নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

প্রিয় কন্যা আমার- ২৪

১৫ ই নভেম্বর, ২০২১ রাত ১:০৫



প্রিয় কন্যা আমার-
ঢাকায় শীত পড়তে শুরু করেছে। যদিও পৌষ বা মাঘ মাস নয় এখন। এখন চলছে কার্তিক মাস। আজ বাংলা কার্তিক মাসের ২৯ তারিখ। কার্তিক এর পর অগ্রহায়ন। যাই হোক, শীত পড়ুক সমস্যা নেই। তোমার জন্য প্রচুর শীতের জামা কেনা হয়েছে। সুরভি সেদিন নিউ মার্কেট থেকে অনেক জামা কিনে এনেছে। আবার তোমার খালা ইটালী থেকেও শীতের জামা পাঠিয়েছেন। তোমার জন্ম শীত কালেই হয়েছে। কোনো ভয় নেই। রুম হিটার আছে। খুব শীত পড়লে রুম হিটার ছেড়ে দিব। মুহুর্তে পুরো ঘর গরম হয়ে যাবে। তুমি আরাম করে ঘুমাবে। আমি যতদিন বেঁচে আছি তত তোমার কোনো সমস্যা নেই। তোমার কোনো ভয় নেই। কিন্তু আমি সারা জীবন বেঁচে থাকব না। তোমাকে নিজের পায়ে দাড়াতে হবে।

প্রিয় কন্যা ফারাজা তাবাসসুম,
তোমার এগারো মাস চলছে। অথচ এখনও তোমার কোনো দাঁত উঠেনি। আমি তোমার জন্য ব্রাশ কিনে বসে আছি। আমি যখন দাঁত ব্রাশ করি, তুমিও তখন দাঁত ব্রাশ করো। অথচ তোমার দাঁত নেই। আমরা দুজন মিলে দাঁত ব্রাশ করছি এরকম একটা ছবি তোমার মা তুলেছে। ফাইহা, অতি তুচ্ছ ঘটনাও আমি লিখে রাখছি। কিন্তু তুমি খেয়াল করে দেখবে হাবিজাবি অনেক কথা বলতে বলতে কিছু দামী এবং দরকারী কথা বলে ফেলি। সেই কথা গুলো খেয়াল করবে। মনে রাখবে। এসব কথা গুলো মেনে চলবে। এসব কথা তুমি উপদেশ না মনে করে বাবার অনুরোধ হিসেবে ধরে নিবে। সেসব মেনে চলবে। তাহলে দুনিয়াতে আমি না থাকলেও তোমার বেগ পেতে হবে না। তুমি যেন আমাকে ছাড়া সুন্দরভাবে জীবনযাপন করতে পারো সেজন্যই এসব লিখে রাখছি।

প্রিয় কন্যা ফাইহা,
জীবনে কখনও কোনো কিছুতেই লোভ করবে না। লোভ খুব খারাপ জিনিস। তোমার জীবন থেকে লোভ সম্পূর্ন ত্যাগ করবে। তোমার হাতের কাছে যদি হীরা, মনিমুক্তা, জহরত, থাকে তুমি ছুঁয়েও দেখবে না। যে জিনিস তোমার না সেটা তুমি ধরবে না। কেউ যদি লোভ দেখায় তার কথায় ভুলবে না। যারা লোভ দেখাবে তাঁরা দুষ্টলোক। দুষ্টলোক থেকে সব সময় দূরে থাকবে। তোমার ২৪/২৫ বছর বয়স পর্যন্ত তোমার একটাই কাজ থাকবে। তুমি শুধু লেখাপড়া করে যাবে। প্রচুর পড়াশোনা করবে। তোমার জীবনের সবচেয়ে বড় সম্পদ এবং শক্তি হবে লেখাপড়া। লেখাপড়ার কোনো বিকল্প নেই। যখন তুমি লেখাপড়া করে জ্ঞান সঞ্চয় করবে, তখন তোমাকে কেউ ঠকাতে পারবে না। কাজেই সব কিছুর আগে লেখাপড়াকে গুরুত্ব দিবে।

প্রিয় কন্যা আমার-
আগামী মাসের ৩১ তারিখ তোমার প্রথম জন্মদিন। দেখতে দেখতে প্রায় এক বছর হয়ে যাচ্ছে। জন্মদিন অবশ্যই একটা আনন্দের দিন। বছরের শেষ দিন তোমার জন্মদিন। প্রিয় কন্যা তোমাকে অন্য দশজন মেয়ের মতো হওয়ার দরকার নাই। এই সমাজের বেশির ভাগ মেয়ে অল্প কিছু লেখাপড়া করে। কেউ কেউ অনার্স, মাস্টার্স করে। তারপর বিয়ে করে ঘর সংসার করে। তাদের লেখাপড়া সমাজের কোনো কাজে লাগে না। তাহলে লেখাপড়া করে লাভ কি? যদি দেশ বা সমাজের কাজে না লাগে? তুমি এরকম সাধারণ মেয়েদের মতো হতে চেষ্টা করো না। তুমি হবে সবার থেকে আলাদা। তুমি সমাজের জন্য কিছু করবে। দেশের জন্য কিছু করবে। সব সময় অসহায় মানুষের পাশে দাঁড়াবে। স্বাধ্য মতো চেষ্টা করবে তাদের জন্য কিছু করতে। তুমি মানুষ। সমাজের প্রতি তুমি অবশ্যই দায়িত্ব পালন করবে। মনে সাহস রাখবে। কখনও অন্যায় করবে না।

ফারাজা তাবাসসুম খান,
দুনিয়াতে কোনো কিছুই তোমার মনের মতো হবে না। তুমি তোমার জ্ঞান দিয়ে, পরিশ্রম দিয়ে সব কিছু তোমার মনের মতোন করে বানিয়ে নিবে। এজন্য কারো সাহায্য কামনা করবে না। তোমার ক্ষুধা পেলে তোমাকেই রান্না করে খেতে হবে। কেউ তোমাকে মুখে তুলে খাইয়ে দিবে না। দুনিয়াতে কারো কাছে কিছু আশা করবে না। যা করার তোমাকেই করতে হবে। প্রচুর পরিশ্রম করলে তুমি সাফল্য পাবেই। সাফল্য না পাওয়া পর্যন্ত পরিশ্রম করে যাবে। যখন তুমি অনেক জ্ঞান সঞ্চয় করবে, তখন কোনো কুসংস্কার তোমাকে আঁকড়ে ধরতে পারবে না। দুনিয়াতে সবচেয়ে বড় সম্পদ জ্ঞান। তাই শুধু জ্ঞান সংগ্রহ করে যাও। নিজের স্বচ্ছ পবিত্র জ্ঞান দিয়ে তুমি মানুষের উপকার করবে। তুমি মানুষের বিপদে পাশে থাকলে, মানুষও তোমার বিপদে তোমার পাশে থাকবে।

মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৫ ই নভেম্বর, ২০২১ রাত ১:২২

শূন্য সারমর্ম বলেছেন:

আদরের মেয়ের প্রতি বাবার চিঠি।

১৫ ই নভেম্বর, ২০২১ রাত ৩:০২

রাজীব নুর বলেছেন: না ঠিক চিঠি নয়।
ডায়েরী বলা যেতে পারে।

২| ১৫ ই নভেম্বর, ২০২১ রাত ১:৪৭

জহিরুল ইসলাম সেতু বলেছেন: আবেগী পিতার লেখা পড়ে ভাল লাগলো। কন্যাদের জন্য শুভেচ্ছা।
আপনি সেফ লাইনে আসায় স্বস্তিবোধ করছি রাজীব নুর ভাই।

১৫ ই নভেম্বর, ২০২১ রাত ৩:০৩

রাজীব নুর বলেছেন: হ্যাঁ আজ আমাকে 'জেনারেল' মুক্ত করা হয়েছে।
সাথে থাকবেন।

৩| ১৫ ই নভেম্বর, ২০২১ রাত ১:৪৭

নুরুলইসলা০৬০৪ বলেছেন: শীতে বাচ্চাদের বেশকিছু সমস্যা হয়।সাবধান থাকবেন।অনেক দিন পর বাচ্চার ছবি দেখলাম।

১৫ ই নভেম্বর, ২০২১ রাত ৩:০৪

রাজীব নুর বলেছেন: জেনারেল ছিলাম। কিন্তু ব্লগে ছিলাম। আমি আমার মতো করে লিখে গেছি। আপনি আমার ব্লগে এলে দেখতে পেতেন।

৪| ১৫ ই নভেম্বর, ২০২১ রাত ১:৫৩

প্রামানিক বলেছেন: মেয়ের জন্মদিনে বাবার চিঠি খুবই ভালো লাগল।

১৫ ই নভেম্বর, ২০২১ রাত ৩:০৫

রাজীব নুর বলেছেন: না না মেয়ের জন্মদিন নয়। জন্মদিন দেরী আছে।
আর চিঠি নয়।

৫| ১৫ ই নভেম্বর, ২০২১ রাত ২:২১

চাঁদগাজী বলেছেন:


মেয়ে হাঁটছে?

১৫ ই নভেম্বর, ২০২১ রাত ৩:০৬

রাজীব নুর বলেছেন: না। হামাগুড়ি দেয়।
আগামী এক মাসের মধ্যে একা একা হাঁটবে। এরকম টা আমার মনে হচ্ছে।

৬| ১৫ ই নভেম্বর, ২০২১ সকাল ৯:৫৭

জুল ভার্ন বলেছেন: অত্যন্ত আবেগময় লেখা, ভালো হয়েছে।

১৫ ই নভেম্বর, ২০২১ দুপুর ২:৫৭

রাজীব নুর বলেছেন: বুকের গভীর থেকে উঠেছে কথা গুলো।

৭| ১৫ ই নভেম্বর, ২০২১ সকাল ১১:২৩

প্রত্যাবর্তন@ বলেছেন: অত্যন্ত দরদিয়া লেখা

১৫ ই নভেম্বর, ২০২১ দুপুর ২:৫৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

৮| ১৫ ই নভেম্বর, ২০২১ দুপুর ১২:১০

মরুভূমির জলদস্যু বলেছেন: রাজকন্যার জন্য শুভকামনা।

১৫ ই নভেম্বর, ২০২১ দুপুর ২:৫৮

রাজীব নুর বলেছেন: শু১করিয়া জনাব।

৯| ১৬ ই নভেম্বর, ২০২১ রাত ১২:২৮

কাছের-মানুষ বলেছেন: পোষ্ট ভাল। অফলাইনে পড়েছিলাম। আপনার মেয়ে আদর্শ মানুষ হিসেবে উঠুক এই প্রত্যাশা রইল।

১৬ ই নভেম্বর, ২০২১ রাত ১২:৫৪

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।

১০| ১৬ ই নভেম্বর, ২০২১ রাত ১:৪৬

মেহেদি_হাসান. বলেছেন: দেখতে দেখতে বড় হয়ে গেল যখন আপনার মেয়ে জন্মালো তার কিছুদিন আগে আমি ব্লগ শুরু করেছি

২১ শে নভেম্বর, ২০২১ দুপুর ১২:২৭

রাজীব নুর বলেছেন: আমি চাই আমার কন্যাও ব্লগিং করুক।

১১| ২১ শে নভেম্বর, ২০২১ সকাল ১১:৩৬

খায়রুল আহসান বলেছেন: প্রত্যাবর্তন@ বলেছেন: অত্যন্ত দরদিয়া লেখা[/sb। আমিও তাই বলি, খুবই মায়াবী একটা আদরের লেখা।
আল্লাহতা'লা কন্যাদেরকে নিয়ে আপনার সকল আশা আকাঙ্খা পূরণ করে দিন!

২১ শে নভেম্বর, ২০২১ দুপুর ১২:২৮

রাজীব নুর বলেছেন: সামুতে আমার কন্যাকে নিয়ে লেখা আপনি প্রথম থেকেই পড়ছেন। বিষয়টা আমার ভালো লাগে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.