নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। মানব দেহের মধ্যে প্রানটা কোথায় থাকে? খুব জানতে ইচ্ছা করে মানুষের আত্মাটা শরীরের ঠিক কোথায় থাকে? ডাক্তাররা কি জানেন?
প্রায় সব ধর্মেই আত্মার কথা বলা হয়েছে।
২। গার্লফ্রেন্ডের মুখে জানু, বাবু ডাক শোনার চেয়ে- মায়ের মুখ থেকে হারামজাদা ডাক শোনা হাজার গুন ভালো।
৩। ইংরেজি সাহিত্যিক হ্যারিয়েট বীচার। আজও বিশ্বে তিনি সমাদৃত 'আঙ্কল টমস কেবিন' এর জন্য। আঙ্কল টমস কেবিন পড়ে মানবতাবাদী মানুষদের হূদয় হুঁ হুঁ করে কেঁদে ওঠে। গল্পে টমচরিত্র এত জীবন্ত যে মনে হয় আমার নিজের কোন চাচা। কিন্তু এ টম ছিলেন দেড়শ বছর আগের একজন ক্রীতদাস।
বইটি পড়ার জন্য আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি।
৪। বিলেত ফেরত এক বাঙালী যুবক আসেন দিল্লি তে, ক্রিপস মিশন সম্পর্কে লেখার জন্য। কাজের ফাঁকে সে তার বান্ধবী-কে যে চিঠি লিখত তারই সংকলন এই উপন্যাসের আঙ্গিক। যুবক-এর নাম জানা যায় না। সবাই 'মিনি সাহেব' বলেই ডাকত। কি অসম্ভব সুন্দর বর্ণনা দিল্লি শহরের!
বলুন তো আমি কোন উপন্যাসের কথা বলছি এবং লেখক কে?
৫। গতকাল রাতে ছোট্র একটা স্বপ্ন দেখলাম।
মনুষ্য সমাজ থেকে আমাকে বিতারিত করা হয়েছে। আমি চলে গেছি জঙ্গলে। সেখানে আধুনিক জীবনের কোনো সুযোগ সুবিধা নেই। অথচ আমার কোনোবেগ পেতে হচ্ছে না। আমি খাপ খাইয়ে নিয়েছি। সমুদ্রে অনেক সময় নিয়ে উলঙ্গ হয়ে লাফালাফি করে গোছল করি। ক্ষুধা পেলে নিজেই আগুন জ্বালিয়ে মাছ পুড়িয়ে খাই। আছে নানান রকম ফল। ফল গুলোর স্বাদ অতি মিষ্ট। সারারাত জেগে চাঁদের আলোয় লেখাপড়া করি। আর লিখি। একদিন নিজে নিজেই আবিস্কার করে ফেললাম- ঈশ্বর বলে কেউ নেই।
ছবিঃ আমার তোলা।
স্থানঃ বানিজ্য মেলা।
সময়ঃ বিকেল চারটা।
ক্যামেরাঃ নাইকন ৩২০০ মডেল।
০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:৪৩
রাজীব নুর বলেছেন: ভালোবাসা জনাব।
২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:৫৫
এমেরিকা বলেছেন: সমস্ত জীবের প্রাণ থাকে কোষের নিউক্লিয়াসে অবস্থিত নিউক্লিওলাস নামক বস্তুতে। মূলত ঐটিই হচ্ছে কোষের মস্তিস্ক। আর আত্মা আসলে কোন বস্তু নয় - এটি একটি শক্তি যা জীবিত প্রাণীর মধ্যে থাকে। এই শক্তির কারণে সে হাঁটাচলা, কথা বলা, খাদ্য গ্রহণ এবং শ্বাস প্রশ্বাস চালায়।
কোন মা তার সন্তানকে হারামজাদা বলতে পারে বলে আমি মনে করিনা।
টম কাকার কুটির আমি বাংলায় পড়েছি। দুইটা বই পড়ে মনের মধ্যে হাহাকার হয়েছে। একটা হল টম কাকার কুটির আর একটা হল লা মিজারেবল।
ঈশ্বর বলে কেউ নেই - এটা আবিস্কার করা লাগেনা। বলদের পাল এমনিতেই তা জানে। যারা বুদ্ধিমান, যারা চিন্তা ভাবনা করে, তারাই বুঝতে পারে যে, ঈশ্বর ছাড়া সৃষ্টি জগত অচল।
০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:২৮
রাজীব নুর বলেছেন: আত্মার ওজন আছে।
মা আদর করে সন্তানদের অনেক কথাই বলেন। গালি দেন। আমার মা আমাকে ডাকেন পন্ডিত বলে।
একদিন সব কিছু দিনের আলোর মতোণ পরিস্কার হবে।
৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:৫৯
সাড়ে চুয়াত্তর বলেছেন: প্রাণ হোল রুহ (আত্মা)। এটা অবিনশ্বর। কোরআনে আছে;
'তারা তোমাকে রুহ সম্পর্কে প্রশ্ন করে। বলে দাও, রুহ আমার রবের হুকুমঘটিত বিষয়। কিন্তু তোমরা সামান্য জ্ঞানই লাভ করেছ।' (সুরা : বনি ইসরাঈল, আয়াত : ৮৫)
আল্লাহ্ মানুষের রুহ ঘুমের সময় নিয়ে নেন। যাদের আয়ু থাকে তাদেরটা ফেরত দেন। যার মৃত্যু লেখা আছে তারটা দেন না। আল্লাহ্ পবিত্র কোরআনে বলেছে;
“আল্লাহ মানুষের প্রাণ সম্পূর্ণরূপে হরণ করেন তার মৃত্যুর সময়, আর যে মরে না, তার (প্রাণ হরণ করেন) নিদ্রাকালে। অতঃপর যার মৃত্যু অবধারিত করেন, তার প্রাণ ধরে রাখেন এবং অন্যান্যের (প্রাণ তাদের দেহে) ফেরত পাঠান এক নির্দিষ্ট সময়ের জন্য। নিঃসন্দেহে এতে চিন্তাশীল লোকদের জন্যে (আল্লাহর শক্তিমত্তার) নিদর্শনাবলী রয়েছে।” (সুরা আজ জুমার আয়াত ৪২)
কলম, কাগজ, দিয়াশলাই/ লাইটার, চশমা, মাছ ধরার ছিপ নিয়ে ঘুমাবেন। তাহলে নির্জন দ্বীপে গেলেও এগুলি সাথে থাকবে। ফলে সমস্যা হবে না।
০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:২৯
রাজীব নুর বলেছেন: ইদানিং আপনি কড়া মন্তব্য করেন। ঘটনা কি?
৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:৩১
মাসুদুর রহমান (শাওন) বলেছেন: ২ নাম্বারটা সত্যিই হয়তো...
০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:৪৭
রাজীব নুর বলেছেন: হতে পারে।
৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:৪৫
সাড়ে চুয়াত্তর বলেছেন: আমি কোরআনের দুইটা আয়াত উল্লেখ করলাম। আর আপনার স্বপ্ন নিয়ে একটু মজা করলাম। কড়া কিছু তো বলি নাই। আপনি খোলামেলা মনের, ভালো, সৃষ্টিশীল মানুষ কিন্তু একটু বিভ্রান্তির মধ্যে আছেন, এই আরকি। প্রতিদিন দরূদ শরিফ পড়বেন যতবার আপনার ইচ্ছা।
০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:৫১
রাজীব নুর বলেছেন: দরুদ শরিফ পাঠ করলে কি কি উপকার পাবো?
৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:৪৩
মুজিব রহমান বলেছেন: প্রাণ যদি আত্মাকে বলেন তবে বলবো অস্তিত্ব নাই।
যাকে বুঝেছেন নাই, তার দরকারও নাই।
০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:৫২
রাজীব নুর বলেছেন: সহমত।
৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:৫০
নুরুলইসলা০৬০৪ বলেছেন: আত্মা থাকে দেহের ভিতর।আত্মাই প্রান,প্রান ই আত্মা।দেহের বাইরে আত্মার কোন অস্তিত্ব নাই।
যেমন নাই বস্তু বিচ্ছিন্ন কোন শক্তি।বস্তুই শক্তির আধার।শক্তিকে বস্তু থেকে আলাদা করা যায় না।বাস্তবে এমন কোন বৈজ্ঞানিক প্রমান নাই।
আত্মার প্রমান কোথায় আছে,ভাবনায় আছে।গঞ্জিকা একটু বেশি খেলে ভাবের গভীরে প্রবেশ করলে কতশত আত্মার সাথে দেখা হবে।তাদের সাথে কথা হবে,হাই কোটের মাজারে গেলে দেখতে পাবেন,তারা অন্য এক জগতে বাস করে,সেটাকে বলে ভাবের জগত।আপনি যেটাকে আফিম বলেন সেটা আবার এক কাঠি উপরে।সেটা খেয়েই ইরাক,সিরিয়ায় হাজার হাজার কল্লা ফেলে দিল।
আমেরিকায়ে বলছি ,মস্তিষ্কের একটা তার এদিক সেদিক করে দিই দেখি আপনি কি কি কাজ করতে পারেন।
বড় কথা,ভাবের কথার কোন প্রমান লাগে না।পাগল ছাগলের মতো যা খুশি বলা যায়।
০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:৫৩
রাজীব নুর বলেছেন: ভাবের কথা কি আপনার অপছন্দ?
৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:৩৪
চাঁদগাজী বলেছেন:
৫ নং:
ঘুমের মাঝে স্বপ্ন বেশী দেখে আরবের লোকজন।
০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:৫৪
রাজীব নুর বলেছেন: কিভাবে? যেমন? বুঝিয়ে বলুন।
৯| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:৩১
সাড়ে চুয়াত্তর বলেছেন: হযরত আনাস (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন- রাসূল (সাঃ) ইরশাদ করেন- যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহপাক তার উপর দশটি রহমত নাজিল করবেন, দশটি গুনাহ মাফ করবেন এবং দশটি মর্যাদা বৃদ্ধি করবেন (নাসায়ী)।
হযরত ইবনে মাসউদ (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন- রাসূল (সাঃ) ইরশাদ করেন- নিশ্চয়ই কিয়ামতের দিন ঐ ব্যক্তিই আমার সবচেয়ে বেশী নিকটবর্তী হবে, যে আমার উপর সর্বাধিক দুরূদ শরীফ পাঠ করবে (তিরমীজি)।
ছোট একটি দরূদ হোল 'সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম' ।
০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৫৩
রাজীব নুর বলেছেন: স্যরি আমি এসব পারবো না।
১০| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৩:৫০
নুরুলইসলা০৬০৪ বলেছেন: ভাবের কথার কোন যুক্তি নেই বৈজ্ঞানিক সত্যতা নেই।যে সব কথায় বৈজ্ঞানিক সত্য আছে,অকাট্য যুক্তি আছে সেগুলো ভাবের কথা না।বিজ্ঞান ভাবনা দিয়ে চলে না,বিজ্ঞান চলে প্রমান দিয়ে।
০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:১৭
রাজীব নুর বলেছেন: সহমত।
১১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৩৮
এমেরিকা বলেছেন: লাল ছাগলের সাথে তর্ক করা মানে নিজেকে ছাগলের বুদ্ধিমত্তায় নামিয়ে আনা। তারপরেও অন্য ব্লগারদের যাতে চিত্ত বৈকল্য না হয়, তাই নিচের উক্তির বৈজ্ঞানিক রেফেরেন্স দাবি করছি।
"যেমন নাই বস্তু বিচ্ছিন্ন কোন শক্তি।বস্তুই শক্তির আধার।শক্তিকে বস্তু থেকে আলাদা করা যায় না।"
একটি বস্তুতে কি সব ধরণের শক্তিই থাকে? যেমন তাপশক্তি, যন্ত্রশক্তি, আলোকশক্তি, শব্দশক্তি?
০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:১৯
রাজীব নুর বলেছেন: আপনি এত উজাইছেন ক্যান?
©somewhere in net ltd.
১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:২৮
আলমগীর সরকার লিটন বলেছেন: সুন্দর রাজীব দা