নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

ছাত্র শিক্ষক সমাচার

০৫ ই অক্টোবর, ২০২০ রাত ৯:০৭



১। সবাই চুপ। এটা কি ক্লাস রুম নাকি মাছের বাজার?

২। এই তুমি হাসছো কেনো? আমাদেরকেও বলো, আমরাও তোমার সাথে হাসি।

৩। পড়াশুনা করতে যদি নাই'ই চাও, স্কুলে আসছো কেনো?

৪। কথা বললে ক্লাসরুম থেকে বেরিয়ে যাও, বাইরে গিয়ে কথা বলো। অন্যকে বিরক্ত করো না।

৫। মাথায় যখন এতো বুদ্ধি তা পড়াশুনা করে দেখাও।

৬। তোমাকে কি এই কারণে তোমার বাবা মা স্কুলে পাঠিয়েছে?

৭। তুমি গতকাল অনুপস্থিত ছিলে কেনো? আগামীকাল তোমার মা/বাবাকে নিয়ে আসবে।

৮। জোরে বলো, সকালে কি নাস্তা করে আসো নাই?

৯। আমি শুধু তোমাকে বলছি, তুমি অন্য দিকে তাকাচ্ছো কেনো?

১০। মিথ্যা কথা বলবে না, তুমি কি মনে করো আমি গাধা? কিছু বুঝি না, না?

১১। সারাদিন কি করো? হোমওয়ার্ক করোনি কেনো?

১২। শোনো, তোমার নিচের ক্লাসের ছেলেমেয়েরা তোমার চেয়ে ভালো।

১৩। বোর্ডে কোনো কিছু আঁকার সময় সব শিক্ষক বলে নেবেন: আমি কিন্তু আর্টিস্ট নই।

১৪। ক্লাসরুমে বসে অধিকাংশ সময় ছাত্রছাত্রী ভাবে, এই শিক্ষক চাকরী পেলো কেমন করে?

১৫। চীনে শিক্ষকরা অত্যন্ত সম্মানিত ও ভালো বেতনের অধিকারী। এই শিক্ষকরা খুব কমই তাদের পেশা ত্যাগ করে অন্য পেশায় যায়।

১৬। স্কুলের একজন ছাত্র ভাবেঃ ইশ কী আনন্দ এই টিচার আমার নাম জানে! কলেজের একজন ছাত্র: এই স্যার আমার নাম জানে না।

১৭। একটা অন্যতম আনন্দের বিষয় হলো, তুমি দেরি করে ক্লাসে গিয়ে দেখলে ম্যাডাম/স্যার এখনো আসেন নি।

১৮। পরিসংখ্যানে দেখা গেছে ছুটি ঘোষণায় ছাত্রছাত্রীদের চাইতে শিক্ষকরা বেশি আনন্দিত হয়।

১৯। স্কুল জীবনের যন্ত্রণা: সকালবেলা ঘুম থেকে ওঠা কঠিনতম কাজ। মোজা খুঁজে না পাওয়া। যে পথ ফুরায় না: স্কুলে হেঁটে যাবার পথ। সুন্দরতম মুহূর্ত: বন্ধুদের সাথে দেখা হওয়া। বেদনাময় মুহূর্ত: প্রথম পিরিয়ডেই পরীক্ষা। আনন্দতম ঘটনাঃ স্যার/ম্যাডাম আজ অনুপস্থিত।

২০। শিক্ষককে কোনো প্রশ্ন করলে উত্তর যদি তিনি না জানেনঃ আমার মনে হয় প্রশ্নটা ভুল আছে। উত্তরটা তোমাকে কাল দিব। বোকার মতো প্রশ্ন করো না। বাসায় গিয়ে ভালো করে পড়াশুনা করো। সুন্দর প্রশ্ন। দেখি তো তোমাদের মধ্যে কে জানো উত্তর, হাত তোলো।

২১। যদি পৃথিবীতে শিক্ষক না থাকত তাহলে আমরা অন্ধকার যুগে থেকে যেতাম।

২২। বাবারা লাইনে থাকিস।

২৩। এখানে লেখাপড়া করতে আসছো, প্রেম করার জায়গা না।

২৪। আজ আমি ক্লাশে নিবো না। প্রচন্ড মাথা ধরেছে। তোমরা চুপ করে বসে থাকো।

২৫। খবরদার চোখে কাজল, লিপস্টিক দিয়ে আসবে না। এটা বিয়ে বাড়ি না।

২৬। বাবা মার টাকা নষ্ট করো না।

২৭। তোমার তো পড়ালেখায় মন নাই।

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই অক্টোবর, ২০২০ রাত ৯:২৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
এখন টিচাররা ক্লাসে পড়ায় না।
কোচিং এ পড়ায়।

০৫ ই অক্টোবর, ২০২০ রাত ১১:৪৬

রাজীব নুর বলেছেন: এই জন্যই শিক্ষা ব্যবস্থা শুয়ে পড়েছে।

২| ০৫ ই অক্টোবর, ২০২০ রাত ৯:২৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: শিক্ষকরা এখন আর আগের মতো ধোয়া তুলসী পাতাটি নহেন।

০৫ ই অক্টোবর, ২০২০ রাত ১১:৪৭

রাজীব নুর বলেছেন: ঠিক ঠীক।

৩| ০৫ ই অক্টোবর, ২০২০ রাত ৯:৪৯

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশে, যারা চাকুরী পায় না, তারা শিক্ষক হয়ে থাকেন।

০৫ ই অক্টোবর, ২০২০ রাত ১১:৪৮

রাজীব নুর বলেছেন: কথা সত্য।

৪| ০৫ ই অক্টোবর, ২০২০ রাত ১০:১৭

উম্মে সায়মা বলেছেন: এর অনেকগুলো আমার ঝুলিতে আছে। শিক্ষক হিসেবে B-)

০৫ ই অক্টোবর, ২০২০ রাত ১১:৪৮

রাজীব নুর বলেছেন: হে হে----

৫| ০৫ ই অক্টোবর, ২০২০ রাত ১০:৪৩

মরুভূমির জলদস্যু বলেছেন: সব কয়টাই বাস্তব

০৫ ই অক্টোবর, ২০২০ রাত ১১:৪৮

রাজীব নুর বলেছেন: জানি।

৬| ০৫ ই অক্টোবর, ২০২০ রাত ১১:০৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

এসব কি ??
আর কোন ব্ষিয় কি
একন আর খুঁজে পাচ্ছেন না !!

০৫ ই অক্টোবর, ২০২০ রাত ১১:৪৯

রাজীব নুর বলেছেন: লেখার বিষয়ের আমার কোনো কালেই অভাব নাই। এটা অন্তত আপনার বুঝা উচিত মুরুব্বী।

৭| ০৬ ই অক্টোবর, ২০২০ রাত ১২:৫৫

নেওয়াজ আলি বলেছেন: রাজিব ভাই আজ শিক্ষক দিবস । থাক আজ সকল সমালোচনা আজ শুধু ভালোবাসা

০৬ ই অক্টোবর, ২০২০ রাত ২:৫৩

রাজীব নুর বলেছেন: ওকে।

৮| ০৬ ই অক্টোবর, ২০২০ ভোর ৬:০৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
নেওয়াজ আলি বলেছেন: রাজিব ভাই আজ শিক্ষক দিবস । থাক আজ সকল সমালোচনা আজ শুধু ভালোবাসা

গুণহীনকে ভালোবাসে কে সেই জন?

০৬ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:৩৩

রাজীব নুর বলেছেন: গুণহীনকে ভালোবাসে কে সেই জন?

আমাদের প্রধানমন্ত্রী। শেখ হাসিনা।

৯| ০৬ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:২৯

সাজিদ উল হক আবির বলেছেন: আজ দুপুরের সংবাদে দেখলাম, করোনাকালে এমপিও বহির্ভূত স্কুল মাষ্টাররা সাত মাস ধরে বেতন না পেয়ে কেউ কেউ কৃষিকাজে যুক্ত হয়েছেন, কেউ কেউ ফটোকপি ও প্রিন্টের দোকান খুলে বসে জীবনের ঘানি টানবার চেষ্টা করছেন।

০৬ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:৫৬

রাজীব নুর বলেছেন: এজন্য দায়ী কে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.