নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

রাস্তায় পাওয়া ডায়েরী থেকে- ১৯১

১২ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:৫৪



১। অনেককেই দেখি অনেকের কবিতা নিয়ে হাসাহাসি করেন। নানান রকম কটু মন্তব্য করেন। কিন্তু আমার কাছে প্রতিটি কবিতাই কবিতা বলে মনে হয়, আর কবিতা লেখার চেষ্টা যে করে তাদের প্রত্যেককেই কবি বলে মনে হয়। আসলে প্রতিটি কবিতাই আসে বুকের গভীর আবেগ থেকে- যেমন, প্রসব বেদনা প্রতিটি নারীর'ই সমান হয়, হয়তো কারো সন্তান অতি সুশ্রী হয় আবার কারোটা হয়তো অতোটা হয় না, তাই বলে কি ওটা সন্তান নয়?

'আমি বললাম ফুল
তুমি বললে, কিন্তু কাগজের
আমি বললাম,তবুও তো ফুল,
লোকটা তো কাগজ দিয়ে বন্ধুক ও বানাতে পারতো'।


২। মধ্যম শক্তি মানের চারটি নিউট্রিনো বোমা পৃথিবীর চার কোনায় যদি একই সময়ে বিষ্ফোরণ ঘটানো হয় তাহলে ৯ মিনিট পরে কতটুকু ক্ষয়ক্ষতি হলো তা জানার জন্য পৃথিবীতে একটি প্রানীও জীবিত থাকবে না।

৩। মাঝে মাঝে ইচ্ছা করে নিজের নামটা বদলে রাজীন্দ্রনাথ রাখি। তাতে রবীন্দ্রনাথের কোনো ক্ষতিই হবে না।

৪। বাংলা সাহিত্যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ই প্রথম নারীর মূল্য দিয়েছেন।
নারীও যে মানুষ এবং রক্তমাংসের তিনিই চরিত্রের মধ্যে দিয়ে প্রতিষ্ঠা করেছেন। তাঁর তৈরী নারী চরিত্র হয়তো যুদ্ধ করেনি, হয়তো রাজনীতি করেনি কিন্তু সংসার জীবনের পরাকাষ্ঠায় তিনি নারীর ভেতরের ও বাইরের রূপ এবং রূপান্তর দারুণ মমতায়, মানবিক বোধে লালন করেছেন। একই সঙ্গে, মানুষ বা নারী কতো ভিন্ন ভিন্ন হতে পারে, তারই উপমেয় বর্ণনা লিখেছেন তিনি শ্রীকান্ত দ্বিতীয় খণ্ডের শুরুতে রাজলক্ষ্মীকে বিশ্লেষণ করতে গিয়ে।
তিনি লিখেছেন: ‘পিয়ারী ঘাড় নাড়িয়া বলিল, সে আমি জানি। কিন্তু নেবে আমাকে সঙ্গে? বলিয়াই আমার পায়ের উপর ধীরে ধীরে আবার হাতখানা রাখিল। একদিন এই পিয়ারীই আমাকে যখন তাহার বাড়ি হইতে এক রকম জোর করিয়াই বিদায় করিয়াছিল, সেদিন তাহার অসাধারণ ধৈর্য ও মনের জোর দেখিয়া অবাক হইয়া গিয়াছিলাম। আজ তাহারই আবার এতবড় দুর্বলতা, এই করুণ কণ্ঠের মিনতি, সমস্ত এক সঙ্গে মনে করিয়া আমার বুক ফুটিতে লাগিল, কিন্তু কিছুতেই স্বীকার করিতে পারিলাম না।

বলিলাম, তোমাকে সঙ্গে নিতে পারিনে বটে কিন্তু যখনি ডাকবে, তখনি ফিরে আসব। যেখানেই থাকি, চিরদিন আমি তোমরই থাকবো রাজলক্ষ্মী।


৫। বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের অনুষ্ঠানে, 'একটি শিশুও পথে থাকবে না'- বলেছেন আমাদের প্রধানমন্ত্রী'। এরপর পাঁচ বছর পার হয়ে গেছে। এখন প্রায় এক লাখ শিশু রাস্তায় রাস্তায় জীবনযাপন করছে। আপনাদের ধারনা কি প্রধানমন্ত্রীর এই নির্দেশ কার্যকর কবে হবে? নাকী নির্দেশ, নির্দেশের নিচে দামা চাপায় মৃত্যু বরণ করবে। প্রধানমন্ত্রীর এই স্বপ্নটা সত্যি হওয়া জরুরী।

৬। নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত পরিবার থেকে আসা মেয়েগুলো তাদের সব রকম কনজারভেটিভ ধারনা বুকে পুষে রেখে এমন ভাবভঙ্গী করে যেন পৃথিবীর সব ছেলেই তাদের দিকে হামলে পড়ছে।
--- সমরেশ মজুমদার (গর্ভধারিনী)।

৭। মক্কার অন্যতম জ্ঞানী ছিলেন আবু জেহেল। তাকে মক্কায় আবু হাকিম বা জ্ঞানীর পিতা বলেও ডাকা হত। ইসলামের পরিষ্কার প্রমান সে অস্বীকার করে আজ সে পুরো দুনিয়ার কাছে আবু জেহেল বা মুর্খের পিতা হিসেবে পরিচিত। আপনি যে জ্ঞান অর্জন করেছেন সেটা কতটুকু আপনার প্রভুকে চিনিয়েছে, নিজেকে চিনিয়েছে, সমাজ উন্নয়নে কাজে লাগবে সেটাও গুরুত্বপূর্ন।

৮। ক্রিস্টেফার কলম্ভাস আসলে ভারতে আসার সহজ নৌপথ খুঁজতে গিয়ে অজান্তেই আমেরিকা আবিস্কার করেছেন ।

মন্তব্য ৩০ টি রেটিং +০/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ১২ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:১৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: অন্যের ডাইরি পড়া উচিত না। আপনি রাস্তায় কার ডাইরি পেয়েছেন আর সেগুলি সারা দুনিয়ায় প্রচার করছেন।
শরৎচন্দ্রের নারীর মূল্য বুঝতে বাইজী বাড়ি যেতে হয়েছে। একারনেই হয় তো পতিতা তার উপন্যাসের নায়িকা হয়েছে।
আবু জেহেলের বাড়িকে এখন টয়লেটে রুপান্তরিত করা হয়েছে তার অহংকার আর জুলুমের জন্য।
কলম্বাসের ভুলের জন্যই মনে হয় ওয়েস্ট ইন্দিজকে পশ্চিম ভারতীয় দীপপুঞ্জ বলে। কলম্বাস এমেরিকা আবিষ্কার না করলে রেড ইন্ডিয়ানদের উপর এত নির্যাতন করতে পারতো না সাদা অভিবাসীরা।

১২ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:১৮

রাজীব নুর বলেছেন: হাঁ হাঁ হাঁ-----
ডায়রী লেখাই হয় পড়ার জন্য। যে ডায়েরী পড়া হয় না, সেই ডায়েরী অবহেলিত।

২| ১২ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:২২

জাহিদ হাসান বলেছেন: আমি আমার এক সাবেক প্রেমিকাকে রাজলক্ষী ডাকতাম।
ওর আসল নাম ছিলো আরতি দাস। ওর বাড়ি ছিলো ভারতে।
ও এখন কোথায় আছে, কেমন আছে কিছুই জানি না।
আপনার পোস্ট পড়ে ওর কথা মনে পড়ে গেলো।

১২ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:৫১

রাজীব নুর বলেছেন: আরতি এখন পশ্চিমবঙ্গের নদীয়া জেলার মোহিনী গ্রামে থাকে।

৩| ১২ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:৩৩

আলমগীর সরকার লিটন বলেছেন: জ্ঞানী কথার বাসনা

১২ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:৫২

রাজীব নুর বলেছেন: দুনিয়াতে জ্ঞান'ই সব। বাকি সব মিথ্যা।

৪| ১২ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:৩৬

চাঁদগাজী বলেছেন:


৭ নং:

আরবদের মাঝে জল্লাদ বেশী; তারা নিজের মানুষকে নিজেরা হত্যা করে আসছে সব সময়; কোন ধর্মই তাদের সাহায্য করেনি।
কিছু আরব বাংলাদেশেও আছে।

১২ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:৪০

রাজীব নুর বলেছেন: আমাদের ব্লগেও আরবের মতো দুইজন জল্লাদ আছে হয়তো।

৫| ১২ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:১৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো পোস্ট

১২ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:৪০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বোন।

৬| ১২ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:৪৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সঠিক বলেছেন।

১২ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:০৩

রাজীব নুর বলেছেন: চেষ্টা করি।

৭| ১২ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৫৫

মোছাব্বিরুল হক বলেছেন: চমৎকার বলেছেন।

১২ ই অক্টোবর, ২০২০ রাত ১০:০৭

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

৮| ১২ ই অক্টোবর, ২০২০ রাত ৯:০৭

ইসিয়াক বলেছেন: ১ নম্বরটা ভালো লাগলো।

১২ ই অক্টোবর, ২০২০ রাত ১০:০৭

রাজীব নুর বলেছেন: এতেই আমি খুশি।

৯| ১২ ই অক্টোবর, ২০২০ রাত ১০:১৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


৬ নম্বরটা বাংলাদেশের প্রেক্ষাপটে মিথ্যা নয়।

১২ ই অক্টোবর, ২০২০ রাত ১০:২১

রাজীব নুর বলেছেন: আমারও তাই ধারনা।

১০| ১৩ ই অক্টোবর, ২০২০ রাত ১২:০৪

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ৭,ইসলামে ইতিহাস এক বিচিত্র ইতিহাস।যা লেখা হয় দেড়শ দুইশ বছর পর তাও হাদিস আকারে।আমার ভাবতে অবাক লাগে যারা কোরান লিঁখতে পারলো তারা একশ বছরের মধ্যে একটা হাদিস লিখতে পারল না।
চার খলিফার এতো নাম ডাক কিন্তু কোন এতটা ঐতিহাসিক নিদর্শন নাই।তার আগের বহু নিদর্শন আছে সারা পৃথীব জুড়ে।
চাঁদ গাজী সাহেব যে বলেন সব গল্প ,আমারো তাই মনে হয়।

১৩ ই অক্টোবর, ২০২০ রাত ১২:০৭

রাজীব নুর বলেছেন: আমারও তাই মনে হয়।

১১| ১৩ ই অক্টোবর, ২০২০ ভোর ৬:০৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
জনাব চাঁদ গাজী সঠিক বলেছেন।

১৩ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:২৮

রাজীব নুর বলেছেন: উনি বস। উনি সব সময় রাইট কথাই বলেন।

১২| ১৩ ই অক্টোবর, ২০২০ সকাল ৯:৩৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আজকের ডায়েরী ভাল হয়েছে।

১৩ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:২৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১৩| ১৩ ই অক্টোবর, ২০২০ রাত ১১:৫৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: অনুমতি ছাড়া কারও ডাইরি পড়া ও প্রকাশ করা যায় না। কেউ যদি অনুমতি দিয়ে রাখে যে আমার ডাইরি আমি সবার জন্য উন্মুক্ত করে দিচ্ছি সেটা ভিন্ন কথা। অনেক সময় আইনগত কারণে কারও ডাইরি প্রকাশ করার দরকার হতে পারে কোর্টের নির্দেশে। বিখ্যাত লোকদের ডাইরি প্রকাশ করতে হলে অনুমতি নিতে হয়। সাধারণভাবে অনুমতি ছাড়া অন্যের ডাইরি পড়া মানে তার প্রাইভেসিকে লঙ্ঘন করা। এটা অনৈতিক এবং সম্ভবত বেআইনি। ডাইরি সবার জন্য উন্মুক্ত কোনও বই না যদি না এর লেখক অনুমতি দেন।

১৪ ই অক্টোবর, ২০২০ রাত ১২:০৪

রাজীব নুর বলেছেন: ডায়েরীর প্রথম পাতায় যদি বড় বড় করে লেখা থাকে, সবার জন্য উন্মুক্ত?

১৪| ১৪ ই অক্টোবর, ২০২০ ভোর ৬:১৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনি আপনার লেখার নাম দিয়েছেন রাস্তায় পাওয়া ডায়েরী থেকে। এটা ঠিক আছে। আমি ডায়েরীর ব্যাপারে সাধারণ নিয়মের কথা বলছি। কেউ যদি এটা সাধারনের জন্য উন্মুক্ত করে দেয় কোনও সমস্যা নাই। ছোটবেলায় আমি কিছুদিন ডায়েরী লিখেছি। ডায়েরীতে কিছু কথা ছিল একান্ত ব্যক্তিগত যা আমি অন্য কাউকে প্রকাশ করতে চাইনি। আমার এক বন্ধু একদিন সেটা গোপনে পড়ে ফেলে। আমি খুব বিব্রত ও ক্ষুব্ধ হই। এই কারনে আমি এই কথা গুলি বললাম।

১৪ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:৫১

রাজীব নুর বলেছেন: রাস্তায় পাওয়া ডায়েরী থেকে এরকম কোনো সমস্যা নেই। সমস্যা থাকএ তা ব্লগে নিশ্চয়ই দিতাম না।

১৫| ১৬ ই অক্টোবর, ২০২০ রাত ১০:১৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আমার এক বন্ধু বলেছে, এক দিন সারা পৃথিবীতে সবাই মুসলিম হয়ে যাবে।
সব দেশে চলবে মুসলিম আইন।

আপনি কি এমনটা শুনেছেন?

১৬ ই অক্টোবর, ২০২০ রাত ১০:৪৪

রাজীব নুর বলেছেন: হা হা হা----
ভুল কথা। সম্পূর্ন ভুল কথা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.