নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

ছবি ব্লগ (মাত্র দশটি ছবি)

০১ লা অক্টোবর, ২০২১ রাত ১১:৫১



আজ দুপুরে হঠাত বাসে ঘুমিয়ে পড়ি।
তখন রবীন্দ্রনাথ আমার স্বপ্নে আসেন। স্বপ্নে দেখি, আমি রবীন্দ্রনাথের সাথে দেখা করতে শিলং পাহাড়ে যাই। রবীন্দ্রনাথ পাহাড়ের শেষ প্রান্তে দাঁড়িয়ে দূরে নদীর দিকে তাকিয়ে আছেন। তার হাতে 'বাইবেল'। আকাশ ভয়ানক মেঘলা। যে কোন সময় বৃষ্টি নামবে। আমার হাতে ভদকা'র পেট চ্যাপ্টা বোতল। আমি খুব নিরবে রবীন্দ্রনাথের পাশে গিয়ে দাঁড়াই। তিনি আমার দিকে না তাকিয়েই বললেন- এই বিশ্রী জিনিস খায় কি করে ছেলেরা? ওয়াক থু! এর চেয়ে চিরতার রস অনেক ভালো। আমি বললাম,আমি খাব। আজ নেশা করে ছাড়ব। রবীন্দ্রনাথ খুব'ই কোমল গলায় বললেন- দেখিস আবার মাতলামো শুরু করিস না যেন। তারপর বিড়বিড় করে বললেন- আশ্চর্য মানুষ, আর তাদের আশ্চর্য জীবন।

এক চুমুক ভদকা পেটে পড়তেই হঠাৎ আমার 'ঈশপ' এর কথা মনে পড়ল। ঐ যে জ্ঞানী ঈশপ। (ঈশপের গল্প) পাহাড় থেকে গড়িয়ে পড়ে ঈশপ মরেছিল। পেট চ্যাপ্টা বোতলে আমি আর একটা চুমুক দেই। আহ্ ! প্রথম জীবনে ঈশপ ছিলেন ক্রীতদাসী। তারপর তার গল্পের প্রতিভায় মুগ্ধ হয়ে তার মনিব তাকে মুক্তি দেয়.....পরে সেই দেশের রাজাও তার গল্পে মুগ্ধ হয়ে তাকে মন্ত্রী বানিয়ে দেয়.... কিন্তু রাজ দরবারের অন্য লোকেরা হিংসা করে ঈশপ কে পাহাড় থেকে ছুড়ে ফেলে নিচে.... তিনি গড়িয়ে পড়তে পড়তে.....। রবীন্দ্রনাথ চিৎকার করে বলে উঠলেন, উফ তোর বকবকানি বন্ধ করবি?
রবীন্দ্রনাথের চিৎকারে আমার ঘুম ভেঙ্গে গেলো।



১।

২।

৩।

৪।

৫।

৬।

৭।

৮।

৯।

১০।

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০২ রা অক্টোবর, ২০২১ রাত ১২:৩৩

মরুভূমির জলদস্যু বলেছেন: ৮, ৯ সবচেয়ে ভালো লেগেছে

০২ রা অক্টোবর, ২০২১ রাত ১১:৩১

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

২| ০২ রা অক্টোবর, ২০২১ রাত ১:১২

কামাল১৮ বলেছেন: মহিলা কবিকে চিনতে পারলাম না।

০২ রা অক্টোবর, ২০২১ রাত ১১:৩১

রাজীব নুর বলেছেন: উনি আওয়ামীলীগের কবি।

৩| ০২ রা অক্টোবর, ২০২১ রাত ১:২২

কামাল১৮ বলেছেন: উপরের লেখা টুকু প্রথমে পড়িনি।পরে পড়ে দেখি অনেক কিছু লেখা আছে।

০২ রা অক্টোবর, ২০২১ রাত ১১:৩৪

রাজীব নুর বলেছেন: হা হা হা---

৪| ০২ রা অক্টোবর, ২০২১ রাত ১:৩৫

অধীতি বলেছেন: লেখাটা পড়ে ছবির সাথে কিছুই খুঁজে পেলাম না। তবে আলাদা আলাদা ছবি ও লেখা ভাল লেগেছে।
১ নং ছবিটা কিসের?

০২ রা অক্টোবর, ২০২১ রাত ১১:৩৬

রাজীব নুর বলেছেন: ১ নং ছবিটা চারুকলা থেকে তুলেছিলাম।

৫| ০২ রা অক্টোবর, ২০২১ সকাল ৭:৩৯

হাবিব বলেছেন: কোন বাসে উঠে স্বপ্ন দেখেছিলেন?

০২ রা অক্টোবর, ২০২১ রাত ১১:৩৬

রাজীব নুর বলেছেন: না বাসে না।
রমনা পার্কে বসে বসে ।

৬| ০২ রা অক্টোবর, ২০২১ সকাল ৯:৫৬

আলমগীর সরকার লিটন বলেছেন: আর লেখা হলে ভাল হতো রাজীব দা অচমকায় শেষ তবে ছবিগুলো সুন্দর

০২ রা অক্টোবর, ২০২১ রাত ১১:৩৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ কবি।

৭| ০২ রা অক্টোবর, ২০২১ রাত ১১:৪১

ঠাকুরমাহমুদ বলেছেন:




প্রথম ছবিটি বাংলার টক ফল করমচা। করমচা দিয়ে টক ডাল খেতে খুবই মজাদার।

০৩ রা অক্টোবর, ২০২১ রাত ১০:১৮

রাজীব নুর বলেছেন: করমচা দিয়ে ডাল কখনও খাই নি।

৮| ০৩ রা অক্টোবর, ২০২১ রাত ১০:২০

পদাতিক চৌধুরি বলেছেন: সুন্দর ছবিগুলো।

শুভেচ্ছা প্রিয় ছোট ভাইকে।

০৩ রা অক্টোবর, ২০২১ রাত ১১:০৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ দাদা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.