নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

নোভা কেন আত্মহত্যা করলো?

২৮ শে নভেম্বর, ২০২০ দুপুর ২:৫৩



মেয়েটার নাম নোভা।
বিদেশে থাকে। নোভা বাংলাদেশে বেশ কয়েকবার আগ্রহ নিয়ে এসেছে। কিন্তু তিন মাসের জন্য এলেও, অল্প কয়েকদিন থেকে চলে গেছে। এই দেশ তার ভালো লাগে না। কারন, গরম এবং ধুলোবালি। এই গরম এবং ধুলোবালি নোভা সহ্যই করতে পারে না। কিন্তু একবার এসে তিন মাস পার করে দিলো। তখন আমার সাথে বেশ ভালো খাতির হয়ে গেলো। আমরা খুব ভালো বন্ধু হয়ে গেলাম। কিন্তু মেয়েটা ফিরে যাবার দুই দিন আগে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে। নোভার মৃত্যুতে ভীষণ কষ্ট পেলাম। এত কষ্ট জীবনে আর পাই নাই। নোভাকে আমি কোনোদিন ভুলতে পারবো না।

নোভার মামা আমাদের এলাকায় থাকেন।
তাকে ছোটবেলা থেকেই দেখছি। মামা খুব ভালো মানুষ। পেট্রো বাংলায় চাকরি করতেন। অনেকদিন হলো অবসর নিয়েছেন। মামা আমাকে খুবই পছন্দ করেন। রাস্তায় দেখা হলেই চিৎকার করে বলেন, আরেহ রাজীব কি খবর? জোর করে ধরে তার বাসায় নিয়ে যান। উনার স্ত্রী দারুন রান্না করেন। খুব আগ্রহ নিয়ে আমাকে খাওয়ান। এরকম আদর ভালোবাসা আর আন্তরিকতা নিয়ে আমাকে খুব বেশী লোক খাওয়ায় নি। মামার এক ছেলে ছিলো। কলেজ থেকে পিকনিকে গিয়ে নদীতে নেমে মারা যায়। মামা আমার মধ্যে তার ছেলেকে খুঁজে নেন। আমার সাথে নাকি তার ছেলের অনেক মিল আছে।

একদিন মামা আমাকে খবর দিলেন।
খুব জরুরী। গেলাম মামার বাসায়। গিয়ে দেখি তারা মাত্র খেতে বসেছেন। টেবিল ভরতি নানান রকম খাবার। একটা মেয়ে ঘর আলো করে টেবিলে খেতে বসেছে। মামা বললেন ভালো সময় এসেছো। আমি মেয়েটার পাশে বসলাম। মামা পরিচয় করিয়ে দিলেন। মেয়েটার নাম নোভা। তার বড় বোনের মেয়ে। নিউ জার্সিতে থাকে। কিছুদিনের জন্য বেড়াতে এসেছে। কসম খেয়ে বলতে পারি, এত সুন্দর মেয়ে আমি খুব কম দেখেছি। মেয়েটার বয়স আমার মতোই হবে। বিশ/বাইশ। যাই হোক, নোভা বলছে সে কিচ্ছু খাবে না। সে শুধু একটা কলা খাবে। এদিকে আমি পাগলের মতো খেয়ে যাচ্ছি। কথা বলে সময় নষ্ট করছি না। নোভা একটা প্লেটে এক পিস কলা নিলো। কাটা চামুচ দিয়ে কলা খাচ্ছে। এরকম আমি আমার জীবনে দেখি নাই।

আমি সারাদিন নোভার সাথেই থাকি।
আমার মনে হচ্ছে আমার জীবনের শ্রেষ্ঠ সময় পার করছি নোভার সাথে। মেয়েটা বড় অদ্ভুত! একদিন কি কারনে যেন নোভার খুব মন খারাপ হয়েছে। নোভা বলল, আমাকে শক্ত করে জড়িয়ে ধরো, প্লীজ। কমপক্ষে এক মিনিট আমি নোভাকে জড়িয়ে ধরে রাখলাম। খুশিতে আর অজানা এক আনন্দে আমার মনটা খুশীতে ভরে গেলো। নোভার শরীরে কি মিষ্টি গন্ধ! একদিন নোভা বলল, মদ খাবো। আমি মদের ব্যবস্থা করলাম। অনেক রাত পর্যন্ত আমরা ছাদে মদ খেলাম। সেদিন নোভার খুব নেশা হয়েছিলো। আরেকদিন নোভা বলল, পর্ন মুভি দেখবে। ব্যবস্থা করলাম। দুজন মিলে দেখলাম। নোভা না থাকলে আমি বুঝতেই পারতাম না- জীবন এত সুন্দর!

একদিন নোভাকে নিয়ে গ্রামে গেলাম।
আমার ছোট চাচার শ্বশুর বাড়ি। লক্ষ্মীপুরের রামগতি। চর রমিজ এলাকায়। সেখানে গিয়ে নোভা অসুস্থ হয়ে পড়লো। গ্রামের মানুষ বলছে, খারাপ বাতাস লেগেছে। দ্রুত নোভাকে ঢাকা নিয়ে এলাম। হাসপাতালে ভরতি করা হলো। নোভার ডান হাত,পা অবশ হয়ে যায় মাঝে মাঝে। নোভা কোনো কথা বলে না, শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। সে উঠে একা দাড়াতে পারে না। এই খবর শুনে নিউজার্সি থেকে নোভার বাবা মা ছুটে এলেন। কিছুটা সুস্থ হয়ে নোভা হাসপাতাল থেকে বাসায় ফিরে এলো। কিন্তু সে ভয় পায়। একা থাকতে পারে না। একদিন আমি নোভাকে জড়িয়ে ধরলাম। ভাবলাম তার ভালো লাগবে। কিন্তু নোভা বিরক্ত হলো। আমি ভেবে পাচ্ছি না কি করলে নোভা খুশী হবে। কি করলে তার ভালো লাগবে।

আমি নোভার সাথে দেখা সাক্ষাৎ বন্ধ করে দিলাম।
আমার মন মেজাজ ভালো নেই। সারাক্ষণ নোভার কথা মনে পড়ে। ইচ্ছা করে নোভাকে জড়িয়ে ধরে বসে থাকি। সম্ভবত ইচ্ছাটা অন্যায় ইচ্ছা। কিন্তু অল্প বয়সে অন্যায় ইচ্ছা গুলোই বেশি করতে ইচ্ছা করে। আমি কিছুক্ষন নোভাকে শক্ত করে জড়িয়ে ধরলে নিশ্চয়ই নোভার কোনো ক্ষতি হবে। নোভা প্রেগন্যান্ট হয়ে যাবে না। নোভার ঠোঁটে ঠোঁট রাখি। যে দিন ছাদে মদ খেয়েছিলাম, সেদিন নোভা আমার ঠোঁটে তার ঠোঁট রেখেছিলো। সেদিন রাতেই বাসায় ফোন এলো, নোভা আত্মহত্যা করেছে। কেন আত্মহত্যা করেছে সে একটা কাগজে লিখেছে। অবশ্য সেই কাগজে কি কি লেখা তা আমি জানতে পারি নি। নোভার মৃত্যু আমাকে খুব কষ্ট দিয়েছিলো। নোভার কথা আমার খুব মনে পড়ে।

মন্তব্য ২৮ টি রেটিং +০/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২৮ শে নভেম্বর, ২০২০ বিকাল ৩:০১

আমি সাজিদ বলেছেন: সত্য ঘটনা?

২৮ শে নভেম্বর, ২০২০ বিকাল ৪:২৬

রাজীব নুর বলেছেন: মিথ্যা লিখতে পারি না। মিথ্যা আসে না।
এজন্য আমার উপরে অনেকে রাগ।

২| ২৮ শে নভেম্বর, ২০২০ বিকাল ৩:১৭

আলমগীর সরকার লিটন বলেছেন: সুন্দর কাহিনী রাজীব দা

২৮ শে নভেম্বর, ২০২০ বিকাল ৪:২৬

রাজীব নুর বলেছেন: বাস্তব কাহিনী।

৩| ২৮ শে নভেম্বর, ২০২০ বিকাল ৫:০৭

ভুয়া মফিজ বলেছেন: লেখক বলেছেন: মিথ্যা লিখতে পারি না। মিথ্যা আসে না। এজন্য আমার উপরে অনেকে রাগ। বাস্তব কাহিনী। চাপাবাজির একটা সীমা থাকা দরকার!! =p~

২৮ শে নভেম্বর, ২০২০ বিকাল ৫:৫৫

রাজীব নুর বলেছেন: না ভাই, মিথ্যা বলি না।
কসম।

৪| ২৮ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:১৬

চাঁদগাজী বলেছেন:



প্রবাসে বেড়ে উঠা বাচ্চাদের পরিবার থেকে আলাদা করা সঠিক নয়।

২৮ শে নভেম্বর, ২০২০ রাত ৮:৩৩

রাজীব নুর বলেছেন: ছেলে মেয়ে বড় হয়ে গেলে তাদের ইচ্ছার বিরুদ্ধে বাবা মা যেতে পারেন না।

৫| ২৮ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:১৮

জুন বলেছেন: আমিও জানতে চাই কেন নোভা আত্নহত্যা করলো রাজীব নুর???

২৮ শে নভেম্বর, ২০২০ রাত ৮:৩৭

রাজীব নুর বলেছেন: আপনি এমন ভাব করছেন যেন আমার কারনে নোভা আত্মহত্যা করেছে!!!! আজিব!!
গ্রামে গিয়েছিলো, খারাপ বাতাস লেগেছে হয়তো। অথবা মেয়েটার অন্য কোনো অসুখ থেকে থাকতে পারে।

৬| ২৮ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:২৬

ফটিকলাল বলেছেন: অসাধারন পোস্ট

২৮ শে নভেম্বর, ২০২০ রাত ৮:৩৮

রাজীব নুর বলেছেন: ওকে/। ধন্যবাদ।

৭| ২৮ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:০৯

রামিসা রোজা বলেছেন:

আপনি কি নোভার সাথে কোন কমিটমেন্ট ব্রেক করেছিলেন

২৮ শে নভেম্বর, ২০২০ রাত ৮:৩৮

রাজীব নুর বলেছেন: না আমরা ভালো বন্ধু ছিলাম। তাছাড়া নোভার মা তার বিয়ের জন্য ছেলে দেখে রেখেছিলেন।

৮| ২৮ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩১

নুরুলইসলা০৬০৪ বলেছেন: আধুনিক মেয়ে তাই।বিপদটা ওখানেই হয়ে গেছে ভুলে।

২৮ শে নভেম্বর, ২০২০ রাত ৮:৩৯

রাজীব নুর বলেছেন: মেয়েটা ভালো ছিলো। কোনো কুসংস্কার ছিলো না।

৯| ২৮ শে নভেম্বর, ২০২০ রাত ৮:১২

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:



হৃদয় বিদারক! আচ্ছা সুরভি ভাবি কি জানে ঘটনাটা?

২৮ শে নভেম্বর, ২০২০ রাত ৮:৪০

রাজীব নুর বলেছেন: পাগল হয়েছেন!!
জানলে আমার খবর আছে। খুব বুদ্ধি করে গোপন রাখি।

১০| ২৮ শে নভেম্বর, ২০২০ রাত ৮:৩৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

আপনার রূপকথাগুলো পড়তে খুব বেশী যে খারাপ লাগে তা কিন্তু নয়।
আধুনিক রূপকথা।

২৮ শে নভেম্বর, ২০২০ রাত ৮:৪০

রাজীব নুর বলেছেন: বড় ভাই নিজের অবিশ্বাস দিয়ে আমার বিশ্বাসকে আহত করবেন না।

১১| ২৮ শে নভেম্বর, ২০২০ রাত ৮:৫২

সাড়ে চুয়াত্তর বলেছেন: হুমায়ূন আহমেদের গণ্ডি থেকে না বের হতে পারলে একই প্রকৃতির লেখা বারবার আসার শম্ভবনা দেখা যাচ্ছে।

২৮ শে নভেম্বর, ২০২০ রাত ৯:০৯

রাজীব নুর বলেছেন: না এরকম লেখা আগে লিখি নাই। এটা নতুন। আজই লিখলাম। গতকাল নোভাকে স্বপ্নে দেখেছি। তাই আজ লিখলাম।

১২| ২৮ শে নভেম্বর, ২০২০ রাত ৯:৩২

নেওয়াজ আলি বলেছেন: প্রাণবন্ত আর উপভোগ্য কথামালা

২৮ শে নভেম্বর, ২০২০ রাত ১১:৩৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। রসকস আছে আপনার মধ্যে।

১৩| ২৮ শে নভেম্বর, ২০২০ রাত ৯:৩৮

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:



এখনতো বলে ফেললেন যদি অন লাইনে এসে পড়ে ফেলে! সে নিশ্চই সামুতে আপনার লেখালেখি অল্প হলেও পড়ে।

২৮ শে নভেম্বর, ২০২০ রাত ১১:৩৮

রাজীব নুর বলেছেন: না পড়ে না।
সে জানে আমি সামুতে মাঝে মাঝে পড়ি। লিখি যে সেটা জানে না। অতি সাবধানে গোপন রেখেছি।

১৪| ২৯ শে নভেম্বর, ২০২০ রাত ১:৪২

আল ইফরান বলেছেন: রাজীব ভাই অর্ধেকটা ক্লোনাজেপাম ০.৫ খেয়ে ঘুম দেন। মানুষের মস্তিষ্ক প্রপার বিশ্রাম না পেলে উদ্ভট উদ্ভট চিন্তাভাবনা জড়ো করতে থাকে। আজকের রিপোস্টে ব্লগার কলাবাগান কিন্তু পয়েন্ট মত আপনাকে ধরে ফেলছিলো B-)) B-))

২৯ শে নভেম্বর, ২০২০ রাত ১:৪৭

রাজীব নুর বলেছেন: কলাবাগান আমাকে সব সময় ভুল বুঝেন।
আমার মস্তিস্ক ঠিক আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.