নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

সহজকে সহ্জ রাখতে হলে শক্ত হতে হয়

১১ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:৪৮


ছবিঃ আমার তোলা।

শকুনদের জানোয়ার বা মানুষ ছিড়ে খেতে দেখেনি
এই সমাজ- বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন, সহকর্মী, প্রতিবেশী
চেনা পরিচিতদের মধ্যে অধিকাংশই শকুনদেরই মতো।
বড় বিলবোর্ডের গায়ে লেখা-
কলায় প্রাকৃতিক এন্টাসিড থাকে, বুক জ্বললে একটা কলা খান
মুখে কোনো কালো দাগ পড়লে কচি শসার রস মুখে লাগিয়ে
১৫ মিনিট রেখে ঠান্ডা পানিতে ধুয়ে নেবেন।

এই শহরে কোথাও যাওয়ার জায়গা নেই
থ্রি কমরেডস- এর মতন বন্ধু একজনও নেই
কোনো-কোনো সন্ধ্যায় খুব ইচ্ছা করে-
ঘরে না ফিরে, কোথাও বসে খুব আড্ডা দেই।
পুরো শহরটাকে একটা সবুজ ঘাসে ভরা মাঠ মনে করে-
এক রাস্তা থেকে আরেক রাস্তায় হাঁটতেই থাকি
নানান রকম চিন্তা-ভাবনা করতে করতে-
রাস্তার পাশের চায়ের দোকান থেকে চা খাই।

আমের মাঝখানটাতে থাকে আঁটি-
সেটা মিষ্টিও নয়, নরমও নয়, খাদ্যও নয়,
কিন্তু ঐ শক্তটাই সমস্ত আমের আশ্রয়।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১১ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:৫৫

চাঁদগাজী বলেছেন:


আমের থাকে আঁটি, মানুষের থাকে মাথা

১১ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:০৮

রাজীব নুর বলেছেন: হ্যাঁ তাই।
সব আম যেমন ভালো হয় না। তেমনি সব মানুষও ভালো হয় না।

২| ১১ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:২৪

কামাল১৮ বলেছেন: কলা খাওয়ার মতোই মন খারাপ লাগলে বন্ধুর প্রয়োজন হয়।

১২ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৪৬

রাজীব নুর বলেছেন: ভালো বন্ধু এক জিনিস যা কোথাও নেই।

৩| ১১ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:১২

মরুভূমির জলদস্যু বলেছেন: ইহা আধুনিক কবিতা


কলায় প্রাকৃতিক এন্টাসিড থাকে, বুক জ্বললে একটা কলা খান
মুখে কোনো কালো দাগ পড়লে কচি শসার রস মুখে লাগিয়ে
১৫ মিনিট রেখে ঠান্ডা পানিতে ধুয়ে নেবেন।

১২ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৪৭

রাজীব নুর বলেছেন: হ্যাঁ আধুনিক কবিতা।

৪| ১১ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৩১

*আলবার্ট আইনস্টাইন* বলেছেন: আমরা আম খাওয়ার পর আঁটিটাকে ছুড়ে ফেলে দেই কিংবা মাটির গভীরে অন্ধকারে প্রোথিত করি। বাস্তবতা।

১২ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৪৭

রাজীব নুর বলেছেন: হ্যাঁ বাস্তবতা।

৫| ১১ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৩৬

কালো যাদুকর বলেছেন: সিম্বলিক কবিতা?
আমের জীবন চক্রের জন্যও আটি অপরিহার্য।
ছবিটি কি কোন পাহাড়ের উপর থেকে তোলা?

১২ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৪৭

রাজীব নুর বলেছেন: হ্যাঁ ছবিটা নীলগিরি পাহাড় থেকে তোলা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.