নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

টুকরো টুকরো সাদা মিথ্যা- ১৮৭

০২ রা অক্টোবর, ২০২০ রাত ১১:২৭



১। ইচ্ছা করছে কাউকে কবিতা আবৃত্তি করে শোনাই। এত রাতে কাকে শোনাবো কবিতা?কেউ নেই। কোথাও কেউ নেই।

২। ঈশ্বরকে কে বলেছিল আমাকে পৃথিবীতে পাঠাতে? এবার ফিরিয়ে নাও, আমার আর ভালো লাগে না।

৩। যার দুঃখবোধ আছে, পৃথিবীর তাবৎ দুঃখ তাকেই চুম্বকের মতন নিয়ত আকর্ষণ করে। নিজের দুঃখ তো বটেই, পরের দুঃখও ।
( চাপরাশ, বুদ্ধদেব গুহ )

৪। প্রিয় বন্ধুরা অবসরে দেখুন আকাশ। অথবা পড়ুন নজরুল, রবীন্দ্রনাথ। বউ এবং বই কখনো দিবেন না বাদ। তাহলে সব বরবাদ।

৫। বুদ্ধের দর্শনের প্রধান অংশ হচ্ছে দুঃখের কারণ ও তা নিরসনের উপায়।
বুদ্ধ দুঃখ কি, দুঃখের কারণ, দুঃখ দূর করার উপায় সম্বন্ধে উপদেশ দিয়েছেন। তাঁর মতে জীবন দুঃখপূর্ণ। দুঃখের হাত থেকে কারও নিস্তার নেই। জন্ম, জরা, রোগ, মৃত্যু সবই দুঃখজনক। মানুষের কামনা-বাসনা সবই দুঃখের মূল। মাঝে মাঝে যে সুখ আসে তাও দুঃখ মিশ্রিত এবং অস্থায়ী। অবিমিশ্র সুখ বলে কিছু নেই।

৬। স্বপ্নে দেখি- আমি জাহাজে করে কোথায় যেন যাচ্ছি। জাহাজের কেবিনে শুয়ে আছি। হঠাৎ খুব হৈচৈ শুনতে পেলাম- জাহাজ ডুবে যাচ্ছে। আমি জানি না সাঁতার। আমি একটু একটু করে ডুবে যাচ্ছি।
ডুবে যাওয়ার পর, একটা হাঙর আমার কাছে এসে বলল- স্যার কোনো চিন্তা নাই আমি আছি। আপনি আমার পিঠে উঠে বসুন। আমি বললাম- মশকরা করো- তোমার পিঠে তো কাঁটা। হাঙরটি হাসতে হাসতে বলল- স্যার, কাঁটার আঘাত সইবেন না মরে যাবেন সিদ্দান্ত আপনার।

৭। আমি যেদিন আমার স্ত্রীকে খুন করবো বলে ঠিক করেছিলাম, ঠিক সেদিনই অফিস থেকে আসার পথে রোড এক্সিডেন্টে আমার দুহাত হারালাম! আমার স্ত্রী এখন আমায় মুখে তুলে খাওয়ে দেয়, আমার যাবতীয় প্রয়োজনীয় লেখা লিখে দেয়। এবং আমাকে শান্তনা দেয় হাত নাই ভেবে আমি যেন কখনই কোন রকম হীনমন্যতায় না ভুগি, তার হাতকেই সবসময় যেন আমার নিজের হাত মনে করি।

৮। ৮০ বছর বয়স্ক এক বৃদ্ধ একটি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে একবার ভাষণ দিতে ওঠেন। সকলের অনুরোধে বৃদ্ধ ভাষণ দিতে স্টেজে উঠতে যেয়ে হঠাৎ পা পিছলে পড়ে যান। বৃদ্ধের এমন অবস্থা দেখে সবাই কিছুটা বিব্রত বোধ করেন। বৃদ্ধ কারও দিকে না তাকিয়ে হাসি-মুখেই ভাষণ দিতে ওঠেন এবং শুরুতেই মাইক্রোফোনের সামনে বলেন, “পড়ে গেছিলাম বলেই এখানে উঠতে পেরেছি। যখন উঠতে গিয়েছি তখন আমার ধারণা হয়েছিল এতো উঁচু জায়গার উপর আমি উঠতে পারবো না। ঠিক তাই হয়েছে- চেষ্টা করা মাত্র পড়ে গেছি। আর যখনই পড়ে গেছি তখনই মাথায় চিন্তা এসেছে আমি উঠেই ছাড়বো আর তাই উঠতে পেরেছি। তার মানে এখানে আমার জন্য পড়ে যাওয়াটা গুরুত্বপূর্ণ ছিল। তা না হলে উপরে ওঠার মতো মানসিকতার সৃষ্টি হতো না”।

৯। ভাবছি রাস্তার পাশে একটা চায়ের দোকান দেব। গরম ধোঁয়া ওঠা চা। হাজার হাজার মানূষ আমার কাছে চা খেতে আসবে। দুঃখ একটাই জীবনানন্দকে চা খাওয়াতে পারবো না। "সব পাখি ঘরে আসে- সব নদী-ফুরায় এ জীবনের সব লেনদেন; থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন।"
আজ সন্ধ্যায় মগবাজার মোড়ে একটা গাড়ির নিচে পড়তে পড়তে বেঁচে গেলাম। যদি একটু উনিশ-বিশ হতো, তাহলে আমি এতক্ষনে স্বর্গে বসে বসে আইনষ্টাইনের সাথে বিয়ার খেতাম বা শরৎচন্দের সাথে প্রেম-ভালোবাসা নিয়ে ব্যাপক আলাপ আলোচনা করতাম অথবা রবীন্দ্রনাথের সাথে চা খেতে খেতে আধুনিক ছোট গল্প নিয়ে তর্ক করতাম অথবা কার্ল মার্কসের সাথে কফি খেতে খেতে আইএস জঙ্গি বিষয়ে তার মতামত জেনে নিতাম কিংবা ওসব কিছুই না করে পরী বা হূরদের সাথে বসে আড্ডা দিতাম।

মন্তব্য ২৮ টি রেটিং +১/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা অক্টোবর, ২০২০ রাত ১২:২২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপনার স্বপ্নে হাঙ্গর আপনাকে বাঁচাতে এলো !! তাজ্জব কথা
আমি ভাবছিলাম কোন রূপসী হেসে বলবে ওঠো হাত ধরো
তার পর আপনাকে সাগর জল থেকে উদ্ধার করে নিয়ে যাবে
তার স্বর্গপূরীতে !! আপনি আর সেখান থেকে আসতেই চাইবেন না।
এটাই স্বাভাবিক আপনার জন্য। হাঙ্গর নয় !!

০৩ রা অক্টোবর, ২০২০ রাত ৩:১৯

রাজীব নুর বলেছেন: আমার সব কিছুতেই দোষ!!

২| ০৩ রা অক্টোবর, ২০২০ রাত ২:২৮

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: ৫)বুদ্ধের দর্শন ভালো লাগলো।৩) নং এবং ৪)নং ও দারুন।

০৩ রা অক্টোবর, ২০২০ রাত ৩:২১

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকুন।

৩| ০৩ রা অক্টোবর, ২০২০ সকাল ৭:১৫

চাঁদগাজী বলেছেন:




আপনি একটা চা দোকান দিলে ভালো হতো।

০৩ রা অক্টোবর, ২০২০ দুপুর ১:২৭

রাজীব নুর বলেছেন: এটা আমারও ইচ্ছা আছে।
আজকাল সামান্য চায়ের দোকান দিলেও অনেক টাকা লাগে।

৪| ০৩ রা অক্টোবর, ২০২০ সকাল ৭:৫২

শোভন শামস বলেছেন: ভাবনার প্রকাশ, শুভেচ্ছা

০৩ রা অক্টোবর, ২০২০ দুপুর ১:২৯

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।

৫| ০৩ রা অক্টোবর, ২০২০ সকাল ৮:০৬

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ভাল ভাবনা।ভাবতে থাকুন আর লিখতে থাকুন।যত লিখবেন ততই লিখা পরিপক্ক হবে।

০৩ রা অক্টোবর, ২০২০ দুপুর ১:৩০

রাজীব নুর বলেছেন: জ্বী তাই করেই চলেছি।

৬| ০৩ রা অক্টোবর, ২০২০ সকাল ৮:১৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অসাধারণ।

০৩ রা অক্টোবর, ২০২০ দুপুর ১:৩০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বড় ভাই।

৭| ০৩ রা অক্টোবর, ২০২০ সকাল ৯:০৪

মরুভূমির জলদস্যু বলেছেন: ২ নাম্বার বক্তব্য ইসলামে নিষিধ্য করা হয়েছে।
৮ নাম্বার পছন্দ হয়েছে।

০৩ রা অক্টোবর, ২০২০ দুপুর ১:৩১

রাজীব নুর বলেছেন: অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন।

৮| ০৩ রা অক্টোবর, ২০২০ দুপুর ১২:০০

স্বরচিতা স্বপ্নচারিণী বলেছেন: আপনার এ ধরণের লেখা গুলো পড়তে ভালো লাগে। ৭ এবং ৮ নম্বরটি বেশ ভালো লেগেছে।

০৩ রা অক্টোবর, ২০২০ দুপুর ১:৩১

রাজীব নুর বলেছেন: আমার আন্তরিক ধন্যবাদ গ্রহন করুন।

৯| ০৩ রা অক্টোবর, ২০২০ দুপুর ১২:১১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

চা এর দোকান দেওয়ার চিন্তাটা মন্দ না! হরেক রকম ফ্লেভারের চা পাওয়া যায় এমন দোকান ঢাকায় খুব কম। আমি একবার বনশ্রী সাত তলা মার্কেটের নিচে তেতুল আর জলপাইয়ের চা পান করেছিলাম। অপূর্ব!

তবে, হাত না থাকলে চা বানানো একটু কষ্টকর। সুরভী ভাবী বানালে সেটা নিশ্চয় আপনার বানানো চা'র মতো হবে না!

০৩ রা অক্টোবর, ২০২০ দুপুর ১:২৮

রাজীব নুর বলেছেন: বনশ্রীতে আপনি যে চায়ে রকথা বললেন, সেটা সাত তলা না দশো তলা। রিকশাচালককে বললেই হয় দশতলা যাবো। সেখানে আমার এক বন্ধুর বাসা আমি প্রায়ই যাই। সব রকমের চা পাওয়া যায়। সবচেয়ে বড় কথা সেই চায়ের দকানে প্রচন্ড ভিড় হয়।

১০| ০৩ রা অক্টোবর, ২০২০ বিকাল ৩:৩২

রাশিয়া বলেছেন: আপনি একবার বলেন স্বর্গে যেতে চান না, কারাগার লাগে, আপনার জন্য নরকই ভালো, আবার বলেন, গাড়ি চাপা পড়লে হুর পরীদের সাথে মৌজ করতেন। আপনার মাথা ঠিক আছে তো?

০৩ রা অক্টোবর, ২০২০ রাত ১১:০৭

রাজীব নুর বলেছেন: মাথা ঠিক আছে। পথ দুইটা । দুই পথ একসাথে মিলাতে গেলেই সমস্যা।

১১| ০৩ রা অক্টোবর, ২০২০ বিকাল ৩:৫৯

ইসিয়াক বলেছেন: আপনি কি হতাশাগ্রস্থ মধ্যবয়সী যুবক? পোস্টে এতো হতাশার ছেঁয়া কেন?

০৩ রা অক্টোবর, ২০২০ রাত ১১:০৮

রাজীব নুর বলেছেন: আসসালামু আলাইকুম হে অর্ন্তজামি।

১২| ০৩ রা অক্টোবর, ২০২০ বিকাল ৪:১৪

নেওয়াজ আলি বলেছেন: সুন্দর ভাবনার আবরণ অসাধারণ লিখেছেন

০৩ রা অক্টোবর, ২০২০ রাত ১১:০৯

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন। সুস্থ থাকুন।

১৩| ০৩ রা অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:২৩

জাহিদ হাসান বলেছেন: আমার মত সিঙ্গেল হলে দুনিয়া হবে তেজপাতা X((

০৩ রা অক্টোবর, ২০২০ রাত ১১:০৯

রাজীব নুর বলেছেন: তেজপাতাই ভালো।

১৪| ০৩ রা অক্টোবর, ২০২০ রাত ১১:৫৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



চমৎকার!
অতি চমৎকার!!
খুবই সুলিখিত প্রবন্ধ।
পাঠে ব্যাপক মজা লাভ করিলাম।
প্রাণ ভরে দোয়া রইলো আপনার জন্য।

আল্লাহ সোবাহানাতায়ালা আপনাকে উত্তম প্রতিদান দিবেন।
আমিন।

০৪ ঠা অক্টোবর, ২০২০ রাত ১২:৫৮

রাজীব নুর বলেছেন: দোয়ায় কি কাজ হয়? হয় না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.