নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আজ আমাদের প্রধানমন্ত্রীর জন্মদিন ছিলো

২৮ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৪৮


ছবিঃ দৈনিক জনকন্ঠ।

প্রধানমন্ত্রীর জন্মদিন বলে কথা।
আওয়ামীলীগের পার্টি অফিসের সামনের রাস্তায় বিশাল মিলাদের আয়োজন করা হয়েছিলো। আমি কিছুক্ষন দাঁড়িয়ে মিলাদের অনুষ্ঠান দেখলাম। প্রচুর মানুষ হয়েছে। ফেসবুকে দেখলাম হাজার লক্ষ মানুষ প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। দৈনিক পত্রিকা গুলো অনেকদিন পর প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে অনেক টাকার বিজ্ঞাপন পেয়েছে। বড় বড় কোম্পানী প্রধানমন্ত্রীকে খুশি করার জন্য জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বিজ্ঞাপন দিয়েছেন। আমার আব্বা বঙ্গবন্ধুর ভক্ত ছিলেন। সেই কারনে হয়তো শেখ হাসিনারও ভক্ত। আব্বা ১৫ই আগষ্ট টুঙ্গীপাড়া যেতেন।

একটা বিষয় আমার খুব খারাপ লাগে-
অল্প বয়সী দরিদ্র ছেলেমেয়েরা জুতোর আঠা পলিথিনে ভরে জোরে নিঃশ্বাস নেয়। যাজে সম্ভবত ড্যান্ডি বলে। ইদানিং ড্যান্ডি আক্রান্ত ছেলেমেয়ের সংখ্যা বহু। একটা জাতি যদি স্বাধীনতার ৫০ বছর পরও নিজেদের পরিবর্তন করতে না পারে তাহেল সেই জাতিকে নিকৃষ্ট জাতি ছাড়া আর কি বলা যায়? নীতি-আদর্শ, সততা, দেশপ্রেম, আইনের প্রতি শ্রদ্ধা আর সৎ ব্যাক্তিদের নেতা নির্বাচিত করলে যেকোনো দেশের উন্নয়ন অবধারিত। কিন্ত বাংলাদেশের লোকজন প্রতিটা ক্ষেত্রে করছে এর বিপরীত কাজ-কর্ম। সুতরাং ধ্বংস ছাড়া আর হবে কি? একজীবনে ভোগ করতে পারবে না জেনেও যারা হাজার হাজার কোটি টাকা চুরি করেছে এবং তারপরও চুরি-দুর্নীতি অব্যাহত রেখে দেশ ধ্বংস করছে। বাংলাদেশের জনগণ সুস্থ-স্বাভাকিক না। তারা লোভ হিংসা স্বার্থপরতা- সবরকম নীতিহীনতার নেশায় আসক্ত।

মাননীয় প্রধানমন্ত্রী কি জানেন?
সরকারী কর্মাচারীরা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করে না। এমন কি ঘুষ ছাড়া তাঁরা কিছুই বুঝেন না। তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত। আজ আপনার জন্মদিন উপলক্ষ্যে অনেকে হয়তো অনেক রকম লোক দেখানো কাজ করছে। কেউ মিলাদ পড়িয়েছে। কেউ দরিদ্রদের খাইয়েছে। কেউ পঙ্গুকে হুইল চেয়ার দিয়েছে। কেউ গাছ লাগিয়েছে, কেউ আপনাকে বা আপনার পরিবারের সদস্যদের নিয়ে বই লিখেছে। কেউ ছবি আঁকার প্রতিযোগিতা করেছে। কেউ আপনার ছবি দিয়ে চিত্র প্রদশর্নী করেছে। এসব শুধু আপনাকে খুশি করতে আর নিজেদের অপকর্ম ঢাকতে। এরা সবাই দূর্নীতিবাজ এবং দুষ্টলোক। এই শ্রেনীর লোককে আপনার ধারে কাছে ঘেষতে দিবেন না।

শেখ হাসিনা বেশ কিছু ভালো কাজ করেছেন।
১। রাজাকারদের শাস্তি দিয়েছেন। ২। তার বাবার খুনীদের শাস্তি দিয়েছেন। ৩। পদ্মাসেতু, মেট্রোরেল করছেন। ৪। বিএনপির কোমর ভেঙ্গে দিয়েছেন। ৫। ভোটার আইডি কার্ড গুলো ডিজিটাল করেছেন। ৬। দেশের মানুষের টিকার ব্যবস্থা করেছেন। ৭। লাখ লাখ রোহিংগাদের জায়গা দিয়েছেন। তাদের কর্মঠ করার চেষ্টা চালাচ্ছেন। মন্দ কাজ কি কিছু করেছেন? আমি সঠিক জানি না। তবে আমি চাই- প্রধানমন্ত্রী দেশের দূর্নীতিবাজ গুলোকে গ্রেফতার করুক। একজন চোর বা ছিনতাইকারী ধরার চেয়ে দূর্নীতিবাজ ধরা বেশি সহজ। গত দুই বছর ধরে প্রধানমন্ত্রীর শুদ্ধি অভিযান বন্ধ কেন?

আহা বীর কন্যা দেশরত্নের জন্মদিন আজ
চারিদিকে এক আকাশ আনন্দ বিরাজমান
আপনার জন্যই দেশে আজ এত উন্নয়ন
শান্তিতে নোবেল বিজয়ীদের পথের পথিক
দেশের কল্যাণে ধ্যানমগ্ন শান্তির দূত আপনি
প্রতিটা বাঙ্গালির বাতিঘর-আশার আলো
আমার আয়ুষ্কাল আপনাকে দিলাম পরম মুগ্ধতায়
হে নির্ভীক সৈনিক সাহসের প্রতীক
আপনি আছেন, থাকবেন- আমাদের হৃদয়ে
আমৃত্যু হৃদয়ে জড়ানো নাম- শেখ হাসিনা।

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:২৬

ঠাকুরমাহমুদ বলেছেন:



মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য অনেক অনেক শুভ কামনা। পরম করণাময় আল্লাহপাক উনাকে নেক হায়াত দান করুন।

২৯ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:২৩

রাজীব নুর বলেছেন: অদ্ভুত একটি উপন্যাস মানিক বন্দ্যোপাধ্যায়ের 'দিবারাত্রির কাব্য'।

২| ২৯ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:১২

নূর আলম হিরণ বলেছেন: শেষের কবিতাটি কি আপনি বানিয়েছেন?

২৯ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:২৪

রাজীব নুর বলেছেন: জ্বি।

৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:২৪

আলমগীর সরকার লিটন বলেছেন: অনেক অনেক জন্মদিনের শুভেচ্ছা জানাই বেঁচে থাকুক হাজার বছর

২৯ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:২৪

রাজীব নুর বলেছেন: উত্তম চলে অধমের সাথে, মধ্যম চলে তফাতে ৷

৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:২৪

মহাজাগতিক চিন্তা বলেছেন:



হাসিনায় হাসি দিয়ে দেশটা ভরুক
কান্নার রোল যেন থেমে যায় চির
উন্নত দেশের স্বপ্ন আমরাও দেখি
দেশ রত্ন আমাদের সাহস যোগান।

২৯ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:২৫

রাজীব নুর বলেছেন: এক ছোকরার বিয়ে করার বড়ই শখ, তার মতে এতেই তার সকল সুখ নিহিত। কিন্তু কিছুতে হয়ে ঊঠছে না। ওদের পরিবার একমাত্র শ্রীহনুমানের পূজো করে- অন্যে দেবতা সেখানে কল্কে পান না - তাই ত্রিসুন্ধ্যা তারঁই পূজো করে কাকুতি-মিনতি করে, “হে ঠাকুর, আমায় একটি বউ জুটিয়ে দেও গো”। ওদিকে নিত্য এমন ঘ্যানর ঘ্যানর শুনে হনুমানের পিত্তি চটে গিয়েছে। শেষটায় একদিন স্বপ্নে দর্শন দিয়ে হুঙ্কার দিলেন, “ওরে বুদ্ধু, বউ যদি জোটাতেই পারতুম, তবে আমি নিজে বিয়ে না করে confirmed bachelor হয়ে রইলুম কেন?!!”

৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:৩৯

চাঁদগাজী বলেছেন:


আসল জন্মদিন, নাকি ব্লগের জন্মদিন?

২৯ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:২৫

রাজীব নুর বলেছেন: ব্যর্থ মানুষেরা দু প্রকার। এক প্রকার হল, যারা কাজের চিন্তা করেছে কিন্তু কাজ করে নি। আরেক প্রকার হল, যারা কাজ করেছে কিন্তু চিন্তা করে তা করে নি।

৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:৫৯

রানার ব্লগ বলেছেন: মাননীয় প্রধানমন্ত্রী কে প্রানঢালা শুভেচ্ছা। আমি তার সুস্থ্যতার সহিত দির্ঘায়ু কামনা করছি !!!!

২৯ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:২৬

রাজীব নুর বলেছেন: সুন্দর করে কথা বলা আর লিখা অভ্যাসের উপর নির্ভর করে ।

৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:২৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


প্রতিটি মানুষেরই জন্মদিন শুভ।

সব্বাই শুভ চিন্তা নিতে বেঁচে থাকুক, এই কামনা।

২৯ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:২৬

রাজীব নুর বলেছেন: মাঝে মাঝে মনে হয় আমাদের দেশটা অনেক ছোট । মাত্র ছাপান্ন হাজার বর্গমাইল !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.