নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

পারলে উত্তর দিন

৩০ শে অক্টোবর, ২০২০ রাত ৩:০৮



১। বিশ্বব্রহ্মাণ্ডের আদি ও অন্ত কোথায়?

২। ডার্ক এনার্জি জিনিসটা কি?

৩। আপনার সম্পর্কে তিন বাক্যে কিছু বলুন।

৪। আপনি যদি নিজের নাম নিজেই রাখতে পারতেন, তাহলে কোন নামটি আপনি নিজের জন্য রাখতেন? এটা ধরে নেয়া হচ্ছে আপনি আপনার বর্তমান নামে খুশি আছেন।

৫। মৃত্যু কী? মৃত্যু থেকে বাঁচার উপায় কি আদোও আছে?

৬। ধরে নিন একদিনের জন্য আপনাকে সব দৈনন্দিন কাজ থেকে ছুটি দিয়ে একা থাকতে বলা হল, সাথে সবকিছুই আছে কিন্তু ইন্টারনেট নেই- এই একটা দিন আপনি কীভাবে কাটাবেন?

৭। আপনার কি কখনো ছাতা হারিয়েছে?

৮। ক্ষমতা ও টাকা এই দুইটির মধ্যে আপনি কোনটা নেবেন?

৯। কোন প্রশ্নের উত্তর আপনি এখনও খুঁজে পান নি?

১০। এখন পর্যন্ত আপনি কোন কোন কাজ করেন নি?

১১। একজন শিক্ষকের প্রধান লক্ষ্য কী হওয়া উচিত?

১২। পৃথিবীর বর্তমান জনসংখ্যা কত?

১৩। যখন আমি দশ (১০) বছর বয়সের ছিলাম, তখন আমার বোন আমার বয়সের অর্ধেক ছিলো। এখন আমি বাইশ (২২) বছর বয়সী হলে আমার বোনের বয়স কত হবে?

১৪। মৃত্যুর পর ভূত হলে আপনি কোন কাজগুলো করবেন?

১৫। 'নেই মামার চেয়ে কানা মামা ভালো' নাকি 'দুষ্টু গরুর চেয়ে শুন্য গোয়াল ভালো'- আপনি কোনটি মেনে চলেন?

১৬। উত্তর কোরিয়ায় সাধারণ মানুষের জীবনযাপন কেমন?

মন্তব্য ২০ টি রেটিং +০/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ৩০ শে অক্টোবর, ২০২০ রাত ৩:২৬

নিরীক্ষক৩২৭ বলেছেন: ১। জানিনা।
২। শক্তির একটা থিওরিটিক্যাল ফর্ম। ধরা হয় এটা অভিকর্ষের বিপরীতে কাজ করে, আর মহাবিশ্বের সম্প্রসারণে ভূমিকা রাখছে।
৩। আগে তর্ক করতে পছন্দ করতাম। এখন আর তর্ক করি না। অন্যান্যদের থেকে সুখেই আছি মনে হচ্ছে।
৪। বর্তমান নামই আমার পছন্দ।
৫। সবার মন থেকে বিস্মৃত হওয়াই আমার কাছে মৃত্যু মনে হয়। বিস্মৃত যেন না হন, তেমন কাজ করে যেতে পারেন।
৬। বই পড়ব আর ফুটবল খেলব।
৭। জি।
৮। শখ মেটাতে টাকার দরকার, ক্ষমতা আমার কাজে আসবে না।
৯। অনেক প্রশ্নের উত্তরই খুঁজে নাই পাই, লিস্ট করতে হবে।
১০। ভার্সিটির সিনিয়র পিটাই নাই।
১১। ছাত্রকে জীবনটা কাজে লাগিয়ে ভাল কিছু করার পথ দেখানো। গৎবাঁধা অঙ্ক সবাইই করাতে পারে, পথ সবাই দেখাতে পারে না।
১২। জানিনা।
১৩। ১৭।
১৪। দেশ বিদেশ ঘুরে বেড়াব।
১৫। মামা আর গরুকে এক পাল্লায় মাপা যাবে না। দুটার প্রয়োগের ক্ষেত্র আলাদা।
১৬। ভাল ধারনা নাই।

৩০ শে অক্টোবর, ২০২০ দুপুর ১২:৪৩

রাজীব নুর বলেছেন: খুব ভালো।

২| ৩০ শে অক্টোবর, ২০২০ ভোর ৬:০৫

ইফতেখার ভূইয়া বলেছেন: প্রশ্নগুলো ইন্টারেস্টিং মনে হলো তা যা বুঝেছি তার উত্তর দেয়ার চেষ্টা করবো।

১। মহাবিশ্বের সৃষ্টি বিগ ব্যাং থেকে শুরু বলে ধারনা করা হয়। মনে রাখা জরুরী যে এটা একটা থিওরি মাত্র, এর সত্যতা যাচাই করার মতো কোন কনক্রিট ধারনা মানুষের নেই। ব্যক্তিগতভাবে বিগ ব্যাং-কে আমার কাছে সৃষ্টিকর্তার অস্তিত্বকে স্বীকার করার একটা যুক্তি সঙ্গত কারণ বলে মনে হয়েছে। এত বড় আকারে পারমাণবিক বিস্ফোরন হওয়ার জন্য যথেষ্ট কন্ট্রোল্ড এনভায়রনমেন্ট এবং জ্ঞানের প্রয়োজন আছে। প্রকৃতি নিজেই যদি এত বড় বিস্ফোরন ঘটাতে সক্ষম হতো তাহলে পৃথিবীতেও সেটা প্রকৃতিগতভাবে ঘটার কথা। কিন্তু সেটাতো আর হচ্ছে না। যেমন পারমাণবিক বোমা ফাটানোর জন্যেতো মানুষকে গবেষণা করে তা আবিষ্কার করতে হয়ছে সুতরাং মহাবিশ্বের এত বড় বিস্ফোরণও প্রকৃতিগতভাবে সম্ভব নয়। তাই সৃষ্টিকর্তার অস্তিত্বও অবশ্যসম্ভাবী। মহাবিশ্বের অন্ত কোথায় সেটাও নিরুপণ করাও মানুষের পক্ষে অসম্ভব এবং তার অজস্র কারণ আমি স্বল্প পরিসরে ব্যাখ্যা করতে পারছি না। তবে আমি মাল্টিভার্স ধারনা বা একাধিক মহাবিশ্বের ধারনাকে সত্য বলে মনে করি। তার পেছনে বিজ্ঞান সম্মত কোন কারণ নেই তবে ধর্মীয় কারণকে যথেষ্ট যুক্তিসঙ্গত বলে মনে হয়েছে। মহানবীর মেরাজ গমনের ঘটনায়ও তার কিছু ঈঙ্গিত রয়েছে।

২। একটি গ্রহ থেকে অন্য গ্রহ বা একটি গ্যালাক্সী থেকে অন্য গ্যালাক্সী ক্রমান্বয়ে দূরে সরে যাচ্ছে এবং এর গতি প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে বলে ধরা হয়। দুই গ্রহ বা গ্যালাক্সীর মাঝে যে শক্তি তাদের দূরে ঠেলে দিচ্ছে সেটাকে ডার্ক এনার্জি বলে ধরা হয়। যদিও স্বাভাবিকভাবে এই ধারনা এবং বিগ ব্যাং ধারনা পরস্পরবিরোধী। কারণ প্রথাগত বিস্ফোরনে ছুটে যাওয়া বস্তুুর গতি ধীরে ধীরে কমে আসার কথা কিন্তু বাস্তবে হচ্ছে তার উল্টো। বিস্তারিত বলতে পারছি না কারণ এ জন্যে এস্ট্রোনমিরও ব্যাপারে সম্যক ধারনা থাকা জরুরী।

৩। সৎ, যুক্তিবাদী এবং মারাত্মক রকম অভিমানী। মিথ্যেবাদী আর লোভী লোকজনদের অপছন্দ করি। মৃত্যুর জন্য প্রস্তুত হওয়ার চেষ্টা করছি প্রতিদিন।

৪। আমার নাম নিয়ে চিন্তা করিনি কখনো, মনে হয়ছে মা-বাবা-ই যথেষ্ট ভালো নাম রেখেছেন। নিজে চেষ্টা করলেও অত অল্প বয়সে এর চেয়ে ভালো কিছু রাখতে পারতাম না। পিতা-মাতার এহেন অবদানের জন্য তাদের কাছে চির কৃতজ্ঞ থাকবো। যদি আবার কখনো জন্ম নেয়ার সুযোগ থাকে তবে এই পৃথিবীতে যারা আমার মা-বাবা আছেন/ছিলেন তাদের কাছেই আবার সন্তান হয়ে ফিরে আসতে চাইবো। তাদের মমতা আর অসীম ভালোবাসায় এই জীবন পরিপূর্ণ। শুধু পরবর্তী জীবনে আমার প্রয়াত বাবার আরো সেবা করার সুযোগ চাইবো।

৫। স্বাভাবিক ধারনায় মৃত্যু বলতে এই পৃথিবীতে শারীরিক অস্তিত্বের অবসানকে মনে করি, এর চেয়ে বেশী কিছু নয়। না, মৃত্যু থেকে বাঁচার কোন উপায় নেই। স্বাভাবিক শারীরিক মৃত্যু না হলেও এই পৃথিবীর ধ্বংস অনিবার্য। সেটা না ঘটলেও সৌর জগতের ধ্বংস অনিবার্য। সেটাও যদি না ঘটে তবু এই গ্যালাক্সীর (মিল্কিওয়ে গ্যালাক্সী) ধ্বংস অনিবার্য কারণ মাত্র ২.৫ মিলিয়ন আলোকবর্ষ দূরের এ্যানড্রোেমেডা গ্যালাক্সী আমাদের গ্যালাক্সীর দিয়ে ধেয়ে আসছে। ধারনা করা হচ্ছে আগামী ৪.৫ বিলিয়ন বছরের মাঝেই এই দুটো গ্যালাক্সীর মুখোমুখি সংঘর্ষ নিশ্চিত। এই গ্যালাক্সী তো দূরের কথা আমাদের সৌর জগতের অন্য কোথাও আমরা এখনো বসবাস করতে পারছি না সুতরাং এই গ্যালাক্সী থেকে পালিয়ে যাওয়াও অসম্ভব। দুই গ্যালাক্সীর সংঘর্ষের প্রাথমিক স্তরে যে বিস্ফোরণ হবে তাতে ব্যাকটেরিাও বাঁচতে পারবে না, মানুষতো অনেক দূরের কথা। তবে সংঘর্ষের বিলিয়ন বছর পরে নতুন গ্রহ বা স্টার (সূর্যের মত যারা) জন্মাবে। তখন হয়তো আবার প্রাণের উৎপত্তি হতে পারে ভিন্ন গ্রহে।

৬। ব্যাপারটা আমার জন্য বেশ সহজ। প্রফেশনালী আমি ওয়েব এ্যাপ্লিকেশন ডেভেলপার। ইন্টারনেট না থাকলেও পিসিতেও আমার বর্তমান প্রজেক্টের কাজ করবো, নয়তো আইপ্যাডে কোন বই পড়বো, নয়তো পুরোনো হার্ডডিস্কে থাকা শত শত মুভি থেকে ভুলে যাওয়া কোন মুভি দেখবো। এ ছাড়া আমার কাছে বিশাল মিউজিক কালেকশান আছে, আছে বেশ উন্নতমানের মিউজিক প্লেয়ার, সেটাতে পুরোনো সিডিগুলো একটা একটা করে টেস্ট করবো যে সিডিগুলো ভালো আছে কি না। নয়তো কিছু রান্না শুরু করে দেবো। ইন্টারনেট আমার কাছে অনেকটা ড্রাগের মতো, বিগত বিশ বছর ধরে ব্যবহার করতে করতে এখন ইন্টারনেটে না গেলে ভালো লাগে না, তবুও একটা দিন নেট ব্যবহার না করা আমার জন্য অতটা কঠিন নয়।

৭। বহুবার হারিয়েছে। আজও বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, কিছুক্ষণ আগেই বাইরে গিয়েছিলাম কফি আনার জন্য। দাড়ান দেখে আছি ছাতাটা ঠিক জায়গায় আছে কিনা! বাঙালীর স্বভাব খারাপ বৃষ্টি দেখলে অন্যের ছাতাকে নিজের মনে করে ব্যবহার করা শুরু করে, পারমিশন নেয়ার মতো স্বাভাবিক ভদ্রতাও এদের নেই।

৮। ক্ষমতা আমাকে অনেক বেশী খারাপ বানিয়ে দেবে, সেটা জানি। তাই টাকাটাই চাইবো। আমাদের গ্রামের বাড়িতে একটা পুরোনো এতিমখানা আছে, ওটাকে এক মাইল লম্বা আর ৭/৮ তলা উচুঁ বানিয়ে দিতাম। ওদের জন্য একটা ভালো খেলার মাঠও জরুরী। ওদের সবার উচ্চ শিক্ষার ব্যবস্থা করা বেশ ব্যায়বহুল হবে। আর হ্যাঁ, আমার বাড়ির পাশে ৩/৪ বিঘা জমি কিনে একটা বিরাট বৃদ্ধাশ্রম বানানোর ইচ্ছেও আছে। নিজের বর্তমান বাড়িটা ভেঙে, ছোট একটা ডুপ্লেক্স বাড়ি বানাবো। বাড়ির ছাঁদে ছোট একটা বেডরুম আর কিচেন থাকবে, সাথে ছোট একটা দক্ষিনমুখী বারান্দা। বৃষ্টির দিনে, বারান্দায় বসে পুরোটা বিকেল সাদা পাঞ্জাবী পায়জামা পড়ে বসে বসে চা খাবো আর তাকিয়ে দেখবো বৃদ্ধাশ্রমটাকে।

৯। আমার বাবা-কে আমি কোথায় পাবো?

১০। হজ্জ্ব করা এবং ডক্টরেট ডিগ্রী অর্জন।

১১। ছাত্রের ভেতরে জ্ঞাণের পিপাসা তৈরী করে দেয়া।

১২। খুব সম্ভবত ৭/৮ বিলিয়ন, সঠিক জানা নেই। করোনায় কিছু কমেছে বৈকি কিন্তু প্রোডাকশন হয়েছে আরো অনেক বেশী।

১৩। ১৭ বছর।

১৪। জীবনের বিভিন্ন সময়ে কিছু মানুষ আমাকে নানা ভাবে কষ্ট দিয়েছে পৃথিবীতে। তাদের কেউ আমি মরে যাওয়ার পরেও বেঁচে থাকলে মধ্যরাতে ঘাড় ধরে তালগাছের মাথায় নিয়ে পা বেধে ঝুলিয়ে রাখতাম। যাতে ভয়ে ওরা কাপড় নষ্ট করে ফেলে। দাঁড়িয়ে মজা নিতাম।

১৫। দুষ্টু গরুর চেয়ে শূণ্য গোয়াল ভালো।

১৬। যতটুকু মিডিয়াতে দেখেছি, জেনেছি তাতে তারা যে মানবেতর জীবন-যাপন করছে তা বেশ পরিষ্কার।

ধন্যবাদ।

৩০ শে অক্টোবর, ২০২০ দুপুর ১২:৪৩

রাজীব নুর বলেছেন: জাস্ট গ্রেট।

৩| ৩০ শে অক্টোবর, ২০২০ সকাল ৮:১৩

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ১৫, শুণ্য গোয়ালের চেয়ে দুষ্টু গরু ভাল।

৩০ শে অক্টোবর, ২০২০ দুপুর ১২:৪৩

রাজীব নুর বলেছেন: ওকে।

৪| ৩০ শে অক্টোবর, ২০২০ সকাল ৮:১৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
কোন দরকার নাই।
আমাদের অনেক কাজ আছে।
এই সব নিয়ে ভাবার মতো সময় নাই।

৩০ শে অক্টোবর, ২০২০ দুপুর ১২:৪৪

রাজীব নুর বলেছেন: পৃথিবীতে অনেক জীবন। এত জীবনের তো দরকার নাই।

৫| ৩০ শে অক্টোবর, ২০২০ সকাল ১১:০০

রোকনুজ্জামান খান বলেছেন: একজন শিক্ষকের লক্ষ্য এবং উদ্দেশ্য অবশ্যই মহৎ থাকতে হবে। পাঠ্য বইয়ের পাসাপাসি শিষ্টাচার, সামাজিক গুনাবলি , ইত্যাদি বিষয়ে শিক্ষাদান করা।

৩০ শে অক্টোবর, ২০২০ দুপুর ১২:৪৪

রাজীব নুর বলেছেন: ওকে। ভালো থাকুন।

৬| ৩০ শে অক্টোবর, ২০২০ সকাল ১১:০১

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:




৩। যাকে জা বলার সামনেই বলি, এমনকি সে যদি আমার অফিসের বস ও হয়। আমার যৌক্তিক সমালোচকদের সাথে আমার বেশ ভালো সম্পরক। যার যা ইচ্ছা তাকে তাই করতে দেই, যদি সেটা অপরের জন্য ক্ষতির কারণ না হয়।

৩০ শে অক্টোবর, ২০২০ দুপুর ১২:৪৫

রাজীব নুর বলেছেন: আপনি বুদ্ধিমান।

৭| ৩০ শে অক্টোবর, ২০২০ দুপুর ১:০৪

এলে বেলে বলেছেন: ৮) ক্ষমতা ও টাকা আমার কোনটাই দরকার নাই। আমার দরকার এক ঘর বই।
১০) কাউকে খুন করি নাই।
১১)ভুত হলে আমি সক্রেতিস এর সাথে দেখা করব।
৩)আমি নিজে বোকা মানুষ। কিন্তু বোকা মানুষ আমার পছন্দ নয়। গুন একটাই বই পড়তে পারা।
৫)আপাতত জীবনের সংঙ্গা খুজে বেড়াচ্ছি।

ধন্যবাদ।

৩০ শে অক্টোবর, ২০২০ দুপুর ১:১৯

রাজীব নুর বলেছেন: ৮ নম্বর এর উপরে আর কোন কথা নাই।

৮| ৩০ শে অক্টোবর, ২০২০ বিকাল ৩:৩১

সাড়ে চুয়াত্তর বলেছেন: ১। আল্লাহ মালুম
২। ডার্ক এনার্জি হোল এক ধরণের এনার্জি যেটা শুধু অন্ধকার পরিবেশে বিরাজ করে। যেমন জীন, ভুতের এনার্জি।
৩। আমি রাজীব নূরের লেখার একজন নিয়মিত পাঠক। আমি রাজীব নূরের মত ভাবনা চিন্তাহীন একটা জীবন চাই। ধর্ম ছাড়া অন্য অনেকগুলি বিষয়ে আমি রাজীব নুরকে অনুসরণ করতে আগ্রহী।
৪। আমার নাম রাখতাম কুয়াশা। এটা আমার প্রিয় চরিত্র।
৫। মৃত্যু হোল এক জগত থেকে আরেক জগতে যাওয়ার একটা তোরণের মত। প্রত্যেক প্রাণশীল সকলকেই মৃত্যু বরণ করতে হবে।
৬। বই পড়ে আর ঘুমিয়ে।
৭। হারিয়েছে।
৮। ক্ষমতা। কারণ ক্ষমতা থাকলে টাকা এমনিতেই আসে।
৯। রাজীব নূর এতো সুখে থাকে কিভাবে?
১০। বিশ্ব ভ্রমণটা করা হয়নি এখনও।
১১। ছাত্র তার পড়ানো বিষয় বুঝল কি না সেটা জানা।
১২। পৃথিবীর জনসংখ্যা মেলা। এই লেখা লিখতে লিখতে আরও কয়েকজন আদম সন্তান জন্ম গ্রহণ করেছে।
১৩। এতো সোজা ধাঁধার জবাব আমি দেই না।
১৪। গোপী গাইন বাঘা বাইনের মত ভুতের রাজা হয়ে ভালো ও সরল মানুষকে বর দিব।
১৫। কেইস টু কেইস বেসিসে সিদ্ধান্ত নেই।
১৬। আমি যখন বিশ্ব ভ্রমনে যাব তখন জেনে আসব। তারপর বলব।

৩০ শে অক্টোবর, ২০২০ বিকাল ৪:৫৮

রাজীব নুর বলেছেন: ১৬। বিশ্ব ভ্রমনে গেলে আমাকেও সাথে নিয়েন।

৯| ৩০ শে অক্টোবর, ২০২০ বিকাল ৫:২২

মরুভূমির জলদস্যু বলেছেন: ১। বিশ্বব্রহ্মাণ্ডের আদি ও অন্ত কোথায়?
উত্তর : যেখানে শুরু সেখানেই শেষ।

২। ডার্ক এনার্জি জিনিসটা কি?
উত্তর : কালা জাদু

৩। আপনার সম্পর্কে তিন বাক্যে কিছু বলুন।
উত্তর : আমি সব সময় সত্য কথা বলি। কখনো মিথ্যা কথা বলি না। শুধু প্রথম বাক্যটা মিথা বলছি।


৪। আপনি যদি নিজের নাম নিজেই রাখতে পারতেন, তাহলে কোন নামটি আপনি নিজের জন্য রাখতেন?
উত্তর :

৫। মৃত্যু কী? মৃত্যু থেকে বাঁচার উপায় কি আদোও আছে?
উত্তর : পটল তোলা? উপায় আছে। পটল খেতে না গেলেই হইলো।

৬। ধরে নিন একদিনের জন্য আপনাকে সব দৈনন্দিন কাজ থেকে ছুটি দিয়ে একা থাকতে বলা হল, সাথে সবকিছুই আছে কিন্তু ইন্টারনেট নেই- এই একটা দিন আপনি কীভাবে কাটাবেন?
উত্তর : ইন্টারনেট কে বন্ধ রাখার বুদ্ধি দিছে তারে খুঁইজা বাইর করমু।

৭। আপনার কি কখনো ছাতা হারিয়েছে?
উত্তর : আমার ছাতা হারানোর পিছন আপনার হাত আছে বইলা সন্দেহ হইতাছে।

৮। ক্ষমতা ও টাকা এই দুইটির মধ্যে আপনি কোনটা নেবেন?
উত্তর : পরিমান কননাই কেন? কোনটার পরিমান কতো?

৯। কোন প্রশ্নের উত্তর আপনি এখনও খুঁজে পান নি?
উত্তর : দেইখা নেন।

১০। এখন পর্যন্ত আপনি কোন কোন কাজ করেন নি?
উত্তর : কি কি করছি তার একটা তালিকা বানানোর পরে বুঝা যাইবো কি কি করি নাই।

১১। একজন শিক্ষকের প্রধান লক্ষ্য কী হওয়া উচিত?
উত্তর : শিক্ষা প্রতিষ্ঠানের মালিক হওয়া।

১২। পৃথিবীর বর্তমান জনসংখ্যা কত?
উত্তর : সাড়ে আটশো কোটি তেরো লাখ উননব্বই হাজার সাতশত তেষট্টি জন। কম হইলে গোনার পরে মরছে, বেশী হইলে জন্ম নিছে।

১৩। যখন আমি দশ (১০) বছর বয়সের ছিলাম, তখন আমার বোন আমার বয়সের অর্ধেক ছিলো। এখন আমি বাইশ (২২) বছর বয়সী হলে আমার বোনের বয়স কত হবে?
উত্তর : মেয়ে মানুষের বয়সতো! সঠিকটা আপনে নিজেও জানেন না।

১৪। মৃত্যুর পর ভূত হলে আপনি কোন কাজগুলো করবেন?
উত্তর : কোনো গ্যারান্টি নাই।

১৫। 'নেই মামার চেয়ে কানা মামা ভালো' নাকি 'দুষ্টু গরুর চেয়ে শুন্য গোয়াল ভালো'- আপনি কোনটি মেনে চলেন?
উত্তর : আমার মামারা কেউ নাকা না। আর আমার গরু গুলাও সব ভালো আছিলো।

১৬। উত্তর কোরিয়ায় সাধারণ মানুষের জীবনযাপন কেমন?
উত্তর : চুল কাটা নিয়া ওরা একটু টেনশনে থাকে, আর কোনো সমস্যা নাই।

১০| ৩০ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:২২

রাজীব নুর বলেছেন: ভেরি ফানি।

১১| ৩০ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৩১

ইসিয়াক বলেছেন: ৬ নম্বর,আরাম করে ঘুমাবো।

৩০ শে অক্টোবর, ২০২০ রাত ১০:৪৫

রাজীব নুর বলেছেন: হা হা হা----

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.