নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

ঢাকার পথে পথে- ৩৭ (ছবি ব্লগ)

০৪ ঠা নভেম্বর, ২০২১ রাত ১২:৫৭



অনেকদিন ছবি ব্লগ দেই না।
প্রায় চার মাস আগে 'ঢাকার পথে পথে' ছবি ব্লগ দিয়েছিলাম। অথচ আমি ছবি তুলেছি। প্রতিদিন তুলেছি। সাথে মোবাইল থাকে সব সময়। ইচ্ছা হলেই ছবি তুলে ফেলি। কত ছবি যে মোবাইলে জমে আছে! কিন্তু আলসেমির কারনে ব্লগে ছবি ব্লগ পোষ্ট দেওয়া হয় না। আমার আর একটা দোষ হলো- মোবাইলে বেশি দিন ছবি জমিয়ে রাখি না। ডিলিট দিয়ে দেই। ডিলিট দিতে ভালো লাগে। এই ছবি গুলোও মুছে দিতে চেয়েছিলাম। তখন হঠাত মনে হলো- ছবি গুলো ব্লগে দেই। থাকুক কিছু সৃতি। ছবি গুলো অতি সাধারণ। কোনো বিশেষত্ব নেই। রাস্তা দিয়ে যাচ্ছিলাম- সম্পূর্ন অকারনেই একের পর এক ক্লিক করে গেছি। ছবি গুলো সময় নিয়ে তুলি নাই। মন দিয়ে তুলি নাই। ছবির মান বিচারে এগুলো কোনো ছবিই না। যাই হোক, এখন ছবি দেখুন। অনেক প্যাঁচাল পারছি। আর না।

১।
এই লোক আমের সময় আম বিক্রি করে। তরমুজের সময় তরমুজ। দাম বেশি রাখে।

২। ড্রাগন ফল। এই ফলটা আমি কখনও খাই নি। খাবোও না।

৩। ভ্যানগাড়িতে আজকাল সব কিছু বিক্রি হয়। অবশ্য পুলিশকে প্রতিদিন টাকা দিতে হয়। রাস্তায় ব্যবসা করবে পুলিশকে টাকা দিবে না কেন? রাস্তা তো পুলিশের বাপের।

৪। সকাল ছয়টা। মালিবাগ মোড়। গাড়িতে গ্যাস নিচ্ছিলাম।

৫। সমুদ্রের আসল চান্দা মাছ। এই মাছটা আমি কখনও খাই নাই। জানেন, কখনও খাবোও না।

৬। সদরঘাট। সকাল ছাড়ে ছয়টা।

৭। বাংলাদেশে কলা খুব হয়। প্রচুর লোক কলা বিক্রি করে।

৮। ফালতু ক্লিক গুলো যে কেন করি?

৯। ভোর পাঁচ টা। আমার বাসার কাছে।

১০। ফুটপাতে কলা বিক্রি হচ্ছে। ফুটপাতে বসার জন্য পুলিশকে টাকা দিতে হয় প্রতিদিন।

১১। এই ছবিটা যে কখন তুলেছি, কেন তুলেছি- কিছুই মনে করতে পারছি না।

১২। আমাদের এলাকায় একলোক রাস্তায় পাশে গাছ বিক্রি করে।

১৩। বাজারে প্রচুর মাছ। কিন্তু দাম অনেক বেশি। কারা কিনে এত দাম দিয়ে মাছ!

১৪। সাইকেল চালাবি ভালো কথা। সাইকেল খাড়া করে রাখছিস ক্যান?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.