নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ৬,৪৬৯ জন! মারা গেছেন ৫৯ জন! ভয়াবহ অবস্থার দিকে যাচ্ছে দেশ। সব সময় মাস্ক পরা, গরম পানির ভাপ নেওয়া ও নাকে শর্ষের তেল দেওয়ার পরামর্শ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। শর্ষের তেল করোনা প্রতিরোধে কীভাবে এবং কতটা সক্ষম কেউ জানেন কি? এ ব্যপারে আমি এই প্রথম শুনলাম তাই জিজ্ঞেস করছি।
২। মমতা এলে তিস্তা কি সেই তিস্তাই থাকবে? বিজেপি এলে তিস্তায় কি জল গড়াবে? নাকি অন্য কিছু তিস্তাকে ঢেকে দিবে?
৩। ন্যায্য মূল্যের ট্রাকের সামনের লম্বা লাইনে আমাকে কেউ চিনে গেলে ডাক দিও না। দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির কাছে হার মানলেও লজ্জা বন্ধক দিতে পারিনি।
৪। মুখোশধারী ভদ্র হওয়ার চেয়ে স্পষ্টবাদী অভদ্র হওয়া অনেক ভালো।
৫। করোনার কারণে ১১ এপ্রিলের ১১টি পৌরসভা ও লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচন ও প্রথম দফার ইউপি নির্বাচন স্থগিত।
৬। ৮ লক্ষ ৫০ হাজার ভারতীয় নাগরিক বাংলাদেশে চাকুরী করে। আর ২৪ লক্ষ মাস্টার্স পাশ বাংলদেশী নাগরিক বেকার।
৭। নির্বাচনে অতি সহজেই দিদি জিতে যেত। কিন্তু আজ লাইভে যা দেখলাম, তৃণমূলের এজেন্টরা ভয়ে কেন্দ্রে যাওয়ার সাহস পাচ্ছে না।
এক টিএমসি কর্মী খুন হয়েছে, এই জেরে হয়তো দিদি বের হয়ে যাবেন। তবে ইভিএম এ যা হচ্ছে তাতে আমরা ফেল!
৮। আবার হয়তো লকডাউনে যাবে দেশ। তবে এবার সরকার নয়, মানুষ নিজেরাই নিজেদের ঘরে বন্ধ করে ফেলতে বাধ্য হবে।
৯। খুব জানতে ইচ্ছে করে ....
করোনা কালে মানুষ অনেক বেশি মানবিক হয়েছে নাকি আত্মকেন্দ্রিক ও নিষ্ঠুর হয়েছে।
১০। করোনা বেড়েছে ২০৫টি দেশে, পরিবহনের ভাড়া বেড়েছে ১টি দেশে।
০২ রা এপ্রিল, ২০২১ দুপুর ১:৪৯
রাজীব নুর বলেছেন: শেখ হাসিনার বুদ্ধি আছে। সেই বুদ্ধি দিয়ে প্রাইমারী স্কুলের বাচ্চাদের পড়ানো যায়।
দেশ চালানো যায় না।
২| ০২ রা এপ্রিল, ২০২১ রাত ১:০১
সুখী এলিয়েন বলেছেন: খুবই হতাশাজনক।
০২ রা এপ্রিল, ২০২১ দুপুর ১:৫০
রাজীব নুর বলেছেন: হ্যা এটাই আমার দেশ।
৩| ০২ রা এপ্রিল, ২০২১ রাত ১:৩৭
মরুভূমির জলদস্যু বলেছেন: ১০। করোনা বেড়েছে ২০৫টি দেশে, পরিবহনের ভাড়া বেড়েছে ১টি দেশে।
এই হচ্ছে আমার সোনার বাংলা
০২ রা এপ্রিল, ২০২১ দুপুর ১:৫১
রাজীব নুর বলেছেন: এই দেশ পচে গলে নষ্ট হয়ে গেছে। পারলে উন্নত কোনো দেশে যান।
৪| ০২ রা এপ্রিল, ২০২১ রাত ৩:৪২
নুরুলইসলা০৬০৪ বলেছেন:
২,তিস্তা প্রকল্প বাস্তবায়নের পর ভারতই চাইবে তিস্তা চুক্তি করতে।
৪,স্পষ্টবাদী হতে হলে অভদ্র হতে হবে কেন?
৬,ভারতের এতো লোক কোথায় চাকরি করে,কারা তাদের চাকরি দেয়।
৯,করোনায় মানুষ কিছুটা আত্মকেন্দ্রিক হয়েছে,সরকারী নিয়ন্ত্রন একটু বেড়েছে, আরো বাড়ানো উচিত ছিল।
১০, সে আমাদের বাংলাদেশ
০২ রা এপ্রিল, ২০২১ দুপুর ১:৫১
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের উত্তর দেওয়ার জন্য।
৫| ০২ রা এপ্রিল, ২০২১ সকাল ৯:২৬
রাস্তাফুলিশ বলেছেন: ১। এদের কথা নিয়ে এতো ভাবার কী আছে?
২। মমতা আসলে ফাকা থাকবে, বিজেপি হলে হিন্দি, উদবাস্তু সবই আসবে
৪। যখন আসল সময় আসবে তখন দেখা যাবে
৬। এটা তো তাদের দোষ তারা ভারতে গিয়ে চাকরি নিতে পারেনা
৯। আগের নিষ্ঠুরতা বেড়িয়ে এসেছে
১০। পরিবহন অনশন করি চলেন
০২ রা এপ্রিল, ২০২১ দুপুর ১:৫২
রাজীব নুর বলেছেন: ভালো বলেছেন।
৬| ০২ রা এপ্রিল, ২০২১ সকাল ১০:০৫
কানিজ রিনা বলেছেন: স্পষ্টবাদী হতে হলে অভদ্র হতে হবে কেন? স্পষ্টবাদী কখনো কখনো অভদ্র হয় যদি জ্ঞান প্রজ্ঞা না থাকে।
যেমন নুরুলইসলা০০০ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে কটুক্তি অশ্লীল ভাষা ব্যবহার করে।
প্রতিটা নাস্তিক মূর্খের শামিল যারা অশ্লীল ভাষা দিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম কে অপমান করে।
একজন মহামানব মহা প্রজ্ঞাবান সাঃ আঃ যিনি শ্রেষ্ঠ আইন প্রণেতা, যার নাম পৃথিবীর উত্তর হতে দক্ষিণ, পূর্ব হতে পশ্চিম এমন কোন স্থান বাদ নাই যার নাম উচ্চরিত হয়না।
গুগোল ঊইকিপিডিয়ায় চাপ দিলেই জানতে পারা যায়
পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তাকে নিয়ে অশ্লীল ভাষা ব্যবহারকারী মূর্খ ছাড়া আর কিছু নয়।
ভারতের ২০ লাখ লোক বাংলাদেশে চাকরি করে, যেমন করে চীন জাপান কোরিয়া ও আরো অনেক দেশের শিক্ষিত অশিক্ষিত ইঞ্জিনিয়ার ডাক্তার। কারণ বাংলাদেশে গার্মেন্টস ইন্ডাস্ট্রি আছে। কিন্তু আমাদের দেশের শিক্ষিত অশিক্ষিত অনেক অনেক বেকার।
আমাদের দেশের বেকাররা বিদেশে যায় চাকরি করতে পড়ালেখা করতে। কিন্তু সুপরিকল্পিত নিয়ম এর অভাবে
আমাদের দেশের শিক্ষিত ছেলেরা বেকার। ধন্যবাদ।
০২ রা এপ্রিল, ২০২১ দুপুর ১:৫৪
রাজীব নুর বলেছেন: আপনার মন্তব্য পড়ে মনে হচ্ছে আপনি রেগে আছেন।
৭| ০২ রা এপ্রিল, ২০২১ সকাল ১০:৩১
ইসিয়াক বলেছেন: ন্যায্য মূল্যের ট্রাক থেকে জিনিস কেনার জন্য লাইনে দাড়ালে লজ্জা পেতে হবে কেন?
০২ রা এপ্রিল, ২০২১ দুপুর ১:৫৫
রাজীব নুর বলেছেন: মধ্যবিত্ত সেন্টিমেন্ট।
৮| ০২ রা এপ্রিল, ২০২১ সকাল ১০:৩৪
ইসিয়াক বলেছেন: ৪ নম্বরটা ভালো লাগছে।
০২ রা এপ্রিল, ২০২১ দুপুর ১:৫৫
রাজীব নুর বলেছেন: অশেষ শুকরিয়া।
৯| ০২ রা এপ্রিল, ২০২১ দুপুর ১:৫৫
চাঁপাডাঙার চান্দু বলেছেন: প্রধানমন্ত্রী তো ট্রাম্পের মতো বলতে পারতেন স্যানিটাইজার দিয়ে ফুসফুস ধৌত করতে, কিন্তু বুদ্ধিমতি বলেই বলেন নাই। তবে উনি তার ফর্মুলাটা মুফতি ইব্রাহিমের সূত্র দিয়ে পরীক্ষা করিয়ে নিতে পারেন। এতে যেমন দেশের মানুষ সুস্থ্য থাকবে আর হেফাজতপন্থীদের সাথে সম্পর্কটাও আবার জোড়া লাগবে।
আর ভাই, ইন্ডিয়ার ইস্যুগুলোর ব্যাপারে আমার প্রশ্ন হচ্ছে গত ১৩ বছরে ইন্ডিয়ার সাথে কি কি দ্বিপাক্ষিক চুক্তি হয়েছে তা কি কোথাও প্রকাশিত হয়েছে? শুধু প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে জানতে পারছি বাংলাদেশ ইন্ডিয়াকে এতো কিছু দিয়েছে যে তারা কখনো অস্বীকার করতে পারবে না। আগে একজন ব্লগার জ্বীন পালতেন, উনি থাকলে হয়তো জেনে দিতে পারতেন তিস্তায় পানি কবে আসবে।
০২ রা এপ্রিল, ২০২১ রাত ৯:০৮
রাজীব নুর বলেছেন: শুধু চুপ করে দেখে যান।
১০| ০২ রা এপ্রিল, ২০২১ রাত ১১:৩৫
এমেরিকা বলেছেন: লাল ছাগল, যদি বাপের বৈধ সন্তান হয়ে থাকিস, নিচের লিঙ্কে আমার ২৫ নং প্রশ্নের জবাব দিয়ে আয়। রাজীব নুর, আপনার জ্ঞানী লাল ছাগলের জ্ঞান যচাই করুন। উনার মায়ের চরিত্রের পরীক্ষা নেয়া হচ্ছে।
০৩ রা এপ্রিল, ২০২১ সকাল ১১:৫৯
রাজীব নুর বলেছেন: খুবই কটু এবং বাজে মন্তব্য করেছেন।
প্লীজ ব্লগের পরিবেশ সুন্দর রাখুন।
১১| ০২ রা এপ্রিল, ২০২১ রাত ১১:৩৬
এমেরিকা বলেছেন: Click This Link
০৩ রা এপ্রিল, ২০২১ দুপুর ১২:০০
রাজীব নুর বলেছেন: চাঁদগাজির পোষ্টের লিংক দিয়েছেন।
©somewhere in net ltd.
১| ০২ রা এপ্রিল, ২০২১ রাত ১২:৫৭
চাঁদগাজী বলেছেন:
৬ নং:
শিক্ষিত ছেলেমেয়েরা বেকার, দেশে ভারতীয়রা চাকুরী করে, চীনারা ইন্ফ্রাষ্ট্রাকচার গড়ে; শেখ হাসিনা হয়তো সবচেয়ে কমবুদ্ধিমান বাংগালী।