নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

ফরগেট দ্যাট ব্লাডি ডার্ক ডেজ অ্যান্ড নাইটস

২৫ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:২৫


ছবিঃ আমার তোলা।

১। অনেক বছর আগের কথা।
রাত ৮ টায় বেইলী রোডে দাঁড়িয়ে আছি। হঠাত দেখি আমার পাশে দাঁড়িয়ে একটি মেয়ে খুব কাঁদছে। চারপাশের লাইটের আলোতে মেয়েটির কান্না ভেজা মুখ ঝকমক করছে। যেন জল রঙ এ আকা ছবি। খুব'ই রুপসী মেয়ে! সাদা শাড়ি পরা। শাড়ির সাথে মিল রেখে কানে দুল। কপালে টিপ, চোখে মোটা করে কাজল, আর দুই হাত ভরতি কাচের চুড়ি। মেয়েটি চোখ ভরতি পানি টপ টপ করে পড়ছে। আমার ইচ্ছা করলো মেয়েটির চোখের পানি মুছে দেই। এক আকাশ ভালোবাসা নিয়ে বুকে জড়িয়ে ধরি। আমার সামনে একটি মেয়ে কান্না করবে তা তো হতে পারে না। শেষমেষ মেয়েটির সাথে আমার ভাব হয়ে গেল। আমরা একসাথে ডিনার করলাম। অনেকক্ষন রিকশা করে ঘুরলাম। বেইলী রোড থেকে নীলক্ষেত গেলাম। মুখস্ত করা সব কবিতা শুনিয়ে দিলাম। কবিতা শুনে কেউ হাসে? কিন্তু মেয়েটি খুব হাসলো!

২। সিঙ্গারা আলুকে বলছে, ওরা যখন আমায় গরম তেলে ভাজে তখন আমি তোমাকে Cover করি। কারণ I Love u....
আলু সিঙ্গারাকে বলছে, ওরা যখন তোমায় সাথে সাথে মুখে নেয় তখন আমি তাদের জিভ পুরিয়ে দেই। কারণ I Love u...

৩। কেউ বলেন, আমি ডাক্তার হবো, সাংবাদিক হবো, সাহিত্যিক হবো, কবি হবো, ব্যাবসায়ী হবো, আলোকচিত্রী হবো- সবাই অনেক কিছুই হতে চায় কিন্তু কেউ ভালো মানূষ হতে চায় না। আসলে, ভালো মানুষ না হলে যে কিছুই হওয়া যায় না- সেটা কেউ বুঝতে চায় না।

৪। এক প্রেমিক আর প্রেমিকা লং ড্রাইভ এ যাচ্ছে তখন প্রেমিকা বললঃ তুমি কি এক হাতে গাড়ি চালাতে পার?
ছেলেঃ গর্বের সাথে (কিছুটা খুশিও) অবশ্যই!!!!
প্রেমিকাঃ তাহলে তোমার নাক টা একটু পরিস্কার করে নাও!!!

৫। রবীন্দ্রনাথ একগামীতাকে প্রমোট করেছেন, নৌকাডুবিতে তিনি স্বামী স্ত্রীর ভেতরে প্রণয় তৈরি করেছেন কিন্তু তারপরও তারা উভয়েই পরস্পরের প্রতি টান উপেক্ষা করে না দেখা স্ত্রী এবং না দেখা স্বামীর প্রতি প্রনয়াসক্ত হয়েছে, খুবই অস্বাভাবিক হলেও বরীন্দ্রনাথ বিষয়টিকে প্রতিষ্ঠিত করেছেন।
শরৎচন্দ্র দেবদাসে নতুন ধরণের একটা সম্পর্কের ধারণা তৈরি করেছেন, বিরহের ধারণা তৈরি করলেন, এখানে সবাই সবাইকে ভালোবাসে কিন্তু কেউ কারো কাছে আসে না, দেব ভালোবাসে যাকে সে অন্য একজনের বিবাহিত স্ত্রী, দেবকে ভালোবাসে একজন বাঈজী, সবাই প্রচন্ড প্রেম প্রকাশ করছে কিন্তু এই আবেগি ও প্রেমের উপস্থাপনের বাইরে এখানে প্রকাশ্য যৌনতার কারসাজি নেই।মানিক সীমিত পরিসরে যৌনতাকে প্রাধন্য দিয়ে উপন্যাস লিখেছেন কিন্তু আমাদের মধ্যবিত্ত সমাজে যেসব লেখক মূলত আমাদের মানসিক গঠনটি তৈরি করেছেন তারা তাদের চরিত্র গুলোকে কামরহিত এক ধরণের বহ্মচারী সাধু হিসেবে উপস্থাপন করেছেন।

মন্তব্য ২৪ টি রেটিং +১/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৩৩

ইসিয়াক বলেছেন: শিরোনাম বাংলায় দিলে কি এমন ক্ষতি হতো? বাংলিশ আমার পছন্দ নয়। পোস্ট পড়ে কমেন্টে আসছি।

২৫ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৫৮

রাজীব নুর বলেছেন: ঠিক আছে। শিরোনাম আর এভাবে দিবো না।

২| ২৫ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৩৪

ইসিয়াক বলেছেন: ছবিটা সুন্দর। নতুন তুলেছেন? কাশফুল আমার ভীষণ প্রিয়।

২৫ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৫৯

রাজীব নুর বলেছেন: ঢাকা আফতাব নগর বেশ কাশফুল হয়েছে। তবী নারায়ণগঞ্জে বিশাল এলাকা জুড়ে কাশফুল হয়েছে। মুগ্ধ হয়ে দেখার মতো।

৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৩৮

অধীতি বলেছেন: লেখাগুলো ভাল লেগেছে। চোখের সামনে একটি মেয়ে কাঁদে কবিতা শুনে আবার হাসে, মাঝে ভাবও হয়ে গেল
২ নং পড়ে ভাবছি এসব কবিতাই শুনিয়েছিলেন।

২৫ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:০২

রাজীব নুর বলেছেন: হা হা হা---

৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৪০

চাঁদগাজী বলেছেন:




বাংলা লেখায় 'লংড্রাইভ' কথাটা শুনি, ইহা আসলে কি?

২৫ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:০৮

রাজীব নুর বলেছেন: ধরুন একদিন আপনি আর আপনার স্ত্রী বাসায়।
ছেলেমেয়েরা বাসায় কেউ নেই। বাসায় আপনাদের দুজনের ভালো লাগছে না। এদিকে বাইরে বেশ বৃষ্টি হচ্ছে। তখন অনেক রাত। আপনার স্ত্রীকে নিয়ে বের হলেন। আজ গাড়ি করে সারা রাত নিউইয়র্ক এঁর রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবেন। অথবা আশে পাশের কোনো শহরে যাবেন। গাড়ি চলবে আশি একশ' কিলো স্প্রীডে।

৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৪১

ইসিয়াক বলেছেন: ১ নং আগে পড়েছি মনে হয়। বেইজলী রোডের মত জায়গায় মেয়েটির কান্না দেখে ভীড় জমে যাওয়ার কথা। আপনি যা বলছেন তা স্বপ্নে সম্ভব। নয়তো নয়।
২ নং মজা পেলাম।

৩ নং আপনি যে ভালো মানুষ সপক্ষে প্রমান দিন।
৪ নং প্রেমিকটা কি আপনি? হা হা হা

২৫ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:০৯

রাজীব নুর বলেছেন: ১। আমি যাহা বলেছি সত্য বলেছি।

৩। প্রমান দেওয়া বোকামি হবে।

৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৫৩

কামাল১৮ বলেছেন: যার মন মানসিকতা যেমন লেখায় তাই উঠে আসে।যে যা লেখে সে তাই।

২৫ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:১০

রাজীব নুর বলেছেন: কথাটা সঠিক বলেছেন।

৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:১৭

মরুভূমির জলদস্যু বলেছেন: ছবিটা চমৎকার হয়েছে। আমি কাশফুলের ভালো ছবি তুলতে পারিনি।

৩ নং এর মাঝে লিখেছেন - কিন্তু কেউ ভালো মানূষ হতে চায় না। আসলে, ভালো মানুষ না হলে.....
অনেকগুলি বানান নিয়ে আমারও এমন কনফিউশন আছে। তবে মানুষ বানান নিয়ে নেই।

৪ নংএর কিছু অংশ মনে হয় কপি-পেষ্ট করেছেন।
বহ্মচারী বলে কোনো নেই, মনে হয় ব্রহ্মচারী হবে।

২৬ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৪৪

রাজীব নুর বলেছেন: আমার কীবোর্ড এ সব অক্ষর মুছে গেছে। তাই বানান ভুলটা বেশি হচ্ছে।

৪ নং এ সঠিক কথা বলেছেন।

৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:২৮

কুশন বলেছেন: আলু সিংগারার কৌতুকটা ভালো লেগেছে।

২৬ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৪৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৯| ২৬ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:২৬

ইন্দ্রনীলা বলেছেন: ৫ নং এর কথাগুলা দারুন।

২৬ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৪৫

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন। ধন্যবাদ।

১০| ২৬ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ৩:২১

কলাবাগান১ বলেছেন: অন্যের লিখা যখন নেন অন্তত বলতে পারেন যে এই অংশ টুকু নিজের লিখা না। অন্তত কমা এর মাঝে দিতে পারেন। এক লাইন গুগুল করলেই বের হয়ে আসে কার লিখা থেকে নকল করে নিজের নামে চালিয়ে দেওয়ার প্রয়াস

২৬ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৪৫

রাজীব নুর বলেছেন: আপনার মন্তব্যের জন্য অন্তত কিছু কপি পেস্ট অব্যহত রাখা দরকার।

১১| ২৬ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:০৫

জুল ভার্ন বলেছেন: লেখা ভালো হয়েছে। শিরোনাম রাফ এন্ড টাফ!

২৬ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৪৬

রাজীব নুর বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

১২| ২৭ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:২৫

ঠাকুরমাহমুদ বলেছেন:



আমি কিছুদিন ঢাকার বাইরে ছিলাম। আমি লেপটপে বা সেলফোনে ব্লগ দেখতে পারি পড়তেও পারি কিন্তু লিখতে পারিনা, তাই আপনার পোস্টে মন্তব্য করা হয়নি, কারো পোস্টেই মন্তব্য করা হয়নি। আপনি জেনে খুশি হবেন হয়তো আপনার লেখাগুলো আমি নিয়মিত পড়ি।

***ভাবছি আপনাকে নিয়ে একটি ভূতের গল্প লিখবো।

লেখালেখি আপনার নেশা হয়ে গিয়েছে। আপনি জার্নালিজমে ভালো করতে পারতেন। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের দেশের পত্রিকা ও মিডিয়াগুলো নেগেটিভ সংবাদ গ্রহণ করে ও পছন্দ করে। - এখানে ভালো করতে হলে নিজের আত্মা বিক্রি করে দিতে হবে।

২৭ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১:০৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.