নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আজ আমাদের বিবাহ বার্ষিকী

২২ শে নভেম্বর, ২০২১ রাত ১:৫৭



আট বছর পার করে ফেললাম।
আট বছর কম সময় না। কিন্তু মনে হয় এই তো সেদিন বিয়ে করলাম। কিন্তু দেখতে দেখতে আট বছর হয়ে গেছে। যদিও বিয়ে, জন্মদিন ইত্যাদি কোনো তারিখই আমার মনে থাকে না। এগুলো মনে রাখে মেয়েরা। কিন্তু কোনো স্ত্রী মানতেই পারবে না, তার স্বামী বিয়ের তারিখ ভুলে গেছে। হইচই শুরু করে দিবে। যাই হোক, সুরভির ভাব ভঙ্গি দেখে আমি বুঝে ফেলি- হয়তো আজ কোনো বিশেষ দিন। তখন খুঁজে বের করি বিশেষ দিনটা কি। এইভাবে বড় বাঁচা বেঁচে যাই বারবার।

সুরভিকে নিয়ে সামুতে বেশ কিছু লেখা লিখেছি।
সুরভি খুব ভালো একটা মেয়ে। সবচেয়ে বড় কথা সে আমাকে বুঝে। এমন কি আমার মনের কথা গুলোও যেন কিভাবে বুঝে ফেলে। আমাদের মাঝে ঝগড়াঝাটি হয় না। কারন আমি ঝগড়ার মানুষ না। কোনো কারণে সুরভি রেগে গেলে, আমি চুপ থাকি। আবার আমি রেগে গেলে- সুরভি চুপ থাকে। তাই ঘটনা বেশি দূর এগোয় না। এক ঘন্টা পরেই ঝামেলা চুকে যায়। মিটে যায়। তবে সুরভি আমার একটা কথা রাখে নি। বিয়ের আগে বলেছিলাম, যদি রাত দুইটায় চা চাই বানিয়ে দিবে? সুরভি বলেছিলো দিবে। কিন্তু দেয় নি। সুরভি মুহুর্তের মধ্যে ঘুমিয়ে যেতে পারে। গত আট বছরে তার ঘুমের সমস্যা দেখি নাই।

সংসার জীবন আমাদের সুন্দর কাটছে।
সুরভি সাংসারিক মেয়ে। সমস্ত রকম রান্না পারে। সামাজিকতা খুব ভালো বুঝে। এলোমেলো কোনো কিছুই সুরভির পছন্দ না। সব সময় ঘর দুয়ার পরিস্কার পরিচ্ছন্ন রাখে। বুয়া আসলো কি আসলো না সেই অপেক্ষায় থাকে না। যে কেউ আমাদের ঘরে এলে বলে- আপনাদের বাসাটা ছোট কিন্তু অনেক সুন্দর। আপনাদের ঘর দেখলেই বুঝা যায়- ঘরে শান্তি আছে। ভালোবাসা আছে। বাসায় গেস্ট এলো সুরভি মুহুর্তের মধ্যে রান্না করে ফেলে। কখনও বিরক্ত হয় না। সেই গেস্ট যদি একদিন থাকতে এসে সাত দিন থাকে তবুও সুরভি বিরক্ত হয় না। সুরভির হাতের রান্না যে'ই খেয়েছে, সে-ই মুগ্ধ হয়েছে! আসলেই সুরভি ভালো রান্না জানে।

সুরভি লেখাপড়ায় ভালো ছিলো।
ইডেন কলেজ থেকে মাস্টার্স পাশ করেছে। আমি বলেছি, তুমি চাকরী করো। সুরভি বলে- সবার আগে আমার সংসার। সংসার বাদ দিয়ে আমি চাকরী করবো না। আমি বললাম, তুমি চাকরী করলে সংসার ভেসে যাবে না। সুরভি বলল, ঠিক আছে একটা চাকরী জোগাড় করে দাও। আমি চুপ করে গেলাম। আমি চাকরী জোগাড় করবো কিভাবে? আমার তো ক্ষমতাবান মামা চাচা নেই। এখন আর সুরভিকে চাকরির কথা বলি না। তবে সুরভি প্রায়ই বলে- তার নাকি একটা বিরাট রেস্টুরেন্ট দেওয়ার ইচ্ছা। আমি খেয়াল করে দেখেছি- সুরভি যা চায় তাই হয়। একদিন হয়তো সে সত্যি সত্যি রেস্টুরেন্ট দিয়ে দিবে।

সুরভির সাথে আমার বিয়ে হতোই না।
সুরভি বাবা যখন জানলেন আমি পত্রিকা অফিসে কাজ করি, তখন স্পষ্ট মানা করে দিলেন। হায় হায়! সুরভি বলল, আমাকে ভুলে যাও। আব্বা মানা করে দিয়েছেন। বলেই সে কান্না শুরু করলো। আমি বললাম, কান্নার কিছু হয় নাই। আমার একজন সুপারম্যান আছে। তাকে বললেই সে সব ব্যবস্থা করে দিবে। কোনো চিন্তা নাই। সুরভি বলল, আমার আব্বা খুব কঠিন মানুষ। একবার যা না করে, সেটা আর হ্যাঁ হয় না। আমি আমার আব্বাকে সুরভির বাবার কথা বললাম। আব্বা বলল, দূর এটা কোনো ঘটনাই না। আমি ব্যবস্থা করছি। আব্বা সুরভির বাবার সাথে দেখা করলেন। এবং বিয়ের তারিখও ঠিক করে ফেলল।

বিয়ের পর আমি ব্যাপক বদলে গেলাম।
সময় মতো খাই। সময় মতো ঘুমাই। বাইরে আড্ডা দেই না। অফিস শেষ হলেই বাসায় চলে আসি। বাসায় ফেরার পথে সুরভির জন্য কিছু না কিছু কিনে নিয়ে যাই। বিয়ের আট বছর হয়ে গেলো- এখনও আমি সংসার পাগল মানুষ। বাজার করি দুই হাত ভর্তি করে। যে যা পছন্দ করে তাই বাজার করি। আমাদের একান্নবর্তী পরিবার। আমরা সবাই একসাথে থাকি। মিলেমিশে থাকি। আমাদের পরিবারে শুধু আব্বা নেই। গত বছর ডিসেম্বরের ১১ তারিখ আব্বা মারা গেলো করোনায়।

মন্তব্য ৩৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ২২ শে নভেম্বর, ২০২১ রাত ২:০৯

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: অভিনন্দন। সারা জীবন একসাথে সুখে থাকুন।আগের কমেন্ট এ বানান ভুল,মুছে দিবেন।

২২ শে নভেম্বর, ২০২১ দুপুর ১২:০২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

২| ২২ শে নভেম্বর, ২০২১ রাত ৩:৫৩

চাঁদগাজী বলেছেন:




অভিনন্দন, আপনারা ভালো থাকুন।

২২ শে নভেম্বর, ২০২১ দুপুর ১২:০২

রাজীব নুর বলেছেন: দোয়া করবেন।

৩| ২২ শে নভেম্বর, ২০২১ সকাল ৮:১৪

ঈশান মাহমুদ বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা এবং শুভ কামনা। দুজনে আজীবন সুখে-দুঃখে পাশাপাশি থাকুন। :)

২২ শে নভেম্বর, ২০২১ দুপুর ১২:০৩

রাজীব নুর বলেছেন: অশেষ শুকরিয়া।

৪| ২২ শে নভেম্বর, ২০২১ সকাল ৮:২১

সোহানী বলেছেন: শুভ বিবাহ বার্ষিকী। জীবন কাটুক অনেক অনেক আনন্দময়।

২২ শে নভেম্বর, ২০২১ দুপুর ১২:০৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ সোহানী। আপনি ভালো থাকুন।

৫| ২২ শে নভেম্বর, ২০২১ সকাল ৮:৩২

নুরুলইসলা০৬০৪ বলেছেন: কিছু একটা করলে ভালো হতো। কখন কোন সময় এসে যায় কেউ বলতে পারে না।তাছাড়া চাকরি করে হাজার হাজার মেয়ে সংসার করছে।আসলে মেয়েরা দায়িত্ব নিতে চায় না।এই জন্যই নিশ্চিন্তে ঘুমাতে পারে।
সুভেচ্ছা।সুখে কাটুক দিন কাল।

২২ শে নভেম্বর, ২০২১ দুপুর ১২:০৪

রাজীব নুর বলেছেন: ভালো বলেছেন।

৬| ২২ শে নভেম্বর, ২০২১ সকাল ৯:৪৯

আলমগীর সরকার লিটন বলেছেন: অনেক দোয়া করি
আপনাদের সংসার জীবন
আরও সুন্দর হোক ভাল
হোক মধুময় হোক
হাজার ফুলেল শুভেচ্ছা জানাই রাজীব দা

২২ শে নভেম্বর, ২০২১ দুপুর ১২:০৪

রাজীব নুর বলেছেন: ভালোবাসা নিরন্তর।

৭| ২২ শে নভেম্বর, ২০২১ সকাল ১০:২৩

প্রত্যাবর্তন@ বলেছেন: আপনার এই বছর আট বছর পূর্তি হল । আমার বারো বছর ।

২২ শে নভেম্বর, ২০২১ দুপুর ১২:০৪

রাজীব নুর বলেছেন: আর চার বছর পর আমারও বারো হবে। হে হে হে---

৮| ২২ শে নভেম্বর, ২০২১ সকাল ১১:০৮

জুল ভার্ন বলেছেন: অভিনন্দন এবং শুভ কামনা।

২২ শে নভেম্বর, ২০২১ দুপুর ১২:০৫

রাজীব নুর বলেছেন: আন্তরিক ধন্যবাদ।

৯| ২২ শে নভেম্বর, ২০২১ দুপুর ১২:১৭

মেহেদি_হাসান. বলেছেন: অভিনন্দন সারাজীবন একে অপরকে আঁকড়ে ধরে ভালো থাকুন।

২২ শে নভেম্বর, ২০২১ দুপুর ১২:৩০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মেহেদি।

১০| ২২ শে নভেম্বর, ২০২১ দুপুর ১২:৫৬

মরুভূমির জলদস্যু বলেছেন: শুভেচ্ছা রইলো দুজনের জন্য।

১১| ২২ শে নভেম্বর, ২০২১ দুপুর ১:৪৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ ।

১২| ২২ শে নভেম্বর, ২০২১ দুপুর ২:০৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: সুখে-শান্তিতে দুজনের সারাটা জীবন কাটুক।

২২ শে নভেম্বর, ২০২১ রাত ১১:০২

রাজীব নুর বলেছেন: তাই কাটছে। দোয়া অব্যহত রাখবেন।

১৩| ২২ শে নভেম্বর, ২০২১ দুপুর ২:১০

মোহামমদ কামরুজজামান বলেছেন:
অষ্টম বিবাহ বার্ষিকীতে অনেক অনেক শুভেচছা ও শুভ কামনা রাজিব ভাই এবং সুরভী ভাবীর জন্য।

দয়াময় আল্লাহর কাছে প্রার্থনা ও চাওয়া, যেন আপনাদের উভয়ের সংসার জীবন সুখে-শান্তিতে ভরিয়ে দেন । সুখী-সুন্দর-শান্তিময় হোক আপনার পারিবারিক জীবন । জীবনের বাকী দিনগুলিও হয়ে উঠুক এরকম ভালবাসায় ভরপুর।

আপনার বাবার জন্যও দোয়া রইলো। দয়াময় আল্লাহ যেন উনাকে ক্ষমা করে দেন এবং জান্নাতুল ফেরদৌস নসীব করেন।

আরো দোয়া রইলো,সুরুভী ভাবীর চমতকার ঘুমের জন্য। কারন, সারাদিন খাটা-খাটুনির পর একজন গৃহবধুর ঘুম অতীব জরুরী পরের দিনটা ভালভাবে শুরু করার জন্য।

২২ শে নভেম্বর, ২০২১ রাত ১১:০৩

রাজীব নুর বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপনাকে। সুন্দর মন্তব্য করেছেন।

১৪| ২২ শে নভেম্বর, ২০২১ বিকাল ৫:৫৬

অক্পটে বলেছেন: অভিন্দন! অনাগত দিনগুলো মধুময় হোক।

২২ শে নভেম্বর, ২০২১ রাত ১১:০৩

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

১৫| ২২ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:১৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনাদের সুখ সমৃদ্ধি কামনা করি।

২২ শে নভেম্বর, ২০২১ রাত ১১:০৫

রাজীব নুর বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

১৬| ২৩ শে নভেম্বর, ২০২১ রাত ১:৪৬

প্রবাসী ভাবুক বলেছেন: আপনাদের ভালবাসা অটুট থাকুক। আগামী দিনগুলো আরও মধুময় হয়ে উঠুক। শুভ কামনা রইল।

২৩ শে নভেম্বর, ২০২১ বিকাল ৫:৫৯

রাজীব নুর বলেছেন: ভালোবাসা নিরন্তর।

১৭| ২৩ শে নভেম্বর, ২০২১ রাত ৩:০৮

শরৎ চৌধুরী বলেছেন: Many congratulations.

২৩ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:০০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১৮| ২৩ শে নভেম্বর, ২০২১ বিকাল ৪:৫১

মিরোরডডল বলেছেন:
যেখানে প্রতিদিন ৩৯ ডিভোর্স, সেখানে ৮ বছর হ্যাপিলি সংসার করা একটা বিশাল প্রাপ্তি ।
Congratulations!



২৩ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:০০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

১৯| ০২ রা ডিসেম্বর, ২০২১ দুপুর ১:১৭

Subdeb ghosh বলেছেন: অভিনন্দন! ভালো থাকুন সবসময়।

০২ রা ডিসেম্বর, ২০২১ দুপুর ২:২৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.