নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

ভয়ের গল্প, ভুতের গল্প নয়

০৯ ই আগস্ট, ২০২১ দুপুর ২:০৬

ছবি- গুগল।

ইদানিং আমার খুব ভূতের ভয় হয়েছে।
অথচ এক সময় আমি খুব সাহসী ছিলাম। গ্রামে মধ্যরাত্রে একা পুকুর ঘাটে বসে থেকেছি ভোর পর্যন্ত। শিয়াল আমার পাশ দিয়ে চলে গেছে। চারপাশ অন্ধকার, সাথে ঝিঝি পোকা আর ব্যাঙের ডাক। গাছের ডালে প্যাঁচা বসে আছে। কি ভয়ানক তার চাহনি। কি ভয়ানক তার ডাক। সারারাত শ্মশানে বসে কার্ড খেলেছি। এবং গ্রামের কবরস্থানে আড্ডা দিয়েছি। রাতের বেলাতে কবরস্থানের গাছ থেকে আম পেড়েছি। কখনও কিছু টের পাইনি। ভয় লাগে নি মোটেও। এখন বয়স বাড়ছে, সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে ভয়।

আজকাল হঠাৎ মাঝরাতে ঘুম ভেঙ্গে যায়।
তখন, সামান্য টিকটিকি'র ডাকে বুকটা কেঁপে ওঠে। ঘরে দরজার কাছে মড়মড় শব্দ পাই। একটা শীতল বাতাস বয়ে যায়। রাস্তায় অনেক গুলো কুকুর একসাথে ঘেউ ঘেউ করে ওঠে। তখন বুকটা কেমন কেঁপে ওঠে। মনে হয়, কারা যেন ফিসফিস করে কথা বলছে। কেমন একটা ষড়যন্ত্রের গন্ধ পাই। গা টা কেমন ছমছম করে ওঠে। আমি বিছানায় শুয়ে থাকলেও টের পাই কে যেন ফ্রিজ থেকে ঠান্ডা পানির বোতল বের করে ডক ডক করে পানি খাচ্ছে। ভয়ে আমার গলা বুক শুকিয়ে যায়।

গতকাল রাতের ঘটনাটা বলি-
ভয়ানক একটা স্বপ্ন দেখে হঠাৎ ঘুম ভেঙ্গে গেল। মোবাইলে সময় দেখলাম- ২ টা ৫৫ মিনিট। পানি খাবো। মাঝরাতে ঘুম ভাঙলেই পানি খেতে ইচ্ছা করে। ফ্রিজ খুলে পানির বোতল বের করার সময় মনে হলো- কেউ একজন আমার পেছনে দাঁড়িয়ে আছে। বুড়ো মতো একটা লোক। আমি যেন তার নিশ্বাঃসের শব্দ পাচ্ছি। এর আগের দিনও হুট করে ঘুম ভেঙ্গে গেল। তখন রাত প্রায় তিনটা। ওয়াশরুমে যাবো। মনে হলো কমোডে বুড়ো মতোন কেউ একজন বসে আছে। সে এখন'ই আমার গলায় ছুরি চালাবে।

আমার বন্ধুদের মধ্যে আমিই সবচেয়ে সাহসী ছিলাম।
একবার আমার বন্ধুরা খবর আনলো সিপাইবাগের দিকে একটা ভূতের বাড়ি আছে। সেখানে কেউ গেলে আর ফিরে আসে না। আমি বললাম, আমি সেই বাড়িতে যাবো। বন্ধুরা বলল, তার আগে সাদা কাগজে লিখো- 'আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না'। আমি লিখলাম। তখন কলেজে নতুন ভর্তি হয়েছি। চেংড়া বয়স। বেজায় সাহস। এক ভোর সন্ধ্যায় গেলাম ভূতের বাড়িতে। দোতলা বাড়ি। বহু পুরোনো বাড়ি। দরজা জানালা কিছুই অবশিষ্ঠ নেই। পুরো বাড়িতে শ্যাওলা জমে আছে। কয়েক জায়গায় বট গাছ জন্মে গেছে। এক ঘন্টা সেই বাড়িতে অন্ধকারে বসে ছিলাম।

আমার ছোট বেলার একটা গল্প বলি।
তখন আমার বয়স ছয় বছর। গুলবাগের দিকে একটা পুরোনো বাড়ি আছে। অনেক বড় বাড়ি। নানান রকম গাছপালা দিয়ে ভরা। সেই বাড়িতে কেউ থাকে না। ঝিলপাড়ে ঘুড়ি উড়াচ্ছি বিকেলবেলা। হঠাত আমার ঘুড়ি কেটে গেলো। আমার একটাই ঘুড়ি। সেই ঘুড়ি উড়ে গিয়ে পড়লো সেই পুরোনো বাড়িতে। আমি উঁচু দেয়াল বেয়ে সেই বাড়িতে গেলাম।
একটা পেয়ারা গাছে ঘুড়িটা আটকে আছে। পেয়ারা গাছে উঠবো, তখন দেখি একটা মেয়ে। সাদা শাড়ি পরা। ব্লাউজ পরেনি। ভরাট বুক ফুটে আছে। খুব সুন্দর মেয়ে। বয়স ১৭/১৮ হবে। মেয়েটার মুখ খুব মায়াময়। মেয়েটা বলল, তুমি আমাদের বাড়িতে এসেছো। তোমাকে কি খেতে দেই! ঘরে তো কিছুই নেই। আমি বললাম, আমি কিছু খাবো না। আমার ঘুড়িটা নিয়েই চলে যাবো। মেয়েটা বলল, তুমি মেহমান। আসো তোমাকে দুধ খাওয়াই। বলেই মেয়েটা শাড়ির আচল সরিয়ে দিলো।

মন্তব্য ৩৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ০৯ ই আগস্ট, ২০২১ দুপুর ২:১১

মোঃমোজাম হক বলেছেন: ৬ বছর বয়স থেকেই আপনি পেকে গিয়েছিন ;)

০৯ ই আগস্ট, ২০২১ দুপুর ২:১৬

রাজীব নুর বলেছেন: না পাকিনি। খুব বোকা ছিলাম। ২৫ বছরের পড়ে গিয়ে আমার বুদ্ধি হয়েছে।
আমার আমলে তো মোবাইল ছিল না। ইন্টারনেট ছিল না।

২| ০৯ ই আগস্ট, ২০২১ দুপুর ২:১৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: চাপা কম মারা ভালো।

০৯ ই আগস্ট, ২০২১ দুপুর ২:২০

রাজীব নুর বলেছেন: আল্লাহর কসম। চাপা না।

৩| ০৯ ই আগস্ট, ২০২১ দুপুর ২:২১

সাড়ে চুয়াত্তর বলেছেন: আল্লাহর বিরুদ্ধে লিখে ব্লগ ভরে ফেলেছেন। আবার বলেন আল্লাহর কসম।

০৯ ই আগস্ট, ২০২১ দুপুর ২:২৩

রাজীব নুর বলেছেন: আহ হা, এটা কথার কথা।
আচ্ছা, যান। তিন সত্যি। আকাশ, বাতাস আর মাটির কসম।

০৯ ই আগস্ট, ২০২১ দুপুর ২:২৮

রাজীব নুর বলেছেন: এটা ভুল বললেন। আমি ধর্ম নিয়ে লেখা বন্ধ করেছি টা প্রায় এক বছর হতে চলল।

৪| ০৯ ই আগস্ট, ২০২১ দুপুর ২:২৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: কতোটুক দুধ পান করেছিলেন?

০৯ ই আগস্ট, ২০২১ দুপুর ২:২৮

রাজীব নুর বলেছেন: সব কথা বলতে নেই।

৫| ০৯ ই আগস্ট, ২০২১ দুপুর ২:২৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনি পোস্টের শিরোনাম বদলে লেখেন 'হাসির গল্প, হাসের গল্প নয়'।

০৯ ই আগস্ট, ২০২১ দুপুর ২:২৮

রাজীব নুর বলেছেন: জ্বি। ভালো থাকুন।

৬| ০৯ ই আগস্ট, ২০২১ দুপুর ২:২৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: আচ্ছা পরিমান না বললেও স্বাদটা কেমন ছিল বলেন?

০৯ ই আগস্ট, ২০২১ বিকাল ৪:২৩

রাজীব নুর বলেছেন: আপনি আসলে ব্লগারদের বন্ধু সেজে ক্ষতি করেন। প্রত্যক্ষ এবং প্ররোক্ষ্য ভাবে।
আপনার বিষয়ে সাবধান থাকা উচিত।

৭| ০৯ ই আগস্ট, ২০২১ দুপুর ২:৪০

এভো বলেছেন: এই পোস্টার নাম করা উচিৎ ছিল --

ভয়ের গল্প, মামদো ভুতের গল্প নয়

তাহোলে ৭৪.৫০ সাহেব খুব খুশি হোতেন !) !)

০৯ ই আগস্ট, ২০২১ বিকাল ৪:২৩

রাজীব নুর বলেছেন: হ্যাঁ ঠিক আছে।

৮| ০৯ ই আগস্ট, ২০২১ বিকাল ৩:২৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: স্যার এভো সাহেব আমাদের জিবরাঈল (আ) ফেরেশতার নাম দিয়েছেন মামদো ভুত। অর্থাৎ আমাদের কোরআন অবতীর্ণ হয়েছিল মামদো ভুতের মাধ্যমে। ধর্ম সম্পর্কে যার এই ধরণের বিশ্বাস তার সাথে ধর্ম নিয়ে বিতর্ক করে মজা পাওয়া যায় না।

৯| ০৯ ই আগস্ট, ২০২১ বিকাল ৩:৪২

এভো বলেছেন: ৭৪.৫০ সাহেব --- মামদো ভূতের মাধ্যমে আমরা জানতে পেরেছিলাম , আপনি গত রাতে চক্ষু মিয়ার বাড়ীতে স্বর্ণ অলংকার সহ লক্ষ টাকার মালামাল চূরি করেছিলেন ।
এখন প্রমাণ করতে পারবেন মামদো ভূত বলে কিছু নেই :) :) :)

১০| ০৯ ই আগস্ট, ২০২১ বিকাল ৩:৪৮

মরুভূমির জলদস্যু বলেছেন: মনে হলো- কেউ একজন আমার পেছনে দাঁড়িয়ে আছে।
এইটা কমন, আমিও মাঝে মাঝে পাই এই ভয়।

লেখার শেষ অংশটা সত্যি নয়, গল্প।
৬ বছরের বাচ্চা ঝিলের ধারে ঘুড়ি উড়াতে যায় না!!! না হয় গেলোই।
তখন দেখি একটা মেয়ে। সাদা শাড়ি পরা। ব্লাউজ পরেনি। ভরাট বুক ফুটে আছে। খুব সুন্দর মেয়ে। বয়স ১৭/১৮ হবে। মেয়েটার মুখ খুব মায়াময়।
৬ বছরের ছেলের এই সব দেখার খেয়াল থাকে না!!! নায় থাকলোই।
৬ বছরের ছেলের ঐসব ঘটনা এতো ডিটেইলস মনে থাকে না!!! নায় থাকলোই???

০৯ ই আগস্ট, ২০২১ বিকাল ৪:২৪

রাজীব নুর বলেছেন: হা হা হা----

১১| ০৯ ই আগস্ট, ২০২১ বিকাল ৪:৩৮

কুশন বলেছেন: বাহ। চমৎকার।

১০ ই আগস্ট, ২০২১ দুপুর ২:৩৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১২| ০৯ ই আগস্ট, ২০২১ বিকাল ৪:৪৫

রানার ব্লগ বলেছেন: গল্প তো গল্পই একে সিরিয়াস নেয়ার কি আছে।

১০ ই আগস্ট, ২০২১ দুপুর ২:৩৩

রাজীব নুর বলেছেন: হ্যাঁ সেটাই।

১৩| ০৯ ই আগস্ট, ২০২১ বিকাল ৪:৫১

রক বেনন বলেছেন: আপনাকে এবং পরীকে গত রাত্রে স্বপ্নে দেখলাম।

১০ ই আগস্ট, ২০২১ দুপুর ২:৩৪

রাজীব নুর বলেছেন: বাহ!
কি দেখলেন?

১৪| ০৯ ই আগস্ট, ২০২১ বিকাল ৫:৪২

চাঁদগাজী বলেছেন:


আপনি ঢাকা শহরের প্রায় সব এলাকায় গিয়েছেন?

১০ ই আগস্ট, ২০২১ দুপুর ২:৩৫

রাজীব নুর বলেছেন: হ্যাঁ ঢাকা শহরের সব এলাকায় গিয়েছি।
পুরো ঢাকা শহর আমার মুখস্ত।
ক্লাশ নাইনে পড়ার সময় একটা সাইকেল কিনেছিলাম। তখন থেকেই সাইকেল দিয়ে পুরো ঢাকা শহর ঘুরে বেড়াতাম।

১৫| ০৯ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:১২

শেরজা তপন বলেছেন: :-B
ইদানিং কোন মানসিক চাপের মধ্য দিয়ে যাচ্ছেন। বেশ এলোমেলো খাপছাড়া লেখা লিখছেন!!!! B:-)

১০ ই আগস্ট, ২০২১ দুপুর ২:৩৬

রাজীব নুর বলেছেন: পরিবার থেকে চাপ দিচ্ছে টিকা দেওয়ার জন্য। এছাড়া অন্য কোনো চাপ নেই।

১৬| ০৯ ই আগস্ট, ২০২১ রাত ৯:২৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

আপনি অনেক সাহসী মানুষ। বিপদ কেটে যাবে। ধৈর্য ধরুন।

১০ ই আগস্ট, ২০২১ দুপুর ২:৩৬

রাজীব নুর বলেছেন: জ্বী। ধন্যবাদ।

১৭| ১০ ই আগস্ট, ২০২১ ভোর ৪:১৫

কামাল১৮ বলেছেন: আগে পিছুটান ছিলনা এখন পিছুটানের সাথে সাথে দায় দায়িত্ব বেড়েছে এটা একটা কারন হতে পারে ভয় বেড়ে যাবার।
গুলবাগে আমি কয়েক বছর ছিলাম মান্নান সাহেবের বাড়ীর পাশে।গুলবাগে মান্নান সাহেব পরিচিত লোক এবং বিক্রমপুরের।৭৫ থেকে ৮২ এই কয় বছর গুলবাগে ছিলাম।
আমি আজ পর্যন্ত এমন বন্ধু পাই নাই যে খুব সাহসী ছিল না।কারন,বলতে সাহসী হওয়া লাগে না।সাহসের কাক করতে সাহসী হওয়া লাগে।

১০ ই আগস্ট, ২০২১ দুপুর ২:৩৭

রাজীব নুর বলেছেন: আপনি শুধু বুদ্ধিমান না। প্রচুর জ্ঞানী মানুষ। আসলে জীবন সম্পর্কে আপনার অনেক অভিজ্ঞতা।

১৮| ১০ ই আগস্ট, ২০২১ বিকাল ৩:৩৩

বিটপি বলেছেন: আপনি কি ঘুড়িটা উদ্ধার করতে পেরেছিলেন, নাকি দুধ খেয়ে সব ভুলে গিয়েছিলেন?

১১ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:০৮

রাজীব নুর বলেছেন: দুধ খেয়েছি এই কথা কি আমি বলেছি/

১৯| ১১ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:২১

বিটপি বলেছেন: সেটাই তো জিজ্ঞেস করেছি। ঘুড়ি উদ্ধার করেছেন, নাকি দুধ খাওয়ার লোভে ভুলে গিয়েছিলেন?

১১ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:৪৪

রাজীব নুর বলেছেন: যাই হোক। এই বিষয়ে আমি মুখ খুলব না।

ভালো থাকুন। খুব সাবধান থাকুন। মাস্ক এবং হাত ধোঁয়া অব্যহত রাখুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.