নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

রাস্তায় পাওয়া ডায়েরী থেকে- ১৮৩

১৬ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৫১



১। আমাকে অস্ত্র দেন।
আমি সব ক'টা দূর্নীতিবাজকে শেষ করে দিবো। সব ক'টাকে শেষ করে দিব।

২। এইখানে তোর দাদির কবর ডালিম-গাছের তলে,
তিরিশ বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে।

কি সুন্দর দু'টা লাইন! কি সহজ ভাষা। অথচ কি গভীর! জীবনে এরকম দু'টা লাইন আজও লিখতে পারি নি।

৩। মানুষ কি করতে জন্মায় ?
মানুষ তো আর জন্মায় না মানুষ জন্মে যায়। একটা ছেলে একটা মেয়েকে বিয়ে করে। তারপর দিনকতক আদরা-আদরি চলে, তারপরে ট্যাঁ করে কান্না, এ তো কিছু করার নেই। যতদিন না আদর বন্ধ হচ্ছে ততদিন মানুষের জন্মও বন্ধ হবে না। জন্মাতেই থাকবে, দেশ ভর্তি তেলাপিয়া মাছের মতো দাপাদাপি ঝাঁপাঝাঁপি মারামারি।

-------সেতার, সঞ্জীব চট্টোপাধ্যায়।

৪। অনেকদিন আগে একটি গল্প পড়েছিলাম।
গল্পটি অনেকটা এই রকমঃ রাশিয়ার এক শহরে বাস করতো আকসেনভ নামের এক যুবক। পেশায় সে ছিল ব্যবসায়ী। তার ছিল দু'খানা দোকান ও বসত ভিটা। ছোটবেলা থেকে নেশা করলেও এখন সে ভালো হয়ে গেছে। মাঝে মাঝে এক আধদিন কেবল ভদকা খেয়ে নেশা করে।

গ্রীষ্মের এক সকালে ব্যবসার কাজে শহরে যাওয়ার জন্য বের হয় আকসেনভ। স্ত্রী তাকে বলে যে ,আমি খুব একটা খারাপ স্বপ্ন দেখেছি তুমি আজ বাইরে যেও না। সে স্ত্রীর কথা উপেক্ষা করে বাইরে যায় এবং রাস্তার মাঝে পরিচয় হয় এক ব্যবসায়ীর সাথে। দু’জনেই রাতে এক সরাই খানাতে থাকে।

পরদিন সকালবেলা আকসেনভ সরাই খানার সব লেনদেন চুকে দিয়ে বের হয়। প্রায় মাইল পঁচিশ যাবার পর সে আরেকটা সরাই খানাতে দাঁড়িয়ে পড়ে ঘোড়া গুলোকে কিছু খাইয়ে নেবার জন্য। কিছুক্ষণ পর একজন পুলিশ অফিসার এসে তাকে জিজ্ঞাসাবাদ করা শুরু করে। সে সবগুলো প্রশ্নের উত্তর দিলেও মূল ঘটনা বুঝে উঠতে পারেনা। অফিসার আকসেনভকে বলে, যে লোকটির সাথে আপনি রাতে ঘুমিয়ে ছিলেন সে খুন হয়েছে। আপনার পোটলা তল্লাসী করব। যেই বলা সেই কাজ। আকসেনভের ব্যাগ তল্লাসী করে একটা রক্ত মাখা ছোরা পাওয়া গেল। ছোরাতে কেন রক্ত লেগে আছে জিজ্ঞেস করলে আকসেনভ কোন উত্তর দিতে পারে না। সে শুধু বলে আমি কিছু জানিনা। আমি খুন করিনি।

৫। নিশীথিনী বসে আছে ধানমন্ডি লেকে।
তার আশেপাশে আরো অনেক মানুষ। সে খুব মন দিয়ে আশে পাশের সবার কর্মকান্ড দেখছে। কিন্তু তার পাশে যে একটা অচেনা ছেলে বসে আছে সেদিকে তার লক্ষ্য নেই। নিশীথিনী অনেকক্ষন পর ছেলেটিকে লক্ষ্য করে। ছেলেটি আপন মনে বাদাম খাচ্ছিল। ছেলেটির দিকে তাকিয়ে নিশীথিনী বলল- এত জায়গা থাকতে আপনি আমার পাশে এসে বসেছেন কেন? ছেলেটি একটু হেসে বলল- ম্যাডাম আমি আপনার পাশে এসে বসিনি, আপনি আমার পাশে এসে বসেছেন। আমি আধা ঘন্টা ধরে এখানে বসে আছি। আপনি তো আসলেন মাত্র। নিশীথিনী ধমক দিয়ে বলব- চুপ আর একটা কথা না। বদ পোলা।

৬। একজন মানুষ পুরোপুরি খারাপ হতে পারে না। অবশ্যই তার মধ্যে ভালো কিছু আছে। সেই ভালো কিছুকে খুঁজে বের করুন। দেখবেন, পৃথিবীটাকে অনেক ভালো লাগতে শুরু করবে, জীবনটাকে সুন্দর ও ঝামেলামুক্ত লাগবে, বাঁচতে ইচ্ছে করবে।

জীবনে চলার পথে কোন না কোন কারণে যাদের সাথে বিরূপ সম্পর্ক তৈরি হয়েছে, আসুন তাদের সাথে আবার দেখা করি। ভেঙ্গে যাওয়া বন্ধুত্ব জোড়া লাগানোর চেষ্টা করি। আসুন, মিলেমিশে বাঁচি। জীবনটা কিন্তু অনেক অনেক ছোট। কি লাভ এত হিংসা-বিদ্বেষ-হানাহানি করে?

মন্তব্য ২৪ টি রেটিং +১/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৫৯

শেরজা তপন বলেছেন: শেষের কথাগুলো চমৎকার...

১৬ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:১২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ তপন দা।
ভালো থাকুন।

২| ১৬ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:০৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সঠিক বলেছেন।

১৬ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:১৩

রাজীব নুর বলেছেন: বড় ভাই, দেখিয়া শুনিয়া ক্ষেপিয়া খেছি। তাই যাহা আসে মুখে, কই ফেলি।

৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:১৬

শায়মা বলেছেন: ঠিক তাই জীবনে চলার পথে অনেক কিছুই হয় অনেকের সাথে কেউ কেউ ফিরে আসে আর কেউ কেউ আসেনা।

নো প্রবলেম যে আসে স্বাগতম। লাভ দেম। যে আসেনা কিক দেম আউট। নো নিড ইন লাইফ।:)

মনে আছে একজনের উপরে খেপে গিয়ে আমি তোমাকে ইনবক্সে যাচ্ছেতাই বলছিলাম। তুমি বললে আপা আপনার এত রাগ কেনো?

কিন্তু সেই ভাইয়াটা সেই মুহুর্তে রাগ করলেও পরে খুবই সুন্দর উপায়ে আমার মন ঘুরিয়ে দিলো।
আমি তো অবাক!

কোনো কোনো ঘটনা বা কোনো কোনো মুহুর্তে মানুষ কিছু নেগাটিভ আচরণ করে বা করে ফেলে খুব সামান্য কারণেও ভুল বুঝতে পারে।

কিন্তু কিছু সময় নিয়ে ভাবলে সে সঠিক সিন্ধান্তে আসতে পারে। বা ভুল বুঝতে পারে।

তারা অবশ্যই স্বাগতম। আর যারা হবেনা তারা দূরে গিয়ে মরুক!!! :P

১৬ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৩৫

রাজীব নুর বলেছেন: বোন আপনাকে ভালোবাসি।
আপনি সহজ সরল মানুষ। আপনি ভালো থাকুন। সুস্থ থাকু। আপনার জীবন হোক আনন্দময়।

৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:২৯

মরুভূমির জলদস্যু বলেছেন: ৬ নাম্বার খাঁটি কথা বলেছেন।

১৬ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৩৬

রাজীব নুর বলেছেন: খাটি মানুষই খাটি কথা ধরতে পারে।

৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:০৩

নেওয়াজ আলি বলেছেন: খাঁটি এবং সত্য কথার রাস্তায় পাওয়া ডায়েরী। চমৎকার সব কথা ।

১৬ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:৩২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আলি ভাই।

৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৩৩

শোভন শামস বলেছেন: চমৎকার সব কথা।


আমস্টারডাম আমি যাইনি, তাই একটু জানতে চেষ্টা করছি টিউলিপের দেশটাকে
আপনার অনুরোধ অবশ্যই রাখব

১৬ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:৩৩

রাজীব নুর বলেছেন: ওকে। ধন্যবাদ। ভালো থাকুন।

৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৪৪

জাহিদ হাসান বলেছেন: :-*

১৬ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:৩৩

রাজীব নুর বলেছেন: !

৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৫১

আলমগীর সরকার লিটন বলেছেন: ভালই লেখেছেন রাজীব দা

১৬ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:৩৩

রাজীব নুর বলেছেন: ওকে কবি।

৯| ১৬ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৩৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: কবর কবিতা সম্ভবত জশিমুদ্দিন তার বিএ ক্লাসে পড়ার সময় ২২ বছর বয়সে লিখেছিলেন যেটা তখন ম্যাট্রিকের পাঠ্যপুস্তকে স্থান নেয়। একজন ছাত্রের লেখা কবিতা পাঠ্যপুস্তকে আসা চাট্টিখানি কথা নয়।

১৬ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:৩৪

রাজীব নুর বলেছেন: এই তথ্যটা জানা ছিলো না।

১০| ১৬ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৩১

চাঁদগাজী বলেছেন:


১ নং:

পল্লীকবি ছিলেন পল্লীর মানুষের ভাবনা ও জীবনের এক জীবন্ত কন্ঠস্বর।

১৬ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:৩৫

রাজীব নুর বলেছেন: একদম।

আপনার শরীরের অবস্থা এখন কেমন?

১১| ১৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:১০

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ছোট ছোট প্যারা। ছোট ছোট গল্প গাঁথা।

১৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৩৬

রাজীব নুর বলেছেন: জ্বী।

১২| ১৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:২১

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ১, দুর্নীতিবাজ তৈরির কারখান বন্ধ করতে হবে।মারতে মারতে দেখবেন আপনিই সবথেকে বড় দুর্নীতিবাজ হয়ে গেছেন।
৬,বিপরীতের একত্য একটি মৌলিক নিয়ম।ভাল মন্দ,দিন রত্রি,আলো অন্ধকার ,জীবন মৃত্যু।ভালোর মাঝে খারাপ আছে,খারাপের মাঝে ভাল আছে।

১৭ ই সেপ্টেম্বর, ২০২০ ভোর ৪:১৯

রাজীব নুর বলেছেন: ১ নং আমি দূর্নীতিবাজ হবো না। আমার লোভ নাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.