নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আজকের ডায়েরী- ৯০

১৭ ই নভেম্বর, ২০২১ রাত ১:৪৮


ছবিঃ আমার তোলা।

আমি যা চাই তা-ই হয়ে যাচ্ছে।
যেটা আশা করি তাই হয়ে যাচ্ছে। ভাবলে নিজের কাছেই আজিব লাগে! শেষমেষ আমি কি অন্তর্জামী হয়ে গেলাম! ঘটনা কি হয়েছে খুলে বলি- তিন দিন আগের কথা। সকালে ঘুম থেকে উঠে দেখি রোদ নেই। আকাশ মেঘলা বা কুয়াশাচ্ছন্ন বলা যেতে পারে। বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। ঘুম থেকে উঠে আমি সাধারণ এক কাপ চা খাই। দাঁত ব্রাশ করার পর ব্রেকফাস্ট করে আরেক কাপ চা খাই। এটা দীর্ঘদিনের অভ্যাস। বাসার সবাই সকাল নয়টার মধ্যে নাস্তা করে ফেলে। কিন্তু আমার নাস্তা করতে দেরী হয়ে যায়। অবশ্য কোনো কিছু নিয়েই তাড়াহুড়া করতে আমার ভালো লাগে না।

যাই হোক, সেদিন মেঘলা আবহাওয়া মনটা নরম করে দিয়েছে।
এঁর মধ্যে একটা প্রেমের বই পড়ছিলাম। বইয়ের নাম 'তেঁতুল বনের জোছনা'। বইটা আগেও তিনবার পড়েছি। বইটা পড়া শেষ হয়েছে তিনটায়। বেশ ক্ষুধাও পেয়েছে। ইচ্ছা করছে গরম গরম খিচুড়ি খেতে। সাথে গরুর মাংস ভূনা। মোটা করে বেগুন ভাঁজা। ইলিশ মাছ ভাঁজা থাকলেও চলে, না থাকলেও সমস্যা নাই। ভাবী হয়তো রান্না করছে রুই মাছ আলু দিয়ে ঝোল করে। অবশ্য ইদানিং ভাবী ফুলকপি শিম দেয়। সাথে টোমেটো। যাই হোক, খেতে বসে আমি অবাক! খিচুড়ি। মাত্র চুলা থেকে নামিয়েছে। ধোঁয়া বের হচ্ছে। সাথে গরুর মাংস। রান্না করেছে সুরভি। আমি তিন প্লেট উড়িয়ে দিলাম। জব্বর স্বাদ হয়েছে।

এই কয়েকদিন আগের কথা।
সুরভি নিউ মার্কেট গিয়েছে। আমি বাসায় ফারাজার দেখভাল করছি। ফারাজার বিকেলে ঘুমানোর কথা ছিলো। সে ঘুমায় নি। ফারাজার পেছনে ছুটতে ছুটতে আমি ক্লান্ত। বিকেলে চা নাস্তাও খাওয়া হয়নি। চা নাস্তা দিবে কে? সুরভি আর ভাবী দুজনেই মার্কেটে গিয়েছে। প্রচন্ড ক্ষুধা লেগেছে। দুপুরেও খাওয়া হয় নি। যদিও সুরভি টেবিলে খাবার সাজিয়ে দিয়েছিলো। কিন্তু কন্যা ফারাজাকে নিয়ে ব্যস্ত থাকায় আর খাওয়া হয়নি। সন্ধ্যায় অনুভব করলাম অনেক ক্ষুধা লেগেছে। ইচ্ছা করছিলো কেএফসি'র চিকেন ফ্রাই খেতে। সাথে কোক। ঠিক তখন ছোট ভাইয়ের বউ এসে দুই পিছ চিকেন ফ্রাই আর কোক দিয়ে গেলো। আমি প্রচন্ড অবাক! যা চাইছি তাই পেয়ে যাচ্ছি! ছোট ভাইয়ের বউ এঁর বুদ্ধি আছে চিকেন ওভেনে গরম করে দিয়েছে। সাথে সস দিয়েছে।

সেদিন আমার খুব কাচ্চি খেতে ইচ্ছা করছিলো।
ইদানিং হুটহাট নানান রকম খাবার খেতে ইচ্ছা করে। শুনেছি মৃত্যু ঘনিয়ে এলে এরকম হয়। যাই হোক, ভাবছি কাচ্চি কি সুরভিকে রান্না করতে বলব না চুপ করে হটেল থেকে খেয়ে আসবো। তবে হোটেলের কাচ্চির চেয়ে সুরভির রান্না অনেক বেশি ভালো। যাই হোক, সুরভিকে আর কাচ্চির কথা বললাম না। রাতে বাসায় ফিরে ল্যাপটপ অন করেছি। মুভি দেখব, না লিখব- ভাবছি। সময় তখন রাত দশটা। এমন সময় সুরভি আমার জন্য কাচ্চি নিয়ে এসে হাজির। আমি প্রচণ্ড অবাক! সুরভি আমার মনের কথা জানলো কি করে? সুরভি বলল, তুমি এখনই খেয়ে নাও। বাসায় আমার আর ভাবীর বান্ধবীরা আসছে। আমরা সারারাত আজ গল্প করবো। তুমি খেয়ে ঘুমিয়ে যাও। আমি বললাম, আমার খাওয়া শেষ হওয়া পর্যন্ত থাকো। একা খেতে ভালো লাগে না।

আজকের কথা। রাত আট টা বাজে।
বাসায় ফিরছি। রেলগেটের কাছে এক বড় ভাইয়ের সাথে দেখা। বড় ভাই জোর করে রেস্টুরেন্টে নিয়ে গেলেন। নান রুটি দিয়ে মূরগীর চাপ খেলাম। মূরগীটা টুকরো টূকরো করে কেটে সয়া সস, কেপসিকাম, পেয়াজ, কাচা মরিচ দিয়ে হালকা ভাঁজা ভাঁজা করে। খেতে খারাপ না। খেলাম। পেট ভরেই খেলাম। এবং ঠিক করে ফেললাম, রাতে আর খাবো না। বাসায় এসে দেখি ভাবী বাইরে গিয়েছিলেন। আসার সময় গরুর চাপ, গ্রীল চিকেন, গরুর মগজ ভূনা আর নান রুটি নিয়ে এসেছেন। সামান্য খেলাম। না খেলে ভাবী রাগ করতেন। কিন্তু আমি বুঝি এসব খাওয়া ঠিক না। শরীরের জন্য খারাপ। সুস্থ থাকতে হলে শুধু সবজি খাওয়া উত্তম।

মন্তব্য ৩৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই নভেম্বর, ২০২১ রাত ২:০৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমার জন্য একটু দোয়া করবেন, আমার বই যেন জনপ্রিয় হয়।

১৭ ই নভেম্বর, ২০২১ দুপুর ১২:৩১

রাজীব নুর বলেছেন: দোয়ায় কাজ হয় না। কাজ হলে আজ আমি বাবা মায়ের দোয়ায় বিমান চালাতাম।

২| ১৭ ই নভেম্বর, ২০২১ রাত ২:৫৮

প্রামানিক বলেছেন: চাঁদ কপালি লোক মনে মনে চিন্তা করলেই খাবার এসে যায় এর চেয়ে সুখ আর কি হতে পারে। ধন্যবাদ

১৭ ই নভেম্বর, ২০২১ দুপুর ১২:৩৩

রাজীব নুর বলেছেন: আমি চাই এ সুখ আমার মৃত্যু পর্যন্ত থাক।

৩| ১৭ ই নভেম্বর, ২০২১ সকাল ৮:১১

কবিতা ক্থ্য বলেছেন: আপনার সাথে আমার দেখা হওয়া দরকার।

১৭ ই নভেম্বর, ২০২১ দুপুর ১২:৩৪

রাজীব নুর বলেছেন: আমার বাসায় চলে আসুন।

৪| ১৭ ই নভেম্বর, ২০২১ সকাল ৮:৩৩

শেরজা তপন বলেছেন: হ্যা শুধুমাত্র খাওয়া দাওয়ার ব্যাপারে সম্ভবত আপনি অন্তর্জামী হয়ে যাচ্ছেন :)
আপনার চেহারা দেখেই ভাবি সম্ভবত বুঝে ফেলেন আপনি কি খেতে চান- তিনিও সম্ভবত অন্তর্জামী হয়ে যাচ্ছেন।

এইসব ভুং চুং বাদ দিয়ে একটু সাস্থ্য সম্মত খাবার খেয়ে শরিরটা ফিট রাখুন!

১৭ ই নভেম্বর, ২০২১ দুপুর ১২:৩৫

রাজীব নুর বলেছেন: সুরভি আমাকে পুরোপুরি বুঝে না। ছেলেদের বুঝা মেয়েদের কর্ম নয়।

স্বাস্থ্য সম্মত খাবার শরীরের জন্য উপকারী।

৫| ১৭ ই নভেম্বর, ২০২১ সকাল ৮:৪৩

নুরুলইসলা০৬০৪ বলেছেন: প্রতিটা ঘটনারই কারন ছিল।আপনার লেখাতেই তার প্রমান আছে।ব্যাখ্যা করলে লেখা অনেক বড় হয়ে যাবে।আপনি নিজে তা জানেন।

১৭ ই নভেম্বর, ২০২১ দুপুর ১২:৩৬

রাজীব নুর বলেছেন: আপনি বুদ্ধিমান মানুষ।

৬| ১৭ ই নভেম্বর, ২০২১ সকাল ৯:২৩

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: কপাল পেয়েছেন একটা!

১৭ ই নভেম্বর, ২০২১ দুপুর ১২:৩৬

রাজীব নুর বলেছেন: কপাল বা ভাগ্য বলে কিছু নেই। নিয়তি বিশ্বাস করে বোকারা।

৭| ১৭ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:১১

জুল ভার্ন বলেছেন: রাজ কপাল!

১৭ ই নভেম্বর, ২০২১ দুপুর ১২:৩৭

রাজীব নুর বলেছেন: রাজ কপাল আর হলো কই?
কিছুদিন আগে আব্বা মারা গেলো। আব্বা মারা যাওয়াতে আমি অনেকটা পঙ্গু হয়ে গেছি।

৮| ১৭ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:১৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাছা না মিছা আল্লাহই জানেন। যাই হোক আপনার গ্যাস্ট্রিকের সমস্যা নাই মনে হয় এজন্য হাবিজাবি সব কিছু খেতে পারেন। আমার এসব খাবারের নাম শুনলেই গ্যাস বেড়ে যায়

শুভকামনা
ভালো থাকুন সবাইকে নিয়ে

১৭ ই নভেম্বর, ২০২১ দুপুর ১২:৩৮

রাজীব নুর বলেছেন: সরকারী চাকরির এই এক অসুবিধা। এরা কাউকে বিশ্বাস করতে পারে না।
আমার গ্যাস্ট্রিকে সমস্যা আছে। প্রতিদিন গ্যাস্ট্রিকে ওষুধ খাই।

আমি একা ভালো থাকতে চাই না। আমি সবাইকে নিয়েই ভালো থাকতে চাই।

৯| ১৭ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:২৬

ইসিয়াক বলেছেন:






খাই খাই পোস্ট :-B আমার তো ক্ষুধা লেগে গেল #:-S

১৭ ই নভেম্বর, ২০২১ দুপুর ১২:৩৯

রাজীব নুর বলেছেন: আসল কথা হলো- বাঁচতে হলে খেতে হবে। খাওয়াটা ভীষন গুরুত্বপূর্ন।
কিছু লোক আছে না খেয়ে ব্যাংকে টাকা জমায়। এটা ঠিক না।
খাও দাও ফুর্তি করো। আনন্দ নিয়ে বাঁচো।

১০| ১৭ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:৩২

আলমগীর সরকার লিটন বলেছেন: রাজীব দা এলে কাজ করেন না নজর লাকবি তার চেয়ে আমার কবিতা পাঠ শুনেন গিয়ে

১৭ ই নভেম্বর, ২০২১ দুপুর ১২:৩৪

রাজীব নুর বলেছেন: আপনার মন্তব্যটি বুঝতে পারি নি।

১১| ১৭ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:৩৯

প্রত্যাবর্তন@ বলেছেন: বিচিত্র অভিজ্ঞতার কথা জানলাম।

১৭ ই নভেম্বর, ২০২১ দুপুর ১২:৩৯

রাজীব নুর বলেছেন: এতো আমার রোজকার ঘটনা।

১২| ১৭ ই নভেম্বর, ২০২১ দুপুর ১২:০৩

মরুভূমির জলদস্যু বলেছেন: আপনার বাজার আর খাবারের প্রতি আলাদা টান আছে।

১৭ ই নভেম্বর, ২০২১ দুপুর ১২:৪১

রাজীব নুর বলেছেন: একদম ঠিক ধরেছেন।
পরিবারের জন্য দুই হাত ভর্তি করে বাজার করতে ভালো লাগে।
হ্যাঁ ভালো খাবারের প্রতি আমার টান আছে। ভালো খাবারতের সন্ধানে আমি পঞ্চগড় যেতেও রাজী আছি।

১৩| ১৭ ই নভেম্বর, ২০২১ দুপুর ১২:৪৬

আলমগীর সরকার লিটন বলেছেন: রাজীব দা এগলে কাজ করেন না নজর লাগবি তার চেয়ে আমার কবিতা পাঠ শুনেন গিয়ে

১৭ ই নভেম্বর, ২০২১ দুপুর ১:০৮

রাজীব নুর বলেছেন: ওকে ধন্যবাদ।

১৪| ১৭ ই নভেম্বর, ২০২১ দুপুর ১:১১

মোহামমদ কামরুজজামান বলেছেন: রাজিব ভাই , এ কপাল ;) রাজ কপাল ।

এরকম কপাল লাখে একজনেরও হয় কিনা সন্দেহ তবে এত রিচফুড ঘন ঘন এত বেশী খাওয়া স্বাস্থ্যকর নাও হতে পারে।

এ ব্যাপারে একজন স্বাস্থ্য বিশেষজ্ঞ / খাদ্য বিশেষজ্ঞের পরামর্শ আপনার জন্য ভাল প্রমাণিত হতে পারে।

১৭ ই নভেম্বর, ২০২১ রাত ১০:৪৫

রাজীব নুর বলেছেন: একথাটা অনেকেই বলে, আমার রাজ কপাল।

১৫| ১৭ ই নভেম্বর, ২০২১ বিকাল ৫:০৫

রূপক বিধৌত সাধু বলেছেন: আপনার সাথে আমার কিন্তু ঘোরাঘুরি এবং ছবি তোলার কথা ছিল।

১৭ ই নভেম্বর, ২০২১ রাত ১০:৪৫

রাজীব নুর বলেছেন: মনে আছে। যথাসময়ে ডেকে নিবো।

১৬| ১৭ ই নভেম্বর, ২০২১ রাত ৮:০৮

ইসিয়াক বলেছেন: একা একাই খাবেন? আশে পাশে অনেক হত দরিদ্র মানুষ আছে। তাদের দিকে একটু তাকায়েন। এতে আপনার ভালো ই হবে B-))

১৭ ই নভেম্বর, ২০২১ রাত ১০:৪৬

রাজীব নুর বলেছেন: দরিদ্র মানুষের জন্য অনেক করি। তবে সেগুলো বলা ঠিক হবে না।

১৭| ১৭ ই নভেম্বর, ২০২১ রাত ১০:১৬

ঈশান মাহমুদ বলেছেন: 'সুস্থ থাকতে হলে শুধু সব্জী খাওয়া উত্তম' কিন্তু কাচ্চি, গরুর চপ, শিক কাবাব সঙ্গে নান রুটি এসব দেখলে জিহ্বা কন্ট্রোল করতে পারি না। :P

১৭ ই নভেম্বর, ২০২১ রাত ১০:৪৭

রাজীব নুর বলেছেন: এই তো আসল কথা বলে দিয়েছেন।

১৮| ১৭ ই নভেম্বর, ২০২১ রাত ১০:২৪

মেহেদি_হাসান. বলেছেন: “ডাক্তার সাহেব, তুমি আমার জন্য দু'ফোঁটা চোখের জল ফেলছ,
তার প্রতিদানে আমি তোমার জন্য 'জনম জনম ধরে কাঁদিব’।”

রাজীব ভাই আপনার বাসায় বোধহয় প্রায়ই ভালো রান্না হয় একদিন দাওয়াত দিয়েন!

১৭ ই নভেম্বর, ২০২১ রাত ১০:৪৮

রাজীব নুর বলেছেন: তেঁতুল বনের জোছনা উপন্যাসের কথা। আপনার মনে আছে?!!

হ্যাঁ আমার বাসায় ১৪ জন সদস্য। নানান রকম অনুষ্ঠান লেগেই আছে।

১৯| ১৮ ই নভেম্বর, ২০২১ বিকাল ৫:৫৬

মেহেদি_হাসান. বলেছেন: তেঁতুল বনে জোছনা আমার প্রিয় বই

১৯ শে নভেম্বর, ২০২১ রাত ১২:১১

রাজীব নুর বলেছেন: আমারও।
এরকম আরো কিছু বই আছে। পড়বেন। ভালো লাগবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.