নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

সারা দেশ লকডাউন, সাধারণ মানুষ যা ভাবছেন

১৪ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:১২

ছবিঃ ১ বৈশাখ ১৪২৮, ১ রমজান ১৪৪২, ১৪ এপ্রিল ২০২১। সকাল সাড়ে দশটা। রাজধানীর খিলক্ষেত ফুটওভার ব্রিজ থেকে বিমানবন্দর সড়ক। লকডাউন।

১। এই লকডাউনে গণমাধ্যম কর্মীদের মতো ডাক্তার ও ব্যাংকারদের আইডি কার্ডকে মুভমেন্ট পাস হিসেবে গন্য করা হোক।

২। বাঙা‌লি মুসলমা‌নের হারাম-হালালবোধ বড় অদ্ভুত: তারা শুধু শু‌য়ো‌রের মাংস‌কে হারাম ম‌নে ক‌রে, দুর্নী‌তি আর অনাচার‌কে ক‌রে না! অথচ শু‌য়ো‌রের মাংস খে‌লে কা‌রো কোন ক্ষ‌তিই হ‌তো না, দুর্নী‌তি-অনাচার অপ‌রের জন্য ভয়ানক ক্ষ‌তিকর!

৩। গত ২৪ ঘণ্টায় করোনায় দেশে ৯৬ জনের মৃত্যু হয়েছে। সতর্ক থাকুন। আর বলার কিছু নেই।

৪। বাংলা একাডেমির সভাপতি, সাবেক মহাপরিচালক লেখক, গবেষক, ফোকলোরবিদ শামসুজ্জামান খান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

৫। বিশ্বের সকল দেশে সকলেরই সময়টা খুব খারাপ যাচ্ছে। হে পরমকরুণাময়; হে সৃষ্টিকর্তা, হে আল্লাহতালা আপনি সকলকে ভালো রাখুন, শান্তিতে রাখুন; সুস্থ রাখুন।

৬। খরায় পুড়ছে দেশ।নলকুপের পানি উঠছে না। পানির কস্টে জীবন জীবিকার নাভিশ্বাস। গাছ বিবর্ন। ফসলের উপর জলবায়ু পরিবর্তন এর মারাত্মক অভিঘাত।

৭। করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মতিন খসরু। তিনি ছিলেন রণাঙ্গনের একজন বীর মুক্তিযোদ্ধা। বর্তমান সংসদ সদস্যসহ তিনি মোট পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

৮। যতদূর বুঝতে পারছি গত বছরের চেয়ে এ বছরের লকডাউন কঠিন হচ্ছে। সকাল থেকে লক্ষ্য করে দেখলাম, আমাদের বসার সামনের ব্যস্ত রাস্তাটায় একটা গাড়িও চলেনি। দু/চারটা রিকশা চলছে। লোকজনের চলাচল খুবই কম।

৯। রোজা না রেখে একটা পাপ করেছি, ইফতার না করে আরেকটা পাপ করতে চাই না। বেশি পাপ করা ভালো না।

১০। রোজা ও লকডাউন হওয়ায় পহেলা বৈশাখে ধরা খাইছে ইলিশ ব্যবসায়ীরা। আর এক গ্রুপ আছে যারা ধরা খাইছে, নাম বলা নিষেধ।

মন্তব্য ২৪ টি রেটিং +২/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:১৪

চাঁদগাজী বলেছেন:



গার্মেন্টস খোলা?

১৫ ই এপ্রিল, ২০২১ রাত ১২:০৭

রাজীব নুর বলেছেন: না।

২| ১৪ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৫৩

মেরুভাল্লুক বলেছেন: ২ নাম্বারটা ভাল লেগেছে, ৯ নাম্বারটা কি আপনার চিন্তা ভাবনা??

১৫ ই এপ্রিল, ২০২১ রাত ১২:০৭

রাজীব নুর বলেছেন: ঠিক ধরেছেন।

৩| ১৪ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:০৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনার মাথায় এত ভাবনা
আসে কই থেইক্কা !!
বিন্তা ভাব্না বাদ দিয়ে
দুই পরীর দিকে খেয়াল
দিন।

১৫ ই এপ্রিল, ২০২১ রাত ১২:০৮

রাজীব নুর বলেছেন: হ্যা খেয়াল রাখি।

৪| ১৪ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৪৭

আমি রানা বলেছেন: লকডাউন ও পালন করছেন, আবার রাস্তায় নেমে ছবিও তুলছেন। ইফতারটা করা না করা পাপ দেখিনা, কারন রোজার দুই মাস পর থেকে চনা-মুরি সন্ধ্যার জনপ্রিয় খাবার। ২ নম্বরটা খাটি কথা বলেছেন।

১৫ ই এপ্রিল, ২০২১ রাত ১২:০৯

রাজীব নুর বলেছেন: প্রয়োজনে বাইরে যেতে হয়। ইফতার করলে সোয়াব পাওয়া যায়।

৫| ১৪ ই এপ্রিল, ২০২১ রাত ১০:১৭

নুরুলইসলা০৬০৪ বলেছেন: শেখ হাসিনা করোনা থেকে রক্ষার দায়িত্ব আল্লাহ তালার উপর ছেড়ে দিয়েছেন এবং সকল কে দোয়া করতে বলেছেন এবং ভরসা করতে বলেছেন।এর পর আর চিন্তা থাকার কথা না।
রোজার পরে মৃত্যু হার বাড়তে পারে,কারন লোকের ইমিউনিটি কমে যেতে পারে।২ নং চিন্তার বিষয়।রোজা রাখার যে উপকারিতা সেটা রাতে রাখলেও হবে কেবল সওয়াব হবে না।

১৫ ই এপ্রিল, ২০২১ রাত ১২:১১

রাজীব নুর বলেছেন: রোজা রাখার দরকার কি?
এই বছর রোজা না রাখলে কিছু যাবে আসবে না। আগে তো বাঁচতে হবে। এখন সময় হলো পুষ্টিকর খাবার খেয়ে শক্তি সঞ্চয় করা।

৬| ১৪ ই এপ্রিল, ২০২১ রাত ১০:৫২

বিদ্রোহী সিপাহী বলেছেন: দুর্নীতি আর অনাচার সমাজকে ধ্বংস করে দেয়ার জন্য যঘেষ্ট। সুশিক্ষায় শিক্ষিত জাতির জীবন থেকে এই রোগগুলো দূরে থাকে। @চাঁদগাজী ভাই, গার্মেন্টস খোলা তবে আজকে ১লা বৈশাখের বন্ধ দিয়েছিল। বড় একটা প্লাষ্টিক ফ্যাক্টরী এই ১লা বৈশাখেও খোলা দেখলাম। হয়ত কাজের চাপ বেশী!

১৫ ই এপ্রিল, ২০২১ রাত ১২:১৫

রাজীব নুর বলেছেন: তবে আজ ঢাকা শহরে কঠিন লকডাউন হয়েছে।

৭| ১৫ ই এপ্রিল, ২০২১ সকাল ৭:৪০

লাতিনো বলেছেন: ইফতার করলে সওয়াব, কিন্তু না করলে কোন পাপ নেই।

তাই আপনার পয়েন্ট হওয়া উচিত ছিল, "রোজা না রেখে একটা পাপ করেছি, কিন্তু ইফতার না করে একটা পুণ্য থেকে বঞ্চিত হতে চাইনা"। যদিও রোজা না রেখে ইফতার করলে কোন পুণ্য নেই।

আপনার মধ্যে ইদানিং আল্লাহ্‌র আদেশ পালনে ঘোষণা দিয়ে অস্বীকার করার একটা প্রবণতা দেখে দিয়েছে। এটা করে কি আনন্দ পান? পাপ করলে গোপন করতে হয় - এটা জানেন না?

১৫ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:০০

রাজীব নুর বলেছেন: আমি কোনো পাপ করছি না। চুরী, ডাকাতি, দূর্নীতি বা কারো ক্ষতি করছি না।

৮| ১৫ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:১৩

লাতিনো বলেছেন: আল্লাহর আদেশ অমান্য করা পাপ। আমাদের দেশের ৯০% মানুষের কাছে এটা পাপ। কাজেই এই ৯০% মানুষের চিন্তা চেতনা বিশ্বাসের প্রতি যদি শ্রদ্ধাবোধ থাকে, তাহলে এ ধরণের পাপের ঘোষণা করা বাদ দিন।

১৫ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:৫৬

রাজীব নুর বলেছেন: আমি আমার বিশ্বাসের প্রতি অটল।

৯| ১৫ ই এপ্রিল, ২০২১ দুপুর ২:০১

লাতিনো বলেছেন: জ্বিনা! আপনি হচ্ছেন ব্লগের এরশাদ। সকালে এক কথা বলেন, আবার বিকালে এক কথা। যার কথারই ঠিক নেই, তার আবার বিশ্বাসের ঠিক থাকে কি করে?

১৫ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:৩৮

রাজীব নুর বলেছেন: আপনার বুঝার ভুল। আমি আমার জায়গাতে ঠিক আছি। স্থির আছি।

১০| ১৫ ই এপ্রিল, ২০২১ দুপুর ২:২৫

অশুভ বলেছেন: "সাধারণ মানুষ যা ভাবছেন" শিরোনামে আপনার আরও অনেকগুলো লেখা পড়েছি। আগের অধিকাংশ লেখায় সাধারণ মানুষের ভাবনার প্রতিফলন ছিলো বলে মনে হয়েছে। তবে আজকের লেখাটা পুরোটাই আপনার নিজস্ব ভাবনা (আমার ব্যক্তিগত মত)। অন্য কারো চিন্তা/ভাবনা নিজের বলে চালানো আর নিজের চিন্তা/ভাবনা অন্যের বলে চালানো দুইটাই গর্হিত কাজ।

১৫ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:৩৯

রাজীব নুর বলেছেন: গর্হিত কাজ কিভাবে?

১১| ১৫ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:২২

মোঃমোজাম হক বলেছেন: ইসলামকে দায়ি করা এখন মনে হয় ফ্যাসান হয়ে গিয়েছে।
রোজা রাখলে দুর্বল হবে তারপর করোনায় ধরবে :P

১৫ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:৩২

রাজীব নুর বলেছেন: ইসলামকে দায়ী করলে ইসলামের কিছুই যাবে আসবে না।

১২| ১৫ ই এপ্রিল, ২০২১ রাত ৮:৩৯

অনল চৌধুরী বলেছেন: বাঙা‌লি মুসলমা‌নের হারাম-হালালবোধ বড় অদ্ভুত: তারা শুধু শু‌য়ো‌রের মাংস‌কে হারাম ম‌নে ক‌রে, দুর্নী‌তি আর অনাচার‌কে ক‌রে না! অথচ শু‌য়ো‌রের মাংস খে‌লে কা‌রো কোন ক্ষ‌তিই হ‌তো না, দুর্নী‌তি-অনাচার অপ‌রের জন্য ভয়ানক ক্ষ‌তিকর!- ।একটা নীতিহীন, ভন্ড আর নষ্ট জাতির জন্য এটাই স্বাভাবিক।
এদের মানসিকতার স্তর নিকৃষ্ট স্তরের প্রাণীর সমতূল্য, যারা নিজেদের নোংরা স্বার্থ ছাড়া আর কিছু বোঝে না।
আমি মদও খাইনা, ঘুষও না।

১৬ ই এপ্রিল, ২০২১ রাত ১২:৪০

রাজীব নুর বলেছেন: মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.