নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। পৃথিবীর এক অনন্য শহর ঢাকা।
যেখানে মানুষের নি:শ্বাস ফেলার সুযোগ, বিনোদনের প্রয়োজনীয়তাকে সরাসরি অস্বীকার করা হয়েছে! ফলে মানুষ যখনই কোন মেলা, অনুষ্ঠানের খবর পাচ্ছে, দলবেঁধে ছুটে যাচ্ছে। সে হোক বাণিজ্য মেলা, বই, ডিম, অথবা বৈশাখ মেলা! ঢাকা শহরে বিনোদনের বড্ড অভাব। মানুষ ছুটির দিনগুলো একটু বিনোদনের আশায় একত্রিত হতে চায়। আপনি আগামীকাল মুরগী মেলা করেন, আলুর মেলা করেন দেখবেন লোকজন গিজ গিজ করছে।
২। অনেক বছর আগে একবার, বরিশালের উজিরপুর উপজেলার সাতলা গ্রামের এক পুকুরে গোসল করতে নামি।
টলটলা আর কি ঠান্ডা পানি। গায়ে সাবান মাখতেই হঠাৎ সাবানটি পানিতে পড়ে যায়। আমি ডুব দিয়ে সাবানটি খুঁজতে থাকি। কিছুতেই সাবানটি খুঁজে পাচ্ছি না। এমন সময় আমি পা পিছলে পুকুরে ডুবে যাই।
জানি না সাঁতার। পুকুরের পানি খেয়ে পেট গেল ফুলে, চোখে অন্ধকার দেখছি- তখন আমি নিজেকে আবিস্কার করলাম পুকুরের মাঝখানে এসে পড়েছি। তারপর একেবারে পানিতে ডুবে গেলাম।
একজন খুব রুপসী নারী সেদিন আমাকে বাঁচিয়ে ছিলেন। কি সুন্দর মায়া ভরা মুখ তার। মাথা ভরতি চুল। বড় বড় চোখ। চোখে মোটা করে কাজল দেয়া। তার নাম আজ আর আমার মনে নেই। কিন্তু গতকাল রাতে তাকে স্বপ্নে দেখি।
৩। বই মানে তো শুধু বই নয়। বই মানে স্মৃতি। বই মানে অনুষঙ্গ। বই এক স্থায়ী ভালবাসা। বইয়ের মৃত্যু হবে না। কম্প্যুটার, ফেসবুক-টুইট-স্যোশাল মিডিয়া যতই হোক, বই থাকবে। বই তো শুধু আমরা পড়ি না। গন্ধ শুঁকি। উপহার দিই। বইয়ে নিজের নাম লিখি। নড়াচড়া করি। সাজিয়ে রাখি।
৪। তরকারীতে তেল কম দিতে বলুন। আমাদের এটা বদ অভ্যাস তরকারীতে তেল বেশি দেওয়া অথচ তরকারীর স্বাদ বৃদ্ধিতে তেলের কোনই ভুমিকা নেই। তরকারীর স্বাদ বৃদ্ধিতে ভুমিকা হল শুধুই মসল্লার। তেলের কোন প্রকার ভুমিকা নেই। তরকারিতে তেল বেশি দিলে গ্যষ্ট্রিক রোগীদের জন্য বেশি ক্ষতির কারন হয়।
৫। প্রেম হচ্ছে এক ধরনের চুলকানি বিশেষ, যতো চুলকানো যায় ততো সুখ সুখ লাগে। কিন্তু চুলকাতে চুলকাতে যখন ফোসকা পড়ে যায় কিংবা ঘা হয় তখন ঠিক মতো মলম না লাগালে কিন্তু বুকের মধ্যে ভীষণ জ্বালা করে। প্রেমিক-প্রেমিকারা বাবা-মায়ের কথা মনে না করেই প্রেম শুরু করে।
এখনকার অভিভাবকরা ৬০ অথবা ৭০ দশকের মতো নিষ্ঠুর মন মানসিকতা সম্পন্ন বয় কিন্তু সব বাবা-মা'রাই এই ব্যাপারে রক্ষণশীল। যদি তারা ঘরের বাইরে যথেষ্ট প্রগতিশীল দেখান। যে মানূষ পরিস্থিতি অনুযায়ী নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে সমস্যাকে মোকাবেলা করে নিজের অনুকূলে আনতে পারে সেই প্রকৃত বুদ্ধিমান এবং প্রকৃত প্রেমিক হতে পারে।
৬। বিশ্ব মান দিবস আজ। ১৯৪৬ সালের ১৪ অক্টোবর তারিখে লন্ডনে বিশ্বের ২৫টি দেশের প্রতিনিধিরা বিশ্বব্যাপী পণ্য-সেবার মান বজায় রাখার জন্য একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত মান নির্ধারক সংস্থার বিষয়ে ঐকমত্য পোষন করেন যা পরের বছর থেকে তাদের কার্যক্রম শুরু করে। এর পর থেকে প্রতি বছর ১৪ অক্টোবর তারিখে আন্তর্জাতিকভাবে উদযাপিত হয়ে আসছে ।
১৪ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:৩৫
রাজীব নুর বলেছেন: ক্যান্টমেন্ট এলাকায় ঢুকতে গেলেও পরিচয় দিতে হয়। ভিতরে নানান নিয়ম কানুন। ক্যান্টমেন্ট এলাকা ঢাকার মধ্যে সবচেয়ে সুন্দর এলাকা। গুছানো, পরিচ্ছন্ন।
২| ১৪ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:৫৭
আলমগীর সরকার লিটন বলেছেন: সম্পূর্ণ্ণ সত্যকথা বললেন---------------
১৪ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:০৯
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
৩| ১৪ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:০৭
মরুভূমির জলদস্যু বলেছেন: ২ নাম্বার ঘটনাকি সত্যি?
১৪ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:১০
রাজীব নুর বলেছেন: আপনি যেটা মনে করেন সেটাই।
৪| ১৪ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:০৯
কবিতা পড়ার প্রহর বলেছেন: পুকুরে ডোবা ও রুপসী মেয়ের উদ্ধার প্রথম ঘটনাটি পড়ে মনে হলো বার বার রুপোসী মেয়েরাই আপনার রক্ষাকর্ত্রী। হা হা
সব গুলি ঘটনাই মজার
আজ বিশ্ব মান দিবস। জেনে রাখলাম।
১৪ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:১১
রাজীব নুর বলেছেন: বাঁচতে হলে জানতে হবে।
ধন্যবাদ। ভালো থাকুন।
৫| ১৪ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:২৪
সাড়ে চুয়াত্তর বলেছেন: পুকুরে যখন ডুবে গিয়ে ছিলেন তখন আপনার বয়স ৫ বা ৬ বছর ছিল অনুমান করছি। যে উঠিয়ে ছিল সে নিশ্চয়ই আপনার খালা বা চাচি ছিলেন।
১৪ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:১২
রাজীব নুর বলেছেন: না না খালা চাচি নয়। সুন্দর একটা মেয়ে। আর তখন আমার ৫/৬ না। আরো বেশি হবে।
৬| ১৪ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:২৯
ইসিয়াক বলেছেন: আপনার শ্বশুরবাড়ির ঠিকানা দিয়ে দিলেন?
১৪ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:১২
রাজীব নুর বলেছেন: গোপন করার কি আছে?
৭| ১৪ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:৫৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: প্রয়োজনের অতিরিক্ত মানুষ। দেশে কোন উৎপাদন না থাকলে ও কেবল খাওয়া । দাম তো পারবেই।
১৪ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:১৩
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
৮| ১৪ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:২০
জুন বলেছেন: আর কিছু দিন পর নিশ্বাস নেয়ার মত অক্সিজেন ঢাকায় থাকবে না রাজীব নুর। একটু ফাকা জায়গা পেলেই সবাই নিশ্বাস নিতে সেখানে ছুটে যায়।
১৪ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:১৪
রাজীব নুর বলেছেন: কথা সত্য।
দেশের শিক্ষিত রুচিশীল সমাজ এই দেশে ছেড়ে যাওয়ার চিন্তায় আছে।
ধন্যবাদ। ভালো থাকুন।
৯| ১৪ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:৩১
বিএম বরকতউল্লাহ বলেছেন: নিজে ঢাকাইয়্যা বলে...
১৪ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:১১
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
১০| ১৪ ই অক্টোবর, ২০২০ রাত ৮:৫০
নেওয়াজ আলি বলেছেন: তরকারির যা দাম মানুষ দিশাহারা ।
১৪ ই অক্টোবর, ২০২০ রাত ১০:২৯
রাজীব নুর বলেছেন: সরকার তো চুপ।
১১| ১৪ ই অক্টোবর, ২০২০ রাত ১০:৫৯
নুরুলইসলা০৬০৪ বলেছেন: নূরু ভাইকে বলুন। উনি ঐ এলাকার লোক।হয়তো উনার পরিচিত হতে পারে।
১৫ ই অক্টোবর, ২০২০ রাত ১২:১১
রাজীব নুর বলেছেন: হাঁ হাঁ হাঁ-----
উনি আছেন শুধু জন্ম মৃত্যু নিয়ে।
১২| ১৫ ই অক্টোবর, ২০২০ সকাল ৮:৪৯
সন্ধ্যা প্রদীপ বলেছেন: মজা পেলাম প্রেম নিয়ে আপনার থিওরি শুনে!
১৫ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:৫১
রাজীব নুর বলেছেন: হাঁ হাঁ হা-----
©somewhere in net ltd.
১| ১৪ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:১১
চাঁদগাজী বলেছেন:
ঢাকা কেন্টনমেন্টকে সরায়ে, ঐ এলাকাটি পার্কে ও ইউনিভার্সিটিতে পরিণত করলে, মানুষ বের হওয়ার যায়গা পাবেন।