নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
আমার যদি করোনা হয়। এবং আমি যদি করোনায় মারা যাই!
এই আতঙ্কটা আমার আছে। খুব ভালো করেই আছে। আমি মরে গেলে বিশ্বসংসারের কিছুই এসে যাবে না। কিন্তু আমার সংসারটা এলোমেলো হয়ে যাবে। আমার ছোট্র মেয়েটার সীমাহীন কষ্ট হবে। আমার আব্বা স্বাস্থ্যবান মানুষ ছিলেন। করোনায় মরে গেলো। প্রায় চার মাস হয়ে গেলো। সবাই ভালো থাকুক। সুস্থ থাকুক। এটাই প্রার্থনা করি।
গতকাল রাতে একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি।
স্বপ্নের কথাটা বলে নিই, তা না হলে ভুলে যাবো। দেখি, আমি একটা নৌকায় বসে আছি। চারিদিকে ঘন কুয়াশা। আশেপাশে আর কোথাও কেউ নেই। আমার নৌকা স্থির নয়। চলমান। অথচ কেউ বৈঠা বাইছে না। নৌকা চলছে অথচ কোথাও কোনো শব্দ নেই। নদীর কলকল ধ্বনি নেই। হঠাত মনে হলো- নদী চলছে না। থেমে আছে। আমার খুব ভয় করছিলো।
একবার এক শিক্ষিকা ছাত্রকে জিজ্ঞেস করলেন, তোর নাম কি?
ছাত্রঃ ঝিলম।
শিক্ষিকাঃ এইটা কেমন নাম?
ছাত্রঃ এটা পাকিস্তানের একটি নদীর নাম।
শিক্ষিকাঃ তোমার বাবা বাংলাদেশের কোন নদী খুজে পান নাই?
ছাত্রের বান্ধবীঃ ম্যাডাম, অর আব্বায় আড়িয়াল খা আর মাথাভাংগা সাজেস্ট করছিল কিন্তু ওর মায় শেষ পর্যন্ত রাজি হয় নাই!
মিয়ানমারে মৃত্যুর দীর্ঘ মিছিলঃ
গতকাল প্রায় ৭০ জন বিপ্লবীকে রাজপথে গুলি করে হত্যা করেছে আর্মি-পুলিশিরা। আজ সকালে ১৯ জনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড দেয় সামরিক বাহিনী। আজ দুপুরের পরে পুলিশ স্টেশনে হামলা করে ১৪ জন পুলিশকে হত্যা করে বিপ্লবী জনতা। এই করোনার মধ্যে মিয়ানমার কি শুরু করেছে? এরা কি মানুষ? সারা বিশ্ব কেমন এলোমেলো মনে হচ্ছে।
যখন আমাদের নিজের সাথে ভাল কিছু হয়,
আমরা বলি আমরা ভাল তাই আল্লাহ সাহায্য করছে। আর যখন খারাপ কিছু হয় তখন বলি আমরা ভাল, আল্লাহ তাঁর ভাল বান্দার পরীক্ষা নিচ্ছে। যখন অন্যের ভাল হয়, আমরা বলি আল্লাহ পাপীদের দুনিয়াতে ভাল রাখে! আর অন্যের খারাপ কিছু হলে বলি, আল্লাহ পাপের শাস্তি দিচ্ছে! মানুষ হওয়ার যোগ্যতা হতে পারত- সততা, বিশ্বস্ততা, নৈতিকতা, ন্যয়পরায়ণতা, সহিষ্ণুতা, আন্তরিকতা, মহানুভবতা, এইসব গুণের সমষ্টি অথবা সংখ্যাধিক্যের প্রাধান্য অথচ আমরা একটা আকৃতি নির্ধারণ করে নিয়েছি!
১১ ই এপ্রিল, ২০২১ রাত ১২:০৫
রাজীব নুর বলেছেন: হ্যা দেশের খবরও জানি। দম বন্ধ হয়ে আসে আমার।
২| ১০ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:০১
নুরুলইসলা০৬০৪ বলেছেন: শেষের কয়েকটা লাইন বহুবার বহু জনের কাছে শুনেছি।মানুষ সুবিধাবাদী,তাই ইনিয়ে বিনিয়ে নিজের পক্ষে কথা বলে।তাছাড়া এই কথাগুলো বলতে কোন চিন্তা করতে হয়না,কোন কারন খুঁজতে হয় না,কোন বিচার বিশ্লেষণ করতে হয় না।পুরো বিষয়টা আল্লার উপর ছেড়ে দিলেই হয়ে গেল।
সাবধানতা অবলম্বন ছাড়া কোন পথ নেই।ইতিবাচক চিন্তা করুন।
১১ ই এপ্রিল, ২০২১ রাত ১২:০৮
রাজীব নুর বলেছেন: এই দেশে থেকে ইতিবাচক চিন্তা করা যায় না।
৩| ১০ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:০৭
মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন: মৃত্যু ভয় থাকা ভাল তাতে বেঁচে থাকার ইচ্ছা প্রবল হয়।
১১ ই এপ্রিল, ২০২১ রাত ১২:০৯
রাজীব নুর বলেছেন: আমার বেঁচে থাকা দরকার। আমার পরিবারের জন্য।
৪| ১০ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:২৬
সুখী এলিয়েন বলেছেন: ঝিলম নামটা সুন্দর।
১১ ই এপ্রিল, ২০২১ রাত ১২:০৯
রাজীব নুর বলেছেন: হুম।
৫| ১০ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৪১
চাঁদগাজী বলেছেন:
বার্মার অবস্হা দেখে ব্লগারেরা জিয়া ও এরশাদকে কিছুটা বুঝতে যদি পারে।
১১ ই এপ্রিল, ২০২১ রাত ১২:১০
রাজীব নুর বলেছেন: না সেটা বুঝবে না।
৬| ১০ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৪৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
দূর হ' সামরিকক শাসন!!
১১ ই এপ্রিল, ২০২১ রাত ১২:১২
রাজীব নুর বলেছেন: হলে ভালৈ হতো।
©somewhere in net ltd.
১| ১০ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:২৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মৃত্যুভয় থাকা ভালো তাতে
পাপাচার কম হয়। আল্লাহকে
স্মরণ হয়।
আপনার স্বপ্নটা রোমান্টিক না।
আপনার স্বপ্নেতো অপ্সরারা থাকে
এবার করোনার ভয়ে আসে নাই নাকি?
আপনি মিয়ানমারের খবর নিচ্ছেন !
আমাদের দেশ করোনায় গত ২৪ ঘন্টায়
৭৭ জনের মুত্যু হয়েছে তা কি জানেন ?