নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

দুটা কৌতুক এবং একটি শিক্ষনীয় গল্প

২৬ শে অক্টোবর, ২০২১ রাত ১২:৪৪

ছবিঃ আমার তোলা।

১। এক ছেলে এক মেয়ে কেঃ 'i love you !!'
মেয়ে রেগে গিয়েঃ 'মেয়েদের সাথে সম্মান দিয়ে কথা বলতে পার নাহ ??'
ছেলেঃ 'আসসালামু আলাইকুম' i love you !!

২। স্যারঃ মফিজ, তোর নামে বিচার আসছে তুই নাকি খুব গালাগালি করিস??
মফিজঃ স্যার, আমি তো কোনদিন কোন কুত্তার বাচ্চারে গালি দেই নাই, জানিনা কোন হারামজাদা আপনেরে এইসব কইছে, ওই হারামি রে যদি একবার সামনে পাইতাম তাইলে লাত্থি দিয়া শুয়োর টারে ল্যাঙরা কইরা দিতাম।

৩। অনেকদিন আগে এক হিন্দু ঋষি তার দুজন শিষ্য সহ নদীর ধার দিয়ে হেটে যাচ্ছিলেন এ সময় তারা দেখলেন দুজন ব্যাক্তি প্রচন্ড জোরে জোরে একে অপরের সাথে বাকবিতন্ডায় লিপ্ত।
ঋষি তার শিষ্যদেরকে প্রশ্ন করলেন এরা কি করছে?
শিষ্যরা বলল মান্যবর এরা ঝগড়া করছে।
ঋষি কিছু বললেন না।

ডেরায় ফিরে তিনি তার শিষ্যদেরকে ডেকে বললেন আচ্ছ বলত পথে যে দুজন ব্যাক্তিকে তোমরা ঝগড়া করতে দেখলে তারা একে অপরের কাছে থাকার পরেও কেন এত জোরে চিৎকার করে কথা বলছিল?
শিষ্যরা বিভিন্ন রকম উত্তর দিল কিন্ত কোনটাই ঋষির মনমত হলোনা।
সবশেষে ঋষি বললনে যখন দুজন ব্যাক্তি কলহে লিপ্ত হয় তখন তাদের দুটি হৃদয়ের দুরত্ব অনেক বেড়ে যায় আর সেই দুরত্বের কারণেই একে অপরের সাথে চিৎকার করে কথা বলতে হয়।

পক্ষান্তরে কি ঘটে যখন একজন ব্যাক্তি অপরজনের ভালোবাসায় আবদ্ধ হয়?
তখন আর চিৎকার করতে হয়না মৃদু ভাষায় বললই হয়।তাদের দুটি হৃদয়ের দুরত্ব একেবারে কমে যায় অথবা থাকেই না।
ঋষি বলতে থাকলেন আর এই ভালোবাসা যখন উত্তরোত্তর বাড়তে থাকে তখন কি ঘটে,তখন ফিসফিস করে বললেও চলে অথবা চোখের চাহনিতেও একজন অন্যজনের কথা বুঝতে পারে।

তাই শিষ্যরা যখন তোমরা একে অন্যের উপর রেগে যাবে তখন দুটি হৃদয়ের দুরত্ব বাড়তে দিওনা।এমন কিছু বলোনা যা সেই রাগের আগুনে ঘি ঢেলে দেয়। নইলে এমন এক দিন আসবে যেদিন দুজনের দুটি হৃদয়ের দুরত্ব এত বেড়ে যাবে যে কাছাকাছি আসার আর কোন রাস্তা থাকবেনা।

(সংগৃহীত)

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে অক্টোবর, ২০২১ রাত ১:০৪

সাইফ নাদির বলেছেন: প্রতিটি হৃদয়ের দূরত্ব কম হলে কতই না ভালো হত! পৃথিবীর কোণে কোণে শান্তি ছড়িয়ে পড়তো। এমন এক নতুন পৃথিবীর স্বপ্ন দেখি, যেখানে কলহগুলো ভালোবাসার রূপে বদলে যাবে।

২৬ শে অক্টোবর, ২০২১ রাত ১১:৫৬

রাজীব নুর বলেছেন: আদৌ এরকম পৃথিবী সম্ভব?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.