নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

হিউম্যান সাইকোলজি

১৩ ই অক্টোবর, ২০২০ রাত ১১:০১




'All men have the stars, but they are not the same things for different people.' ভূত-প্রেত, অশরীরি, কাল্পনিক ছায়া, মৃত্যু সম্পর্কিত অলৌকিক কোন ঘটনা যেটা স্বাভাবিক ভাবে ঘটা সম্ভব নয়। এরকম বিভিন্ন ঘটনার সাথে মানুষের মনের যে সংযোগ, ক্রিয়াকলাপ অথবা অবচেতন মনের খেলা এবং চিন্তার সমন্নয় প্রভৃতি সম্পর্কে প্যারানরমাল সাইকোলজি বা প্যারাসাইকোলজি বলে। ভূত প্রেতের দিন শেষ। অশরীরী- আত্মা ইত্যাদি বস্তু দেখে ভয় পাওয়ার অনেক বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। অবশ্য এরকম সমস্যা গরীবদের হয় না। এগুলো ধনীদের অসুখ। সাইকিয়াট্রিস্টদের কাছে গরীবেরা যায় না। সব সময় ভাবুন, সময় আপনার প্রতিকূলে! তাই আপনার মেজাজ নিয়ে কারো মাথাব্যাথা নেই বরং আপনাকেই অন্যদের সাইকোলজি বুঝে আগাতে হবে! অনেকদিন আগে একটা বই পড়েছিলাম- "সাইকোলজি: ইসলামি দৃষ্টিকোণ"। লেখক আইশা হামদান।

মানুষ বেশি সুন্দর কোনো বস্তুকে সহ্য করতে পারে না।
এরকমও ঘটেছে বেশি সুন্দর দৃশ্য দেখে সহ্য করতে না পেরে মানুষ আত্মহত্যা করেছে। সুন্দর কিছু দেখলে মানুষ নষ্ট করে ফেলতে চায়। যেমন ধরুন বাগানের ফুল। আমাদের প্রত্যেকের মস্তিষ্কে একটি খুনির প্রভাব রয়েছে। যেই হাত একবার মন্দ কাজ করেছে, একবার খুন করেছে, সেই হাত বারবার মন্দ কাজ করতে চায়, খুন করতে চায়। ইয়াবা যেমন একটি নেশা তেমনি অপরাধ একটি নেশার মত ব্যাপার। কেউ একবার করলে, বারবার করতে চাইবে। মানুষের মস্তিস্ক একটি অদ্ভুত অঙ্গ‌। আমাদের মস্তিস্ককে কোনো কাজ করতে মানা করা হলে, মস্তিস্কভাবে ওই কাজটির মধ্যে নিশ্চয় কোনো রহস্য রয়েছে। সেই রহস্য উন্মোচনের চেষ্টাই কাজটি করতে আমরা আরও বেশী উৎসাহিত হয়ে যাই।

মানুষের সহজাত প্রবৃত্তি হলো-
আপনি যখন কোন কিছু কিনতে যাবেন, দাম বেশি দেখলে আপনার মনে হবে জিনিশটা ভালো। আমাদের সাইকোলজি নিয়ে ব্যবসায়ীরা ভালোই লাভবান হচ্ছেন! আজকাল চাকরী শুধু পড়াশোনা দিয়ে হয় না। হয় পড়ায় এক্সেলেন্ট হতে হবে, নয়তো খুব স্মার্ট অ্যাটাটিউড হতে হবে। দুটোই থাকলে তাড়াতাড়ি চাকরী পাওয়ার চান্স থাকতে পারে। আজকাল জেনারেল লাইনে মানে শুধু গ্রেজুয়েশনে তো চাকরী দেখছি পাওয়া যায় না। মাস্টার্স ডিগ্রি বা পিএইচডি টিএইডি হলে একটা চাকরী জোটানো যেতে পারে। তমে ক্ষমতাবান মামা চাচা থাকলে ভিন্ন কথা। বিভিন্ন কোম্পানির মার্কেটিং এ সাইকোলজির ছেলেমেয়েদের নিচ্ছে। প্রোডাক্ট বানানোর আগে এই সাইকোলজিস্টরা খদ্দেরদের মানসিকতা বোঝার জন্য রিসার্চ করে। খুব ইন্টারেস্টিং।

মনস্তত্ত্ব বা সাইকোলজি জানার জন্য আপনি মিসির আলি সমগ্র পড়ে দেখতে পারেন।
অনেক কিছু শেখার আছে, জানার আছে। যদিও মানুষকে পুরোপুরি চেনার আসলেই কোনো উপায় নেই। কেননা, একজন মানুষের মন প্রতিনিয়ত পরিবর্তিত হতে পারে। মানুষ খুব সহজেই নিজেকে পরিবর্তন কররেও নিতে পারে। তাই আজ আমি একজনকে যেমনটা চিনেছি, কাল হয়তো সে তেমনটা নাও থাকতে পারে। মানুষ খুবই বৈচিত্র্যময়। অনেক সময় দীর্ঘ মেলামেশার পরেও একজন আরেকজনকে চিনতে বা বুঝতে পারে না। তাই মানুষের ভাবনার মতই যে আরেকজন হবে সেটা নয়। তাই সহজ সরল সত্য কথা হলো- মানুষকে চেনার আসলেই কোন উপায় নেই। বুদ্ধিমানরা মানুষের কর্মকান্ড দেখে যেটা ধারনা করে সেটা ভুল।

হিউম্যান সাইকোলজি মারাত্বক এক জিনিস।
ধর্ম চলে বিশ্বাসে ভর করে। বিজ্ঞান চলে যুক্তি আর প্রমানের উপর ভর করে। এক অনুতে কত মোল আছে তা বিজ্ঞান অংক গুনে বলে দিতে পারে, কিন্তু পৃথীবিতে একই ধর্মে কত অসংগতি আছে তা খোদ এর ধর্মবেত্তারাই জানে না। ব্যাক্তিগতভাবে আমি 'যার ধর্মের নাম মানবতা' তাকে আমি ভালোবাসি। লেখা থাকে- 'এখানে গাড়ি পার্কিং নিষেধ'। তবুও দেখবেন ঐ স্থানেই গাড়ি পার্কিং করে রেখে দিয়েছে সমাজের কিছু মানুষ। 'বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ'! এরকম লেখা দেখলেই কিন্তু আমাদের ইচ্ছে করে যে, ঢুকেই দেখি না, কী আছে এর ভিতরে? আল্লাহর ঘরে ঢুকতে অনুমতি লাগে না। 'বাস থামানো নিষেধ'! দেখবেন ঠিক সেখানেই বাস এসে দাঁড়াবে, অথচ একটু সামনেই হয়ত বাস স্ট্যান্ড। 'ফুল ছেড়া নিষেধ'! দেখা যায় যে, ওখান থেকেই মানুষ ফুল ছিড়বে। সিগারেটের প্যাকেট এর গায়ে লেখা থাকে, 'ধূমপান মৃত্যুর কারণ'। তারপরও মানুষ নিষেধ শুনতে চায় না। নিষেধ ভাঙা আমাদের বেশী প্রিয়। আমাদের সবার সাইকোলজিই এমনই।

মন্তব্য ২৮ টি রেটিং +০/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১৩ ই অক্টোবর, ২০২০ রাত ১১:০৬

জাহিদ হাসান বলেছেন: B:-) B:-) B:-)

১৩ ই অক্টোবর, ২০২০ রাত ১১:১৫

রাজীব নুর বলেছেন: এবার বলেন, আপনার দেখাদেখি লিখেছি?

২| ১৩ ই অক্টোবর, ২০২০ রাত ১১:২০

রামিসা রোজা বলেছেন:
একজন সুস্থ স্বাভাবিক মানুষেরও সাইকোলজিকাল সমস্যা
থাকে ।

১৩ ই অক্টোবর, ২০২০ রাত ১১:৪৯

রাজীব নুর বলেছেন: থাকে মানে। খুব ভালো করেই থাকে।

৩| ১৩ ই অক্টোবর, ২০২০ রাত ১১:২৮

চাঁদগাজী বলেছেন:


আপনি যা বলছেন, এগুলো মোটামুটি বাংগালী জনগোষ্টী সম্পর্কিত।

১৩ ই অক্টোবর, ২০২০ রাত ১১:৫০

রাজীব নুর বলেছেন: জ্বী হ্যা।
মানুষ তার অভিগতার বাইরে কিছু লিখতে পারে না।

৪| ১৩ ই অক্টোবর, ২০২০ রাত ১১:৫৩

হিজ মাস্টার ভয়েস বলেছেন: তরতাজা একটা আর্টিকেল।

১৪ ই অক্টোবর, ২০২০ রাত ২:১২

রাজীব নুর বলেছেন: আর্টিকেল হয় নি। বড্ড অগোছালো।

৫| ১৩ ই অক্টোবর, ২০২০ রাত ১১:৫৩

হিজ মাস্টার ভয়েস বলেছেন: তরতাজা একটা আর্টিকেল।

৬| ১৪ ই অক্টোবর, ২০২০ রাত ১২:২২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

একই চাল দুই বস্তায় সাজিয়ে রেখে দোকানী বলবে
এটা ৬০ টাকা আর ওটা ৬৫ । আমি বারংবার একই
ভুল করে ৬০ টাকার চাল ৬৫ টাকায় কিনি !!

১৪ ই অক্টোবর, ২০২০ রাত ২:১৪

রাজীব নুর বলেছেন: শুনুন মিনিকেট খাবেন। খেয়ে আরাম পাবেন। ৫৮ টাকা কেজি। ভাত একটু মোটা মোটা হবে কিন্তু মুখে দিলে মুখ ভরে আসবে।

৭| ১৪ ই অক্টোবর, ২০২০ রাত ২:০৩

নুরুলইসলা০৬০৪ বলেছেন: মানুষ বদলায় ভালো থেকে খারাপের দিকে নয়তো খারাপ থেকে ভালোর দিকে।স্থির কিছুই নেই,সবকিছুই চলমান।
এই সমাজ,চিন্তা চেতনা,ধর্ম সবকিছুই একদিন বদলে যাবে,এই নিয়ম থেকে কারো রক্ষা নাই।

১৪ ই অক্টোবর, ২০২০ রাত ২:১৬

রাজীব নুর বলেছেন: এই সব নিয়ম না মানলে বা নিয়মের মধ্যে না থাকলে সমস্যা কি?

৮| ১৪ ই অক্টোবর, ২০২০ রাত ৩:০২

নেওয়াজ আলি বলেছেন: নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষণ থাকে মানুষের বেশী। তাই ধুমপান নিষেদ হলেও পান করে

১৪ ই অক্টোবর, ২০২০ রাত ৩:০৮

রাজীব নুর বলেছেন: আপনি তো ধূমপান করেন না।

৯| ১৪ ই অক্টোবর, ২০২০ সকাল ১০:০১

জাহিদ হাসান বলেছেন: না। আমি জ্বিনে বিশ্বাস করি। আপনি করেন না।
মিলে নাই। :D :D

১৪ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:৫৬

রাজীব নুর বলেছেন: জ্বীন বিশ্বাস করে জীবনে কি পেয়েছেন? কি উপকার টা হয়েছে?

১০| ১৪ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:০৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: ভুতের ছবি দেখে ভয় লাগছে। তবে মনস্তত্তের মধ্যে আবার ধর্ম নিয়ে কেন বললেন বুঝতে পারলাম না।

১৪ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:৫৬

রাজীব নুর বলেছেন: সব কিছুর সাথে সব কিছুর একটা সামঞ্জস্য আছে।

১১| ১৪ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:০৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

লেখক বলেছেন: শুনুন মিনিকেট খাবেন। খেয়ে আরাম পাবেন। ৫৮ টাকা কেজি। ভাত একটু মোটা মোটা হবে কিন্তু মুখে দিলে মুখ ভরে আসবে।

মিনিকেট নামের চালের কোন অস্তিত্ব নাই।
বাজার যে মিনিকেট চাল পাওয়া যায় তা
বিভিন্ন চালের আধুনিকরণ। মোটা চালকে
কেটে ছোট করা হয়। মানে মিনি কাট করা হয়।
তাই এক এক বস্তার মিনিকেট এক এক রকম
স্বাদের হয়। এই মিনিকেটও ভিন্ন ভিন্ন দাম।

১৪ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:৫৭

রাজীব নুর বলেছেন: চিকন চাল আমার ভালো লাগে না। মিনিট খাই আমি ৫৮ টাকা কেজি।

১২| ১৪ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:৪৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: অপরাধ একটা নেশার মত। ১০২ পারসেন্ট ঠিক, এ বিষয় নিয়েই আমার কাজ। কর্মক্ষেত্রে তাই দেখলাম , এক অপরাধই তারা বারবার করে :(

১৪ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:৫৮

রাজীব নুর বলেছেন: তাহলে তো আপনি মানুষের সাইকোলজি খুব ভালো বুঝেন।

১৩| ১৪ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:০৮

রোকনুজ্জামান খান বলেছেন: মন রে আমার মন এত চিন্তার কি এমন।
আমরা সুন্দর জিনিসের প্রতি আক্রমনাতক।সেই সাথে খুনি ভাবটাও প্রবল ভানর কাজ করে। আর এ সব কিছুর শুরুই হয় কিউরিসিটি থেকে।

১৪ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:৪৮

রাজীব নুর বলেছেন: অথচ কৌতূহল থেকে ভালো কিছু বের হওয়ার কথা।

১৪| ১৪ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:০৯

রোকনুজ্জামান খান বলেছেন: আমরা সুন্দর জিনিসের প্রতি আক্রমনাতক।সেই সাথে খুনি ভাবটাও প্রবল ভবে কাজ করে। আর এ সব কিছুর শুরুই হয় কিউরিসিটি থেকে।

১৫| ১৪ ই অক্টোবর, ২০২০ রাত ৯:০০

তারেক ফাহিম বলেছেন: দেখা-দেখিতে সাইকলোজি সংক্রমন হয় সমাজে।

১৪ ই অক্টোবর, ২০২০ রাত ১০:২৮

রাজীব নুর বলেছেন: হয়। খুব হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.