নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
আমি একজন ব্যর্থ মানুষ।
আমার জীবনে আমি সব কাজ ভুল করেছি। অবশ্য এজন্য আমার কোনো আফসোস নেই। মানুষ ভালো-ভালো মুভি দেখে, আমি দেখেছি দুনিয়ার সব ফালতু মুভি। ফালতু মুভি দেখার কারন হলো- এত টাকা পয়সা খরচ করে, এত পরিশ্রম করে পরিচালক কেন ফালতু মুভি বানিয়েছেন এটা বুঝার জন্য বছরের পর বছর ধরে ফালতু মুভি গুলো মন দিয়ে দেখে গেছি। ঠিক এভাবেই ফালতু বই পড়ে গেছি, বুঝার জন্য যে লেখক কেন এই ফালতু বই লিখেছেন। ঠিক সেভাবেই আমি দিনের পর দিন ফালতু ছবি তুলে গেছি। আমার জীবনে আমি কমপক্ষে পাঁচ লাখ ছবি তুলেছি। দুঃখের বিষয় দশটা ভালো ছবি তুলতে পারি নি। মিথ্যা বলছি না। ফ্লিকারে আমার একাউন্ট আছে। সেখানে আমার তোলা ছবি গুলো দেখলেই বুঝবেন। পাঁচ লাখ ছবি তুলেছি, কিন্তু আমার কাছে এক হাজার ছবিও এখন নেই। ছবি গুলো কোথায়? সেটা নিয়ে অন্য কোনো সময় লিখব। যাই হোক, আর কথা বাড়াবো না। এখন ছবি গুলো দেখুন। এই পোষ্টের সমস্ত ছবি গুলো আমার হুয়াওয়ে নোভা থ্রি আই মোবাইল থেকে তোলা। মোবাইলটা নষ্টের দিকে। যে কোনো সময় মোবাইল ইন্তেকাল করবে।
১।
এক মেয়ে বাইরে বের হয়েছে। তখন তার মনে হয়েছে লিপস্টিক কম দেওয়া হয়েছে। তাই সে লিপস্টিক ঠিক করে নিচ্ছে। এই মেয়েটাকে চিনতে পেরছেন? মেয়েটার নামের প্রথম অক্ষর সু।
২। এটা আমার জন্মদিনের কেক। কেকের গায়ে 'পি' লেখা। বাসার সবাই আমাকে পি বলে ডাকে। পি মানে প্রিয়। সুরভি, পরী, ভাবী- সবাই পি বলে ডাকে।
৩।
ইদানিং আকাআকি শুরু করেছি। রাতে ঘুম আসে না। মুভি দেখতে ভালো লাগে না। তখন ছবি আঁকি। ছবি আকতে গিয়ে দেখলাম, ভালো লাগছে। আনন্দ লাগছে।
৪। মাঝে মাঝে সুরভি আর আমি চুপি চুপি বাইরে খেতে চলে যাই। বিয়ের আগে থেকেই আমাদের এরকম অভ্যাস। হাঁ হাঁ হাঁ-----
৫। তাইয়্যেবা। নয় মাসের বাচ্চা। সে মোবাইলের কি বুঝে? অথচ মোবাইল নিয়ে টিপাটিপি করে। তার হাত থেকে মোবাইল নিলে চিৎকার শুরু করে দেয়।
৬। সেদিন বিকেলে সুরভিকে বললাম- চা দাও। সুরভি আগে দিলো বিস্কুট। আমি বললাম, বিস্কুট তো চাই নি। সুরভি বলল, চা হতে সময় লাগবে। বিস্কুটের প্লেটে একটা পাকা ছোট আম কি দেখতে পারছেন?
৭। এই ছবিটা আঁকতে আমার সময় লেগেছে সাত ঘন্টা। একটানা এঁকে গেছি।
৮। সুরভি, আমি আর পরী তিনজনে মিলেই এটা রঙ করেছি।
৯। এটা একটা মৌ মাছি। কিন্ডার জয় নামে একটা ডিমের মতো চকলেট আছে। সেই ডিমের একপাশে থাকে খেলনা, আরেক পাশে থাকে চকলেট। এই মৌ মাছির প্রতিটা পাট আলাদা করে খোলা যায়।
১০। তাইয়্যেবার জুতো। এডগার এলেন পো'র একটা একদম ছোট গল্প আছে। গল্পটা এই রকমঃ একজোড়া নতুন জুতো কেনা হয়। বাবা মা দোকানে গিয়ে জুতো কিনে আনেন কিন্তু সেই জুতো শিশুটা পড়তে পারে নি।
১১। সুরভি আর ভাবী এই প্লাস্টীকের সাপ দেখে প্রচন্ড ভয় পায়। প্রচন্ড ভয়। খেলনা সাপ তবু ভয় পায়। আজিব! সেদিন এই সাপ দিয়ে ভাবীকে ভয় দেখিয়ে পাঁচ শ' টাকা নিয়েছি। হে হে---
১২। জন্মদিনের কেক কাটি।
১৩। তাইয়্যেবা এরকম বাঁকা হয়ে আছে কেন বুঝলাম না। আর এই ছবি আমি তুললাম কেন?
১৪। পরীর খেলনা। পরী বলেছে সে তার সব খেলনা তাইয়্যেবাকে দিয়ে দিবে।
১৫। এই ছবিটা কোলকাতার নিউ মার্কেট এলাকা থেকে তুলেছি।
১৬। পরী সারাদিনে তার চশমা পনের বার হারায়। আর আমাকে সেই চশমা খুঁজে বের করতে হয়। এবার চশমা পেয়েছি ছাদে। পেয়ারা গাছে।
১৭। সেদিন সুরভি বলল, তার জিলাপী খেতে ইচ্ছা করছে। নিজের হাতে বানালাম। দেখতে খারাপ হলেও খেতে মন্দ হয় নি। তাছাড়া জীবনের প্রথম জিলাপী বানিয়েছি।
১৮।
ইউটিউব দেখে আমি আনার কাটা শিখেছি। খুব সুন্দর আনার ছিলতে পারি এখন আমি।
১৪ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:০০
রাজীব নুর বলেছেন: শুনুন, আমার দাদার বিশাল সম্পত্তি ছিলো। আমার বাপ চাচারা দাদা বেঁচে থাকতেই সব বিক্রি করে দিয়েছেন। এখন কিচ্ছু নাই।
২| ১৪ ই অক্টোবর, ২০২০ ভোর ৪:৫৮
অনল চৌধুরী বলেছেন: বিয়ে কি পারিবারিক ভাবে হয়েছে না নিজেই খুজে বের করেছেন?
৬ নং ছবির আমটা মনে হয় আপনাদের গাছের?
নিজের মেয়ের চেয়ে তাইয়েবার প্রতি টান বেশী। তার ছবিও দেন বেশী।
১৪ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:১০
রাজীব নুর বলেছেন: বিয়ে পারাবারিক ভাবেই হয়েছে। বড় অনুষ্ঠান করে হয়েছে। ভিডিও আছে, একদিন আপনাকে দেখাবো। তবে সুরভিকে আমিই পছন্দ করেছি।
৬ নং ছবি আমার গাছের আম না। এটা পাশের বাসার ছাদের গাছের আম। বাদল ভাই দিয়েছেন। আমার গাছ গুলোতে কোনো সমস্যা হয়েছে। ফল দিচ্ছে না।
সব শিশুদের আমি ভালোবাসি। নিজের সন্তান বলে ভাবি। তাইয়্যেবা আমাদের আত্মীয়। পরীর ছবি ফেসবুকে দেই।
৩| ১৪ ই অক্টোবর, ২০২০ ভোর ৬:৪০
সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার আরও ঘুম প্রয়োজন। কারণ পোস্ট অনুযায়ী আপনি যেরকম ব্যস্ত বলে মনে হচ্ছে, আপনার ঘুমানোর সময় না পাওয়ার কথা।
১৪ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:১১
রাজীব নুর বলেছেন: আমি খুব অল্প সময় ঘুমাই। আসলে ঘুম আসে না। ঘুম না আসার কারনে শরীরের নানান সমস্যা দেখা দিয়েছে।
৪| ১৪ ই অক্টোবর, ২০২০ সকাল ৭:১৬
নুরুলইসলা০৬০৪ বলেছেন: আপনার যে প্রতিভা আছে অনেকের তা নেই।ব্যর্থতা সফলতা একটা বিতর্কিত বিষয়।
১৪ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:১৩
রাজীব নুর বলেছেন: না আমার কোনো প্রতিভা নেই।
প্রতিভা শূন্য মানুষ আমি। একজন মানুষ কেমন সবচেয়ে ভালো জানে সে নিজে।
৫| ১৪ ই অক্টোবর, ২০২০ সকাল ৯:৫২
রাশিয়া বলেছেন: বৌ আপনাকে বলল জিলাপি খেতে মন চাইছে আর আপনি জিলাপি বানিয়ে সামনে হাজির করলেন? আপনার পুরুষত্ব বলে থাকল কিছু আর?
ছবিগুলো খুব সুন্দর। প্রত্যেকটি ছবিই একেকটি গল্প বলে যেন।
১৪ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:১৫
রাজীব নুর বলেছেন: জিলাপী তো অতি সামান্য। পারলে আমি বৌ এর জন্য আকাশের চাঁদ এনে হাজির করতাম। ''পুরুষত্ব'' নিয়ে আপনার আরো ভাবতে হবে। জানতে হবে।
হ্যা প্রতিটা ছবিতে একটা করে সুন্দর গল্প আছে।
৬| ১৪ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:১১
কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনার ছবি আর গল্প ভালো লাগলো
তাইয়্যেবা কি আপনার মেয়ে?
১৪ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:১৭
রাজীব নুর বলেছেন: তাইয়্যেবা আমার আত্মীয়। আমার ভাবীর ভাইয়ের মেয়ে। তবে দুনিয়ার স্মস্ত শিশুদের নিজের সন্তানের মতোই ভালোবাসি, আদর করি।
৭| ১৪ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:০৩
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: ৭ নম্বর ছবির টার সাথে অনেক কটা গান /গজল মনে পড়ল! অসাধারণ! আপনার আকাঁআকি-র অভ্যাস আছে আজ জানলাম। তবে চাঁদ নিয়ে অনুপ জালোটার গানটা আমার ভীষন প্রিয় সময় পেলে শুনে নিয়েন। Chand angdaiyan le raha hai , Chandani muskurane lagi hai
১৪ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:১৯
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
৮| ১৪ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:২৮
মরুভূমির জলদস্যু বলেছেন: ছবি অনেকগুলি বেশ পছন্দ হয়েছে। সবচেয়ে ভালো হয়েছে ১৩ নাম্বারটি।
ইউটিউব দেখে আমিও আনার কাটা শিখেছি, কাজের। ইদানিং অনেকেই কোরবানীর গরু ফেলার টেকনিক শিখেছে ইউটিউব দেখে। ঐ টেকনিং অনেক বছর আগে থেকেই আমার জানা ছিলো এব্যং ব্যবহার করতাম সফলাতার সাথে। আমি একাই যখন প্রায় বড় সাইজের ষাড় বেধে ফেলে দিতাম এবং সেটি শান্ত হয়ে থাকতো তখন সবাই অবাক হতো। এখনও হয়।
ভালো কথা, আপনি ভালো ছবি আকতে শুরু করেছেন। শুভকামনা রইলো।
১৪ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:২১
রাজীব নুর বলেছেন: আমার বাসায় আনার সব সময় আমি কাটি।
ইউটিউব দেখে দেখে মানুষ রান্না পর্যন্ত করছে।
গরু তো দূরের কথা আমি কোনোদিন একটা মূরগীও জবোহ করি নি। এসব আমি পারি না।
ছবি আঁকতে ভালো লাগছে। তবে নিজের মন থেকে কিছু আঁকতে পারছি না। ছবি দেখে ছবি আঁকতে হচ্ছে। এটাই সমস্যা।
৯| ১৪ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:৩৪
তারেক_মাহমুদ বলেছেন: ছবির গল্পগুলো মন ছুয়ে গেল
১৪ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:২৩
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। কেমন আছেন? অনেকদিন পর আপনাকে ব্লগে দেখলাম।
ব্লগে অনেকদিন 'ঠাকুরমাহমুদ' কে দেখছি না।
১০| ১৪ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:৪২
নেওয়াজ আলি বলেছেন: একান্ত অনুভূতির শব্দ
১৪ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:২৬
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
১১| ১৪ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:৫৭
চাঁদগাজী বলেছেন:
জন্মদিনের শুভেচ্ছা।
আপনাদের বাসার ভাষা কি ইংরাজী?
১৪ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:২৯
রাজীব নুর বলেছেন: জন্মদিন চলে গেছে। গত ১০-১০ এ।
না বাসায় সবাই বাংলাতেই কথা বলে। তবে পরী অনলাইনে ক্লাশ করার সময় টানা দুই ঘন্টা শুধু ইংরেজীতে বক বক করে।
১২| ১৪ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:২২
ইসিয়াক বলেছেন: সুন্দর
১ আপনার আঁকা ছবি।
২ আপনার হাতের তৈরি জিলিপি।
৩ তাইয়্যেবার ছবি।
১৪ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:১০
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
১৩| ১৫ ই অক্টোবর, ২০২০ রাত ১২:২৬
অনল চৌধুরী বলেছেন: ৪ নং কোন খাবার দোকানে?
১৫ ই অক্টোবর, ২০২০ রাত ১:০৫
রাজীব নুর বলেছেন: মালিবাগ মোড়ে, সিআইডি অফিসের পাশে।
১৪| ১৫ ই অক্টোবর, ২০২০ রাত ১:২২
অনল চৌধুরী বলেছেন: ওটা সিআইডি না, এসবি অফিস।
সিআইডি অফিস রাজারবাগ ১ নং গেটের বিপরীতে।
১৫ ই অক্টোবর, ২০২০ রাত ১:৪৯
রাজীব নুর বলেছেন: স্যরি এসবি অফিসের পাশে।
©somewhere in net ltd.
১| ১৪ ই অক্টোবর, ২০২০ ভোর ৪:০৯
বিষন্ন পথিক বলেছেন: সবার যদি আপনার মত পুর্বপুরুষ থাকত!