নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
ছবিঃ আমার তোলা।
আমাদের দেশে কেউ নিরপেক্ষ নয়-
দেশে নিরপেক্ষ টিভি চ্যানেল নেই,
দৈনিক পত্রিকা নেই, এমন কি মানুষও নেই
এমন কি সাহিত্যিকেরাও নিরপেক্ষ নয়।
সরকারও নিরপেক্ষ না-
তারাও মুখ দেখে পুস্কার দেয়, রাস্তা করে
দূর্নীতির সুযোগ দেয়। পদ দেয়। ক্ষমতা দেয়
নিরীহ লোকদের কারাগারে নিক্ষেপ করে।
গত দুই বছরে কয়জন দূর্নীতিবাজ গ্রেফতার হয়েছে?
নতুন করে কতজন দূর্নীতিবাজ সৃষ্টি হয়েছে-
সে হিসাব কি সরকারের কাছে আছে?
সরকারই সবচেয়ে বড় দূর্নীতিবাজ।
দেশ স্বাধীন হয়েছে ৫০ বছর হয়ে গেছে-
এখনও ধনীরা অসুস্থ হলে- বাঁচার আশায়
এয়ার এম্বুলেন্সে করে থাইল্যান্ড যায়,
সিংগাপুর যায়, মালোশিয়া যায়। গরীব মানুষ যাবে কোথায়?
দেশে কেন উন্নত হাসপাতাল বানানো হচ্ছে না?
যেন কাউকে আর বিদেশ যেতে না হয়- চিকিৎসার জন্য।
যারা ক্ষমতায় আছে, যারা বড় বড় পদে বসে আছে-
তাঁরা অদক্ষ্য, অযোগ্য, মেধাহীন- তাহলে দেশের উন্নতি হবে কি করে?
বিনাদ্বিধায় বলে দেওয়া যায়- দেশে কোনো ভালো মানুষ নেই
সৎ মানুষ নেই। মহৎ মানুষ নেই। জ্ঞানী মানুষ নেই।
দেশ হয়ে গেছে ভাঙ্গা, জনগন হয়ে গেছে পঙ্গু।
এই দেশে সবাই ব্যর্থ, রাষ্ট্র, সরকার, প্রশাসন, জনগন।
অথচ দেশে ব্যর্থতার দায় নেবার সাহস কারো নেই।
০৮ ই নভেম্বর, ২০২১ দুপুর ১:৪৪
রাজীব নুর বলেছেন: শেখ হাসিনা করছে টা কি?
২| ০৮ ই নভেম্বর, ২০২১ রাত ১০:৪৭
জহিরুল ইসলাম সেতু বলেছেন: দূর্নীতি দমনে তিনি বরাবরই নির্লিপ্ত।
০৯ ই নভেম্বর, ২০২১ রাত ১২:২৫
রাজীব নুর বলেছেন: দূর্নীতি দমনের লোকজন দুর্নীতি করে। করে না?
৩| ০৯ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:০৫
জহিরুল ইসলাম সেতু বলেছেন: মগজে পচন ধরলে সরিষায় তো ভূত ঢুকবেই।
০৯ ই নভেম্বর, ২০২১ দুপুর ১২:৪৫
রাজীব নুর বলেছেন: কাজেই সুন্দর ভাবে বাঁচতে হবে। আনন্দ নিয়ে বাঁচতে হলে এই দেশ ছেড়ে পালাতে হবে।
©somewhere in net ltd.
১| ০৮ ই নভেম্বর, ২০২১ রাত ১:২৫
জহিরুল ইসলাম সেতু বলেছেন: দেশপ্রেমের বড়ই আকাল এদেশ। আর দুর্নীতির কারণে যতোটা সামনে এগোনোর কথা ছিল, ততোটা এগোয়নি, বরং ভোগান্তি বেড়েছে সাধারণের।