নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
ছবিঃ আমার তোলা।
আমি কখনও অন্ধ হবো।
রাত নামলে আমার ঘরে তবু তুমি বাতি জ্বালাবে।
ঘুমুবার আগে আবার ঠিক বাতি নিভিয়েও দেবে।
এইখানটাতে ভাবার বিষয় আছে। ভাবো।
একটা ধাঁধা দিয়ে লেখাটা শুরু করি-
''একজন বয়স্ক লোক এক তরুণকে বললেন, 'আমার এক মেয়ের নাম কণা। তার যতগুলো ভাই আছে, ততগুলো বোন আছে। প্রত্যেক ভাইয়ের যতজন ভাই আছে বোন আছে তার দ্বিগুণ। এখন বলো তো আমার কয় ছেলে কয় মেয়ে?''
একদিন সুরভি ফোন করে বলল, রক্ত লাগবে।
'ও' পজেটিভ। আমি এক ব্যাগ রক্ত কিনে পাঠিয়ে দিলাম। এরপর সুরভি রেগেমেঘে অস্থির। আমি বললাম, কি হয়েছে? সুরভি বলল, আমার ছোট মামা অসুস্থ। হাসপাতালে ভর্তি। তার জন্য রক্ত লাগবে। তুমি কোন আক্কেলে বাসায় রক্ত পাঠালে? এটা আমাদের বিয়ের আগের ঘটনা। কিছু কিছু কাজে আসলেই আমি বোকামির পরিচয় দিয়ে দেই। তবে এখানে আমার পুরোপুরি দোষ নেই। সুরভি আমাকে প্রথমে বুঝিয়ে বললেই পারতো।
একদিন সুরভি বলল, আব্বা অসুস্থ।
বারডেম ভর্তি। তুমি আসো। দেখে যাও। তোমার খোজ করছিলো। আমি গেলাম শাহবাগ বারডেম হাসপাতাল। গিয়ে দেখি শ্বশুর মশাই নাই। খুব মেজাজ খারাপ হলো আমার। সুরভিকে ফোন দিলাম। বললাম, তুমি কই? সুরভি বলল, আমি হাসপাতালে। আব্বার পাশে বসে আছি। আমি বললাম, তাহলে আমি কই? সুরভি বলল, তুমি কই আমি কি জানি না। রাগে আমার শরীর জ্বলছে। বললাম, সুরভি আমি বারডেম হাসপাতালে। তোমাকে খুঁজে পাচ্ছি না। আমি তিন তলার বারান্দায় আছি। সুরভি বলল, তুমি ভুল হাসপাতালে গেছো। আমি মিরপুর বারডেম হাসপাতালের কথা বলেছি।
একবার সুরভি বরিশাল যাচ্ছিলো।
তখন আমাদের বিয়ে হয়নি। চুটিয়ে প্রেম করছি। সুরভির কাজিনের বিয়ে। সদরঘাট থেকে লঞ্চ ছেড়ে দিয়েছে। সুরভির সাথে আমার ফোনে কথা হচ্ছে। রাত দুটায় সুরভিকে ফোনে বললাম, কেবিন থেকে বের হয়ে বাইরে দেখো- কি প্রচন্ড শীত! চারিদিকে কুয়াশা। ফ্লাড লাইটের আলোতেও কিছু দেখা যায় না। এখন তোমাদের লঞ্চ কীর্তনখোলা নদীতে। সুরভি একটা ভারী শাল গায়ে দিয়ে কুয়াশা দেখতে বের হলো। তখনও আমি ফোনে ছিলাম। সুরভি বলল, আসলেই অনেক ঠান্ডা। প্রচুর কুয়াশা। তখন আমি পেছন থেকে এসে সুরভির হাত ধরি। আমাকে দেখে সুরভি খুবই অবাক হয়! আনন্দে সে কান্না করে দেয়।
সুরভির একটা বিষয় আমার ভালো লাগে না।
সে অনলাইন থেকে প্রচুর কেনাকাটা করে। অথচ আমরা ঢাকা শহরে থাকি। বাসা থেকে বের হলেই মার্কেট এর অভাব নেই। অনলাইন থেকে কেন কেনাকাটা করতে হবে? সেদিন অনলাইন থেকে আধা কেজি চানাচুর কিনলো। ২৫০ টাকা দিয়ে। সার্ভিস চার্জ ৫০ টাকা। বেকারি থেকে ভালো চানাচুর কেনা যায় এক কেজি তিন শ' টাকা দিয়ে। সুরভি মধু, ঘি কিনে অনলাইন থেকে। ফারাজার জন্য ওলিভওয়েল কিনে অনলাইন থেকে। এমন কি সরিষার তেলও কিনে অনলাইন থেকে। জামা জুতো। ডায়পার। অনলাইন থেকে কিছু জেনা মানে ঠকা। ইচ্ছা করে কেউ ঠকে? আমি হাজার বার মানা করেছি, অনলাইন থেকে কিচ্ছু কিনো না। আমার কথা শোনে না। তবে ফুডপান্ডা ভালো। খাবার অর্ডার করলে অল্প সময়ের মধ্যে বাসায় এসে দিয়ে যায়।
আমি বিশ্বাস করি-
ষড়যন্ত্রকারী কখনো সফল হয়নি বরং ধ্বংস হয়েছে। অন্যকে ছোট করে নিজে বড় হয়নি বরং ঘৃণিত হয়েছে। এটাই প্রকৃতির নিয়ম। এই সমাজে ধার্মিকদের আমি পছন্দ করি না। বরং ভয় পাই। মানুষ, ধর্ম এবং ধার্মিক ব্যক্তিকে সম্মানের চোখে দেখে। তাই দুষ্টলোকজন ধার্মিক সাঁজে। পাকিস্তানিদের ভাই বলে সম্বোধন করে। ধর্মের দোহাই দেখায়। মুসলমান দাবী করে ইত্যাদি ইত্যাদি। বাংলার পাতাকায় লাল তো শহীদের রক্ত রঙ, সবুজ তো সেই বীরাঙ্গনা মা বোনদের শাড়ির রঙ যা মনের ভিতরের তীব্র গাঢ় দুঃখ, বেদনার রঙ। যারা আমাদের মুখের ভাষা কেড়ে আমাদের দেশ হতে আমাদের অস্তিত্ব ধুলিস্যাৎ করতে চেয়েছিল তাদেরকেই বরন করে নিচ্ছো? লজ্জা কবে হবে হে প্রজন্ম। ক্রিকেট যদি সাপোর্ট করেন হয়তো বাংলাদেশকে নয়তো এড়িয়ে যান। আর যদি আপনি বাংলাদেশের কোনো প্রতিপক্ষকে সাপোর্ট করেন তবে আপনি নিশ্চয় দেশদ্রোহী আর কুলাঙ্গার।
২৩ শে নভেম্বর, ২০২১ দুপুর ১:৪৯
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
২| ২৩ শে নভেম্বর, ২০২১ দুপুর ১:৪০
নিচু তলাৱ উকিল বলেছেন: ধাঁধার উত্তরটা একটু বলেন, বাকি সব আগামীর মতো।
২৩ শে নভেম্বর, ২০২১ দুপুর ১:৫০
রাজীব নুর বলেছেন: একদম সহজ। আপনি পারবেন।
মাথা খাটাতে চান না কেন? এত অলস কেন আপনি?
৩| ২৩ শে নভেম্বর, ২০২১ দুপুর ১:৪৪
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: রাজাকারের ছানাপোনায় ভরে গেছে দেশ।
২৩ শে নভেম্বর, ২০২১ দুপুর ১:৫১
রাজীব নুর বলেছেন: জদেশ স্বাধীন হয়েছে ৫০ বছর হয়ে গেছে।
আজও কেন দেশে রাজাকার থাকবে? আজিব!!
৪| ২৩ শে নভেম্বর, ২০২১ দুপুর ১:৫৩
প্রত্যাবর্তন@ বলেছেন: বোন - ৪ জন , ভাই - ৩ জন
২৩ শে নভেম্বর, ২০২১ দুপুর ২:০৬
রাজীব নুর বলেছেন: আপনি নিশ্চিত?
৫| ২৩ শে নভেম্বর, ২০২১ দুপুর ২:০৫
রানার ব্লগ বলেছেন: খানে স্পস্ট বা অস্পষ্টতার কিছুই নাই। পাকিস্থানীদের কোন কিছু বাংলাদেশে সহ্য করা হবে না। পতাকা ফতাকা বুঝি না। এতে কারো চুলকানি থাকলে সে এলার্জির ঔষধ খাক ।
২৩ শে নভেম্বর, ২০২১ দুপুর ২:০৭
রাজীব নুর বলেছেন: ইয়েস। রাইট।
৬| ২৩ শে নভেম্বর, ২০২১ দুপুর ২:৩২
আলমগীর সরকার লিটন বলেছেন: খুব সুন্দর লেখেছেন কবি দা আস্তিক নাস্তিক বুঝি না পাকিস্তানিরা খরপ কাজ করেছে বলে ঘৃণা করি
এক জন মুসলমান হয়ে ভাল কাজ করার চেষ্টা করি---------------
২৩ শে নভেম্বর, ২০২১ দুপুর ২:৪০
রাজীব নুর বলেছেন: কবিরা মন্দ কাজ করতে পারে না। তাই আপনি ভালো কাজ করছেন।
৭| ২৩ শে নভেম্বর, ২০২১ দুপুর ২:৫৭
হাসান কালবৈশাখী বলেছেন:
বাংলাদেশে পাকি পতাকা পাকিস্তানপন্থি দেখে অবাক হওয়ার কিছু নেই।
দেশের উল্লেখযগ্য একটি জনসংখা পাকিস্তান পন্থি।
বাংলাদেশে দুটি প্রধান রাজনৈতিক দল বিএনপি ও জাতিয় পার্টি ১০০% পাকিস্তানপন্থি রাজনীতি করে।
জামাত সহ ধর্ম রাজনীতি যারা করে এরা সবাই অন্ধভাবে কঠিনভাবে পাকিস্তান পন্থি। এদের মাদ্রাসায় কখনো জাতিয় পতাকা উত্তলন হয় না জাতীয় সংগিত গাওয়া হয় না।
এরা এরা নর্মালি 'পাকিস্তানজিন্দাবাদ' বলতে লজ্জা পায় বা গণপিটুনির ভয় পায়, কিন্তু সম্প্রতি এই পাকিরা বাংলাদেশে আসার সুযগে স্টেডিয়ামে গিয়ে পাকিস্তান পাকিস্তান বলে লাফাচ্ছে।
লজ্জা অবস্যই পায় নয়লে কেন ইনিয়ে বিনিয়ে বলে বিসিবির বিরুদ্ধে প্রতিবাদ, আবার বলে ওরা অবাঙালি, বিহারী,
২৩ শে নভেম্বর, ২০২১ বিকাল ৩:৪৮
রাজীব নুর বলেছেন: আমাদের দেশে পাকিস্তানী পতাকা উড়ানো একটা চক্রান্ত। এদের অন্য কোনো উদ্দ্যেশ আছে।
৮| ২৩ শে নভেম্বর, ২০২১ বিকাল ৩:০৪
মরুভূমির জলদস্যু বলেছেন: শেষে দুইটি অংশ ছাড়া বাকিগুলি ভালোবাসায় টইটুম্বুর। লেখাও চমৎকার হয়েছে।
২৩ শে নভেম্বর, ২০২১ বিকাল ৩:৪৯
রাজীব নুর বলেছেন: শুকররিয়া জনাব। ভালোবাসা জানিবেন।
৯| ২৩ শে নভেম্বর, ২০২১ বিকাল ৩:০৭
গফুর মিয়া১৯১ বলেছেন: পাকিদের ঔ রসে জন্ম যাদের তারাই এমন করছে
২৩ শে নভেম্বর, ২০২১ বিকাল ৩:৫০
রাজীব নুর বলেছেন: দেশ স্বাধীন হয়েছে ৫০ বছর হয়ে গেছে।
এখনও রাজাকার থাকবে কেন দেশে?
১০| ২৩ শে নভেম্বর, ২০২১ বিকাল ৩:৫৫
সামিউল ইসলাম বাবু বলেছেন: পাকিস্তান বাংলাদেশের ক্ষতি করার মতো কোন ক্ষমতা ও সুযোগ কোনটাই নেই। কিন্তু, ভারত, আর গয়েন্দা সংস্থা "র" এবং "র" এর এজেন্ট সম্পর্কে কতটুকু সচেতন আছেন?
বাংলাদেশ থেকে নিজের বাসার দরজার সামনে থেকে পুলিশ পরিচয় দিয়ে উঠিয়ে নিয়ে যায় আর পাওয়া যায় ভারতে এটা ভালো করে সহ্য করতে পারেনতো?
ভারত বা পাকিস্তান কাওকেই অন্ধের সাপোর্ট করা বোকামো।
সর্বপ্রথম আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সম্পর্কে সচেতন হওয়া জরুরী
২৩ শে নভেম্বর, ২০২১ বিকাল ৪:২৬
রাজীব নুর বলেছেন: ভারত আমাদের বন্ধু। ওরা আমাদের ক্ষতি করবে না। কোনো কালে করেও নি।
১১| ২৩ শে নভেম্বর, ২০২১ বিকাল ৪:৫১
সামিউল ইসলাম বাবু বলেছেন: লেখক বলেছেন: ভারত আমাদের বন্ধু। ওরা আমাদের ক্ষতি করবে না। কোনো কালে করেও নি। ভালো লাগলো
২৩ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:০১
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
১২| ২৩ শে নভেম্বর, ২০২১ বিকাল ৫:২২
চাঁদগাজী বলেছেন:
মাড়কসার বাচ্চারা মা'কে খেয়ে ফেলে; এরা আমাদের মানসন্মান খেয়ে ফেলছে।
২৩ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:০২
রাজীব নুর বলেছেন: এদের বুঝাতে হবে।
১৩| ২৩ শে নভেম্বর, ২০২১ রাত ১০:২৪
বিজন রয় বলেছেন: আপনি কি করলেন কি করলেন না তাতে পাকিস্তানী বা তাদের সমর্থকদের কিছু যায় আসে না।
২৩ শে নভেম্বর, ২০২১ রাত ১০:৩৬
রাজীব নুর বলেছেন: আইন করতে হবে।
বাংলাদেশে যারা থাকবে, তাঁরা পাকিস্তানের সাপোর্ট করতে পারবে না।
১৪| ২৩ শে নভেম্বর, ২০২১ রাত ১০:৩৯
বিজন রয় বলেছেন: আইন করতে হবে।
বাংলাদেশে যারা থাকবে, তাঁরা পাকিস্তানের সাপোর্ট করতে পারবে না।............... আইন করে সব হয় না। মনের বদলটা জরুরী।
আর বাংলাদেশে মানসিকতায় এখন অনেক বেশি পাকিস্তানী। শুধু মানচিত্র আলাদা।
২৩ শে নভেম্বর, ২০২১ রাত ১১:৫২
রাজীব নুর বলেছেন: শালাদের ধরে চাবকাতে হবে।
১৫| ২৪ শে নভেম্বর, ২০২১ সকাল ৭:১২
নুরুলইসলা০৬০৪ বলেছেন: ৫০ বছরের অপশাসনে কারো মনেই দেশ প্রেম বিকশিত হয় নাই।৭১ রে যাও বা ছিল সেটা ৭২ রেই শেষ হয়ে গাছে।এখন সবার কাছেই দেশের থেকে ধর্ম বড়,পাকিরা আমাদের ধর্মের ভাই।
১৬| ২৪ শে নভেম্বর, ২০২১ দুপুর ২:০৩
রাজীব নুর বলেছেন: ধর্মই দেশটারে খাইলো।
১৭| ২৪ শে নভেম্বর, ২০২১ বিকাল ৩:০৪
বিটপি বলেছেন: পতাকা কি দোষ করল? পতাকা কেন সহ্য করতে পারেন না? কিছু কিছু দেশের মানুষদেরকে আমি প্রচন্ড ঘৃণা করি, কিন্তু ওদের পতাকার প্রতি তো আমার বিদ্বেষ নেই? ইসরাইলের পতাকার ডিজাইন আমার খুব ভালো লাগে। আমাদের একজন প্রভাবশালী নবীর নবুওয়াতের চিহ্ন নিয়ে ঐ পতাকা বানানো হয়েছে। যারা অন্য দেশের পতাকা পোড়ায়, তারা কখনোই মানুষের পর্যায়ে পড়ে না।
২৪ শে নভেম্বর, ২০২১ বিকাল ৩:২৪
রাজীব নুর বলেছেন: নিজের দেশের মাঠে। নিজের দেশ খেললে। যারা নিজের দেশকে সাপোর্ট করে না। পাকিস্তানকে সাপোর্ট করে। তাও আবার তাদের পতাকা হাতে। জার্সি গায়ে। এসব আমার সহ্য করতে হবে? পাকিস্তানের মাঠে কেউ কি বাংলাদেশের পতাকা নিয়ে কোনো দিন বাংলাদেশকে সাপোর্ট করবে?
১৮| ২৪ শে নভেম্বর, ২০২১ বিকাল ৩:৪১
বিটপি বলেছেন: আপনার কথায় যঠেষ্ট যুক্তি আছে। কিন্তু ভাবুন তো, একজন রাজাকার যদি বঙ্গবন্ধুর ছবি গলায় ঝুলিয়ে আপনাকে দেখায়, তাতে বঙ্গবন্ধুর কি কোন অসম্মান হবে? কিছু কুলাঙ্গার পাকিস্তানের পতাকা নিয়ে স্টেডিয়ামে এসেছে, তাকে পাকিস্তানের দোষ কোথায়? পতাকাকে সম্মান দিন, কারণ যে কোন পতাকা ডিজাইন বা তৈরির ক্ষেত্রে কাজ করে সেই পতাকাধারীর দেশপ্রেম, ডেডিকেশন আর ভক্তি - এই অনুভূতিগুলোকে সম্মান করুন।
বাংলাদেশের আলো বাতাসে বড় হওয়া কুলাঙ্গারদের কারণে বাংলাদেশের সম্মান এতটুকুও কমেনি, যতটুকু কমেছে বনানী ধর্ষন মামলায় দেওয়া বিচারকের রায়ে। ঐ কুলাঙ্গারদের চেয়ে বেশি ঘৃণা প্রাপ্য হল ঐ বিচারকের।
২৫ শে নভেম্বর, ২০২১ রাত ১২:০৯
রাজীব নুর বলেছেন: হ্যাঁ আপনি ঠিক বলেছেন।
আপনার কথায় লজিক আছে। মেনে নিলাম। একমত আমি আপনার সাথে।
ধন্যবাদ। ভালো থাকুন।
©somewhere in net ltd.
১| ২৩ শে নভেম্বর, ২০২১ দুপুর ১:৪০
প্রত্যাবর্তন@ বলেছেন: +++