নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১৯৪৭ সালে জাতিসংঘের ম্যান্ডেট অনুযায়ী আরব'রা যদি প্যালেস্টাইন ভাগ করত, আজকে জর্ডানের কাছ থেকে ইসরায়েলকে পশ্চিম তীর এবং জেরুজালেম দখল করতে হতো না। ক্রমে ক্রমে আরবরা আরো তিন টি যুদ্ধ করল এবং সব কয়টাতে ইসরায়েলের হাতে পরাজিত হলো। তবুও এদের অহংকার দেখ, এরা ইসরায়েলকে ভূমধ্যসাগরে ডুবিয়ে মারবেই। তো ইসরায়েল কি আরব দের কোলে তুলে রাখবে? হামাস এইসব ক্যানেস্তারা নিয়ে এখনো প্রতিজ্ঞা করে প্রতিটি ইসরায়েলি কে জবাই করে হত্যা করবে। ইসরায়েলকে জ্বালিয়ে দিবে। এরা যে এখনো কথা বলছে, তাও ইসরায়েলের দয়ায় বইকি।
পিএলও সঠিক পথে থেকে পশ্চিম তীরকে কি এমন এনে দিতে পেরেছে?
আল- আকসায় নিরস্ত্র ফিলিস্থিনিদের উপর নির্যাতনের জন্য প্রতিবাদ হিসাবে হামাস ইসরায়েলে রকেট হামলা করেছিলো, হামাস এমনি এমনি করে নাই, কিম্বা ইসরায়েলকে উস্কানিও দেয় নাই। বরং ইসরায়েল নিরস্ত্র ফিলিস্থিনিদের উপর হামলার মাধ্যমে হামাসকে রকেট হামলা করতে উস্কানি দিয়েছে। যুদ্ধে অংশ গ্রহনকারী কোন পক্ষই নিজেদের সামর্থকে ছোট করে প্রকাশ করে না।
৬০ এর দশকে ইসরায়েলের মত ছোট্ট একটি দেশ বিশ্ব মোড়লদের চোখ ফাঁকি দিয়ে রাতারাতি কিভাবে পারমানিক শক্তিতে সমৃদ্ধ হয়েছিলো? কারা সাহায্য করেছিলো? আরবরা তিনবার ইসরায়েলকে আক্রমন করেছিলো কিন্তু ইসরায়েল কি তখন একা একা যুদ্ধে করেছিলো? ছিলো তাদের মিত্র বাহিনী বৃটেনের অকৃত্তিম সহযোগিতা।
সমস্যা হলো কেউ নিজের ভুলটা চোখে দেখে না।
ইহুদি, খ্রিস্টান, হিন্দু, শিখ, ভারত, আমেরিকা ষড়যন্ত্র করছে? ফিলিস্তিনের কট্টর ইসলামপন্থী সংগঠন গুলোর মধ্যে সবচেয়ে বড় হামাস। ইসরাইল হতে পারে তথ্য, প্রযুক্তি, শিক্ষা দীক্ষা, বিজ্ঞান ও সমরাস্ত্রে ঈর্ষণীয় সফল একটি দেশ। কিন্তু যে দেশের ভিত্তি হচ্ছে মিথ্যা, প্রতারণা আর উগ্র ধর্মীয় সাম্প্রদায়িকতা, সে দেশ কখনোই নিজেকে শ্রেষ্ঠ বলে দাবি করতে পারে না। উভয়পক্ষকে আলোচনার টেবিলে এসে কিছুটা ছাড় দিয়ে হলেও এর সমাধান সম্ভব, কিন্তু দুপক্ষই তাদের নিজ নিজ স্বার্থে অটল। কেউ ছাড় দেবার মানসিকতায় নেই। ইজরায়েলের ভয়াল নিষ্ঠুর হাত থেকে মুক্ত হোক ফিলিস্তিন।
ফিলিস্তিন এর জনগন মনে হয় শান্তি চায় না।
তারা যদি শান্তি চাইতো তাহলে ইসরায়েলের সাথে হাত মিলাতো। বলতো আসো আমরা মিলেমিশে থাকি। ঝগড়া, মারামারি, কাটাকাটি করে আসলে কিছুই পাওয়া যায় না। দুই দেশ মিলে আরো বেশী শক্তিশালী হতে পারতো। ফিলিস্তিনের দুর্বলতা কাটিয়ে উঠতে সাহায্য করতো ইসরায়েল। সত্যি কথা ফিলিস্তিনের অবস্থা ভালো না। আফ্রিকার দরিদ্র দেশের মতো তাদের অবস্থা। এখন তারা যদি ইসরায়েলের সাথে হাত মিলায় তাহলে তাদের উন্নতি হবে। অন্তত তারা সুন্দর ভাবে বেঁচে থাকতে পারবে।
২১ শে মে, ২০২১ বিকাল ৪:২৬
রাজীব নুর বলেছেন: ইসরায়েল যুদ্ধ বিরতি দিয়েছে।
২| ২১ শে মে, ২০২১ দুপুর ২:৫৬
চাঁদগাজী বলেছেন:
হামাসকে গাজা থেকে বের করে দিলে, ইসরায়েল নিজেই সব ঠিক করে দেবে।
২১ শে মে, ২০২১ বিকাল ৪:২৭
রাজীব নুর বলেছেন: ইসরায়েল যুদ্ধ বিরতি দিয়েছে। হামাস বলছে এটা তাদের বিজয়। বিজয় কিভাবে হয় এটা আমি বুঝতে পারছি না।
৩| ২১ শে মে, ২০২১ দুপুর ২:৫৯
চাঁদগাজী বলেছেন:
ইসরায়েল ক্লান্ত হয়ে গেছে, ওরা হয়তো নিজেরা কোন ব্যবস্হা নেবে। পিএলও চুরি করছে, হামাস মানুষ মারছে; এরা কিছু করবে না।
২১ শে মে, ২০২১ বিকাল ৪:২৮
রাজীব নুর বলেছেন: হামাস রকেট মামালা করে ১২ জন মেরেছে।
৪| ২১ শে মে, ২০২১ বিকাল ৫:৪২
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:
৪৮ এ আরবরা যদি মেনেও নিতো, কিংবা এখন যদি ফিলিস্তিনিরা মেনেও নেয়, তবে কি ইসরাইল শান্ত থাকবে?
কক্ষনোই না, যেকোনো ছুতা ধরে তারা তাদের দখলদারিত্ব বজায় রাখবেই, এর সবচেয়ে বড় প্রামণ হচ্ছে ইসরাইলের পতাকা। তাদের পতাকার দুইপাশে দুটো নীল দাগ দিয়ে তারা বলছে নীল নদ এবং ফোরাতের মধ্যখানের ভূমি তারা দখল করবে। এর পরেও বিবেকবান মানুষ কিভাবে ইসরাইলের প্রোপাগান্ডা দেখে বিশ্বাস করে যে, আরব আর ফিলিস্তিনরা মেনে নিলেই ইসরাইল শান্ত হয়ে যাব!?
২১ শে মে, ২০২১ সন্ধ্যা ৬:০২
রাজীব নুর বলেছেন: মৃত্যুর চেয়ে সত্য নেই,
সত্যের কোনো মৃত্যু নেই।
৫| ২১ শে মে, ২০২১ বিকাল ৫:৪২
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:
৪৮ এ আরবরা যদি মেনেও নিতো, কিংবা এখন যদি ফিলিস্তিনিরা মেনেও নেয়, তবে কি ইসরাইল শান্ত থাকবে?
কক্ষনোই না, যেকোনো ছুতা ধরে তারা তাদের দখলদারিত্ব বজায় রাখবেই, এর সবচেয়ে বড় প্রামণ হচ্ছে ইসরাইলের পতাকা। তাদের পতাকার দুইপাশে দুটো নীল দাগ দিয়ে তারা বলছে নীল নদ এবং ফোরাতের মধ্যখানের ভূমি তারা দখল করবে। এর পরেও বিবেকবান মানুষ কিভাবে ইসরাইলের প্রোপাগান্ডা দেখে বিশ্বাস করে যে, আরব আর ফিলিস্তিনরা মেনে নিলেই ইসরাইল শান্ত হয়ে যাব!?
৬| ২১ শে মে, ২০২১ সন্ধ্যা ৭:৪৫
বিজন রয় বলেছেন: যুদ্ধ বিরতি স্থায়ী সমাধান নয়।
ওরা আবার লাগবে, তারপর আবার লাগবে। তারপর আবারও।
ওরা বাংলাদেশেও আছে। এখানেও লাগায়।
২১ শে মে, ২০২১ রাত ১১:৪১
রাজীব নুর বলেছেন: দুষ্টলোক সব জায়গায় আছে। মক্কা মদীনায়ও আছে।
৭| ২১ শে মে, ২০২১ রাত ৮:১৭
এস এম মামুন অর রশীদ বলেছেন: আপনার ভাঁড়ামি লেখাগুলো ভালো লাগে। এইসব সিরিয়াস জিনিস লিখে নিজের প্রতিভা ও সময় কষ্ট করবেন না।
২১ শে মে, ২০২১ রাত ১১:৪১
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
এরকম পোষ্ট লিখে আমিও মজা পাই না।
৮| ২১ শে মে, ২০২১ রাত ৯:০৩
সোনালী ঈগল২৭৪ বলেছেন: ১৯৪৮ সালে জাতিসংঘ বৈষম্যমূলকভাবে ফিলিস্তিনকে মুসলমান এবং ইহুদিদের মাঝে ভাগ করেছিল। যেখানে সংখ্যাগত ভাবে মুসলমানেরা ইহুদিদের থেকে কয়েকগুন বেশি থাকার পরেও তাদের ভূমির পরিমান কম দেয়া হয়। কোনো জনগোষ্ঠীকে তাদের স্বীকৃত নাহ অধিকার থেকে বঞ্চিত করলে সেটা কি তারা মেনে নেবে ????
ইসরাইলের বর্বরতার মূল কারণ হচ্ছে তাদের চরম ভীতিমূলক মানসিকতা। যেহেতু তাদের রাষ্ট্রের সৃষ্টি সম্পূর্ণভাবে ত্রুটিপূর্ণ ও পরবর্তীতে ফখলকরণের মাধ্যমে সম্প্রসারিত , তাই তাদের মনে সবসময়ই একটা ভীতি কাজ করে। সমান সমান ভিত্তিতে ইসরাইল এবং ফিলিস্তিন নামের দুই রাষ্ট্রীয় সমাধান ছাড়া এই সমস্যার নিরসন সম্ভব নয়।
২১ শে মে, ২০২১ রাত ১১:৪২
রাজীব নুর বলেছেন: সহমত।
৯| ২১ শে মে, ২০২১ রাত ১১:২৪
কামাল১৮ বলেছেন: ইসরাইলের দাবিদার তিন ধর্মের লোক।ইহুদি,খৃষ্টান ও মুসলমান।তিন ধর্মের নবীর মাঝে দুই ধর্মের নবীর জন্ম ইসরাইলে আর এক ধর্মের নবী স্বপ্নে কিছুক্ষনের জন্য ইসরাইল অবস্থান করেছিল এবং পুর্বের সমস্ত নবীদের সাথে নামাজ পড়েছিল।
এখন কোন নবীর উম্মতদের পাওনা ঐ জমি?
২১ শে মে, ২০২১ রাত ১১:৪৩
রাজীব নুর বলেছেন: হাদীসে নবিজি যা বলে গেছেন তাই তো হচ্ছে।
১০| ২২ শে মে, ২০২১ ভোর ৪:০৯
কামাল১৮ বলেছেন: কোন হাদিসে কি বলে গেছেন আর তাই ঘটছে।
২২ শে মে, ২০২১ দুপুর ১২:৩৫
রাজীব নুর বলেছেন: এই মুহুর্তে নাম ঠিকানা বলতে পারবো না।
১১| ২২ শে মে, ২০২১ দুপুর ২:৪০
ফড়িং-অনু বলেছেন: সহমত
২২ শে মে, ২০২১ সন্ধ্যা ৬:১২
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
©somewhere in net ltd.
১| ২১ শে মে, ২০২১ দুপুর ১:০৯
বিজন রয় বলেছেন: ইসরায়েল ফিলিস্তিনে শান্তি আসবে কবে?
কখনো আসবে না কখনো না।
হাজার বছরের ইতিহাস সেই কথাই বলে।
আরো অনেক কারণ আছে। বুঝে নিন।