নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

সূরা নাহল

১৪ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:২৫


বিসমিল্লাহির রাহমানির রাহিম।

সূরা নাহল কুরআনের ১৬ তম সূরা।
এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে এবং এর আয়াত সংখ্যা ১২৮টি। অনলাইনে সূরা নাহল পড়তে চাইলে সূরা নাহ্‌লকে বিশেষ কোন ভূমিকা ছাড়াই কঠোর শাস্তির সতর্কবাণী ও ভয়াবহ বিষয়বস্তু দ্বারা শুরু করা হয়েছে। এই সুরার ৬৮-৬৯ নম্বর আয়াতে মৌমাছি সম্পর্কে আলোচনা রয়েছে। রয়েছে মধুর উপকারিতার কথা। তাই নাহল বা মৌমাছি নামে এর নামকরণ হয়েছে। এ সুরায় মানুষের ওপর আল্লাহ প্রদত্ত অসংখ্য নিয়ামতের কথা তুলে ধরা হয়েছে। এ সুরার কেন্দ্রীয় আলোচনা শিরক, তাওহিদ ও নবীদের দাওয়াত ঘিরে। সুরাটির শেষ রুকুতে হজরত ইবরাহিম (আ.)-এর প্রসঙ্গ টেনে আনা হয়েছে।

আল্লাহ-তায়ালা ধর্মীয় নেতাদেরকে পৃথিবীতে নিজের প্রতিনিধি হিসেবে মনোনয়ন দিয়েছেন। সুরা নাহলের ৪৮ নম্বর আয়াতে মহান আল্লাহ প্রশ্ন করছেন: 'তারা কি আল্লাহর সৃষ্ট বস্তুগুলোকে দেখে না, যার ছায়া আল্লাহর প্রতি বিনীতভাবে সিজদাবনত থেকে ডান ও বাম দিকে ঝুঁকে পড়ে?' সুরা নাহলের ৬৫ নম্বর আয়াত থেকে পরবর্তী কয়েকটি আয়াতে মহান আল্লাহর নানা নেয়ামতের কথা এসেছে। প্রথমেই বলা হয়েছে, মহান আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ করেন এবং এর মাধ্যমে মৃত জমিনকে দান করেন জীবন। সুরা নাহলের ৯০ নম্বর আয়াতে সামাজিক ও নৈতিক বিষয়ে নির্দেশনা দিয়ে বলা হয়েছে: 'আল্লাহ ন্যায়পরায়ণতা, সদাচরণ এবং আত্মীয়-স্বজনকে দান করার আদেশ দেন এবং তিনি অশ্লীলতা, অসঙ্গত কাজ এবং অবাধ্যতা করতে বারণ করেন। তিনি তোমাদের উপদেশ দেন যাতে তোমরা স্মরণ রাখ।'

রাসূলুল্লাহ (সা.) এর কাছে এক সাহাবি তার ভাইয়ের অসুখের বিবরণ দিলে তিনি তাকে মধু পান করানোর পরামর্শ দেন। দ্বিতীয় দিনও এসে আবার সাহাবি বললেন- অসুখ বহাল রয়েছে। তিনি আবারো একই পরামর্শ দিলেন। তৃতীয় দিনও যখন সংবাদ এল যে, অসুখের কোনো পার্থক্য হয়নি, তখন রাসূলুল্লাহ (সা.) বললেন, আল্লাহর উক্তি নিঃসন্দেহে সত্য, তোমার ভাইয়ের পেট মিথ্যাবাদী। উদ্দেশ্য এই যে, ওষুধের কোনো দোষ নেই। রোগীর বিশেষ মেজাজের কারণে ওষুধ দ্রুত কাজ করেনি। এরপর রোগীকে আবার মধু পান করানো হয় এবং সে সুস্থ হয়ে উঠে।
সূরা নাহলের ৪৩ ও ৪৪ নম্বর আয়াতে বলা হয়েছে, 'আপনার পূর্বেও আমি প্রত্যাদেশসহ মানুষকেই তাদের প্রতি প্রেরণ করেছিলাম অতএব তোমরা যদি না জানো তাহলে জ্ঞানীদেরকে জিজ্ঞেস কর। আমি ( আপনার পূর্বের) পয়গম্বরদেরকে স্পষ্ট নিদর্শন ও ঐশী গ্রন্থসহ প্রেরণ করেছি, আপনার কাছে আমি ঐশী গ্রন্থ অবতীর্ণ করেছি, যাতে আপনি লোকদের সামনে ঐসব বিষয় বিবৃত করেন, যেগুলো তাদের প্রতি নাযিল করা হয়েছে, যাতে তারা চিন্তা-ভাবনা করে।'

শত্রুরা রাসূল (সা.)- এর ওপর যে সব অপবাদ দিত তার একটি ছিলঃ রাসূল (সা.)-এর একজন শিক্ষক আছেন, যিনি তাঁকে আয়াত শিক্ষা দিতেন এবং রাসূল (সা.) ওই আয়াত আল্লাহর বাণী হিসেবে প্রচার করতেন। সে আলোচনার ধারাবাহিকতায় আল্লাহ বলেন: যে ব্যক্তি কাফের সে পথভ্রষ্ট, তার পক্ষে সঠিক পথের দিশা পাওয়া সম্ভব নয়। তাই তার কাছ থেকে হেদায়েতের বার্তা বিশ্বনবীর কাছে যেতে পারে না। কারণ, পবিত্র কুরআন হচ্ছে হেদায়েতের আলোকবর্তিকা এবং মানুষ এটি অনুসরণ করে মহাসাফল্য অর্জন করতে পারে। কাজেই যে ব্যক্তি নিজে এই মহাসাফল্য অর্জনের সুযোগ পায়নি সে কিভাবে রাসূল (সা.)-এর শিক্ষক হবে?

গ্রন্থপঞ্জী
পবিত্র কুরআনুল কারিম
তাফসিরে তাবারী
তাফসিরে ইবনে কাছির
তাফসিরে মা’রেফুল কুরআন
তাফসির ফি যিলালিল কুরআন
তাফসিরে রাহমানী
সহিহ আল বোখারী
সহিহ আল মুসলিম
ফাতহুল কাদির
এ’লামুল মুওয়াক্কেঈ’ন
মু’জামুল ওয়াসিত অভিধান
উইকিপিডিয়া

আগের পোষ্ট গুলোঃ
১। সূরা আল ফাতিহা
২। সূরা বাকারা
৩। সূরা আল ইমরান
৪। সূরা আন নিসা
৫। সূরা মায়েদা
৬। সুরা আন’য়াম
৭। সূরা আল আরাফ
৮। সূরা আনফাল
৯। সূরা আত-তাওবা
১০। সূরা ইউনুস
১১। সূরা হুদ
১২। সূরা ইউসুফ
১৩। সূরা রাদ
১৪। সূরা ইবরাহীম
১৫। সূরা হিজর

মন্তব্য ২৮ টি রেটিং +০/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:৩১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

ইসলামের পথে আপনার পরিশ্রমকে
মহান আল্লাহতালা কবুল করুন এবং
এর জন্য উত্তম পুরস্কার দান করুন। আমিন

১৪ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:৩৬

রাজীব নুর বলেছেন: এর জন্য আমি কোনো পুরস্কার চাই না।

২| ১৫ ই এপ্রিল, ২০২১ রাত ২:৪৮

নুরুলইসলা০৬০৪ বলেছেন: কোরানের অসংখ্য আয়াত বিজ্ঞান বিরোধী।নাহলেওর ৬৬ নং আয়াতটি তার একটি।
তোমাদের জন্য চতুষ্পদ জন্তুদের মধ্যে চিন্তা করার অবকাশ রয়েছে।আমি তোমাদের পান করাই তাদের উদরস্থিত বস্তুসমুহের মধ্যে থেকে গোবর ও রক্ত নিঃসৃত দুগ্ধ যা পানকারীদের জন্য উপাদেয়।১৬:৬৬

১৫ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:০১

রাজীব নুর বলেছেন: আপনার কথায় লজিক আছে।

৩| ১৫ ই এপ্রিল, ২০২১ সকাল ৮:০৫

লাতিনো বলেছেন:

ওরে লাল ছাগল, তোর বাবা মায়ের দোহাই লাগে, ল্যাদানি বন্ধ কর।

১৫ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:০২

রাজীব নুর বলেছেন: লাতিনো মানে কি?

৪| ১৫ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:১১

লাতিনো বলেছেন: লাল ছাগলকে জিজ্ঞেস করুন "গোবর ও রক্ত নিঃসৃত দুগ্ধ" শব্দটার মানে কি? এই অনুবাদ সে কই পাইছে?

১৫ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:৫৬

রাজীব নুর বলেছেন: জনাব আপনার পড়া শোনা হয়তো কম।
আর উনি অনেক পড়ুয়া মানুষ। অভিজ্ঞ মানুষ।

৫| ১৫ ই এপ্রিল, ২০২১ দুপুর ২:০০

লাতিনো বলেছেন: পড়ুয়া অভিজ্ঞ ছাগ্লাকে জিজ্ঞেস করুন তো, কুরআনের কোন অনুবাদ বইয়ে তিনি এরকম অনুবাদ পেয়েছেন? যদি আশানুরূপ উত্তর না পাই, তাইলে বুইড়া ছাগলের খবর আছে!

১৫ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:৪০

রাজীব নুর বলেছেন: ব্লগিং আপনার জন্য না।

৬| ১৬ ই এপ্রিল, ২০২১ ভোর ৬:৫২

লাতিনো বলেছেন: বুঝলাম, বলোগ আপনেগো মত ছাগ্লা টাইপ গিয়ানী (!) দের জন্য। তো আপ্নের দোস্ত্ রে কন না ভালো হইয়া যাইতে!

১৬ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:৫৩

রাজীব নুর বলেছেন: আগে আপনি ভালো হোন।

৭| ১৬ ই এপ্রিল, ২০২১ দুপুর ২:৫৯

লাতিনো বলেছেন: হেয় ভালা অইলে আমি এম্নে এম্নে ভালা অইয়া যামুগা। হ্যারে কন ছাগ্লামি ছাইড়া বালা অইয়া যাইতে।

১৬ ই এপ্রিল, ২০২১ রাত ১০:০৭

রাজীব নুর বলেছেন: এত এত ব্লগার থাকতে আমি তাঁর পেছনে লাগলেন কেন??

৮| ১৭ ই এপ্রিল, ২০২১ সকাল ৭:২৫

লাতিনো বলেছেন: আর কেউ আমার মাথা গরম করেনা। এই লাল ছাগলের মন্তব্য পড়লেই মাথা গরম হয়ে যায় আর মনে হয়, কন মানুষ এই ছাগলের জন্ম দিয়েছে!

১৭ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:৫৯

রাজীব নুর বলেছেন: অযথাই আপনি উত্তেজিত হচ্ছেন।

৯| ১৭ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:০৬

লাতিনো বলেছেন: আপনার বাবা মা নিয়ে কেউ খারাপ কথা বললে আপনি কি শান্ত থাকবেন?

১৭ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:৫৭

রাজীব নুর বলেছেন: দেখুন প্রায় চার মাস আগে আমার বাবা মারা গেছেন।
এখন মা বেশ অসুস্থ।

তারপরও কেউ যদি মা বাবাকে গালি দেয়। আমি তাকে বুঝাবো। না বুঝ মানলে নাই। তাঁর জন্য ঝগড়া করবো না।

১০| ১৭ ই এপ্রিল, ২০২১ দুপুর ২:১৯

লাতিনো বলেছেন: আপনি ভালো মানুষ তাই বুঝাবেন। আমি ধার্মিক মানুষ তো, তাই অত ভালো না। আমার মা বাবাকে নিয়ে কেউ খারাপ কথা বললে আগে কানশা পট্টি গরম করব, তারপর মেজাজ ঠান্ডা হলে হাত ধরে বলব, কাজটা ভালো করিসনি। লাল ছাগলকে তো আর সামনে পাইনা, তাই এরকম উত্তেজিত মন্তব্য করি।

১৭ ই এপ্রিল, ২০২১ দুপুর ২:২১

রাজীব নুর বলেছেন: আপনি উত্তেজিত। আপনাকে শান্ত হতে হবে।

১১| ১৭ ই এপ্রিল, ২০২১ দুপুর ২:২৪

লাতিনো বলেছেন: আমি শান্তই আছি, যতক্ষণ না লাল ছাগল অথবা হাইব্রিড ছাগল আজেবাজে কোন মন্তব্য না করছে।

১৭ ই এপ্রিল, ২০২১ দুপুর ২:৫১

রাজীব নুর বলেছেন: মানুষ কি করবে না করবে সবই পূর্ব নির্ধারিত।

১২| ১৭ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:৩২

লাতিনো বলেছেন: এটা আবার আপনাকে কোন ছাগলে বলল? আপনি ছাগলদের বাদ দিন। মানুষের সাথে জ্ঞান বিনিময় করুন।

১৭ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:৫২

রাজীব নুর বলেছেন: মনে হচ্ছে আপনি অনেক পন্ডিত। অনেক জানেন। অনেক বুঝেন।

১৩| ১৮ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:২৬

লাতিনো বলেছেন: কোনটা ভুল, কোনটা ভুল - সেটা অন্তত জানি। আপনি জানেন না। কে একজন বলল মানুষ কি করবে না করবে সবই পূর্ব নির্ধারিত, আপনি মেনে নিয়ে তা আবার প্রচার করা শুরু করেছেন। তাই বলছি, সত্য জানুন - কেউ আপনাকে বিভ্রান্ত করতে পারবেনা।

১৮ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:১২

রাজীব নুর বলেছেন: এই নোংরা দেশে আমি থাকব না। আমি আমার পরিবার নিয়ে চলে যাবো।

১৪| ১৯ শে এপ্রিল, ২০২১ ভোর ৬:৪০

লাতিনো বলেছেন: কেন এই দেশটা আবার দোষ করল কি? আপনার পরিবার নিয়ে কোন দেশে যেতে চান? কন দেশ আপনাকে এত সম্মান দিয়ে রাখবে?

১৯ শে এপ্রিল, ২০২১ দুপুর ১:৪৭

রাজীব নুর বলেছেন: দেখি। কই যাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.