নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
ছবিঃ আমার তোলা।
কয়েকদিন ধরে শরীরটা ভালো নেই।
টানা তিন দিন জ্বর ছিলো। বেশ ঠান্ডাও লেগেছে। জ্বর থেকে উঠার পর শরীরটা দুর্বল লাগছে। আমি হলাম সব সময়ের মাথা গরম মানুষ। একটু কিছু হলেই রাগের চোটে হেঁটে রওনা দিতাম এয়ারপোর্ট। খিলগাও থেকে একটানা হেঁটে এয়ারপোর্ট চলে যেতাম। এখন আমি সেই মানুষ দশ মিনিটের পথও হাঁটতে ইচ্ছা করে না। রিকশা নিয়ে নিই। বয়স মানুষকে দুর্বল করে দেয়। অবশ্য আমার খুব বেশি বয়স হয়নি। এই তো সেদিন ৩৫ পার করলাম। চল্লিশ পার করতে দেরী আছে। আমি অনুভব করি, আমার মন দুর্ভল হয়ে গেছে। অথচ মনের জোর'ই আসল। সেটাই জীবনের চালিকা শক্তি।
আজ অক্টোবরের ১২ তারিখ।
দশ তারিখ ছিলো আমার জন্মদিন। আমাদের বাসার একটা অলিখিত নিয়ম হলো- সবার জন্মদিন পালন করা হয়। আমাকে কেক কাটতে হয়েছে। এই বয়সে কেক কাটতে ইচ্ছা করে না। তবু হাসিমুখে কেক কাটলাম। সুরভি অনেক খাবারের আয়োজন করেছে। সবাই মিলে খেলাম। যতই কেক কাটি, যতই মজাদার খাবার খাই। আমার মন ভালো নেই। গত একমাসে কন্যাকে নিয়ে চার বার ডাক্তারের কাছে যেতে হয়েছে। মেয়েটার ঠান্ডা ভালোই হচ্ছে না। ফারাজা ঠান্ডায় বেশ কষ্ট পাচ্ছে। মাত্র দশ মাস বয়স। মেয়েটার কষ্ট আমাকে প্রচন্ড মর্মাহত করে। এই কারনে ইদানিং ব্লগেও কম আসছি।
ফারাজাকে নিয়ে সেদিন বের হয়েছিলাম।
ডাক্তার বলেছেন, সারাক্ষণ মেয়েটাকে ঘরের মধ্যে বন্ধী করে রাখবেন না। ফারাজা বাইরে বের হলেই মুগ্ধ হয়ে যায়। দারুন খুশি হয়। গ্রাম থেকে প্রথম শহরে আসা মানুষের মতো চারপাশ মুগ্ধ হয়ে দেখে! তখন তার চোখে আমি আনন্দ ঝলমল করতে দেখি। আমি ঠিক করেছি প্রতিদিন মেয়েটাকে নিয়ে আধা ঘন্টা বাইরে ঘুরে বেড়াবো। সুরভিকে সাথে নিবো না। আমি এবং আমার কন্য। মেয়ের খুশির চেয়ে বড় আর কিছু নাই আমার কাছে। বিবাহিত জীবনে আল্লাহর অনেক বড় নেয়ামত পুত্র কন্যা। সব বাবা মায়ের পুত্র কন্যার প্রতি যথাযথ দায়িত্ব পালন করা উচিত।
আমার এক বন্ধু ধর্মের কারনে অধপতনে গিয়েছে।
অতি ধার্মিকতা খুব খারাপ। এমনতেই ধর্ম খারাপ জিনিস। বন্ধু তার স্ত্রীকে হিজাব পড়তে বাধ্য করেছে। নামাজ পড়তে বাধ্য করেছে। এমন কি মধ্যরাত্রে ঘুম থেকে উঠে তাহাজ্জুত পড়তে বাধ্য করে। অথচ বন্ধু কোনো কাম কাজ করে না। সে নিজেও নামাজ পাঁচ ওয়াক্ত পড়ে না। বউয়ের টাকায় চলে। এমন কি বন্ধুর বাবা মা-ও বউ এর টাকায় চলে। আমার বন্ধুকে তার স্ত্রী অতি ধার্মিকতার কারনে শেষমেষ তালাক দিয়ে দিয়েছে। বন্ধুর ধারনা 'তালাক' আল্লাহর ইচ্ছায় হয়েছে। এর ফল শুভ হবে। গতকাল বন্ধুর সাথে দেখা। রাস্তায় দেখলাম খোলা মাঠে পূজা হচ্ছে। ডাকঢোল বাজছে। কি সুন্দর করে পূজামন্ডপ সাজিয়েছে। দারুন লাইটিং করেছে। বন্ধুকে বললাম, চল পূজা দেখে আসি। আমার ধার্মিক বন্ধু কিছুতে যাবে না। গেলে নাকি গুনাহ হবে।
বাজারে হঠাত করে সব জিনিসের দাম বেড়ে গেছে।
খুব বেশি বেড়ে গেছে। করোনা, লকডাউন এর মধ্যে জিনিসপত্রের দাম বেড়েছে। সেই দাম এখনও কমে নি। যদিও দেশে এখন লকডাউন নেই। চাল, ডাল তেলসহ সব কিছুর দাম খুব বেশি বেড়ে গেছে। অথচ কেউ কোনো আন্দোলন করছে না। প্রতিবাদ করছে না। মানববন্ধনব করছে না। বিরোধী দলও চুপ আছে। সরকার মনে করছে, যেহেতু দেশে কোনো হরতাল হচ্ছে না, আন্দোলন হচ্ছে না, মানবুন্ধন হচ্ছে না। তার মানে দেশ সুন্দর এগিয়ে যাচ্ছে। দেশে কোনো সমস্যা নেই। সবাই ভালো আছে। সত্যিকার অর্থে দেশের মানুষ ভালো নেই। কেউ ভালো নেই।
১২ ই অক্টোবর, ২০২১ দুপুর ১২:০৪
রাজীব নুর বলেছেন: শুকরিয়া জনাব।
২| ১২ ই অক্টোবর, ২০২১ দুপুর ১২:২৮
আলমগীর সরকার লিটন বলেছেন: অনেক অনেক জন্মদিনের শুভেচ্ছা রইল রাজীব দা
সব সময় ভাল থাকুন----------
১২ ই অক্টোবর, ২০২১ দুপুর ১:১৩
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ কবি।
৩| ১২ ই অক্টোবর, ২০২১ দুপুর ১২:৩৭
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: বয়সের সংগে সংগে মানুষের মনও দূর্বল হয়ে যায়।
১২ ই অক্টোবর, ২০২১ দুপুর ১:১৭
রাজীব নুর বলেছেন: হ্যাঁ ঠিক।
৪| ১২ ই অক্টোবর, ২০২১ দুপুর ১:০৩
রোকসানা লেইস বলেছেন: মেয়ে আর তুমি দুজনেই ভালো হয়ে উঠো।
১২ ই অক্টোবর, ২০২১ দুপুর ১:১৩
রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন।
৫| ১২ ই অক্টোবর, ২০২১ দুপুর ২:৩৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: ১। মনের জোরই আসল জোর, বয়স বাড়ুক তাতে কী মনে জোর রাখবেন। বয়স ফ্যাক্টর না
২। জন্মদিনের শুভেচ্ছা । ভালো থাকুন
৩। যাই হোক আল্লাহর নিয়ামত এটা স্বীকার করেছেন। আল্লাহ আরও হেদায়েত দিন
৪। ধর্মের কারণে মানুষ অধপতনে যায় না। যায় কর্মদোষে। আর নিজে যেটা পালন করে না অন্যকে দিয়ে তা পালন করানো ঠিক না। তবে পাঁচওয়াক্ত নামাজ ফরজ, পড়তেই হবে, বসে শুয়ে দাড়িয়ে যেভাবেই হোক।
৫। দাম বাড়ছে ঠিক। পুজায় মুসলিমদের যাওয়া নিষেধ। শিরক হবে। আল্লাহ শিরককারীদের মাফ করবেন না। ধর্ম যার যার উৎসবও তার তার।
মুসলিমরা অন্য ধর্মের উৎসবে যাবে না কিন্তু তাদের ধর্ম পালনে বাধাও দিবে না। ইসলাম শান্তির ধর্ম।
১৩ ই অক্টোবর, ২০২১ রাত ১২:০৭
রাজীব নুর বলেছেন: সবই ঠিক বলেছেন। ৪-৫ সঠিক কথা না।
৬| ১২ ই অক্টোবর, ২০২১ বিকাল ৫:৪০
ইসিয়াক বলেছেন:
আরে দোস্ত,
মনের বয়সটাই আসল। আমি তো নিজেকে এখনও আঠারো বছরের যুবক ভাবি। দেখেন না কেমন প্রেম করে বেড়াচ্ছি
১৩ ই অক্টোবর, ২০২১ রাত ১২:০৭
রাজীব নুর বলেছেন: ও
আচ্ছা।
৭| ১২ ই অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:২২
কামাল১৮ বলেছেন: মেয়ের যত্ন নিন,মেয়েকে সময় দিন।আপনার বন্ধুর চিন্তা ভাবনা ঠিকই আছে।বউ যত ধার্মীক হবে তাকে শোষণ করা তত সহজ হবে।
বিলম্বে জন্ম দিনের শুভেচ্ছা।
১৩ ই অক্টোবর, ২০২১ রাত ১২:০৭
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
৮| ১২ ই অক্টোবর, ২০২১ রাত ৮:১৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার বন্ধুর সাবেক বউকে স্যালুট।
জন্মদিনের শুভেচ্ছা নিন
১৩ ই অক্টোবর, ২০২১ রাত ১২:০৮
রাজীব নুর বলেছেন: হ্যাঁ মেয়েটা সাহসী।
ধন্যবাদ।
৯| ১৩ ই অক্টোবর, ২০২১ রাত ১২:৫৭
কামাল১৮ বলেছেন: ওমা শেষ পর্যন্ত তালাক হয়ে গেছে।তালাকের আগ পর্যন্ত পড়ে নাতির যন্ত্রনায় পড়া বাদ দিয়েছিলাম।লিটন সাহেবের কমেন্ট পড়ে আবার পড়লাম।
১৩ ই অক্টোবর, ২০২১ রাত ১:০০
রাজীব নুর বলেছেন: হ্যা তালাক হয়েছে।
মেয়েটা বেঁচে গেলো।
১০| ১৩ ই অক্টোবর, ২০২১ সকাল ১০:৫৩
মোঃ মাইদুল সরকার বলেছেন:
শুভকামনা জানবেন।
১৩ ই অক্টোবর, ২০২১ দুপুর ২:৩০
রাজীব নুর বলেছেন: শুকরিয়া জনাব।
©somewhere in net ltd.
১| ১২ ই অক্টোবর, ২০২১ দুপুর ১২:০২
জুল ভার্ন বলেছেন: জন্ম দিনের শুভেচ্ছা।