেখিকা।

২। যে মুভি বারবার দেখবো- life is beautiful

৩। প্রিয় বই প্রথম আলো, সুনীল গঙ্গোপাধ্যাযয়ের।

৪। মহাভারতে আমার সবচাইতে প্রিয় চরিত্র সুর্যপুত্র কর্ণের অন্তিমকালের ভাবনা গুলো।

৫। আমার রবীন্দ্রনাথ ঠাকুরের দুটি গান ভীষণ পছন্দ 'আকাশভরা সূর্য-তারা, বিশ্বভরা প্রাণ', এবং 'যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে'।

৬। আমার প্রিয় ব্লগ সামহোয়্যোর ইন ব্লগ'।

৭। প্রিয় উপন্যাস পার্থিব, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের।

৮। আমার প্রিয় সাহিত্যিক হুমায়ূন আহমেদ।

৯। আমার প্রিয় স্তোত্র হল উপনিষদের একটি বাণী, 'আমাকে অসৎ হতে সৎ এর পথে নিয়ে চল। অন্ধকার হতে আলোর পথে নিয়ে চল। মৃত্যু হতে অমৃতের পথে নিয়ে চল। ওঁম শান্তি, শান্তি, শান্তি'।

১০। আমার প্রিয় ভূতের মুভি Ghost (1990)। কাহিনী এই রকমঃ মুভির নায়ক স্যাম একটা ব্যাংকে কাজ করেন। আর তার প্রেমিকা হচ্ছেন মলি। একদিন রাতে একটা থিয়েটার থেকে ফেরার সময় তাঁরা গুন্ডাদের দ্বারা আক্রান্ত হন এবং নায়ক খুন হয়। তাঁর আত্মা শরীর থেকে বেরিয়ে গেলেও আত্মা পৃথিবীতেই রয়ে যায়। পরে কী ঘটলো, সেটা জানতে সিনেমাটি অবশ্যই দেখুন।

১১। আমার প্রিয় ব্যক্তিত্ব আইনস্টাইন, লালন ফকির এবং ম্যাক্সিম গোর্কি।

১২। আমার প্রিয় আধুনিক বাংলা গান- 'খবর দিও হঠাৎ কান্না পেলে'- জয় সরকার, এবং 'এ তুমি কেমন তুমি'- জাতিস্মর সিনেমার গানটা।

১৩। আমার প্রিয় উক্তি-
# এ জগতে যুক্তিহীন কিছু ঘটে না। অযুক্তি হলো অবিদ্যা। এ পৃথিবীতে অবিদ্যার স্থান নেই। (- হুমায়ূন আহমেদ)
# গণিত হচ্ছে বিশেষ একটি ভাষা, যে ভাষায় ঈশ্বর মহাবিশ্বকে লিখেছে। (-গ্যালিলিও গ্যালিলেই)
# যে তোমার ছোট উপকার করেছে তাকে এমনভাবে কৃতজ্ঞতা জানাও যেন সে কেন তোমার আরো বড় উপকার করল না- এই ভেবে আফসোস করে। (- মার্টিন লুথার কিং জুনিয়র)।

১৪। আমার প্রিয় ফুল বেলী এবং রজনীগন্ধা।

১৫। আমার প্রিয় কবিতার চারটে লাইন-
অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে,
তাই তো তোমায় শুধাই অশ্রুজলে
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছে ভালো?
---- —প্রশ্ন (রবীন্দ্রনাথ ঠাকুর)

১৬। সামুতে আমার প্রিয় ব্লগার- চাঁদগাজী।

১৭। আমার প্রিয় মোবাইল গেম ক্যান্ডি ক্রাশ। সাড়ে তিন বছর ধরে খেলছি। এত লম্বা সময় অন্য কোনো গেমস খেলি নাই।

১৮। আমার প্রিয় গায়িকা- রুনা লায়লা।

১৯। আমার প্রিয় এন্ড্রয়েড গেম Beach Buggy Racing 2

২০। আমার প্রিয় রঙ নীল, সাদা আর সবুজ।

২১। আমার প্রিয় কবিতার নাম- দুই বিঘা জমি। রবীন্দ্রনাথ ঠাকুর।
''শুধু বিঘে দুই ছিল মোর ভুঁই আর সবই গেছে ঋণে।
বাবু বলিলেন, "বুঝেছ উপেন, এ জমি লইব কিনে।''

২২। আমার প্রিয় প্রানী- হাতী।

২৩। আমার প্রিয় ইংরেজি গান- Give Your Heart a Break - Demi Lovato, I Wanna Grow Old With You - Westlife এবং One More Light - Linkin Park

২৪। আমার প্রিয় ফল আম। হিমসাগর আম।

২৫। আমার প্রিয় ফুটবলার- মেসি।

২৬। আমার প্রিয় মালয়ালম মুভি- ওস্তাদ হোটেল, চার্লি এবং ব্যাঙ্গালর ডেইজ।

২৭। আমার প্রিয় কবি- জীবনানন্দ, শক্তি চট্রোপাধ্যায় এবং সুনীল গঙ্গোপাধ্যায়।

২৮। আমার প্রিয় খাবার সাদা ভাত, ইলিশ মাছ, দেশী মূরগী, গরুর মাংস এবং দেশী মাছ।

২৯। আমার প্রিয় অভিনেতা- কিয়ানু রিভস, ইরফান এবং অমিতাভ বচ্চন।

৩০ আমার প্রিয় বিজ্ঞানী- আইনস্টাইন এবং নিউটন।

৩১। আমার প্রিয় প্রেমের কবিতা- 'সত্যবদ্ধ অভিমান'- সুনীল গঙ্গোপাধ্যায়, 'কথোপকথন'- পূর্ণেন্দু পত্রী এবং 'আকাশলীনা'- জীবনানন্দ দাশ।

৩২। আমার প্রিয় উপন্যাসিক- দস্তয়েভস্কি।

৩৩। আমার প্রিয় কার্টুন চরিত্র- স্পাইডারম্যান।

৩৪। আমার প্রিয় লালনগীতি- 'জাত গেলো জাত গেলো বলে একি আজব কারখানা'।

৩৫। আমার প্রিয় মুঘল সম্রাট- আকবর।

৩৬। আমার প্রিয় উক্তি- 'Hope is a good thing, maybe the best of things, and no good thing ever dies'.

৩৭। আমার প্রিয় খেলা- দাবা।

৩৮। আমার প্রিয় ছোট গল্প- 'মহেশ' - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।

৩৯। আমার প্রিয় গোয়েন্দা চরিত্র- শার্লক হোমস, ফেলুদা এবং ব্যোমকেশ।

মন্তব্য ২০ টি রেটিং +০/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৪ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৩:১৭

চাঁদগাজী বলেছেন:



১৬ নং:

-এটি অপ্রয়োজনীয় সংযুক্তি; তারপরও আপনাকে ধন্যবাদ। আপনার সাথে আমি অন্য ব্লগে থাকায়, আপনার মাঝে একটা দুর্বলতা স্হান করে নিয়েছে।

১৪ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:০৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

২| ১৪ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৩:২৩

চাঁদগাজী বলেছেন:


আপনার প্রিয় ভুবন ও আপনার মনোভাবের মাঝে মিল আছে।

১৪ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:০৭

রাজীব নুর বলেছেন: গ্রেট।

৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ৭:১৯

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ভাল লাগল আপনার প্রিয় বিষয়গুলো জেনে।

১৪ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:০৮

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।

৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ৭:৩১

সাবিনার বচন বলেছেন: মেলেনি তবে ভাল লেগেছে শেয়ারিং। ধন্যবাদ।

১৪ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:০৯

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।

৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:৪৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: সবই ঠিক আছে কিন্তু প্রিয় ব্লগার :D

১৪ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:১০

রাজীব নুর বলেছেন: সহজ সহজ উচ্চারন করেছি।

৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:০৪

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ভেরীগুড।

১৪ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:১১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:৫২

আলমগীর সরকার লিটন বলেছেন: কিছু ঠিক নাই-------------

১৪ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:১২

রাজীব নুর বলেছেন: হয় মাঝে মাঝে এমন হয়।

৮| ১৪ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:০৭

কিশোর মাইনু বলেছেন: Ghost, দেখতে হবে।
১৩/ যুক্তির উক্তিটি আমি মনে প্রাণে বিশ্বাস করি।
প্রিয় ব্লগার, আশা করি নাই। সার্কাজম মনে হচ্ছে। নিউটন, দু চোখে দেখতে পারি না। প্রিয় অভিনেতা, প্রথম দুটো একই, শেষে SRK।

আশা করি, ভাল আছেন।
শুভকামনা।

১৪ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:১৩

রাজীব নুর বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

৯| ১৪ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:২৮

সাগর শরীফ বলেছেন: আপনার সম্পর্কে জেনে ভাল লাগল!

১৪ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:১৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

১০| ১৪ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:০২

মরুভূমির জলদস্যু বলেছেন: ভালো তালিকা করেছে।
অনেকগুলিই মিলেছে আমার সাথে

১৪ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:১৪

রাজীব নুর বলেছেন: গ্রেট।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.