নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
ছবিঃ আমার তোলা।
যারা বলেন ভূত, প্রেত নাই সব মিথ্যা কথা।
তাদেরও ভূত নিয়ে কোনো না কোনো অভিজ্ঞতা আছে। দুনিয়াটা তো শুধু মানুষের না। দুনিয়াতে বহু রকমের জীব জন্তু আছে। অনেক জীব জন্তু আমার খালি চোখে দেখতে পাই না। খালি চোখে সচারচর যা দেখা যায় না- সেটাই ভূত, অশরীরি। জ্বীন, পরী, ফেরেশতারা আসলে ভূত। যা দেখা যায় না কিন্তু আছে সেগুলোই ভূত। এদের অস্তিত্ব অনুভব করা যায়। বহুলোক এদের অস্তিত্ব অনুভব করেছে। আমি নিজেও এদের অস্তিত্ব টের পেয়েছি বেশ কয়েকবার। তবে এ কথা সত্যি সব জ্বীন ভূত মানুষের ক্ষতি করে না। আসলে এদের কোনো অনিষ্ঠ করার ক্ষমতা নেই। তবুও মানুষ এদের ভয়ে অস্থির। মানুষ চাঁদে যাবে এটা বিশ্বাস করবেন আবার জ্বীন, ভূত, মারমেইড আছে সেগুলোও বিশ্বাস করবেন তা হয় না। একপাশে সরে আসুন।
আমার এক শিক্ষিত বন্ধুর গল্প বলি-
বন্ধুর মামাকে যাদুটোনা করা হয়েছে। মামা অতি দ্রুত শুকিয়ে যাচ্ছেন। গাল ভেঙ্গে গেছে। চোখ ভিতরে ঢুকে যাচ্ছে। সারারাত ঘুমান না। রাত তিনটায় ঘর থেকে বের হয়ে যেতে চান। অকারনেই চিৎকার চেচামেচি করেন। কখনও কখনও এক বসায় দুই কেজি আঙ্গুর একাই খেয়ে ফেলেন। মামাকে বড় ফকির দেখানো হলো। ফকির বললেন, মামাকে কুফুরী করা হয়েছে। বাঁচার চান্স খুব কম। বাসার সবাই ঘাবড়ে গেলো। বলল, ফকির বাবা যত টাকা লাগে লাগুক। মামাকে বাচাতেই হবে। ফকির বললেন, আমি চেষ্টা করছি। ফকির বাবা নানান রকম দোয়া দুরুদ পড়ে ঘরের বিভিন্ন জায়গা থেকে তাবিজ খুঁজে বের করলেন। এমন কি ঘরের দেয়ালের প্লাস্টার ভেঙ্গেও তিনটা তাবিজ বের করলেন। মামা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন। মামার আত্মীয় স্বজন বললেন, সব পীর ফকির ভন্ড নয়। এখন সমাজে কিছু কামিলদার পীর ফকির আছে।
মামা ছিলেন বিরাট ব্যবসায়ী।
অনেক টাকার মালিক। একবার মামা গ্রামে যান। গ্রাম থেকে ফিরে দেখেন তার আলমারি থেকে ৫ লাখ টাকা গায়েব। মামা সেই ফকির বাবাকে ডাক দিলেন। ফকির বাবা বললেন, কোন সমস্যা নাই। এমন বান দিমু, যে টাকা নিয়েছে সে রক্ত বমি করতে-করতে মারা যাবে। ফকির বাবা ধ্যানে বসে পুরো বাড়িতে বান দিলেন। এবং স্পষ্ট করে বললেন, কঠিন বান দিয়েছি। যে টাকা নিয়েছে সে যদি সাত দিনের মধ্যে যদি টাকা ফেরত না দেয় তাহলে সে নিশ্চিত বুক ফেটে রক্ত বমি করতে করতে মরবে। দেখা গেলো পাঁচ দিনের মধ্যে পরিবারের এক সদস্যের বুকে ব্যথা করতে শুরু করলো। সে কিছু খেতে পারে না। পানি খেলেও বমি হয়ে যাচ্ছে। তারপর সে মামার পা ধরে বলল, আল্লাহর দোহাই লাগে আমাকে বাঁচান। বান বন্ধ করেন। আমি মরতে চাই না। এই নিন আপনার টাকা। তারপর মামা ফকির বাবাকে ফোন করে বললেন, হুজুর টাকা পাওয়া গেছে বান বন্ধ করেন। এবং কথা মতো পাঁচ লাখ টাকা ফেতর পেয়ে ফকির বাবাকে এক লাখ টাকা পুরস্কার দেওয়া হয়।
আমার ছোটবেলার একটা কথা।
আমি আব্বাকে বললাম, আব্বা বাটি চালান কিভাবে দেয়? আমার দেখার খুব শখ। আব্বা বললেন, কোনো সমস্যা নাই। আমি ব্যবস্থা করছি। তিনজন লোক এলেন তাঁরা আমাদের ঘরে বাটি চালান দিবেন। আব্বা তাদের বলেছেন, কেউ আমাকে তাবিজ করেছে। আমার কোনো আয় উন্নতি হচ্ছে না। তিনজন একসাথে বললেন, সে কথা আপনাকে বলতে হবে না। আপনার ঘরে পা দিয়েই আমরা সব বুঝে গেছি। তাঁরা বাটিতে দোয়া পরে ফু দিলেন। বাটি নানান দিকে যাচ্ছে। আসলে বাটি তো আর একাএকা চলে যেতে পারে না। তাঁরা হাত দিয়ে জোরে বাটি ঠেলে দিচ্ছে। যাই হোক, বালিশের বেতর থেকে তাবিজ বের হলো। রান্না ঘরে চালের ড্রাম থেকে এবং ঘরের সানসেটের উপর থেকে তাবিজ বের হলো। আব্বা তাদের বললেন, আপনারা বিদায় হোন। কিভাবে বাটি দৌড়াচ্ছে, তাবিজ কিভাবে বের হলো আমি জানি। জাস্ট আমার ছেলেকে দেখানোর জন্য আপনাদের ডেকেছি। সেদিন আব্বা আমাকে বলেছিলেন, এইসব ঝারফুক, তাবিজ কবচ, ভাটিচালান ইত্যাদি কোনোদিন বিশ্বাস করবে না।
আমি ছোটবেলায় দেখেছি-
বাচ্চা বিছানায় মুতে। হুজুরের কাছে গিয়ে পানিপড়া নিয়ে আসে। কারন বিছানায় মুতা বন্ধ করা ডাক্তারের কাজ নয়। পানি পড়া খেয়েও বিছানায় মুতা বন্ধ না হলে- অন্য চিকিৎসা আছে। একটা কাইতনে তাবিজ প্যাচিয়ে কোমরে পড়ে থাকতে হবে। তবেই বিছানায় মুতা বন্ধ হবে। এখন হয়তো কেউ পানি পড়ায় বিশ্বাস করে না। হুজুরদের পানি পড়া ব্যবসা বন্ধ হয়ে গেছে। মানুষ যত সচেতন হচ্ছে পীর, ফকির, দরবেশ বাবাদের ব্যবসা বন্ধ হচ্ছে। তবে মাজার ব্যবসা আজো বন্ধ হয়নি। সরকারের উচিত মাজার ব্যবসা বন্ধ করার ব্যবস্থা নেওয়া। সারা বাংলাদেশে যেদিন সমস্ত মাজার বন্ধ ঘোষনা করা হবে সেদিন দেশ আলোকিত হয়ে যাবে। লন্ডন, আমেরিকা, কানাডাতে কি মাজার আছে? সেখানে কি মানুষ যায়? টাকা ফেলে? মাজার জিয়ারত করে? মানত করা মূরগী ছাগল ছেড়ে দেয়? ফকিরদের কাছ থেকে বালামছিবত দূর করার জন্য তাবিজ কবচ নেয়?
২৭ শে নভেম্বর, ২০২১ দুপুর ২:২৭
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
২| ২৭ শে নভেম্বর, ২০২১ দুপুর ২:৩১
জুল ভার্ন বলেছেন: যারা ধর্মে বিশ্বাস করেনা তারাই দেখছি ভুত পেত্নীতে বিশ্বাসী!
২৭ শে নভেম্বর, ২০২১ দুপুর ২:৩৪
রাজীব নুর বলেছেন: শাক দিয়ে মাছ ঢাকা অবস্থা।
ঝিকে মেরে মাকে শেখানো।
আঙুল একদিকে, ইশারা অন্য দিকে।
৩| ২৭ শে নভেম্বর, ২০২১ দুপুর ২:৫২
রানার ব্লগ বলেছেন: ভুতে বিশ্বাস নাই কিন্তু ভয় পায় এমন লোক অনেক আছে ।
২৭ শে নভেম্বর, ২০২১ রাত ১১:৩৭
রাজীব নুর বলেছেন: আমি নিজেই ভূতে বিশ্বাস করি না। কিন্তু ভূত ভয় পাই।
৪| ২৭ শে নভেম্বর, ২০২১ বিকাল ৩:৫০
মোগল সম্রাট বলেছেন: এসলাম ধর্ম মতে ভুত বলতে কিছু নাই, কিন্তু জ্বিন আছে। মাঝে মাঝে রেব-পুলিশ অভিযান চালিয়ে জ্বিনের বাদশাদের গ্রেফতার করে।
২৭ শে নভেম্বর, ২০২১ রাত ১১:৩৯
রাজীব নুর বলেছেন: হ্যাঁ এরকম প্রতারক আছে।
৫| ২৭ শে নভেম্বর, ২০২১ বিকাল ৪:০৮
তারেক ফাহিম বলেছেন: আমি ভুত বিশ্বাস করি না।
জ্বিন বিশ্বাস করি।
২৭ শে নভেম্বর, ২০২১ রাত ১১:৪০
রাজীব নুর বলেছেন: হ্যাঁ ঠিক আছে।
বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর।
৬| ২৭ শে নভেম্বর, ২০২১ বিকাল ৪:৩৭
বিটপি বলেছেন: বাতাসও একরকম ভূত - দেখতে পাওয়া যায়না কিন্তু আছে।
২৭ শে নভেম্বর, ২০২১ রাত ১১:৪১
রাজীব নুর বলেছেন: না বাতাস ভূত নয়।
৭| ২৭ শে নভেম্বর, ২০২১ বিকাল ৪:৪৯
চাঁদগাজী বলেছেন:
রেনডমলী ১০০ জন মানুষকে নিয়ে তাদের থেকে কৌশলে জানলে কতজন জ্বীনভুতে বিশ্বাস করে, যতজন বিশ্বাস করে, দেশে আনুমানিক শতকরা ততজন বেকুব আছে।
২৭ শে নভেম্বর, ২০২১ রাত ১১:৪২
রাজীব নুর বলেছেন: দুই লাইনে আসল সত্য বলে দিয়েছেন।
৮| ২৭ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:২১
মরুভূমির জলদস্যু বলেছেন: ভালো লিখেছেন। চমৎকার লিখেছেন।
২৭ শে নভেম্বর, ২০২১ রাত ১১:৪২
রাজীব নুর বলেছেন: খুব রাগ লেগেছে নাকি আপনার?
৯| ২৭ শে নভেম্বর, ২০২১ রাত ৮:৩৫
জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: ভুত আছে হলিউডের ছবিতে আর ভুতের গল্পে।এতটুকু থাকাই মোর দ্যান এনাফ।
২৭ শে নভেম্বর, ২০২১ রাত ১১:৪৩
রাজীব নুর বলেছেন: রাইট।
১০| ২৭ শে নভেম্বর, ২০২১ রাত ৯:২৯
মেহেদি_হাসান. বলেছেন: There are more things in heaven and earth
২৭ শে নভেম্বর, ২০২১ রাত ১১:৩৮
রাজীব নুর বলেছেন: শেক্সপিয়ারের এই কথাই সত্যি।
১১| ২৭ শে নভেম্বর, ২০২১ রাত ১১:৪৭
নুরুলইসলা০৬০৪ বলেছেন: আল্লাকেও দেখা যায় না,তবে কি আল্লাহ ভূত।
তালেবান ক্ষমতায় আসলে মাজার বন্ধ হয়ে যাবে।ওহাবি সালাফিরা মাজারে বিশ্বাস করে না,মাজারে বিশ্বাসী শিয়ারা।মাজার বন্ধ হলে কিছুই হবে না।মাজার বন্ধ হলে দেশ অন্ধকারে ডেকেও যেতে পারে।
২৭ শে নভেম্বর, ২০২১ রাত ১১:৫৭
রাজীব নুর বলেছেন: আল্লাহ জ্বীন, ফেরেশতা এবং নবীদের লিডার।
১২| ২৭ শে নভেম্বর, ২০২১ রাত ১১:৫৭
মরুভূমির জলদস্যু বলেছেন: লেখক বলেছেন: খুব রাগ লেগেছে নাকি আপনার?
আমি বললাম ভালো লিখেছেন, আপনার মনে হলো আমি রাগ করেছি!!
গুরুর প্রভাবে খুব বেশী প্রভাবিতো হয়ে পড়ছেন দাদা।
২৭ শে নভেম্বর, ২০২১ রাত ১১:৫৮
রাজীব নুর বলেছেন: না আমি ভাবলাম রাগ করে আবার এরকম মন্তব্য করেছেন কিনা।
কুল ম্যান কুল।
১৩| ২৮ শে নভেম্বর, ২০২১ সকাল ১০:৩৫
কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: হা হা সবচেয়ে হাসির বাচ্চাদের জন্য তাবিজ আনা ব্যপারটা।
বেচারা বাচ্চারা....
২৮ শে নভেম্বর, ২০২১ দুপুর ১:৩৭
রাজীব নুর বলেছেন: না এখন মনে হয় বাবা মারা তাবিজে বিশ্বাস রাখেন না। ডাক্তারের কাছে যান।
১৪| ২৮ শে নভেম্বর, ২০২১ বিকাল ৩:২৪
জহিরুল ইসলাম সেতু বলেছেন: প্রগতিশীলরাই একদিন দেশকে এগিয়ে নিয়ে যাবে।
২৯ শে নভেম্বর, ২০২১ রাত ১২:৪৯
রাজীব নুর বলেছেন: ইনশাল্লাহ।
১৫| ২৮ শে নভেম্বর, ২০২১ বিকাল ৩:৫৮
ওসেল মাহমুদ বলেছেন: আমেরিকান রাই বেশি বিশ্বাস করে !
১
২৯ শে নভেম্বর, ২০২১ রাত ১২:৫০
রাজীব নুর বলেছেন: সত্যি বলছেন?
©somewhere in net ltd.
১| ২৭ শে নভেম্বর, ২০২১ দুপুর ২:২১
আলমগীর সরকার লিটন বলেছেন: খুব সুন্দর কথা বলেছেন ভূতকে বিশ্বাস করি না অথচ চাঁদে যাওয়া বিশ্বাস করি
এটার নামি কিন্তু মানুষ----------